প্রিয় ভাই বোনেরা,
চা নিয়ে মজার মজার দুটি ওয়ান-লাইনার পড়লাম ইন্টারনেটে।ইংরেজি থেকে অনুবাদ করলে মজা অনেকটাই হারিয়ে যাবে বলে মডুদের ভ্রুকুটি এড়িয়ে ইংরেজিতেই পোস্ট করে দিচ্ছিঃ
1.Why did the teapot get in trouble?
–Because he was naughtea.
2.What did the teapot wear to bed?
–A nightea
চা নিয়ে অতিশয় বোরিং দুটো ওয়ান লাইনার বললাম-এবার আজ থেকে ৮ বছর পেছনে চলে যাই।নিচের ছবিটি দেখুনঃ
ছবিটি ২০০২ সালে জেসিসির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার।সবার সামনে ভাব নিয়ে মার্চ পাস্ট করে যাচ্ছে যে সেই তালগাছের সমান লম্বা মাস্ফ্যুকে তো আপনারা সবাই মনে হয় চিনতে পারছেন।আমার ঠিক পেছনেই রয়েছে রুবাইয়াত,তার পেছনে মিজান।বলুন দেখি মিজানের ঠিক পেছনে বদর হাউসের পতাকা হাতে রোদে পোড়া মুখ নিয়ে কোন মাসুম বাচ্চা মার্চ করছে???
উপরে চা নিয়ে চাপাবাজি শুনেও বুঝতে পারছেননা??একটু হিন্টস দেই, ক্যাডেট কলেজে রোদে পুড়ে যাবার কারণেই কম্পেন্সেশান হিসেবে বিধাতা ওকে বিশ্বের সবচেয়ে ঠান্ডা দেশগুলোর একটিতে পাঠিয়েছেন।
দেশটির নাম কানাডা।
হ্যাঁ,ঠিক ধরেছেন-ও হচ্ছে ওয়ার্ল্ড টি বিজনেসম্যান ফোরামের অন্যতম সদস্য এবং আমাদের ব্লগের রেসিডেন্ট চাওয়ালা রকিব।আমাদের সুখে দুঃখে প্রতিটি মুহুর্তে সিসিবি পরিবারের ছোট্ট এই ছেলেটি তার উপস্থিতি দিয়ে মাতিয়ে রাখে সবাইকে-সুদূর কানাডায় থাকলেও প্রতি মুহূর্তে ওর উপস্থিতি যেন সিসিবিকে প্রাণবন্ত করে তোলে।কানাডার স্বর্ণকেশী ডেনিশ তরুণী এবং রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণকারী বাংলার এক মহিয়সী নারীর মিতা এক উপমহাদেশীয় তন্বীর সাথে এই ছেলেটার বিশেষ হৃদ্যতা আছে-যা নিয়ে লাভগুরু ড; মাস্ফ্যুর কাছে সে প্রায়শঃই শলাপরামর্শ করতে আসে।এছাড়া আমার হইলেও হইতে পারে শ্যালিকার মন জয় করা নিয়ে ব্লগের রেজুর সাথে এই ছেলেটির খানিকটা অম্ল-মধুর সম্পর্ক থাকলেও ইদানীং ওর দিকেই পাল্লাটা ঝুঁকে পড়ছে যেন!!!রেজু,সাবধান!!!
ও হ্যাঁ,শেষ লাইন পড়া অতি চালাকেরা এর আগে রায়হানের পিএইচডির পোস্টে ধরা খেলেও এবার বেঁচে গেলেন।
যে যেখানে আছি চলুন মনের ঘরে একটা কাল্পনিক মোমবাতিতে ফুঁ দেই।এরপর এককাপ চা এক চুমুকে খাবার চেষ্টা করার সময় জিহবা পুড়িয়ে বলে উঠি-শুভ জন্মদিন রকিব!!!!!!
মাস্ফুদা, পরথম হইলাম, এইবার যে চায়ের গল্প লিখছেন সেইটা খাওয়ান :gulti: :gulti: :gulti:
রঞ্জনা আমি আর আসবো না...
😮 😮 তুইও আমারে "মাস্ফ্যুদা" ডাকা শিখা গেছস?!!!
এই নেন আপনাদের দুইজনের চা :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন চা ওয়ালা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাঙ্কু স্কাইদা। 😀 😀 :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😮 😮 স্কাইদা? 😮 😮
শুভ জন্মদিন। দেশে আসলে মনে করে কেক্কুক খাইয়া যাস।
ধইন্যপাতা ভাইয়া। কেক্কুক পাওনা থাকলো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন রকিব :party: চা খাওয়ার দাওয়াত রইলো 😀
😀 😀 ঠ্যাঙ্কু আদনান ভাই। কুরবান হবার পর থেকেই আপনাকে আর সিসিবিতে খুঁজে পাই না তো আজকাল :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:-B কেমনে পাবি,উনিই তো আসলে শটগান জলিল...আপাতত মুভি নিয়ে ব্যস্ত :-B
ম্যাশ পটেটো লুংগি পইড়া দৌড়ের উপর থাক ।
:gulli2: জ্বি শটগান জলিল ভাই......ইয়ালি ভিশিমাইক! :gulli2:
শুভ জন্মদিন রকিব 🙂
থ্যাঙ্কু ভাইয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন, রাকিব ভাই। নেন চা খান,
:teacup: :teacup: :teacup: :teacup: (বাংলাদেশি চা)
আর কানাডা থাইক্যা আমারে ঠান্ডা চা পাঠাইয়্যা দিয়েন।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
থ্যাঙ্কু ছোট ভাই। ঠান্ডা চা ভালো না, তোমারে ক্যাপুচিনো খাওয়াবো। :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন :party: :party: :party: :party:
Life is Mad.
টুশকি ভাই, ঠ্যাঙ্কস 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন ভাইয়া। ভাল থেক অনেক অনেক।
থ্যাঙ্কু তপু ভাই। কেমন আছেন আপনি?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন। :party: জীবনে সবসময় হাসি-খুশী থাক।
হাসি খুশি দুইজনের সাথেই থাকতে চাই। থ্যাঙ্কু ভাইয়া। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন পিচগি...ভালো থাকিস।
কারে কইলেন!!! আমি কিন্তু ম্যালা বড় হয়ে গেছি। 😛 😛 ঢন্যবাধ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন রকিব।
এই ছেলে কানাডায় এতোদিন থেকেও এইরকম বাংলাদেশী চিরকিশোর ভাব ধরে আছে কিভাবে কে জানে?
যাক এইবার একটু বয়ষ বাড়বে।
সে নিজেতো বিশাল ভদ্র,বন্ধু বান্ধব জোগাড় করেছে তস্য ভদ্র।
ওর সমান বয়ষে আমি এত লক্ষী ছিলাম না।
😛 এভরি কয়েন হ্যাজ ইটস আদার সাইড-আপু ও যে কি জিনিস সেইটা যদি ঝান্তেন... 😀
@মেলিতা আপু- ধইন্যপাতা। উপ্রে যেইসব কথা কইলেন এইটা কী আপনি লিখছেন নাকী মামুন ভাই 😛 টরন্টো আসেন। কেক্কুক খাওয়াবো দুইজনকে।
@মাস্ফ্যুদা- কয়েনের উলটা পিঠটা কি আপনি? ;)) :duel:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
@রকিব পিচ্চি,জম্নদিন দেখে কিছু বল্লাম না। খোঁজখবর নেই আমি, সুনাম করে ভাইয়ার x-(।
@মাসরুফ
জন্মদিনে ভাল ভাল কথা বলা নিয়ম। বাকি ৩৬৪ দিনে রকিব এর অন্য কীর্তির কথা বলবো। 🙂
364 দিনঈ রকিব্যার কুকীর্তি শ্নতে হবে মনে হচ্ছে :grr: =))
শুভ জন্মদিন রকিব। ভাল থেকো।।
শরিফ ভাই, ঠ্যাঙ্কস।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন চাওয়ালা। আমারে আপাততঃ এককাপ গ্রীন টি দিস। আর দ্যাশে আইলে আমার অফিসে আইস্যা আইসক্রিম খাইয়া নিস। অনেক ভালো থাকিস।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাঙ্কু ভেরী মাছ ভাইয়া। 😛
এই নেন আপনার গ্রীন টী (এই জিনিসটা বড়ই বদখত, আমি দু সপ্তাহের মতো ট্রাই করছিলাম, এরপর ক্ষ্যান্ত
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চাওয়ালা চা খেতে খেতে পোস্টটা পড়লাম। এর আগে তোমারে ই্মেইলে বলছিলাম উত্তর দাও নাই। এবারও বলতেছি, টেলিস্কোপের লিঙ্ক পাঠাইছিলা যেমন তেমনি এবার একটা ক্ষেপনাস্ত্র উত্ক্ষেপকের লিঙ্ক পাঠাও। যখন চা খেতে ইচ্ছে করবে কানাডার দিকে তাক করে একটা কাপ ছুড়ে মারবো। তুমি কাপটা ভর্তি করে আবার আমারে পাঠায়ে দিও।
যুগ যুগ (X১০) বেঁচে থাক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ভাবতেছি একবার US গিয়েই চা খাইয়ে আসবো আপনাদের। 😛
ধন্যবাদ আপু।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন রকিব ...
ধন্যবাদ ভাইয়া। 😀 😀
:hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন রকিব মিয়া...দোয়া করি তোমার চায়ের ব্যবসায় উন্নতি হোক আর বালিকা ভাগ্য আর ভাল হোক 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
থ্যাঙ্কু রাশুদা। আপনার মুখে ফুলচন্দন পড়ুক :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন চাওয়ালা, তোর কপালে খারাবী আছে কইলাম x-(
🙁 কেন? ওর পিছে লাগছেন ক্যান ম্যাড মেহেদী ভাই? 😛
হাসান ভাই, ঠ্যাঙ্কু। ক্ষেপলেন ক্যান 😕 😕
নেন :teacup: খান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন রকিব ভাই ...... :party:
রিফাত মিয়া, ঠ্যাঙ্কু। স্টারে গিয়া মাস্ফ্যু ভাইয়ের নাম কইরা যা মন চায় খাইয়া নিও। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন রকিব মিঞা
ঠ্যাঙ্কু ভাইয়া। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন প্রিয় চাওয়ালা :party: :party: :party:
মাসরুফ পোস্টটা ভাল লেগেছে 🙂
আমার বন্ধুয়া বিহনে
রাব্বি ভাই, কি জানি কইতে চাইছিলাম, কিন্তু ভুইলা গেছি। থ্যাঙ্কু। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বিলাডি, তোর মধ্যে যে সারল্য এবং সততা আছে তা আজীবন ধরে রাখিস।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সহমত।
জুনাদা, আবেগে ইমুশুনাল হয়ে গেলাম। :((
ঠ্যাঙ্কু ভাইয়া। তবে আপনি আমার থেকে একদিনের ছোট্ট দেখে বড় আনন্দ পিলাম। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাস্ফু ভাই... ৫ তারা দিলুম। আমি আজকে ঢাকাত্থেইক্যাস্লাম।মন্টাখ্রাপ। 🙁
আসিফ ভাই মন খ্রাপ কইরেন না। ঢাকা থেকে কই গেলেন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:-B শ্বশুর বাড়ি 😀
@রকিব মন খারাপ না করার চেষ্টা করছি রে ভাইয়া।কিছু কিছু কষ্ট সহ্য করা খুব কঠিন।নিজের সবচেয়ে ছোট ভাইটাকে (Cousin) নিজের হাতে কবরে শোয়ায় আসলাম।এত কঠিন কাজ কোনদিন করতে হবে ভাবিনাই।
@মাস্ফু ভাই...শ্বশুরবাড়িটা যমুনার আশে পাশে হইলে কি আর আমারে ব্লগে পাইতেন ??
খুব খারাপ লাগছে রে আসিফ।আহারে,কত অভিমান নিয়েই না চলে গেল বাচ্চা ছেলেটা...
অন্যান্য ছোট্টরা হালকা মাইন্ড খাইতে পারে যদিও, কিন্তু মনে হয় বেশির ভাগের কাছে এই রকিব্যাই সিসিবির সবচে আদুরে ছোট্ট :hug:
শভ জনমদিন বাচ্চে :party:
সংসারে প্রবল বৈরাগ্য!
কিছু বলার ভাষা পাচ্ছি না কাউয়ুম ভাই। আসলে কিছু কথা বরং অনুক্তই থাক। সিসিবি থেকে এত বেশি আদর আর ভালোবাসা পেয়েছি, সত্যি বলতে গেলে বোধহয় তুলনামূলক ভাবে একটু বেশি পেয়েছি...... ধুর ডায়ালগ মনে আসতেছে না 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর ডায়লগ মনে কইরা লাভ নাই, সময়মত কেক্কুক নিয়া হাজির হইয়া যাইস :grr:
শুভ জন্মদিন পিচ্চি!
ভালো থাকো, সবাইকে নিয়ে, সব সময়.........
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঠ্যাঙ্কু মাহমুদ ভাই। ভাবী কেমন আছেন? ভাবীরে নিয়া নায়াগ্রা থেকে হানিমুন করে যান। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
shuvo jonmodin rokib bhae kintu fb te dekhlam na ken???
Bhalo thakben
onekdin bachben insallah
ধইন্যপাতা নাজমুল সাহেব। অনেকদিন বাঁচার দোয়া দিলি 😕 😕
কাইল্কে রাব্বী ভাইয়ের কাছে গিয়া আমার নাম কইয়া ১০০ পাউন্ড নিয়া ভালো মন্দ কিছু খাইয়া নিস। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
১০০ পাউন্ড?? 😕
ওকে যো হুকুম 😛
শুভ জন্মদিন চাওয়ালা
ঠ্যাঙ্কু মেহেদী ভাই। আয়েশা টাকিয়ার অটোগ্রাফ নিছিলেন?? :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) ওইটা মইনুল ভাই নিছে =))
কামলা নিয়া ব্যাস্ত তাই দেরী হইয়া গেল, অনেক বড় হ আর সব না পাওয়া ইচ্ছাগুলা পূরণ কর এই কামনায়
আপনাকে আজকাল আর খুঁজে পাওয়া যাচ্ছে না; খুব ব্যস্ত যাচ্ছে বুঝি? 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দুঃখিত, দেরী করে ফেললাম। 🙁
শুভ জন্মদিন প্রিয় ছোট ভাই।
তো সেই ছিপছিপে তন্বী এখন কেমন আছে? যোগাযোগ আছে তো? ;;;
তন্বী ক্যাডা?? 😛 আপনে চিনেন ক্যামনে?? 😛
ঠ্যাঙ্কু ভাইয়া। দেরী হয়নি তো। আমার কেবল মাত্র ১০ তারিখ শেষ হলো। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি তো সেই বংগদেশী বুফে ললনার ছবি দেখছি রকিব মিয়া।
পালানোর পথ নাই রে ঘুঘু! 😀
:shy: :shy: :gulti:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কানাডার স্বর্ণকেশী ডেনিশ তরুণী এবং রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণকারী বাংলার এক মহিয়সী নারীর মিতা এক উপমহাদেশীয় তন্বীর সাথে এই ছেলেটার বিশেষ হৃদ্যতা আছে আচ্ছা,এই লাইনটা কি এখনো কারো চোখে পড়েনাই? 😛
মহিয়সী নারীটা কে? বেগম রোকেয়া নাকি সুফিয়া কামাল? :-/
এইসব অপপ্রচার চালাইয়া মাস্ফ্যুদা আমারে উনার শ্যালিকার কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা করতেছেন। কিন্তু জেনে রাখবেন, আমিও রাঞ্চোড়দাস রকিব B-) । শটগান জলিলের মতো হাজির হয়ে রাজকন্যা দখল করবো। :grr: :gulli2:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চিন্তা করিসনা ছোট্ট আমিও কাউরে কিছু কমুনা B-)
আমার চোখ এড়াইনায় বস :grr: :grr:
এহহে, এক বংগদেশী বুফে ললনার কথা বাদ গেছে 🙁
:just: বাদ গিয়া ভালো আছে। এমনেই পোচ্চুর গিয়াঞ্জামে আছি 😐
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এটা নিয়ে আলাদ ব্লগ হবে বস =))
পিচ্চি, ভালো থাকিস সবসময়। শুভ জন্মদিন।
রিবিনভি, অনেক অনেক থ্যাঙ্কু কল করবার জন্য। :hug: :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন চাওয়ালা :teacup:
পিন্টু তুই বাঁইচা আছোস?!!!
"ছোট্টা, সবসময় ছোট থাকিস, বড় হলেই গ্যাঞ্জাম"
বি লেটেড হেফী বাড্ডে!!!!
আরে বাদশা ভাই আপনে!!কেমন আছেন গুরু?!! :boss: এই রকিব বাদশা ভাইরে চা দে...
তোর বাদশা ভাই, আর বাদশা ভাই নাইরে, স্ট্যটাস চেইঞ্জ হইয়া গেসে 🙁
😀 কন কি বস!!!!!!!! তা ভাবীর নাম কি? কবে খাইতেছি এই উপলক্ষে? বাধাই হো গুরু!!!
থ্যাঙ্কু বেরি মাচ ভাইয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন পাগলা।
'চা -দ্য টি' নামে একটা সিনেমা করার চিন্তা ভাবনা করতেছি। নায়কের নাম রেঞ্চোর দাস রকিব।
জলদি দেশে আয়। তিন প্রহরের বিলে শ্যুটিং হবে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) এইডা কি কইলেন কামরুল ভাই...
অফ টপিক- নায়িকার নাম হইবো রুকাইয়া-দা মহীয়সী (বিস্তারিত কাহিনী জানতে আমারে মেইল দিয়েন)
:no: :no: :no:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
;;; ;;; ;;;
শুভ জন্মদিন রকিব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ভাইয়া।
অফটপিকঃ দোয়া দিলেন না ক্যান? 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হেপি বাড্ডে ভাইয়া :party: :party:
ধন্যবাদ আপু 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আয় রকিব বুখে আয় ... :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:hug: :hug: কুর্তা ভাই, বহুতদিন বাদে আইলেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ডেনিশ তরুনীর সাথে তাড়াতাড়ি হইয়া যাক এই কামনা করি :grr: :grr: :grr:
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
কি হইয়া যাবে???? 😮 😮
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
@ রকিব্বা-কি হইয়া যাইবো সেইটা বুঝায় দিতে হইবো? শরম পাবি না তো??আমার তো মনে হয় এতদিনে হইয়া গেছে ;;; (সেন্সর্ড) (সম্পাদিত)
বিলেটেড হেফি বাড্ডে, ছোট্ট। দোয়া করি, তুমি অনেক বড় হও, আর অনেক অনেক অক্সিজেন দিয়ে পৃথিবীকে ভরিয়ে তোল B-)