শুভ জন্মদিন কামরুল ভাই!!!

আচ্ছা,কাহিনী কি??? আজকে কামরুল ভাইয়ের জন্মদিন আর এসিস্টেন্ট জন্মদিন প্রিফেক্ট রকিব্বার কুনো খোঁজই নাই??? বুঝতে পারছি,ওরে লুঙ্গি পিরা লং আপ করাইতে হইবো 😡

ভাইজান এবং আপামনিরা,আজকে আমাদের অতি প্রিয় এবং সিসিবির অন্যতম প্রাণপুরুষ কামরুল ভাইয়ের জন্মদিন।উনার ফেসবুক প্রোফাইলে লেখা-“আমি সাপ,কুকুর আর পুলিশ ভয় পাই” :no: :((

কালকে প্রিন্সু স্যারের বাসায় উনার অনুপস্থিতিতেই বুঝতে পারছি যে বেচারা বিশ্বকাপ ফুটবল কাভার করতে গিয়ে দৌড়ের উপর আছেন।

ভাইজান,আপনি অতি সত্বর “ঠোলা কেন আসামী” সিনেমা নির্মান করুন-আপনার সব স্বপ্ন পূরণ হোক এই কামনা করি।

শেষ করার আগে বেহায়ার মত একটা ব্যক্তিগত কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেই।২০০৮ সালে অনার্স পাস করার পরেও কেন আমি বাইরে মাস্টার্স করতে যাচ্ছিনা-কেন আমি বোকার মত সরকারী চাকুরির পিছনে দৌড়ে বেরাচ্ছি-তথাকথিত “শুভাকাঙ্খীদের” এসব প্রশ্নের জবাব দেবার ভয়ে আমি যখন ফ্যামিলি গ্যাদারিংগুলোতে যোগদান করা ছেড়ে দিয়েছি-কামরুল ভাই আমাকে সাহস দিয়ে বলেছিলেন, “ব্যাটা,আমি বায়োকেমিস্ট্রি গ্র্যাজুয়েট হয়ে যদি সিনেমার ডিরেক্টর হবার স্বপ্ন দেখতে পারি তাহলে তুই কে কি বলল তাতে কান দিচ্ছিস কেন??ফলো ইয়োর ড্রিম,ম্যান!”

কাউকে দেখাইনি,কিন্তু কৃতজ্ঞতায় সেদিন আমার বুক ভরে গিয়েছিল।আজ সবার সামনে প্রকাশ করলাম।

অনেক হয়েছে,এই বেলা শেষ করি।

লাইট! ক্যামেরা!! এ্যাকশান!!!!

ভবিষ্যতের অস্কারজয়ী ডিরেক্টর কামরুলের মুভি সেট থেকে চলুন সবাই কোরাস করে বলে উঠিঃ

শুভ জন্মদিন কামরুল ভাই!!!!

১,৩১১ বার দেখা হয়েছে

৪৬ টি মন্তব্য : “শুভ জন্মদিন কামরুল ভাই!!!”

  1. রকিব (০১-০৭)

    মাস্ফ্যুদা খেইপেন না 😕 ; গতকাল সারা রাত জবে ছিলাম; আট ঘন্টার শিফট শেষে ঘন্টা দুয়েক আগে বাসায় ফিরছি; নাইলে কামু ভাইয়েরটা মিস করতাম না :(( ।
    অফটপিকঃ কামরুল ভাইয়ের একটা কথা আমারো মনে থাকবে; যাই হোক না কেন, নিজের কাছে সবসময় সৎ থাকবি। :salute:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    খেলা দেখে যখন পেশার অংশ তখন তার জন্মকে অনেক বেশি শুভ বলতেই হয়। ভালো থেক কামরুল। স্বপ্নগুলো জাগিয়ে রেখ।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    শুভ জন্মদিন কামরুল ভাই... আর্জেন্টিনার আজকের জয় আপনার জন্মদিনের উপহার হিসেবে উৎসর্গ করা হইলো 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    কামরুল, বুড়া হয়ে গেলি দেখি 😉 তিনপ্রহরের বিলে সুইমিং কইরা আয় নিজে নিজেই 😀

    শুভজন্মদিন। গিফট একটা পাইছোসনা! 😛 (যদিও পরের ধনে পোদ্দারি টাইপ) আরেকটা গিফট দেই, তোর জন্মদিন সেলিব্রেট করতেই আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ড পর্যন্ত যাইবোই, এনশাল্লাহ 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. শাওন (৯৫-০১)

    কামরূল ভাই কই তুমি??? বিশ্বকাপের উপরে একটা লেখা দাও দেকিনি... 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    মাস্ফ্যু, চা অলা, মামুন, আয়োময়-যাভিয়ের ও তাদের মা, ড্রিম ওয়াকার ভাই, মরতুজা সাহেব, শান্তাপি, আমিন, আঁধার ও তার জামাই, মশিউর, আশহাব, আকাশ (নেদারল্যান্ডস), জেরিনাছিব, শাফি, কাইয়ুম্ভাই, শাওন, মুহাম্মদ, আন্দালিব দ্য পনিটেইল, জুনা দ্য গ্রেট, রুমকির বাপ, টুম্পা ভাবি, পিরা, অরপিয়া, জাফর
    সবাইকে অনেক ধন্যবাদ।
    আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. কামরুল হাসান (৯৪-০০)


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  8. মাহমুদ (১৯৯০-৯৬)

    শুভ জন্মদিন কামরুল।
    দোওয়া করি, আরো বড় হও, সিনেমার সব উঠতি নায়িকাদের নিয়ে তিনপ্রহরের বিলে শুটিংয়ে যাও।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)

    শুভ জন্মদিন দোস্ত! তাড়াতাড়ি বড় হ, একসাথে তিনপ্রহরের বিল দেখতে যামু। (শুভেচ্ছা জানাইতে দেরি করলেও :shy: বিল দেখতে যাওয়ায় দেরি করুম না)


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।