এইবার মিস নাই,৩০০০ তম পোস্ট আমারই!

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,এইবার তোমার আমি বধিব পরাণ!

এইবার মিস নাই,৩০০০তম পোস্ট আপনেদের এই মাস্ফ্যুই দিল…আপাতত পোস্ট দিয়া ইটা ফালায় রাখি,পরে আইসা এডিট কইরা মসলাপাত্তি দিমুনে।

হ্যাপি ব্লগিং!

২,২৪৭ বার দেখা হয়েছে

৪৪ টি মন্তব্য : “এইবার মিস নাই,৩০০০ তম পোস্ট আমারই!”

  1. সাব্বির (৯৫-০১)

    এইবার তমার আমি বধিব পরাণ!
    তমা ডা ক্যাডা, নয়া আরেক টা ধরছস :grr: :grr: :grr:
    তাই তো কই কাইয়ুম ভাই মেয়ে খুইজা পায়না কেন, তোরা ২/৩টা কইরা বুকিং দিলে বাকীদের কি হবে x-( x-(

    জবাব দিন
  2. সামীউর (৯৭-০৩)

    মাস্ফ্যু, জেসিসির জন্য ডেডিকেটেটেড একটা বিজ্ঞাপণ দেখাচ্ছে টিভিতে। এক পিচ্চি মাটিতে গর্ত করে তাতে ঢুকে গাছ হওয়ার চেষ্টা করতেসে! তুই একটু ওরে গাছ হওয়া শিখায়া দে না! :duel: :duel: :duel:

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    এইসব তুচ্ছ সংখ্যা নিয়ে এতো উচ্ছাস প্রকাশের দিন মনে হয় আমরা অনেক আগেই পিছনে ফেলে এসেছি :-B :-B ;))

    মাস্ফ্যুদা 😕 😕
    ধরা খান নাই !!! 😮 😮 😮 😮
    শিউর এইটা কুনু এরর। যাই রিফ্রেশ দিয়া আসি। 😛

    এত ফাল পাড়িস না রে মাস্ফ্যু... মাঝখান থেকে পোস্ট একটা ডিলিট মাইরা আবারো ধরা খাওয়াইয়া দিমু কইলাম :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    দোয়া দিতে ভুইল্যা গেসিলাম.....তাই আবার আইলাম.... :grr:
    সিসিবি, তুই অনেক বুড়ো হ :boss:
    শতেক/লক্ষ/কোটি লেখক/লেখিকা'র জনক হ ;;;
    তিন প্রহরের বিলে বইসা থাকা লোকজনের ল্যাপটপেও হাজির হ :dreamy:
    এখানেই থেমে গেলে চলবে না কিন্তু :thumbup:

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    শতেক/লক্ষ/কোটি লেখক/লেখিকা’র জনক হ ;;;
    তিন প্রহরের বিলে বইসা থাকা লোকজনের ল্যাপটপেও হাজির হ :dreamy:
    এখানেই থেমে গেলে চলবে না কিন্তু :thumbup:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।