বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,এইবার তোমার আমি বধিব পরাণ!
এইবার মিস নাই,৩০০০তম পোস্ট আপনেদের এই মাস্ফ্যুই দিল…আপাতত পোস্ট দিয়া ইটা ফালায় রাখি,পরে আইসা এডিট কইরা মসলাপাত্তি দিমুনে।
হ্যাপি ব্লগিং!
বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,এইবার তোমার আমি বধিব পরাণ!
এইবার মিস নাই,৩০০০তম পোস্ট আপনেদের এই মাস্ফ্যুই দিল…আপাতত পোস্ট দিয়া ইটা ফালায় রাখি,পরে আইসা এডিট কইরা মসলাপাত্তি দিমুনে।
হ্যাপি ব্লগিং!
৩০০০ তম তে আমি ফার্স্ট
২য় 😀
সদস্যঃ ১৫ অতিথিঃ ১২
* কামরুল হাসান (৯৪-০০)
* স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)
* জুনায়েদ কবীর (৯৫-০১)
* জিহাদ (৯৯-০৫)
* ইফতেখার (৯৫-০১)
* শোভন (২০০২-২০০৮)
* রাশেদ (৯৯-০৫)
* দিহান ইসলাম
* tarick
* রেশাদ (৮৯-৯৫)
* সাব্বির (৯৫-০১)
* রকিব (০১-০৭)
* মাসরুফ (১৯৯৭-২০০৩)
* সাজিদ (২০০২-২০০৮)
* আহসান আকাশ (৯৬ - ০২)
---
এর মধ্যে গোলটা আমিই দিলাম, বাকিরা চায়া চায়া দেখল।
ইপতেক্ষারদা তো কাপিয়ে দিলেন মশাই,গোলাটা এক্কেবারে গড়ের মাঠের মদ্দেখানে পড়েচে দাদা!
এইবার তমার আমি বধিব পরাণ!
তমা ডা ক্যাডা, নয়া আরেক টা ধরছস :grr: :grr: :grr:
তাই তো কই কাইয়ুম ভাই মেয়ে খুইজা পায়না কেন, তোরা ২/৩টা কইরা বুকিং দিলে বাকীদের কি হবে x-( x-(
তাও তো কথা, তোর ব্যান্ক থেকে ২-১ তার নাম্বার দিয়ে দিতি.
নাম্বার দিয়ে দিতি
মাম্মা তুমিও তো দেখি 😉
শরীর স্বাস্থ্যটাই দেখলি বয়সের ব্যবধান টা হিসাব করলি না :bash:
বয়সটা তো শুধুই একটা নাম্বার 🙂
সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড পড়স নাই? B-) B-)
ঞ্ছিঃ কি অচলিল 😕
😀 ঠিক কইরা দিছি আপনে কওনের আগেই।
বাই দা ওয়ে, তমালিকা কর্মকাররে কাইয়ুম ভাই নাকি অনেক ভালা পাইতেন,ইস্পিশালি এই ঘর এই সংসার ছিঃনেমার "তেতুল পাতা তেতুল পাতা তেতুল বড় টক,তুমার সাথে প্রেম করিতে আমার বড় শখ" গানটায় তারে দেখনের পর।
অফ টপিক- :frontroll: :frontroll: :frontroll:
কাইয়ুম ভাইয়ের কাছে 'স্ট্রাকচার' একটা খুবই ইমপর্ট্যান্ট ব্যাপার.
:khekz: :khekz: :khekz:
=)) =)) =))
:goragori: :khekz:
এই সব নিয়া ফালাফালি কইরা কি লাভ? O:-)
মরতে তো একদিন হইবই... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দোস্ত তুই ট্রাই কর ৩০০১ তম পোষ্টের জন্য 😀
এখনও খালি আছে :grr:
মাস্ফ্যুদা 😕 😕
ধরা খান নাই !!! 😮 😮 😮 😮
শিউর এইটা কুনু এরর। যাই রিফ্রেশ দিয়া আসি। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz: :khekz:
x-( কিকৈবার্চাস?
:grr: ধরা খামু ক্যান? জানিস না,গোবেচারাও গোফঁ চাড়া দিয়ে ওঠে একদিন :grr: :grr:
দারুন হইসে 😀
ম্যাশ পটেটো লেখা মচৎকার হয়েছে :duel: ;;;
অভিনন্দন 😛
অভিনন্দন মাস্ফু ভাই। সিসিবি আপনাকে ভুলবেনা :grr:
মাস্ফ্যু, জেসিসির জন্য ডেডিকেটেটেড একটা বিজ্ঞাপণ দেখাচ্ছে টিভিতে। এক পিচ্চি মাটিতে গর্ত করে তাতে ঢুকে গাছ হওয়ার চেষ্টা করতেসে! তুই একটু ওরে গাছ হওয়া শিখায়া দে না! :duel: :duel: :duel:
দুস্তো ওই বিজ্ঞাপন্ডা দেইখা খুশিতে আমার পরান্টা ভৈরা গেছে।এইটা ইউটিউবে পামু না?
এই বিজ্ঞাপনটা কোথায় কোন চ্যানেলে দেখায়!!! আমি টিভি দেখি না, কেউ পাইলে পিলিজ এখানে দেয়া হউক! 😀
এইসব তুচ্ছ সংখ্যা নিয়ে এতো উচ্ছাস প্রকাশের দিন মনে হয় আমরা অনেক আগেই পিছনে ফেলে এসেছি :-B :-B ;))
এত ফাল পাড়িস না রে মাস্ফ্যু... মাঝখান থেকে পোস্ট একটা ডিলিট মাইরা আবারো ধরা খাওয়াইয়া দিমু কইলাম :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও তাই ভাবতেসি :grr: :grr: :grr:
এইসব তুচ্ছ সংখ্যা নিয়ে এতো উচ্ছাস প্রকাশের দিন মনে হয় আমরা অনেক আগেই পিছনে ফেলে এসেছি
কবি বলেছেন-দ্রাক্ষাফল বড়ই টক :-B
=)) =)) =))
অভিনন্দন মাস্রুফ ... তুই এগিয়ে যা ...
মাস্ফু ভাই, শিভি ইভিনিন্দিন
মাস্ফু ভাই, খাইতে চাই। মাস্ফু ভাই, খাইতে চাই।
অভিনন্দন মাস্ফ্যু। :thumbup:
ঐ :clap:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাস্রুফ ভাই এইবার মসলাপাত্তি দেন । নইলে এইডা খাইয়া পেট খারাপ হইতে পারে । =)) =)) =))
মসলা না দিলেও খাইতে স্বাদ হইছে । মানে জটিল পোষ্ট ।
:clap: :clap: :clap:
:clap: :clap:
Life is Mad.
দোয়া দিতে ভুইল্যা গেসিলাম.....তাই আবার আইলাম.... :grr:
সিসিবি, তুই অনেক বুড়ো হ :boss:
শতেক/লক্ষ/কোটি লেখক/লেখিকা'র জনক হ ;;;
তিন প্রহরের বিলে বইসা থাকা লোকজনের ল্যাপটপেও হাজির হ :dreamy:
এখানেই থেমে গেলে চলবে না কিন্তু :thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
মসলা পাতি আর কখন দেবে হে ভ্রাতা?
অভিনন্দন লেগে থাকার জন্য... জেগে থাকার জন্য...
শতেক/লক্ষ/কোটি লেখক/লেখিকা’র জনক হ ;;;
তিন প্রহরের বিলে বইসা থাকা লোকজনের ল্যাপটপেও হাজির হ :dreamy:
এখানেই থেমে গেলে চলবে না কিন্তু :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
B-)
১,১৭,৭৮১ তম কমেন্টটা করলাম B-) B-) B-) B-)