সিসিবি আড্ডা – আজ এই গানের তালে হৃদয় দোলে

প্রিয় ভাই বোনেরা,

আজকে সক্কাল সক্কাল আমার মোবাইলে দেখি কল আসছে-আমাদের কমান্ডো আহসান ভাইয়ের চিরপরিচিত “মাসরুফ কেমন আছ ভাই” শুইনা মন এক্কেবারে আঁকুপাকু করা শুরু করল। বি-রা-ট খবর। সিসিবি ব্লগের কমান্ডিং অফিসার আহসান ভাই এখন ঢাকায়!!!! না, সিলেটের জঙ্গল,টিএসসির গলি অথবা বরিশালের চর কোথাও না-সিসিবির পোলাপানের অনেকেরই চারণভূমি আমাদের শহর ঢাকায়! উনি আমারে বললেন যে সন্ধ্যার দিকে একটা মিনি গেট টুগেদার করা যায় কিনা-আমি তো পারলে তখনই উনারে আমার বাসায় নিয়া আসি…!! আমারে বললেন যে পোলাপাইন ম্যানেজ করতে-আমিও খোদ লেফটেনেন্টের মত কইলাম-ওক্কে বস!!

সন্ধ্যা ৬টা বা আরেকটু পরে ঢাকা শহরে যে যেইখানে আছেন-দলে দলে যোগ দিন! যারা ঢাকার বাইরে-তাদের জন্যও এখনো অনেক সময়-৬ টা বাজার আগেই বাসের টিকেট কাইট্টা চইলা আসেন!!

ভেন্যু এখনো ঠিক হয়নাই-তবে যেহেতু ইনফরমাল গ্যাদারিং,পান্থপথে কামরুল ভাইয়ের বাসা(সিসিবির বর্তমান সেক্রেটারিয়েট) কিংবা তাও না হইলে মেডালিয়নের গলির সামনের চায়ের দোকান আমার মনে হয় খারাপ জায়গা না।কামরুল ভাই, অন্য কোন আইডিয়া থাকলে শিগগিরি আপডেট করেন-আমি জাস্ট আইডিয়া দিলাম (এই জাস্ট সেই জাস্ট না, খবর্দারকৈতাছি)।

কামরুল ভাই, আইউটির পিচ্চি পোলাপাইন, আশে পাশে অবস্থানরত ভাই বোনেরা যে যেইভাবে পারেন দলে দলে যোগ দিন!!!

আর হ্যা, কামরুল ভাই,ভেন্যু আর টাইম এট্টু আপডেট কইরা দেন সুযোগ সুবিধা বুইঝা…

দেখা হবে!!!!! :gulli2:

আড্ডার বিস্তারিত আপডেট মন্তব্যে দেয়া হলো।

– কামরুল হাসান

২,৯৪৮ বার দেখা হয়েছে

২৪২ টি মন্তব্য : “সিসিবি আড্ডা – আজ এই গানের তালে হৃদয় দোলে”

  1. রকিব (০১-০৭)

    মাসরুফ ভাই, আমাকে একটা টিকিট কাইটা দেন :(( :(( :(( :bash: :bash: :bash: :bash:
    আমিও আসতে চাইইইইইইইইইইইইইইই...... :bash: :bash: :bash: :bash:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    আয় হায় আমি বরিশাল কেম্নে আমু :(( :(( :((


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. খাইছে আইজকা বাসায় বুয়া আসে নাই। :bash: আমি কিন্তু তগো লাইগা রান্না করতে পারুম না। 🙁

    খালি সিগারেট আর মেডেলিওনের মামা'র দোকানের চা ছাড়া কপালে কিন্তু কিছুই জুটবে না। 😀 😉

    যারা যারা এই প্রস্তাবে রাজি তারা যে যেখানে আছেন দলে দলে যোগ দিন। :awesome: :tuski: :guitar:

    জবাব দিন
  4. মুহাম্মদ (৯৯-০৫)

    আমি তো মৈমনসিং। ক্যাম্নে কি?
    আইইউটি-র পোলাপান মনে লয় শুধু দুইজন আসতে পারবো: রায়হান আবীর আর কুচ্ছিত হাঁসের ছানা। বাকি সবাই যার যার বাসায়, ঢাকার বাইরে।
    আমি ভাই ভালা মানুষ। 😀 তাই আপনাদের আড্ডা সফল হোক, এই কামনা করছি।

    জবাব দিন
  5. তারেক (৯৪ - ০০)

    অভিশাপ দিতে আমি আবারও হাজির হয়ে গেলাম! :grr:
    হে পরওয়ারদিগার, রহমানুর রাহীম, ঢাকা শহররে তুমি বানের জলে ভাসাইয়া দ্যাও। :boss:
    হে খোদা, আসমানের দক্ষিণ থেইকা একটা ঠাডা জানি গিয়া এককেবারে কাম্রুলের বাসার উপরে পড়ে, হে খোদা, তুমি এই কাজে দুইজন ফেরেশতা লাগাইয়া দেও। :boss:
    হে রাব্বুল আলামীন, মেডালিয়নের ঐ চিপা-গলির আশপাশে, উত্তর দক্ষিণে, পুর্ব পশ্চিমে, উপরে নীচে ডাইনে বায়ে, তুমি যানজট দিয়া একটা বেড়াছেড়া লাগাইয়া দাও। :boss:
    হে খোদা, এই নাফরমান বজ্জাত পোলাপাইনগুলারে যেন তাদের বাপ-মায়েরা দড়ি দিয়া বাইন্দা রাখে, তুমি সেইদিকে একটু বিশেষ নজর দিও। :boss:
    আমিন, আমিন, আমিন, সুম্মা আমিন। বালাগাল গুলা বিকামিলিহি, কাসাফাদ্দুজা বিজামালিহি। আমিন, আমিন, আমিন। :boss:


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
    • প্রিয় ঢাকাবাসী ভাই ও বোনেরা

      নিন্দুকেরা নানা কথা বলবে। আপ্নারা কান দিবেন না।
      আইজকা ঢাকার ওয়েদার খুব ভালো। সকাল থেকে শীতের মিষ্টি রোদ। 😀 শনিবার, ছুটির দিন । তাই জ্যাম নাই বললেই চলে। (আমি একটু আগেই বাইরে থেইকা ঘুইরা আসলাম।) :thumbup:
      আমার বাসার বুয়া ও চইলা আসছে। সুতরাং খাওয়া দাওয়ার টেনশন নাই। :khekz: :gulti: আনন্দের কথা আমাদের আরেক ভাই ক্যাপ্টেন সাইফ (৯৪-০০) কুয়েত মিশন থেকে ছুটিতে এখন ঢাকায়, উনি আমার বাসার দিকে রওনা দিছেন(শেষ খবর পাওয়া পর্যন্ত উনি খুব কাছাকাছি চইলা আসছেন)। :gulli2:

      সুতরাং আপনাদের যা যা কিছু আছে তা নিয়া ঝাপাইয়া পড়েন। :gulli2: :gulli2:

      আইজকা খেলা জম্বে ভালো। :awesome: :tuski: :guitar: :awesome: :tuski: :guitar:

      জবাব দিন
  6. সামিয়া (৯৯-০৫)

    ইয়া আল্লাহ আজকে যেন কামরুল ভাইয়ের বুয়ার রান্না পুড়ে যায়
    উনার বাসার প্লাম্বিং লাইন যেন লিক হয়া যায়
    চা মামার পেটে যেন সেই বিশেষ অসুখটা হয়, উনি দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকায় য্যান চা না বানাইতে পারে
    মাশরুফ ভাইয়ের য্যান দাঁত ব্যাথা হয়, য্যান বার্গারে ঠিকমত কামড় না দিতে পারে

    উনার জাস্ট ফ্রেন্ড আজকে ফোন দিয়ে যেন সারা সন্ধ্যা ঘুরে বেড়ানোর অফার দেয়
    রায়হানের নেট নাই, ইয়া আল্লাহ সে যেন এই খবর না পায় :grr:
    ইয়া আল্লাহ, শুধু তুমি আমাদের সকলের প্রাণপ্রিয় আহসান ভাইকে ঠিকমত কামরুল ভাইয়ের বাসায় পৌঁছে দিও
    আমিন

    জবাব দিন
  7. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সর্বশেষ পরিস্থিতিঃ

    সকলের অবগতির জন্য জানানো জাইতেছে যে এই মাত্র সিসিবি ব্লগের নেতৃত্বদানকারী কর্মকর্তা জনাব কমাণ্ডো আহসান ভ্রাতার সাথে আমার মুঠোফোনে আলাপ হইয়াছে।উনাকে যখন মুঠোফোনে ডাকিলাম-চারিপাশে শুনিলাম গাড়িঘোড়ার ছুটিয়া চলার শব্দ-বিকাল ৪ টা ৩০ ঘটিকার সময়েই তিনি তাঁর বসতবাড়ি হইতে বের হইয়া পড়িতেছেন এমনটি জানাইলেন।পরম করুণাময় যদি নিতান্তই বিপ্রতীপ ইচ্ছা পোষণ করিয়া না থাকেন তাহা হইলে বোধহয় আমাদিগের এই অনানুষ্ঠানিক আলোচনা সফল না হইবার কোন কারণ নাই।আমি উনাকে মেডালিয়নের সাম্নের চা খাইবার সররাইখানা কোথায় তাহার অবস্থান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাইয়া দিলাম।"আর দেড় ঘন্টা পর দেখা হবে"-এই কথা বলিয়া উনি দূরালাপনী রাখিয়া দিলেন।

    যাহারা শুভ কামনা জানাইয়াছেন এবং যাহারা আসিতে পারিতেছেন না তাঁহাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা- "হাল ছাড়িওনা বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হইবে তোমায় আমায় অন্য গানের ভোরে"-সুমন চ্যাটার্জী মহাশয়ের এই গানখানা উনাদেরকে শুনিয়া দেখিবার উপদেশ দেয়া হইল।ব্লগার কামরুল মহাশয়কে এই গানখানা উপস্থাপন করিবার বিনীত অনুরোধ জানাইতেছি।
    আর যাহারা কু-আশা প্রকাশ করিতেছেন,তাঁহাদের গায়ে বিছুটির জ্বলুনি জ্বালাইবার নিমিত্তে অনুষ্ঠান শেষ হইবা মাত্র উহা নিয়া সরস, সচিত্র প্রতিবেদনের প্রতিশ্রুতি দেয়া হইল।

    এই মাত্র নিদ্রাদেবীর কোল হইতে উঠিলাম।ক্ষুধা বাড়াইবার নিমিত্তে এই মন্তব্য লিখিয়া শেষ করিয়াই ধানমন্ডি হ্রদে কিঞ্চিৎ দৌঁড়ঝাঁপ করিতে রওয়ানা হইব।

    সকলে ভাল থাকিবেন আপনারা।অতি সত্বর দেখা হইবে। 😀

    জবাব দিন
  8. মুসতাকীম (২০০২-২০০৮)

    ধ্বংস হোক ঢাকা শহর ধ্বংস হোক x-( x-( x-(
    আল্লাহ তারাতারি ৬ টার আগে ঢাকা ধ্বংস করো :(( :((


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  9. প্রিয় ভাই ও বোনেরা
    অলরেডি আমাদের মাঝে এসে পৌছেছেন মেজর আহসান, মাস্ফু, জুনায়েদ কবীর, রায়হান আবীর। আগে থেকেই ছিলেন শোয়েব, কামরুল হাসান। আড্ডা শুরু হইয়া গেছে। একদফা চা শেষ হইছে।

    আমাদের সঙ্গেই থাকুন।

    জবাব দিন
  10. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    হেঁহেঁহেঁহেঁ...আইসা পড়ছি ভাইজান আর আফামনিরা...

    আড্ডা চলতেছে তো চলতেছে...বিরাম নাই...আহসান ভাইকে আমার বাসায় নিয়া আম্মার সাথে পরিচয় করাইয়া দেবার(বিবাহ সংক্রান্ত বিষয়ে)কথা বলিতেই উনি আমাকে মারিতে উঠিলেন...আমি তাই পলাইয়া গিয়া কমেন্ট করিতেছি...টিটো ভাই ভাবী সহ আসিবার কথা...।তাহাকে আনিতে রায়হানকে পাঠানো হইয়াছে...বাহ বাহ উনি আসিয়াও পড়িয়াছেন!!!!

    দেখুন ভাই সকল...লাইভ চিত্র দেখুন......

    জবাব দিন
  11. জিহাদ (৯৯-০৫)

    জুনায়েদ ভাই দেখি বেশ লাজুক লাজুক ভাব নিয়ে বসে আছে। কাজী সাহেব কবুল বলতে বলতেসে। কিন্তু লজ্জায় বলতে পারতেসেনা এমন একটা ভাব। 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  12. রায়হান আবীর (৯৯-০৫)

    প্রিয় হগগলে,

    কমেন্ট শিল্পী জুনায়েদ ভাইয়ের কথাবার্তায় পিরা যাইতে যাইতে, আর আহসান ভাইয়ের অফ দ্য রেকর্ড কাহিনী শুনতে শুনতে মন্তব্য করার টাইম পাই নাই...

    বিরাট মিজা হচ্ছে। খাইতে খাইতে শ্যাষ।

    (আহসান ভাইয়ের অফ দ্য রেকর্ড কথাবার্তা "অফ দ্য রেকর্ড লিখে একটু পর পাব্লিশ করা হইবেক। সবাই সাথেই থাকুন... :grr: ")

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      এই ছবি দেইখা মনে হইতেছে যে আমি একাই সব খাবার অন্য কাউরে না দিয়া খায়া ফালানোর চেষ্টা কর্তেছি।সবাই খাইছে কিন্তু কামরুল ভাই ইচ্ছা কইরা কেবলমাত্র আমার খাওয়া হাতে ছবি তুলছে আমাকে পেটুক প্রমাণিত করার অপচেষ্টা হিসেবে।

      মডারেটরদের একজন হয়ে সাধারণ একজন পাঠককে এইভাবে মানহানি করার তীব্র পরতিবাদ ঝানাই x-(

      জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      😛 আমাদের কমেন্টশিল্পী জুনায়েদ ভাই-প্রতি মিনিটে মিনিটে ইনার বুদ্ধিদীপ্ত সরস কমেন্ট শুইনা আমরা সবাই আজকে সত্যি সত্যি পিরা গেছি =))
      এইখানে উনার বিবাহজনিত কথাবার্তা চলিতে থাকায় উনি আগ্রহমণ্ডিত অথচ লজ্জায় রক্তিম মুখে শুনিতে চাইতেছেন কিন্তু ভাব নিতেছেন না-আমি তো অন্য দিকে তাকায় আছি

      জবাব দিন
    • জুনায়েদ ছিলো আজকে সবচেয়ে হিট। বরাবরের মতো ওর একেকটা ডায়লগ শুনে আমরা পিরা গিয়া গিড়াগিড়ি খাইছি। সবাই পিরা যাওয়ায় ছবি তুলার কেউ ছিলো না। :khekz: :gulti: :khekz: :gulti: :goragori: :goragori:

      জবাব দিন
    • অনেক ছবি হইছে আমার, আর না। এই অজুহাত দিয়া আহসান ভাই ছবি তুলতে দিতে চাইছিলেন না। শেষে মাস্ফু উনারে জড়াইয়া ধইরা মাইঙ্কা চিপায় ফালাইয়া দিলো। এই সুজুগে আমি ক্লিক। :awesome: :tuski: :awesome:

      জবাব দিন
  13. কোনোমতে মোবাইল দিয়া ঢুকলাম। দেখবোনা দেখবোনা কইরাও ছবিগুলা দেখতে গিয়া জিরো ব্যালেন্সে যাওয়ার আগেই লেখি, আমার চেয়ে দুর্ভাগা আর কেউ নাই

    জবাব দিন
  14. রবিন (৯৪-০০/ককক)

    আজকের এই সমাবেশ এ যারা যারা যা কিছু খাইছে, সবার পেট খারাপ হোক। মাস্ফু এর কোক হজম না হোক। মাস্ফু রে ওইদিন কইছিলাম, KFC তে ট্রিট দিমু। ওইটাও আবার বিবেচনা করতে হবে। আর কামস আর টিটো রে পাইয়া লই।
    কালকে থেকে সিসিবি তে আসার টাইম পাই নাই। আর এর মাঝে তোরা সমাবেশ কইরা ফেললি।
    আমি সিসিবি থেকে ভার্চুয়াল অনশন এ যামু। আমারে কেঊ জানায় নাই। আমি রাত ১১৩০ পর্যন্ত ধানমন্ডি ৩২ নং এ ছিলাম। এইটা একটা কাজ হইলো?
    ধুর, আমি আর সিসিবি তে খেলমু না...। :(( :(( :(( :((

    জবাব দিন
  15. মুহাম্মদ (৯৯-০৫)

    আড্ডা তাইলে জমছে, না...
    যেই আড্ডাটা সবচেয়ে বেশী জমলো সেটাতেই যাইবার পারলাম না।
    আবার আড্ডার সময় অনলাইনেও আপডেট থাকতে পারলাম না। কালকে হঠাৎ নেট ডিসকানেক্ট হয়ে গেল। এরপর দেখি আর কানেক্ট হয় না। অবশেষে বুঝলাম, গ্যাছেগা। ট্যাকা না দেয়ায় কাইট্যা দিছে।
    আইজ সকালে টাকা ভইরা আইসা দেখি এই অবস্থা। এট্টু-আট্টু হিংসা অবশ্য হইতেছে। তারপরেও :clap:
    এই প্রথম একটা আড্ডা এইভাবে লাইভ আপডেটে আসলো।

    জবাব দিন
  16. তাইফুর (৯২-৯৮)

    ফাইট্টা যায়, বুকডা ফাইট্টা যায়
    পুলাপান যখন আড্ডা মাইরা
    ছবি সহ আপডেট কইরা
    রঙ্গ কইরা দিল জ্বালায়
    ফাইট্টা যায়, বুকডা ফাইট্টা যায়


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।