এ ব্লগে আজ আমার জন্মদিনে রকিব আর ইফতেখার ভাই পোস্ট দিয়েছেন।ইফতেখার ভাই,যাঁর এক্স ক্যাডেট হবার সাল আর আমার জন্মসাল একই-এরকম একজন মানুষ তাঁর প্রথম পোস্টটি দিয়েছেন আমার জন্মদিনে।আর রকিবের কথা কি বলব-এই ফাজিলটা গোপনে গোপনে আমার বাসার সবার সাথে যোগাযোগ করেছে সেই কানাডা থেকে,সিসিবির অনেক মেম্বারের কাছে ধৈর্য ধরে ইমেইল করেছে,সেগুলো থেকে উত্তর সংগ্রহ করেছে তার পোস্ট লেখার জন্যে।সাব্বির ভাই,রেজওয়ান,তুহিন-এরা তিন দিন ধরে তাগাদা দিয়ে গেছে যাতে সঠিক সময়ে পোস্ট আসে,কেউ ভুলে না যায়।
মানুষের সাফল্য অনেক ভাবেই বিচার করা যায়।আমি ক্ষুদ্র মানুষ,বলার মত কোন সাফল্য খুব একটা অর্জন করতে পারিনি।তবু,ঠিক এ মুহূর্তে যদি আমি মৃত্যবরণ করি তাহলে সম্ভবত হাসতে হাসতেই তা করব।আমি কল্পনাও করিনি সিসিবির ভাইবোনদের কাছ থেকে এ পরিমাণ ভালবাসা আমি পাব।এ ঋণ শোধ করার ধৃষ্টতা বা সামর্থ কোনটাই আমার নেই।তাই একবার অন্ততঃ সবার সামনে বলি-আমি আপনাদের সবাইকে খুব,খুব,খুব ভালবাসি।
আজ ঘটনাক্রমে আমার জন্মদিন হলেও এ দিনে আরো একজন মানুষ এ পৃথিবীকে আলোকিত করেছিলেন-যা আমি অত্যন্ত গর্বের সাথেই বলতে পারি।ইনি আর কেউ নন,আমাদের প্রেরণা ভাবী-একজন শহীদ স্ত্রী।জীবনের নিদারুন আঘাতেও যিনি ভেঙ্গে পড়েননি-আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন কিন্তু লড়াই থামাননি।
আমার জন্মদিনে যা কিছু সামান্য পুণ্য আমার সঞ্চয়-এর পুরোটুকুই এই মহীয়সী নারীকে আমি উৎসর্গ করছি ।সেই সাথে প্রতিজ্ঞা করছি-আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে উনার লড়াইয়ে যতটুকু পারি সামিল হবার।আমি জানি,সিসিবির সবাই আমার সাথে আছেন।
চলুন সবাই এই লড়াইয়ে সামিল হবার বজ্রশপথ নিয়ে বলি-শুভ জন্মদিন প্রেরণা ভাবী!
শুভ জন্মদিন প্রেরণা ভাবী
O:-)
শুভ জন্মদিন ভাবী
মানুষ তার স্বপ্নের সমান বড়
:frontroll:
ভাবী কি ইমো প্রাক্টিস করতাছেন? 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নারে ভাই। ওইটা ছোটো মানুষ রাশেদ :frontroll: ভাই। আপনার এত চিন্তার জন্য ~x( ।
শুভ জন্মদিন প্রেরণা ভাবী।
আপনার সাহস আর ধৈর্য্য ইফাজ-ওয়াদার মাঝেও ছড়িয়ে পড়ুক এই দোয়া করি।
😀
শুভ জন্মদিন প্রেরণা ভাবী। :salute:
:hatsoff:
Shuvo jonmodin vabi....
Ifaz ar wada o jeno apnar moto sohonshil ar dhoirjosokti niye boro hoy ei kamona kori.....
:-B
:khekz:
মাসরুফ ভাই, :thumbup: আপনাকে অনেক বেশি বেশি থ্যানক্স। আপনাকেও জানাই মেনি মেনি হ্যাপি বার্থডে :goragori: ।
ভাবী, চলেন এর পরে বাড্ডেপার্টি আমরা একসাথে করব,ঠিকাছে? 😀
ঠিক আছে :
D 😀 😀
=)) =))
:party: :party: :guitar: :goragori:
ভাবী একসাথে জন্মদিনের কথা শুইনা এত খুশী হওয়ার কিছু নাই। ওর সাথে জন্মদিন করলে কেকের ভাগ পাওয়ার সম্ভাবনা খুব কম। 😛
আপনে খালি আমারে নিয়া কুকথা কন মিশেল ভাই,কিন্তু জাতি ব্যালটের মাধ্যমে এর জবাব অলরেডি দিয়া দিছে 😀
কুকথার কি হইলো??? খাওয়া কি কুকাজ নাকি??? ইনফ্যাক্ট তোর এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার বেশ ভালই লাগে। আমিও একই জাতের কিনা 😀
আসেন বুখে আসেন :hug:
কোথায় হবে অর্থাৎ ভেন্যু ঝাতি ঝান্তে চায়। 😀
সহমত :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
আর কই,পার্টি হইবো আহমদ ভাইয়ের বাসায় আর কেক কুক সাপ্লাই দিবেন ইফতেখার ভাই 😀
আমি রাজি 😀
চ্যারিটি বিগিনস এট হোম
আমি কিন্তু খাইয়া দাইয়া ৬ ঘ্নটার লম্বা ঘুম দিমু আপনের বাসায়-নাক ডাইকা...
আমিও রাজি। :awesome:
শুভ জন্মদিন প্রেরণা ভাবী
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:awesome:
শুভ জন্মদিন প্রেরণা ভাবী।
ভালো থাকুন সবসময়.....................
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:ahem: :ahem: :ahem:
শুভ জন্মদিন প্রেরনা।
আল্লাহ তোমাকে এবং তোমাদের সন্তানদের সকল মনের আকাঙ্ক্ষা পুরো করে দিক, এই দোয়া করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শুভ জন্মদিন প্রেরণা ভাবী 🙂
শুভ জন্মদিন ভাবী।
শুভ জন্মদিন ভাবী .........
শুভ জন্মদিন ভাবী...

গিফট বক্সটা বাদ পড়ে গেল কেন?????

এখনকার সারভিং অফিসারেরা বড়ই কিপটা।
:no: :no: :no:
ভাবী বিশ্বাস করেন, আমি আগেই পাঠিয়েছিলাম...কিন্তু কেন যেন যায়নি... ~x(
আচছা মোসু ভাই টা কোথায় গেল? সরি মোসাদ্দেক ভাই হবে।
প্রেরনা তোমার লেখাটা পড়ে উত্তর দিতে গিয়ে থমকে গিয়েছিলাম। কিন্তু এখন শুভ জন্মদিন জানাতে তো কোন কার্পন্য নাই। ভালো থাকিস বোন ..... পিচ্চি দুইটারে আমার হয়ে একটু আদর করে দিস।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
অনেক অনেক অনেক শুভ জন্মদিন ভাবী, আমাদের সবার ভালোবাসা থাকল আপনার এবং আপনার সন্তানদের প্রতি।
শুভ জন্মদিন প্রেরণা ভাবী
প্রেরণা ভাবী, হ্যাপী বাড্ডে :party:
মাস্ফ্যু, :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
প্রেরণা ভাবী, হ্যাপী বাড্ডে :party:
মাস্ফ্যু, :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
ইয়ে মানে হ্যাটস অফ টা আমারে দিলেন নাকি? :shy:
শুভ জন্মদিন প্রেরণা ভাবী...।
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
শুভ জন্মদিন প্রেরনা ভাবী ।
:party: :party:
:thumbup: :thumbup: :boss: :boss:
শুভ জন্মদিন ভাবী
পিচ্চি দুটোর জন্য অনেক অনেক আদর।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন ভাবী...
পিচ্ছি দুটোকে অনেক অনেক আদর...
শুভ জন্মদিন প্রেরণা ভাবী। Many Many Happy Returns of the Day.... :party: :party: :party:
😮 😮 😮
ইয়ে মিশেলদা থুক্কু ভাই,এখানে ক্ষুদ্র বলতে কবি দৈহিক সাইজ নয় বরং মননশীলতাকে বুঝিয়েছেন :grr:
শুভ জন্মদিন প্রেরনা। শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। আকেংল দুইটারে রেডিও অফিসে পরিদর্শনে নিয়ে এসো। সঙ্গে আইক্রিম ফ্রি। এইটা অবশ্য সব বোনদের জন্য বড় ভাই কাম প্রিন্সিপালের সাম্প্রদায়িক আপ্যায়ন!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সামারে আসবো 🙂 ।তখন কিনতু খাওয়াতে হবে।
আমি বরাবরই লেট কাজেই.........
:just: লেট হ্যাপি বার্থডে ভাবী
লেডিস টাইপ কামকাইজ।
=)) =)) =))
পাত্রীচাই ফরিদ ভাই,মহিবের নাম্বার জোগাড় করছি কিন্তু আপনেরে ফোন দিয়া ফোন বন্ধ পাইছি...একটা কল দিয়েন আমারে...
ভাবি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শুভ জন্মদিন ভাবী। :guitar:
:just: বাড্ডে মাস্রুফ। 😡
শুভ জন্মদিন ভাবী।
পিচ্চিগুলাকে অনেক অনেক আদর। ভালো থাকবেন সবসময়
শুভ জন্মদিন আপু । :party: :hug:
কথাতো হয়েছেই, এখন আবার এইবেলা বলে যাই 😀
পিচ্চি দুইটাকে অনেক অনেক আদর আর :hug: :hug:
ভালো থাকিস সবসময়।
দোয়া করো আমাদের জন্য।এই শোনো তোমার পিচচি গুলাকে আমার অনেক রকমের আদর।
ভাবী লেট হইলেও দেরী হয়নাই বেশি 😀
:just: হেপী বাড্ডে :party: :party:
অনেক অনেক হাসি খুশী থাকবেন :guitar:
কিনতু গীটার বাজাতে পারবোনা।
ঘটনার অন্তরালের ঘটনা তো তোর জানার কথা না 😡 😡
না রকিব্বার কারণে সিক্রেট বইলা আর কিছু রইলনা :bash: :bash:
শুভ জন্মদিন প্রেরণা ভাবী
শুভ জন্মদিন প্রেরণা ভাবী।
মোসাদ্দেক ভাই এর ফ্রিজ থেকে মিষ্টি খেয়ে নিবেন। যাই এই ফাকে আমি একটা খেয়ে আসি :grr:
কেন আপনার ফ্রীজে কি মিষ্টি নাই?
সব মিষ্টি মোসাদ্দেক ভাই নিয়ে গেছেন উনার ফ্রিজে :grr:
😀 😀 😀 😀
শুভ জন্মদিন প্রেরণা আপু।
শুভ জন্মদিন প্রেরণা ভাবী, একটু দেরী হয়ে গেল । অনেক দোআ রইলো আপনার আর পিচ্চি দু'টোর জন্য ।
আছ্ছা আপনার কি সবসময় শীত করে?
হাহাহা ! কেন বলেন তো ?
ছবিটা দেখে বল্লাম :)) ।
ভাবী বুঝলেন না?এইটা হইলো অস্ট্রেলিয়ান ইয়ো আদনান ভাইয়ের কুল লুক্স 😀
অফ টপিক- :frontroll: :frontroll:
লেট হ্যাপি বার্থডে ভাবী :guitar: :guitar:
মেয়েরা তো অব্যশই লেট করবে :goragori: ।
চ্রম সাম্প্রদায়িকতা দেখতে পাচ্ছি ভাবী!!এইটা ঠিক না x-(
আপনার জন্য :party: খানাপিনা :teacup: :teacup: :teacup: । আর ডিয়ার ভাইয়া আপনার জন্যই আমি এত্তগুলা উইশেস পাচ্ছি। না হলে তো আপনি একাই পেতেন। আপনি তো আমাকে ভাগ দিলেন। থ্যাংন্কইউ :hatsoff: । এন্ড লেইট হ্যাপি বার্থ ডে। স্টে :awesome: কুল।
শুভ জন্মদিন ভাবী । :party:
কথা হয়নি, তাও আবার এইবেলা বলে যাই 😀
পিচ্চি দুইটাকে অনেক অনেক আদর আর দোয়া
ভালো থাকবেন সবসময়।
সংসারে প্রবল বৈরাগ্য!