আমার চাইতে অনেক গুরুত্বপূর্ণ যে মানুষটির জন্মদিন আজ

এ ব্লগে আজ আমার জন্মদিনে রকিব আর ইফতেখার ভাই পোস্ট দিয়েছেন।ইফতেখার ভাই,যাঁর এক্স ক্যাডেট হবার সাল আর আমার জন্মসাল একই-এরকম একজন মানুষ তাঁর প্রথম পোস্টটি দিয়েছেন আমার জন্মদিনে।আর রকিবের কথা কি বলব-এই ফাজিলটা গোপনে গোপনে আমার বাসার সবার সাথে যোগাযোগ করেছে সেই কানাডা থেকে,সিসিবির অনেক মেম্বারের কাছে ধৈর্য ধরে ইমেইল করেছে,সেগুলো থেকে উত্তর সংগ্রহ করেছে তার পোস্ট লেখার জন্যে।সাব্বির ভাই,রেজওয়ান,তুহিন-এরা তিন দিন ধরে তাগাদা দিয়ে গেছে যাতে সঠিক সময়ে পোস্ট আসে,কেউ ভুলে না যায়।

মানুষের সাফল্য অনেক ভাবেই বিচার করা যায়।আমি ক্ষুদ্র মানুষ,বলার মত কোন সাফল্য খুব একটা অর্জন করতে পারিনি।তবু,ঠিক এ মুহূর্তে যদি আমি মৃত্যবরণ করি তাহলে সম্ভবত হাসতে হাসতেই তা করব।আমি কল্পনাও করিনি সিসিবির ভাইবোনদের কাছ থেকে এ পরিমাণ ভালবাসা আমি পাব।এ ঋণ শোধ করার ধৃষ্টতা বা সামর্থ কোনটাই আমার নেই।তাই একবার অন্ততঃ সবার সামনে বলি-আমি আপনাদের সবাইকে খুব,খুব,খুব ভালবাসি।

আজ ঘটনাক্রমে আমার জন্মদিন হলেও এ দিনে আরো একজন মানুষ এ পৃথিবীকে আলোকিত করেছিলেন-যা আমি অত্যন্ত গর্বের সাথেই বলতে পারি।ইনি আর কেউ নন,আমাদের প্রেরণা ভাবী-একজন শহীদ স্ত্রী।জীবনের নিদারুন আঘাতেও যিনি ভেঙ্গে পড়েননি-আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন কিন্তু লড়াই থামাননি।

আমার জন্মদিনে যা কিছু সামান্য পুণ্য আমার সঞ্চয়-এর পুরোটুকুই এই মহীয়সী নারীকে আমি উৎসর্গ করছি ।সেই সাথে প্রতিজ্ঞা করছি-আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে উনার লড়াইয়ে যতটুকু পারি সামিল হবার।আমি জানি,সিসিবির সবাই আমার সাথে আছেন।

চলুন সবাই এই লড়াইয়ে সামিল হবার বজ্রশপথ নিয়ে বলি-শুভ জন্মদিন প্রেরণা ভাবী!

৪,৪৫৯ বার দেখা হয়েছে

১১৩ টি মন্তব্য : “আমার চাইতে অনেক গুরুত্বপূর্ণ যে মানুষটির জন্মদিন আজ”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    প্রেরনা তোমার লেখাটা পড়ে উত্তর দিতে গিয়ে থমকে গিয়েছিলাম। কিন্তু এখন শুভ জন্মদিন জানাতে তো কোন কার্পন্য নাই। ভালো থাকিস বোন ..... পিচ্চি দুইটারে আমার হয়ে একটু আদর করে দিস।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)
    লড়াইয়ে সামিল হবার বজ্রশপথ নিয়ে বলি-শুভ জন্মদিন প্রেরণা ভাবী!

    :party: :party:

    আপনার সাহস আর ধৈর্য্য ইফাজ-ওয়াদার মাঝেও ছড়িয়ে পড়ুক এই দোয়া করি।

    :thumbup: :thumbup: :boss: :boss:

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন প্রেরনা। শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। আকেংল দুইটারে রেডিও অফিসে পরিদর্শনে নিয়ে এসো। সঙ্গে আইক্রিম ফ্রি। এইটা অবশ্য সব বোনদের জন্য বড় ভাই কাম প্রিন্সিপালের সাম্প্রদায়িক আপ্যায়ন!! 😀 😀 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. সাব্বির (৯৫-০১)

    সাব্বির ভাই,রেজওয়ান,তুহিন-এরা তিন দিন ধরে তাগাদা দিয়ে গেছে যাতে সঠিক সময়ে পোস্ট আসে

    ঘটনার অন্তরালের ঘটনা তো তোর জানার কথা না 😡 😡
    না রকিব্বার কারণে সিক্রেট বইলা আর কিছু রইলনা :bash: :bash:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।