ঈদ কথোপকথনঃ

প্রিয় ভাইবোনেরা,

ভাইরাস আক্রমনে বিপর্যস্ত পিসি থেকে বড় ব্লগ লেখার উপায় আপাতত বন্ধ।কিছু কথোপকথন আপনাদের সাথে ভাগাভাগি করি-তাতে অন্তত ঈদের দিনেও সিসিবির ইঞ্জিনটা চালু থাকবে-

সকাল ৯টা৩০-
আমি-কামরুল ভাই ঈদ মোবারক,কেমন আছেন বস?
কামরুল ভাই(ঘুম জড়ানো কণ্ঠে)-কিরে মাসরুফ কেমন আছস?গরু কাটসস?
আমি-বস এখনো ঘুম কেন?ঈদের জামাতে যান নাই?
কামরুল ভাই-হেঁ হেঁ হেঁ হে আমি আসুম শুক্রবার, চিন্তা করিস না।ভাল থাকিস।দেখা হইবো।ঈদ মোবারক(খটাস!ফোন কেটে গেল)
(কি প্রশ্ন আর কি উত্তর!যাক,উনি যে আমারে মাস্ফু ডাকেন নাই এতেই আমি খুশি)

সকাল ৯টা৩৫
আমি আহসান ভাইকে ফোন দেয়ার সাথে সাথে উনি ধরলেন…
আহসান ভাই-বেয়াদ্দপ ছেলে এত্ত বড় সাহস আমার আগে আমাকে কল দিছো,জান আমি মসজিদ থিকা ফিরাই তোমাগোরে কল ঠিক কইরা রাখছি…*&৳#@…
আমি-আহসান ভাই,ঈদ মোবারক তো আগে কইবেন এমনে ঝাড়ি দিয়া কেউ ঈদের দিন কথা কয়?
আহসান ভাই-ও হ্যাঁ,ঈদ মোবারক।বাসার সবাই ভাল?কোরবানী দেওয়া শেষ??আমি-হ্যা বস।আপনের আব্বা আম্মা কেমন আছেন?উনারা খুশিতো?ছেলে এত্তদিন পরে বাসায় আসছে তার উপর আবার বিয়া শাদির কথা বার্তা চলতেছে…
আহসান ভাই-বেয়াদপ পোলা আমারে তোরা কি পাইছস?ঈদের দিনেও শান্তি নাই-খাড়া তোরে সাইজ করতে আমি আবার আসতাছি…খবরদার এর মধ্যে আমারে নিয়া উল্টা পাল্টা কিছু লিখবি না…
আমি-হে হে হে পাগলরে কইলেন সাঁকো না নাড়াইতে…আমি জুনায়েদ ভাইরে খবর দিতাছি…
(আহসান ভাই তুমুল প্রতিবাদ করে কিছু বলার আগেই ঈদ মোবারক বলে ফোনটা কেটে দিলাম…)

জিহাদকে ফোন করে পাইনি।বর্ষার সাথে ব্যস্ত মনে হয়।আর যেই ছেলেটাকে দেখলে নিজেকে নিরক্ষর মনে হয়-সেই মুখচোরা মুহম্মদের ফোন নম্বর জানিনা।

পাঠকবৃন্দ,আমার মোবাইলে সর্ব সাকুল্যে ১২ টাকা থাকায় ইচ্ছা থাকা সত্বেও রবিন ভাই,তাইফুর ভাইসহ বাকীদের ফোন করতে পারছিনা।খুব জানতে ইচ্ছা করছে রবিন ভাইয়ের থাইল্যান্ড প্রস্তুতি কেমন,”হাটুঁওয়ালা” রেজওয়ানটা (যে কিনা বড় খানার দায়িত্বে থাকা কোয়ার্টার মাস্টার)রংপুরে ঈদ কেমন করছে,কোরবানীর আগ মুহূর্তে অসহায় পশুর টলটলে চোখ দেখে টিটো ভাইয়ের মাথায় নতুন কোন প্লট এল কিনা,টিটো ভাবী মজার মজার কি কি রান্না করেছেন,সায়েদ ভাই কি নতুন কোন টুশকি খুঁজে পেলেন,আলম পাগলাটা পাকিস্তানে ঈদ কেমন করছে,আদনান ভাই কি এখন অস্ট্রেলিয়ার সী বীচে সংক্ষিপ্ত পোশাক পরিহিতা কোন তরুণীকে ঈদের মর্মকথা বোঝাচ্ছেন কিনা,শার্লী কি ঈদের দিনে কোরবানীর পশুর “মানবাধিকার” সম্পর্কিত কোন আইনের বই পড়ছে কিনা,ডেব্যুতে সেঞ্চুরি মারা রহমান ভাই সিসিবিকে নিয়ে নতুন কোন স্বপ্ন দেখছেন কিনা,সানাউল্লাহ ভাই তাঁর রেডিও স্টেশনে আমাদের আসন্ন রেইডের কথায় হালকা চিন্তিত কিনা,তুহিন নামক হাঁসের বাচ্চাটার কি এখন “মেটিং সিজন” চলছে,সামিয়াপ্পুটা সকালের মন খারাপ কাটিয়ে তার গরু নিয়ে কি করছে,কমেন্ট শিল্পী জুনায়েদ ভাই আমার এই লেখা পড়ে বৃক্ষসুলভ নতুন কি কমেন্ট থুক্কু পাতা ঝরাবেন……

মনে পড়ছে তৌহিদ ভাই আর সিরাজ ভাইকে-বেচারারা মনে হয় ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না,ফয়েজ ভাইও আজকাল অনিয়মিত হয়ে যাচ্ছেন…তারেক ভাই উনাকে উনার ভারিক্কি নামে না ডাকায় মাইন্ড খেলেন কিনা…

আরো মনে পড়ছে রেজা আর ইকবালকে।এই পাগল, তোদের ওখানে ঈদের ব্যবস্থা কি রে?আমাদের ছেড়ে থাকতে অনেক খারাপ লাগছে?একটু দাঁড়া,আসছি তো!পলেনাপ্পু আর এই যে সেদিন গেল সেই আপু কি তোদের জন্য রান্না করেছে?মশিউর ভাই তোদের চিল্লাচিল্লিতে বিরক্ত হননি তো?জাহিদ রেজা ভাই তোদের জন্য চকলেট আনবে বলেছে?তোদের ওখানে চকলেটের ব্যবস্থা নেই?আচ্ছা চিন্তা করিস না এই অল্প একটু অপেক্ষা কর-আমরা সবাই ই তো আসব আমাদের পালা এলে…এখন বাগানে খেলা কর গিয়ে…

ভেবেছিলাম ঈদের দিন মন খারাপ করা কিছু লিখবনা ।তারপরও এই আনন্দের দিনে যারা দেশে ঈদ করতে পারছেননা তাদের সাথে সাথে আমাদের ফাঁকি দিয়ে চলে যাওয়া ভাই বোনগুলোকেও খুব মিস করছি।

আজকের ঈদ তাই আমার জন্যে একই সাথে আনন্দ আর বেদনা মেশানো মিশ্র রংয়ের ফুলঝুরি।

ভাল থাকবেন সবাই।ঈদের অনেক অনেক শুভেচ্ছা!!!
(ঈদ-উল-আযহা,৯ ডিসেম্বর,বিকাল ৩টা১৩মিঃ)

৩,৩৬৫ বার দেখা হয়েছে

৫২ টি মন্তব্য : “ঈদ কথোপকথনঃ”

  1. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    আরো মনে পড়ছে রেজা আর ইকবালকে।এই পাগল, তোদের ওখানে ঈদের ব্যবস্থা কি রে?

    আমাদের ছেড়ে থাকতে অনেক খারাপ লাগছে?একটু দাঁড়া,আসছি তো!পলেনাপ্পু আর এই যে সেদিন গেল সেই আপু কি তোদের জন্য রান্না করেছে?মশিউর ভাই তোদের চিল্লাচিল্লিতে বিরক্ত হননি তো?জাহিদ রেজা ভাই তোদের জন্য চকলেট আনবে বলেছে?তোদের ওখানে চকলেটের ব্যবস্থা নেই?আচ্ছা চিন্তা করিস না এই অল্প অপেক্ষা কর-আমরা সবাই ই তো আসব আমাদের পালা এলে…এখন বাগানে খেলা কর গিয়ে…

    Sobai valo theko..........


    Life is Mad.

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    স্যরি ভাই, ইমাম সাব তখন কাতার সোজা করতে বলতেসে। কি করমু কন। আমি কল ব্যাক করবো সেই উপায়ও নাই। একটাকা পচাত্তর পয়সা 🙁

    ফোন করার জন্য থ্যাংকস।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. মুহাম্মদ (৯৯-০৫)

    এইবারের ঈদটা বোধহয় সবচেয়ে খারাপ কাটছে। এর আগে কোন ঈদেই একা ছিলাম না। পোলাপান কেউ না কেউ থাকতোই। এইবার কেউ নাই। সারাদিন তাই সিসিবি-তে।
    ঈদ মোবারক মাসরুফ ভাই। শেষ দিকের মন খারাপ করা কথাগুলারও দরকার ছিল। আমরাই তো তাদের স্মরণ করবো, সুখের সময়ে, আবার আনন্দের সময়েও।

    শেষকথা: গুঁতা দেওনের স্বভাবটা ছাড়েন x-( :grr:

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    আমারে ফোন করার ইচ্ছা প্রকাশ করছিস, আমি তাতেই খুসি 😀
    (খুশি বানানটা কেমন যেন খাসি খাসি হই গেল)

    ঈদ মুবারাক মাস্ফ্যু


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. রবিন (৯৪-০০/ককক)
    আরো মনে পড়ছে রেজা আর ইকবালকে।এই পাগল, তোদের ওখানে ঈদের ব্যবস্থা কি রে?আমাদের ছেড়ে থাকতে অনেক খারাপ লাগছে?একটু দাঁড়া,আসছি তো!পলেনাপ্পু আর এই যে সেদিন গেল সেই আপু কি তোদের জন্য রান্না করেছে?মশিউর ভাই তোদের চিল্লাচিল্লিতে বিরক্ত হননি তো?জাহিদ রেজা ভাই তোদের জন্য চকলেট আনবে বলেছে?তোদের ওখানে চকলেটের ব্যবস্থা নেই?আচ্ছা চিন্তা করিস না এই অল্প অপেক্ষা কর-আমরা সবাই ই তো আসব আমাদের পালা এলে…এখন বাগানে খেলা কর গিয়ে…

    নো কমেন্ট :salute: :salute:

    জবাব দিন
  6. রহমান (৯২-৯৮)

    < ডেব্যুতে সেঞ্চুরি মারা রহমান ভাই সিসিবিকে নিয়ে নতুন কোন স্বপ্ন দেখছেন কিনা>

    নারে ভাই, স্বপ্ন তো দূরের কথা, এখন দেখি আর ঘুম ই আসে না। আমার লেখায় এত কমেন্ট দেইখা এখন জাইগা জাইগাই স্বপ্ন দেখতেছি :dreamy:

    তোমার এই লেখাটা পড়ে ভাল লাগল। এমন কইরা সিসিবি রে চালু রাইখ আর আমাগোরে ও জাগাইয়া রাইখ। ;;)

    জবাব দিন
  7. শার্লী (১৯৯৯-২০০৫)

    শার্লী কি ঈদের দিনে কোরবানীর পশুর “মানবাধিকার” সম্পর্কিত কোন আইনের বই পড়ছে কিনা

    আজকে গরু জবাই থেকে শুরু কইরা মাংস বানানো পর্যন্ত সব কাজ আমি আর আমার বড় ভাই করছি। আইনের বই পড়ার সময় আর পাইলাম কই? হাত কাইটা গেছে বইলা দুঃখে আছি কিন্তু অন্যদিকে আজকে আমাদের কলেজের আরেফিন,মাহবুব,জাহিদ আর জাকারিয়া আমার বাসায় আছে সেইজন্যে বহুত মজা করতাছি।

    শেষের কথাগুলা লেইখা মন খারাপ কইরা দিলেন। 🙁

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাসরুফ, তোমার বিশালত্বের (মন-মানসিকতা, আবেগ এবং অবশ্যই শারীরিক কাঠামো!!) কাছে মাঝে মাঝেই নিজেকে অতীব ক্ষুদ্র লাগে... :clap: :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  9. তানভীর (৯৪-০০)

    মাসরুফ, তোমার মত করে মানুষকে ভালবাসতে আমি খুব কম মানুষকেই দেখেছি।
    আমাদেরকে ভালবাসা সেখানোর এই চমৎকার লেখাটিকে :clap: :clap: :clap:
    আর তোমার প্রতি রইল :salute:

    জবাব দিন
  10. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    যারা চলে গেছেন চিরতরে তাদেরকে স্মরণ করছি।
    লেখা ভালৈছে মাস্ফু।

    আর ইমামস এন্ড মুয়াজ্জিনস ডাকা রাইতে আমারে কল না দেয়ার লাইগা অনেক থ্যান্কু 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  11. ফয়েজ (৮৭-৯৩)
    ফয়েজ ভাইও আজকাল অনিয়মিত হয়ে যাচ্ছেন

    আমার নামে মিথ্যা অপবাদ দেয়ার তীব্র প্রতিবাদ জানাই। এডু স্যারের কাছে মানহানির মামলা করা ছাড়াও, এই হীন প্রচেষ্টা ব্যার্থ করার জন্য বড় ভাই হিসাবে, যতদিন বয়স কাছে এবং বিসিএস পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ন হতে না পারছে ততদিন পর্যন্ত মাস্ফুকে বিসিএস দিয়ে যাবার তীব্র দাবি জানাই।

    :grr:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।