শুভ নববর্ষ

নাহ,মানুষজনকে নিয়ে আর পারা গেলনা-এখনো কেউ কুনো পোস্ট দেয়নাই নিউইয়ার নিয়ে।মনে হচ্ছে সবাই পার্টিতে কেক্কুক খাপাখাপি আর নাচানাচি নিয়ে ব্যস্ত।কি আর করা-নববর্ষের এই শুভদিনে বরাবরের মত সিসিবির ইঞ্জিন্টা চালু রাখার দায়িত্ব আপনাদের চিরপরিচিত এই মাস্ফ্যুর ঘাড়েই বর্তালো।আজকে গিয়েছিলাম আমার মামাতো বোন ডালিয়াপ্পুর বিয়েতে-গিয়ে দেখি পাত্র আর কেউ না,এই সিসিবির একজন পাঠক-এমসিসি ৩২তম ব্যাচের জাহিদ ভাই!!!! সেখানে উপস্থিত ছিলেন হ্যান্ডসাম তানভীর ভাই,আরমান ভাই,মাজহার ভাইসহ ৯৪ ব্যাচের প্রায় দশ বার জন।পিরা ভাইয়েরো আসার কথা ছিল কিন্তু র‌্যাডিসনে জিপির নিউ ইয়ার পার্টিতে এটেন্ড করার কারণে আসতে পারেননি 😉 ।উনি না আসায় আমি অবশ্য হাঁফ ছেড়ে বেঁচেছি…স্যুট তাই পরে মাঞ্জা মেরে গিয়েছিলাম কিনা-ওখানে গিয়ে রিবিন ভিয়ের হিমকির সিম্মিখি পিরলে ইনিক সিমিস্যি হিতো।

যা-ই হোক,ভাইসব-চলুন নববর্ষের এই দিনে নিজেদের মনের কথাগুলো দু-এক লাইনে প্রকাশ করে ফেলি…মন্তব্য থেকে সময় সময় আমি আপডেট করে দেব নাহয়!

শুভ নববর্ষ!

২,৩৩৪ বার দেখা হয়েছে

৪৮ টি মন্তব্য : “শুভ নববর্ষ”

  1. রকিব (০১-০৭)

    শুভ ইংরেজি নববর্ষ সিসিবির সবাইকে।
    আমার অবশ্য এই নববর্ষে একটা বিশেষ আহবান আছে; একটু পরেই জানাচ্ছি।
    অফটপিকঃ মাস্ফ্যু ভাই, রিবিন ভি পীঋয়েম্নীসুপার্মার্কেটথিকাএক্ষানলুঙ্গিকিঞ্ছে; কারেজানিউফার্দিবোকৈলো।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আহমদ (৮৮-৯৪)

    @ মাস্ফ্যু,
    আরে বেডা এইডাও বুঝলি না ... কেউই নিউ-ইয়ার পোস্ট না দিয়া তোরে সুযোগ কইরা দিছে। 😉 ... যা এইবার একটা নতুন লুংগী পইরা ............ আর কইলাম না


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    আমি নববর্ষে আমার বস্তাপচা কবিতা দিলাম। আমার দায়িত্ব খালাস, তবে সিসিবির পাঠকদের জন্য দু:খবোধ রেখে গেলাম ( নববর্ষেই আমার অখাদ্য প্যানপ্যানানি কবিতা ~x( ~x( , আমার ব্যান চাই পুরো ২০১০ পর্যন্ত :chup: :chup: :chup: )

    জবাব দিন
  4. রবিন (৯৪-০০/ককক)
    পিরা ভাইয়েরো আসার কথা ছিল কিন্তু র‌্যাডিসনে জিপির নিউ ইয়ার পার্টিতে এটেন্ড করার কারণে আসতে পারেননি

    তোরে কইছে, তুই এইবার পাগড়ি নিয়া ব্যানারের পিছে যা

    জবাব দিন
  5. মুসতাকীম (২০০২-২০০৮)

    সিসিবির সবাইকে নববর্ষের শুভেচ্ছা


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    যে একখান নাইট পার করলাম.....
    বাঁশ বাগানে, কুয়াশা ঢাকা রাতে, তাবু'র সামনে বসে, হারিকেনের টিমটিমে আলোয়
    হাতে জলন্ত বেনসন.......আমি আর ২০১০ :dreamy: :dreamy:

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বছরের শুরুটা খারাপ হয় নাই... জঙ্গলের ভিতরে চাঁদের আলোয় ক্যাম্প ফায়ার সেই সাথে হালকা বিনোদন... পুরো বছর এভাবে ফুর্তিতে কাটাতে পারলে মন্দ হয় না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. সবাইকে ইংরেজি শুভ নববর্ষ :party:
    এই নতুন বছর এ সিসিবি থেকে আর দুরে থাকতে পারলাম না। 😀 সিসিবির টানে সব অসুখ বিসুখ ছেড়ে চলে আসলাম।
    আমার আর আমার আহমেদ টান্টুর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েল উইসেশ এই নতুন বছরে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।