সুপ্রিয় ভাই ও বোনেরা,
আমাদের কুচ্ছিত হাঁসের ছানা আর কুচ্ছিত নাই সুন্দর হইয়া গেছে 😡 ।আজকে একটু আগে আমাকে সে ফোন কইরা বলে-মাসরুফ ভাই,আপনের কাছে করাত আছে? আমি তো হতবাক! 😮 ব্যাটার কি মাথায় মাল উঠছে নাকি-ভর দুপুরে এইগুলা কি কয়?? 😡 ঘটনা কি সেইটা জিজ্ঞাসা করতেই বলে-“ইয়ে মানে বুঝেনই তো,বাসায় এত বড় খাট,আমি ছুটো খাটো মানুষ আমার অত বড় খাটের দরকার নাই,তাই ঠিক করছি করাত দিয়া কাইটা দুই ভাগ করুম :duel: ।
এই ডিজুস যুগের ডিজুস টাইপ পোলাপাইনের বাকি কান্ডকারখানা না বুঝলেও নানা দেশের নানা জাতির :just: ফ্রেন্ডদের সংস্পর্শে আমার বুদ্ধিশুদ্ধি কিছুটা হইলেও খুলছে।সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম-“হারামজাদা,একা একা এক খাটে থাকতে ইচ্ছা করেনা তার মানে কি তুই বিয়া করতে চাস? x-(
আমাকে অবাক কইরা আমার চেয়ে দুই বছরের ছোট সেইদিনের দুধের বাচ্চা কুচ্ছিত হাঁসের ছানা ওরফে তুহিন কয়-“হ ভাই :shy: :shy: :shy: :shy: :shy: ”
এইবার আর সহ্য হইলোনা,চ-অক্ষর আর ব-অক্ষরের বাছা বাছা গালিগুলা টানা পাঁচ মিনিট ঝাড়ার পর জানতে চাইলাম- “ওরে @#৳%,বিয়া যে করবি তা বউরে খাওয়াইবি কি?বউ পালার চেয়ে হাতি পালা যে কম খরচের সেইটা জানোস? 😡 ”
তুহিন কয়-জানি ভাই :shy:
আমি তবুও হাল না ছাইড়া কইলাম-তাইলে??????????????????????
মুখ প্রথম চুম্বনপ্রাপ্ত অষ্টাদশী তরুণীর লাজুক মুখের চাইতেও লাল কইরা তুহিন উত্তর দিল-“ভাই,আমি আইজকা চাকরি পাইছি-ইস্টার্ণ ইউনিভার্সিটির ট্রিপল-ই ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে।বউ পালতে কুনো সমিস্যা হৈবোনা :shy: :shy: :shy: :shy: :shy: ”
আনন্দে আমার হাত থিকা ঠাস কইরা ফোনটা পইড়া গেল।ফোন উঠায় খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করতেই কিপটা তুহিন কয় যে আমার জন্য ইস্পিশাল খাওয়া এক শর্তে-যদি আমি তার পিছনে সিসিবির খাদক স্কোয়াড লেলায় না দেই।
(পরবর্তী অংশ পল্টনী ময়দানের বক্তৃতা আকারে পড়তে হবে)
ভায়েরা আমার,
আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।আমাদেরই এক ভাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তবুও তার মধ্য থেকে বক্ষিলতা যায়নাই-সামান্য খাওয়াদাওয়া নিয়ে তার সাদা হাত আজ কৃপণতার কালিমায় লিপ্ত হতে চলেছে।চলুন,তার সাদা হাতকে কালো হওয়া থেকে রক্ষা করি-সবাই একযোগে কেক্কুক খাবার আন্দোলনে ব্লগে ব্লগে দূর্গ গড়ে তুলি।
খাদ্য যখন খেয়েছি খাদ্য আরো খাবো-তুহিনের সাফল্যকে উদ্ভাসিত করে তুলব ইনশাআল্লাহ!
কি বলেন সবাই? ;;; ;;; ;;;
আমিই মনে হয়...প্রথম 😀
x-( পোস্ট দিয়া সারি নাই এর মইধ্যেই এই অসুস্থ প্রতিযোগিতা শুরু হই গেছে।এইবার পইড়া কমেন্টান মিয়া x-(
আমারে কি মনে করস...আমি কি না পইড়াই কমেন্টাই নাকি... x-( x-( 😡 😡
ওয়ে ওয়ে!! আমিই প্রথম আন্দোলনে যোগ দিলাম ...
তবে খাওনের দিন তারিখ ঠিক করনের আগে জানাইস...যাতে আমি মিস না করি...
শরোম্পাইতাছি
মিস্কর্বেন্নাশাকর্তাছি
x-( শরোম্পাওয়া বঙ্কৈরা তার্তারি কেক্কুকের্ব্যবস্থা কর x-(
অল্পের জন্য ২য় হয়ে গেলাম ,শিট :((
কিন্তু তুহিন ভাই এর খবর আছে x-(
আমরা খাইবাম চাই ভাই :goragori:
বিয়াতেও খাইতে চাই :awesome:
শরোম্পাইতাছি
বিয়া শাদী মাইনসে করে?
খাওয়ামু খাওয়ামু, টেনশন নেহি লেনেকা রে...
অভিনন্দন তুহিন ...... :party: :party: :party: :party: :party:
ধন্যবাদ মইনুল ভাই।
শরোম্পাইতাছি
আচ্ছা,অনেক খুঁইজাও ফেসবুকে তোর বাড্ডে ডেট পাইনাই।আমারে শিজ্ঞিরি মেইল কইরা জানা নাইলে কৈলাম খুনাখুনি হয়া যাইবো x-(
রকিব,উপ্রের মন্তব্য তোকে করা x-(
জন্মদিনের দিন পোষ্ট দিয়া জানায়া দিমুনে। :grr: :grr: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀 😀 😀
আমি উপ্রে তুহিন ভাইরে কংগ্রেটস জানাইছিলাম, মাস্ফ্যুদা ষড়যন্ত্র কইরা ঐটা মুইছা দিছে :(( :((
আবার কইয়া গেলাম;
কংগ্রাচুলেশন তুহিন ভাই। দোয়া করি লেকচারার থেকে ভিসি হন। :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( আমারে অপবাদ দেস কেলা?
থ্যাঙ্কিউ। আয় বাপ, বুখে আয় :hug::hug::hug:
তুহিন,কনগ্র্যাটস!!!তোর :just: ফ্রেন্ড তো দেখি তোর বুকে ছুরি চালাইসে!
থ্যাংকস মাহমুদ ভাই।
শরোম্পাইতাছি
কিন্তু হাঁসু গেল কৈ? চাকরি পাওয়ার আনন্দে কি আশুলিয়ায় তিন প্রহরের বিল কিনতে গ্যাছে??
অভিনন্দন ব্যাটা। পড়াশুনা শেষ করার লগে লগে চাকরি! নাহ, এই গতিতে চললে তো দেশ ছানাপোনায় ভইরা যাইবো!! কেক-পেপসি খা্ওয়া ব্যাটা, জলদি!!! 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
না রে ভাই, পালাই নাই। 😀
ধন্যবাদ ভাইয়া।
কেক্কুক সবই খাওয়ামু ভাই আশারাখি।
শরোম্পইতাছি
কেন লাবলু ভাই 'কোক' কি দোষ করলো?
:clap: :clap: :clap: :clap:
শরোম্পাইছি রে
মাস্টর কি ছাত্রীদের চিন্তায় শর্মাইতাছে?? মাত্র চাকরি পাইছে! অহনই এইসব কুচিন্তা!! :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার্মনের্কথা বৈলাদিলেন্সানাভাই :clap:
ছাত্রী লাগবো না ভাই, ম্যাডামগুলাই যেই রকম 😉 😉 😉
তয় আমি মাসুম বাচ্চা, এখনো কিছুই বুঝি না O:-) O:-) O:-)
-হুম।
মনে রেখো বাছা, গুরুসমীপে ছাত্রীকুল কন্যাসম!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ডায়ালগটা মনে ধরছে।যেইসব ইয়ং টিচার ক্লাসের মধ্যেই পাত্রী খোঁজে তাদের প্রতি কেন জানি রেস্পেক্ট আসেনা-অবশ্য এইটা আমার ব্যক্তিগত ধারণা,দ্বিমত আসাটা খুবই সম্ভব।
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
😮 এত্ত পছন্দ হইছে ডায়ালগটা? 😮
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
Congrats Buddy.
Thanks ভাই।
শরোম্পাইতাছি
সাব্বাস !! :clap: :clap: :clap: :clap:
:shy: :shy: :shy: :shy:
ধন্যবাদ ভাই।
শরোম্পাইতাছি
এতো শরম তো কমাইতে হৈব ... সুন্দরীদের সামনে লেকচার দিবা ... রুমে এসে বসে থাকবে ... তখন কি শরম ধুইয়া পানি খাবা ?
জীবনে এই প্রথম লেকচারার হইতে মঞ্চাইতেছে। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: এনএসইউর টিএ হ,লেকচারারের কাছে যেমন আসে তেমন কৈরা সুন্দরী ললনা পড়া বুঝতেও আইবো,আবার লেকচারার যেমন চাকরি-এথিকস বাঁচাইতে দূরে থাকার কথা চিন্তা করবো সেই সমিস্যাও নাই-ইউ গেট বেস্ট অফ বোথ দা ওয়ার্ল্ডস 😀
সতর্কীকরণ- কি কি সুবিধা আছে-এর সাথে আমি কি কি করিয়াছি তাহা যেন কেউ মিলায় না ফেলেন। x-( আমার ট্র্যাক রেকর্ড খুবই পরিষ্কার,কুনু কালিমা নাই x-(
ঠাকুরগৃহে কে? মাস্ফ্যুদা কদলী খান নাই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঠিকই ... হুদাই ডিসক্লেইমারের মাযেযা সবতে বুঝে।
আহারে.. যদি নসুতে টিয়ের্হৈবার্পার্তাম :dreamy: :dreamy: :dreamy:
আরে নসুতে এক দোস্ত পড়ে; তার কাছে শুনলাম, ওদের নাকি এক বিশাল লম্বা টিএ আছে ইংলিশ ডিপার্টমেন্টে। এট্টু কেমন কেমন নাকি উনি; আরো অনেক কিছু কইছিলো; কিন্তু আমি সেইগুলা কইতে পারুম না। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইলে ইকবাল ভাইয়ের কথা কইছে।উনিও বিশাল লম্বা,আর একটু কেমন কেমন।তয় খুব ভালমানুষ-৫ ওয়াক্ত নামাজ পড়েন,নামাজ পড়া শেষেই ভুইলা যাওয়া নামাজ না-সত্যিকারের নামাজ 🙂
কমেন্টানোর্লাইগাপিসির্সাম্নেবইসা অভিনন্দন মাস্টাররে। 😀 😀 (আবারো ফাঁকিবাজি কমেন্ট)।
@হাঁসের বাচ্চা সতর্কীকরণ : তোর রুমের আশেপাশে খুশির চোটে প্রোফাইল পিকচারটা লাগাইস না কিন্তু !!!
থ্যাংকিউ, আমিন ভাই।
শরোম্পাইতাছি এখনো।
অভিনন্দন মাস্টার সাব :clap: তা স্যার কেক কুক খাওয়াবেন কবে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধইন্যাপাতা রাশেদ।
খাওয়ামু রে খাওয়ামু, ওয়েট কর খালি....
এখনো শরোম্পাইতাছি
ফেসবুকে যেমনে স্ট্যাটাসে কমেন্ট পড়তেছে তাতে আমি নোটিফিকেশনের জ্বালায় অস্থির হয়ে গেলাম!
হাঁসের ছানার চাকুরি ভালো চলুক। এই সুযোগে আমাদের কেক ও কুক খাওয়ার ব্যবস্থা হউক। আমিন! (তোরে ডাকি নাই)
ইস্টার্নের ক্যাম্পাসটা কোথায়? শরম্নাপাইয়াজানাও।
আমিও 🙁 🙁
ধইন্যাপাতা , আন্দালিব ভাই।
ইস্টার্নের ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস হইলো ল্যাব এইডের উল্টাসাইডে।
শরোম্পাইতাছি :shy: :shy: :shy:
কস্কি মমিন!ওইখানে "এস্কেপ ফ্রম সাঙহাই ক্যাফে" তে তো আমি রেগুলার কাস্টমার!নেক্সট দিন তোরে দিয়া বিল দেওয়ামুনে :))
খাইছে, আপনে সাপ ব্যাঙ এইগুলাও খান? 😮 😮 😮
হে হে হে, শিউর শিউর... এনিটাইম। :just: ফ্রেন্ড নিয়া ধরা খাইলে কইলাম জামিন নাই। 😀
অভিনন্দন এবং শুভকামনা 🙂
থ্যাংস ভাই।
শরোম্পাইতাছি
অভিনন্দন মাস্টাররে।কবে খাওয়াবি জানাইস
থিংকস ভিই। খাওয়ামু ভাই, খাওয়ামু, সবই আপনেগো দোয়া।
শিরিম্পিইতিছি
😀
:clap: :clap: :clap: :clap: :clap:
শরোম্পাইতাছি
অভিনন্দন মাস্টার, দেশে আসলেই খাওয়াবি :tuski:
বলেন তো অস্ট্রেলিয়া গিয়া দিয়া আসুম, খালি একবার আওয়াজ দেন।
ধন্যবাদ আদু ভাই।
শরোম্পাইতাছি
অভিনন্দন তুহিন! আর পেশাগত আঁতেল সমাজে স্বাগতম।
অফটপিকঃ ইষ্টার্নে সমাজবিজ্ঞান পড়ায় ফারজানা আমার ঢাবি'র ক্লাসমেট আর ফারহিদা জুনিয়র।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাইয়ের বিরাট নেটওয়ার্ক ... 😉
আবার জিগায় ... :guitar: :guitar: :guitar:
ধন্যবাদ মাহমুদ ভাই। যাইয়াই খোঁজ নিমুনে।
শরোম্পাইতাছি
হাঁস শরম পাওয়া শেষ হইলে আওয়াজ দিস, অভিন্দন জানামু+টুক্টাক খাইতে চামু 😀
শরোম্পাইতাছি
টুক্টাক্কেম্নেখায়?
অভিনন্দন তুহিন।
এখানে থেমে গেলেই চলবে না কিন্তু। 😀
দোয়া রাইখেন ভাই যাতে থামায়া না দেয়।
শরোম্পাইতাছি
Bus er moddhe....
Onek onek congrats tuhin vai. Apnar lecture debar ebong khaibar jibon 2 tai shukhokor houk...ameen
Thanks Rahat.
শরোম্পাইতাছি
:clap: :clap:
শিক্ষক হবার মন চায়...........ঐ টা না হলেও চলবে, কিন্তু সাম্নের ফল এ উত্তর আমেরিকা যাইতে চাওয়ার আশাটাই যেন পূরণ হয়,তার জন্যে দোয়া প্রার্থী...........................সবাই মন খুলে দোয়া শুরু করেন.......... O:-) O:-)
আবার কয়... তুই অনেক বড় হবি বাছা। মোস্তফা তো BUBT তে জয়েন করল। তুইও কইরা ফালা।
১
শরোম্পাইতাছি
অনেক অনেক অভিনন্দন।
থ্রি ইডিয়টস সিনেমাটা দেখছ নিশ্চয়ই। ছাত্রদের কে ঐরকম বানাবার চেষ্টা কইর যাতে ইঞ্জিনিয়ার হয় ইঞ্জিন ড্রাইভার না।
ধন্যবাদ তপু ভাই।
দোয়া কইরেন যাতে পড়ানোর আগে আমি নিজে ভালমত পইড়া যাইতে পারি 🙁
শরোম্পাইতাছি
:tuski: :tuski: :gulli: :gulli2: :chup: :chup: :chup:
ভাই লাইফ তা তো শেষ আপনার......... :khekz: :khekz: :khekz: :chup: :chup: :chup: :party: :party: :party: ;;; ;;;
তাই তো দেখতাছি :no: :no: :no:
তুহিন ভাই, :thumbup: :thumbup: :thumbup:
আপনি খুফ দ্রুত IUT তে চলে আসেন,
আমাদের খানাপিনা করায়ে যান। :hug:
তারপর আর কি কি চাই তা কমুনে.........
আই.ইউ.টি তে পার্টি না দিলে খবর আছে!!!!!! x-( x-( x-(
কংগ্রাটস। আহেম...... 🙂 তাইলে বিয়ার দাওয়াতডা????????? 😀 😀 😀
রিজওয়ান আর মাহবুব, কি খাইবা? গরু পার্টি? নাকি শাহীনের দোকানের ফফ?
:khekz: :khekz: :khekz:
টেনশন নিও না রে ভাই, অবশ্যই খাওয়ামু। দোয়া কইরো।
ফফ কি? 😕
মাস্ফ্যুদা আপনি শাহীনের দোকানের ফফ চেনেন না? 😮 😮 😮 :-/
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
@ মাসরুফঃ কেমুন কেমুন জানি গন্ধ পাইলাম মনে হয়।
@ তুহিনঃ অভিনন্দন। যাক আমার লাইনের আরেকটা পাওয়া গেল। (অঃটঃ ২০ বছর মাষ্টারি করার পরে নাকি কোর্টে স্বাক্ষী নেয় না। সাবধানে থাইকো)
চ্যারিটি বিগিনস এট হোম
কেক কুক খাইতে মঞ্চায় :party: :awesome:
চ্যারিটি বিগিনস এট হোম
বুঝি নাই ভাই, টিউব লাইট। আমি যা ভাবতাছি তা হইলে তো উকিলদের চাকরী তো ২০ বছরের আগেই শেষ হয়ে যাবার কথা 😀 😀 😀
ধন্যবাদ আহমদ ভাই।
শরোম্পাইতাছি :shy: :shy: :shy:
@ তুহিন,
কয়ডা দিন যাউক, ঠিকই টের পাইবা, কি কইছি। পড়াইতে পড়াইতে মাথা আউলাইয়া যায় মাঝে মধ্যে।
২০ বছর পরে পুরাপুরি আউট। তখন কোর্টের স্বাক্ষীর ক্যাটাগরিতে আমরা হইলাম গিয়া এ্যাবনরমাল। 🙁
অঃটঃনিউজঃ সারাটি জীবন জাতিগঠনের মহান ব্রত পালন করিতে করিতে জনৈক শিক্ষকের এবনরমালিটি বরণ। 🙁
চ্যারিটি বিগিনস এট হোম
x-( আপনের মনের মইধ্যে হইলো দুনিয়ার কুটকুটি x-(
😀 😀
চ্যারিটি বিগিনস এট হোম
x-( ভাবীরে এই মন্তব্যসুদ্দা আপনের নামে নালিশ দিতে হৈবো x-(
😮 😮
চ্যারিটি বিগিনস এট হোম
হইছে না!!-বুইঝা গেছি,এক ভাবীই পারে আপনের ওয়াট লাগাইতে-সারাদিন তাঁর আদরের দেবরকে জ্বালান শুনলে আপনের বাসায় চুলা বন হই যাইবো-আমি এমুন করুণ ভাষায় জানামু ভাবীরে 😀
ভাবতেছি রান্নার উপরে একটা কোর্স কইরা নিমু। :grr:
চ্যারিটি বিগিনস এট হোম
প্রশ্ন ১-তোর মাথায় মাল উঠলে কি করাত ব্যবহার করিস?
প্রশ্ন ২-তোরে পালতে যে তোর বাপ -মার হাতি পালার চাইতেও বেশি খরচ হয় তুই নিজে কি সেটা জানোস?
প্রশ্ন ৩- তুই ফোনে হাঁসের বাচ্ছার রক্তিম বদন টা দেখলি কেমনে?
মাস্ফু
উত্তর গুলা কাগজে লেইখা কাইয়ুম ভাই এর কাছ থেকে উত্তরপত্র সত্যায়িত কইরা কামরুল ভাই এর লগে দেখা করিস।
x-( x-( x-( করাত নিয়া দেখা করুম তোর লগে,তোর গর্দানে চালানোর লাইজ্ঞা x-(
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই কি অবজারভেশন ভাই.... 😮 😮 😮
:frontroll: :frontroll: :frontroll:
হংস কিড, গুড লাক :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
অনেক ধন্যবাদ, কি বলেন কাইয়ুম ভাই?
শরোম্পাইতাছি :shy: :shy: :shy:
tuhin amar kabar da pck koira dite late koris na!!!!! late hoile busos eii to ki hoibo ??
desh aisa eibar coxbazar na kamrul vai er loge bil dekte jamu.... 😀
oh vala kota condrasss
ভাই আমার নামে ম্যাকডোনাল্ড সাহেবের দুকান থিকা খায়া নিয়েন। 😀 😀 😀
আন্টিরে আপনে কি কইছেন? আপনের খবর আছে... খালি আইসা নেন একবার... x-( x-( x-(
থ্যাংকস।
অভিনন্দন হাঁসের ছানা :thumbup:
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ ভাই।
আপনার প্রোফাইলে গিয়াও আপনার নামডা দেখবার্পার্লাম্না 🙁
অভিনন্দন হাঁসের ছানা। এবার দেশ হাঁসের পোনা(=ছানার ছানা) দিয়ে ভরায়ে দাও।
ভাই, আপ্নের নামডা শুনলেই বস বস লাগে ...
অনেক ধন্যবাদ সাল্লু ভাই। শরোম্পাইতাছি :shy: :shy: :shy:
অভিনন্দন হাঁসের ছানা!
আমাকে কিছু খাওয়াতে হবে না (যশোরে থেকে খাওয়া দাওয়ার আশা করাই বৃথা).
এডজুটেন্ট এর তরফ থেকে তোমার এই সুসংবাদের জন্য পেন্ডিং ৫ টা ইডি মাফ. বাকি ২৫ টা ঠিকমত কইরা যাইও.
মাসরুফ, সামীউর এর প্রশ্নগুলার জবাব দাও. না পারলে তুহিন এর ২৫ টার ১০ টা শেয়ার কর.
আরেএএএএএএএএএএ কি সাঙ্ঘাতিক কাণ্ড!!!! এডু স্যার!!!!!!!!!
জুনিয়র কে আছিস শিজ্ঞিরি কেক্কুক নিয়ে আয়!!!!!
স্যার আপনি আসার আনন্দে আমি শুরু করে দিছি :frontroll: :frontroll: :frontroll:
ওই বেটা! আনন্দ বন্ কর! আগে তুই শীতের্দিনেচাসিগ্রেটের্পরিবর্তেকেক্কুক্ষাওয়ানোর্লোভদেখানোরঅফ্রাধে লাগাতার :frontroll: :frontroll: চালাইয়া যা!
:(( :(( :(( :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
অনেক ধন্যবাদ এডু স্যার।


বলেন তো যশোর গিয়া খাওয়া দিয়া আসমু, খালি আওয়াজ দ্যান।
শরোম্পাইতাছি। :shy: :shy: :shy:
আওয়াজ দিলাম, এখন দেখি চাঁদ, তুমি কি কর...... 😉
হংস শাবক যখন আমাকে ফোন করেছে তখন মি যে কি পরিমাণে খুশী হয়েছি তা বলে বোঝাতে পারবোনা...। আমি তখন শ্রীমঙ্গলের শীতে ঠক ঠক কইরা কাপ্তাছিলাম। কিন্তু খবরটা শুইনা শীত-কাপুনি সব উধাও হয়ে গেছিলো...। জীবনের এত্ত বড় একটা খুশীর খবরে পোলাডা আমারে মনে রাখছে এবং ফোন করছে এইডা মনে হইতেই একটু ইমোশনালও হইছিলাম। কেন যে পোলাপাইনগুলা এত্ত ভালা... ধুর জ্বালা...আবারো ইমোশনাল হইয়া যাইতেছি...
মাস্ফ্যু,
ধন্যবাদ তোকে সাফল্যের খবরটা সবার সামনে তুলে ধরার জন্য।
:shy: :shy:
:(( :(( :((
ধন্যবাদ আহসান ভাই।
শরোম্পাইতাছি :shy: :shy: :shy:
:shy: ইয়ে আহসান ভাই, আপনেরে দেইখাই আমি আইজকাল ইমুশনাল হইতে লিজ্জা পাইনা।মনে মনে ভাবি-এইরাম সাক্ষাৎ যম কমান্ডো সোলজার যুদি ইমুশনাল হইয়াও নিজের জীবন ভালভাবেই চালাইতে পারে তাইলে আমার ইমুশনাল হওয়াতে কুনো সমিস্যা নাই।যারা কয় ইমুশন ইজ নট ফর টাফ গাইজ ওইগুলা কিচ্ছু জানেনা x-(
আরে দোস্ত, তুই কি জানিস আমার বর্ত্মান অবস্থা? বাসায় থাকি আমরা চারজন, একটা আইইউটি তে, একটা স্ট্যাম্ফোর্ড এ, আর মোস্তফা তো কাল বিইউবিটি তে ঢুক্লো..........সামনে প্রাইম আর গ্রীন আছে,দোয়া কর দোস্ত............না হইলে বাসায় থাকা যাবে না........... 😀