প্রিয় ভাই বোনেরা,
আজকে সক্কাল সক্কাল আমার মোবাইলে দেখি কল আসছে-আমাদের কমান্ডো আহসান ভাইয়ের চিরপরিচিত “মাসরুফ কেমন আছ ভাই” শুইনা মন এক্কেবারে আঁকুপাকু করা শুরু করল। বি-রা-ট খবর। সিসিবি ব্লগের কমান্ডিং অফিসার আহসান ভাই এখন ঢাকায়!!!! না, সিলেটের জঙ্গল,টিএসসির গলি অথবা বরিশালের চর কোথাও না-সিসিবির পোলাপানের অনেকেরই চারণভূমি আমাদের শহর ঢাকায়! উনি আমারে বললেন যে সন্ধ্যার দিকে একটা মিনি গেট টুগেদার করা যায় কিনা-আমি তো পারলে তখনই উনারে আমার বাসায় নিয়া আসি…!! আমারে বললেন যে পোলাপাইন ম্যানেজ করতে-আমিও খোদ লেফটেনেন্টের মত কইলাম-ওক্কে বস!!
সন্ধ্যা ৬টা বা আরেকটু পরে ঢাকা শহরে যে যেইখানে আছেন-দলে দলে যোগ দিন! যারা ঢাকার বাইরে-তাদের জন্যও এখনো অনেক সময়-৬ টা বাজার আগেই বাসের টিকেট কাইট্টা চইলা আসেন!!
ভেন্যু এখনো ঠিক হয়নাই-তবে যেহেতু ইনফরমাল গ্যাদারিং,পান্থপথে কামরুল ভাইয়ের বাসা(সিসিবির বর্তমান সেক্রেটারিয়েট) কিংবা তাও না হইলে মেডালিয়নের গলির সামনের চায়ের দোকান আমার মনে হয় খারাপ জায়গা না।কামরুল ভাই, অন্য কোন আইডিয়া থাকলে শিগগিরি আপডেট করেন-আমি জাস্ট আইডিয়া দিলাম (এই জাস্ট সেই জাস্ট না, খবর্দারকৈতাছি)।
কামরুল ভাই, আইউটির পিচ্চি পোলাপাইন, আশে পাশে অবস্থানরত ভাই বোনেরা যে যেইভাবে পারেন দলে দলে যোগ দিন!!!
আর হ্যা, কামরুল ভাই,ভেন্যু আর টাইম এট্টু আপডেট কইরা দেন সুযোগ সুবিধা বুইঝা…
দেখা হবে!!!!! :gulli2:
আড্ডার বিস্তারিত আপডেট মন্তব্যে দেয়া হলো।
– কামরুল হাসান
মাসরুফ ভাই, আমাকে একটা টিকিট কাইটা দেন :(( :(( :(( :bash: :bash: :bash: :bash:
আমিও আসতে চাইইইইইইইইইইইইইইই...... :bash: :bash: :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্যান তুই কই?চইল্লা আয়, লাগে টাকা দিবে গৌরি সেন 😀
আপা্তত আনি দিয়ে দেন, পরে গৌরি সেন চাচার কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে দেব...। O:-) O:-) O:-) ;;) ;;)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও আস তে চাই 🙁
আসেন আসেন, সঙ্গে কইরা "**ষা" ম্যাডামরেও নিয়া আইসেন 😀
তরে কিলায়ে ভরতা বানানুর জন্য দেশে আসা জরুরি হয়ে দাড়াইসে x-( x-( :chup: :chup: :chup:
তাইলেও যুদি আসেন 😛
আর সঙ্গে থাকবে...(বুঝতেই তো পার্তাছেন) 😛
:(( :(( :(( :(( :(( :((
মুই কি করবাম...মুইও আইবার চাই...কিন্তু মুই ছুটি পাই নাই
:bash: :bash: :bash: :bash:
আয়া পর ডজ মাইরা।কইবি সিও ডাকসে 😀 আর আহসান ভাই কমান্ডো মানুষ, উনার কথা কইলে কেউ ঘাঁটাইবো না।
আয় হায় আমি বরিশাল কেম্নে আমু :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ও মনু, তুই নৌকা দিয়া আইসা পড়ো 😛
অন্যায়, খুবই অন্যায়
মামিরে নিয়া আইসা পড়েন মামা,সেই সাথে এক্টা কচি কাঁচার গল্পের সংকলনের পান্ডুলিপি 😀
খাইছে আইজকা বাসায় বুয়া আসে নাই। :bash: আমি কিন্তু তগো লাইগা রান্না করতে পারুম না। 🙁
খালি সিগারেট আর মেডেলিওনের মামা'র দোকানের চা ছাড়া কপালে কিন্তু কিছুই জুটবে না। 😀 😉
যারা যারা এই প্রস্তাবে রাজি তারা যে যেখানে আছেন দলে দলে যোগ দিন। :awesome: :tuski: :guitar:
মামা সেই চিন্তা কইরেন না, আইউটির রাক্ষস গুলারে যখন আপনে খাওয়াইতে পারছেন ওইদিন-এইডাও কুনু সমুস্যা হইবোনা।আহসান ভাই শুকনা পাতলা মানুষ-খুব একটা খান টান না 😀
আই ইউ টির গুলারে রাক্ষস মনে হয়, না? মিয়া আমাগো সবগুলার ওজন মিলায়া আপনের সমান হবোনা। :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
সেই লাইজ্ঞাই তো কইতাছি-এত ছুড পোলাপাইন এম্নে রাক্ষসের মত কেম্নে খাই এইটা ভাইবাই তো কুল পাইতাছিনা 😀
আমি তো মৈমনসিং। ক্যাম্নে কি?
আইইউটি-র পোলাপান মনে লয় শুধু দুইজন আসতে পারবো: রায়হান আবীর আর কুচ্ছিত হাঁসের ছানা। বাকি সবাই যার যার বাসায়, ঢাকার বাইরে।
আমি ভাই ভালা মানুষ। 😀 তাই আপনাদের আড্ডা সফল হোক, এই কামনা করছি।
হাঁসের ছানারে আইজ রাইতে যাইতেছে গ্রামের বাড়িতে। মুনে হয় পারুম না। ক্যাম্নে কি? ঈদের পরে আহসান ভাই থাকবেন না?
রাইত আইতে এখনো বহুত দেরী।আয়া পড় 😀
তুই কি আগেই ইদ করা শুরু কইরা দিলি নাকি? 😉 এতো আগে বাড়ি গিয়া বইসা আছিস ক্যান? 😡
আইইউটি-তে কেউ নাই। কি করুম কন? একলা না থাইকা তাই আইসা পড়লাম।
শালার ঈদ। অসহ্য একটা জিনিস। :bash: :bash: :bash: :thumbdown: :thumbdown: :thumbdown:
সকল ঈদ কে মাইনাস ----- 😡 😡 😡
আমার পক্ষ থিকাও সকল ঈদরে মাইনাছ 😡
সকল ঈদ্রে কৈশা মাইনাচ :thumbdown: :thumbdown: :thumbdown: 😡 😡 😡 :bash: :bash: :bash:
এইডা একটা কাম হইলো!!!
তবে যাই হোক - গেট টুগেদার সফল হোক।
মাসরুফ, বিস্তারিত ফটোব্লগ আকারে চাই।
Life is Mad.
মামা দেশে আসেন-আফনের সম্মানে এট্টা ইস্পিশাল গেট টুগেদার হইবো।
অফ টপিক-খানাপিনার ব্যবস্থা কইলাম... 😛
নো প্রিবলেম 😀 😛 ।
Life is Mad.
অভিশাপ দিতে আমি আবারও হাজির হয়ে গেলাম! :grr:
হে পরওয়ারদিগার, রহমানুর রাহীম, ঢাকা শহররে তুমি বানের জলে ভাসাইয়া দ্যাও। :boss:
হে খোদা, আসমানের দক্ষিণ থেইকা একটা ঠাডা জানি গিয়া এককেবারে কাম্রুলের বাসার উপরে পড়ে, হে খোদা, তুমি এই কাজে দুইজন ফেরেশতা লাগাইয়া দেও। :boss:
হে রাব্বুল আলামীন, মেডালিয়নের ঐ চিপা-গলির আশপাশে, উত্তর দক্ষিণে, পুর্ব পশ্চিমে, উপরে নীচে ডাইনে বায়ে, তুমি যানজট দিয়া একটা বেড়াছেড়া লাগাইয়া দাও। :boss:
হে খোদা, এই নাফরমান বজ্জাত পোলাপাইনগুলারে যেন তাদের বাপ-মায়েরা দড়ি দিয়া বাইন্দা রাখে, তুমি সেইদিকে একটু বিশেষ নজর দিও। :boss:
আমিন, আমিন, আমিন, সুম্মা আমিন। বালাগাল গুলা বিকামিলিহি, কাসাফাদ্দুজা বিজামালিহি। আমিন, আমিন, আমিন। :boss:
www.tareqnurulhasan.com
প্রিয় ঢাকাবাসী ভাই ও বোনেরা
নিন্দুকেরা নানা কথা বলবে। আপ্নারা কান দিবেন না।
আইজকা ঢাকার ওয়েদার খুব ভালো। সকাল থেকে শীতের মিষ্টি রোদ। 😀 শনিবার, ছুটির দিন । তাই জ্যাম নাই বললেই চলে। (আমি একটু আগেই বাইরে থেইকা ঘুইরা আসলাম।) :thumbup:
আমার বাসার বুয়া ও চইলা আসছে। সুতরাং খাওয়া দাওয়ার টেনশন নাই। :khekz: :gulti: আনন্দের কথা আমাদের আরেক ভাই ক্যাপ্টেন সাইফ (৯৪-০০) কুয়েত মিশন থেকে ছুটিতে এখন ঢাকায়, উনি আমার বাসার দিকে রওনা দিছেন(শেষ খবর পাওয়া পর্যন্ত উনি খুব কাছাকাছি চইলা আসছেন)। :gulli2:
সুতরাং আপনাদের যা যা কিছু আছে তা নিয়া ঝাপাইয়া পড়েন। :gulli2: :gulli2:
আইজকা খেলা জম্বে ভালো। :awesome: :tuski: :guitar: :awesome: :tuski: :guitar:
:(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কামরুল ভাই এর বাসা কই?...।।জানান...।
তোমার মোবাইল নাম্বার দেউ, কইতেছি। 😛
ইয়া আল্লাহ আজকে যেন কামরুল ভাইয়ের বুয়ার রান্না পুড়ে যায়
উনার বাসার প্লাম্বিং লাইন যেন লিক হয়া যায়
চা মামার পেটে যেন সেই বিশেষ অসুখটা হয়, উনি দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকায় য্যান চা না বানাইতে পারে
মাশরুফ ভাইয়ের য্যান দাঁত ব্যাথা হয়, য্যান বার্গারে ঠিকমত কামড় না দিতে পারে
উনার জাস্ট ফ্রেন্ড আজকে ফোন দিয়ে যেন সারা সন্ধ্যা ঘুরে বেড়ানোর অফার দেয়
রায়হানের নেট নাই, ইয়া আল্লাহ সে যেন এই খবর না পায় :grr:
ইয়া আল্লাহ, শুধু তুমি আমাদের সকলের প্রাণপ্রিয় আহসান ভাইকে ঠিকমত কামরুল ভাইয়ের বাসায় পৌঁছে দিও
আমিন
বুয়া রান্না করে চলে গেছে, একটুও পুড়ে নাই। 😡
খুবই মজা হইছে। :thumbup: মুগের ডাল দিয়া মাছের মাথা, টমেটো দিয়ে শোল মাছের ঝোল, কলমি শাকের সাথে পোড়া মরিচ আর সাদা ভাত 😀 ।
প্লাম্বিং লাইন ঠিক আছে, একদম ফাস্টক্লাস। অনেকদিন নষ্ট হয়ে থাকা বেসিনের ট্যাপটাও সামিয়ার দোয়ার ঠিক হইয়া গেছে। 😡
মামার দোকানে এইমাত্র চা খাইয়া আসলাম। উনি খুবই খুশি। আমারে জিগাইলেন, বাকি মামারা কোথায়, আমি বলছি আসতেছে। :gulli2: :goragori:
রায়হানের সাথে ফোনে কথা হইছে, ও আড্ডা সরাসরি সম্প্রচারের জন্য ওর ল্যাপ্টপ নিয়া আমার বাসার দিকেই আসতেছে।
সব ঠিক ঠাক। :awesome: :tuski: :guitar:
ছয়টা এখনো বাজে না কেন? আমার তো আর দেরি সহ্য হইতেছে না। :awesome: :tuski: :guitar:
কামরুল ভাই, জিব্বা দেখানোর ইমোটা নাই ক্যান? কিরম মডু আপনেরা? ছি
হে আল্লাহ, তুমি সবার বদদোয়া নামঞ্জুর কর। আমিন।
গেটটুগেদার সফল হোক।
সামিয়াপ্পু তুমিও জাস্ট ফ্রেন্ডের ঘটনা জান!হায় হায় হায় আমি তো ভাবছিলাম অন্ততঃ ছোট বোনটার কানে এই কেলেংকারী যায় নাই :((
যা হোক-এই বেলা বলে রাখি-এঞ্জেলিনা জোলি আপা,সারাহ পালিন আন্টি,রুবাবা দৌলা মতিন ম্যাডাম,শেরলিন চোপড়া আপু অথবা শিল্পা শেঠি দিদি ইনারা সকলে মিলেও যদি আজ আমাকে সারা সন্ধ্যা ঘুরে বেড়ানোর প্রস্তাব দিয়ে থাকেন তাহলেও আমাকে আজ দেখা জাবে মেডালিয়নের গলির সামনে-উনাদের বেইল নাই।
x-( তুমি অনেক দুষ্ট হয়ে গেছ সামিয়াপ্পু x-( তোমাকে আসলেই বান্ধা গরু ঠিক করে দিতে হবে x-(
আজকে এই ব্যাপারে আলোচনা হবে, আমরা সব বড় ভাইরা যেহেতু আছি 😀
নিচের নামগুলার মধ্যে তো রিমঝিম আপুর নাম নাই...
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জাস্ট ফ্রেন্ড নিয়ে কথা উঠলেই আপনে এই বিষয়ে আপনার অনাগ্রহ প্রকাশ করার খুব চেষ্টা করেন, ব্যাপার কি? :-/
আপনের সাথে কুন কথা নাই x-( আমার গরু কই? ছুট বোন একটা আবদার করসে আপনে কুন পাত্তাই দেননা... :gulli: :gulli:
ভইন সুখবর!!! :clap:
তোমার জন্য গরু পাওয়া গেছে...!!!
সব কিছু জেনে শুনে রাজি হয়েছে জানার পর অবাকও হয়েছিলাম, খুশিও... 😀 :dreamy:
পরে যখন গরুকে দেখলাম, বুঝলাম- ওর পক্ষেই সম্ভব... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :goragori: :goragori:
জুনায়েদ ভাই আপনে বস... আসেন প্রথম সালামটা আপনেরে করি :salute:
আরে, গরুর সাথে এইটা সামিয়াপ্পু না?????? সাবাস কবীর ভাই!!!!! 😛
:awesome: :awesome: 😀 😛
Life is Mad.
=)) =)) =)) =)) =)) =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কিন্তু এই গরুরে সামিয়া বানবো কই। কিসের সাথে? এইটারে গুলি করেও তো মনে হয় ও কিসু করতে পারবোনা। :-B :gulli2:
সাতেও নাই, পাঁচেও নাই
দেহি মুই একবার গুল্লি মাইরা... :gulli2: :gulli2: :gulli2:
স্যামরে নেট নাই তো কি হইছে- ফোন তো আছে। তোর দুয়া কবুল হইলোনা রে... :grr: :grr: :grr:
তুই মর, দুরে গিয়া মরিস :gulti:
:)) :)) :)) :))
কামরুল ভাইর রান্নার কথা শুনে ক্ষিদা লেগে গেল। আমার আবার আজকে রান্না নাই, ডিনার মনে হয় মঙ্গলবারের ডিনার হবে (মানে রুটি)।
আপনার জন্য সমবেদনা 🙁
সর্বশেষ পরিস্থিতিঃ
সকলের অবগতির জন্য জানানো জাইতেছে যে এই মাত্র সিসিবি ব্লগের নেতৃত্বদানকারী কর্মকর্তা জনাব কমাণ্ডো আহসান ভ্রাতার সাথে আমার মুঠোফোনে আলাপ হইয়াছে।উনাকে যখন মুঠোফোনে ডাকিলাম-চারিপাশে শুনিলাম গাড়িঘোড়ার ছুটিয়া চলার শব্দ-বিকাল ৪ টা ৩০ ঘটিকার সময়েই তিনি তাঁর বসতবাড়ি হইতে বের হইয়া পড়িতেছেন এমনটি জানাইলেন।পরম করুণাময় যদি নিতান্তই বিপ্রতীপ ইচ্ছা পোষণ করিয়া না থাকেন তাহা হইলে বোধহয় আমাদিগের এই অনানুষ্ঠানিক আলোচনা সফল না হইবার কোন কারণ নাই।আমি উনাকে মেডালিয়নের সাম্নের চা খাইবার সররাইখানা কোথায় তাহার অবস্থান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাইয়া দিলাম।"আর দেড় ঘন্টা পর দেখা হবে"-এই কথা বলিয়া উনি দূরালাপনী রাখিয়া দিলেন।
যাহারা শুভ কামনা জানাইয়াছেন এবং যাহারা আসিতে পারিতেছেন না তাঁহাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা- "হাল ছাড়িওনা বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হইবে তোমায় আমায় অন্য গানের ভোরে"-সুমন চ্যাটার্জী মহাশয়ের এই গানখানা উনাদেরকে শুনিয়া দেখিবার উপদেশ দেয়া হইল।ব্লগার কামরুল মহাশয়কে এই গানখানা উপস্থাপন করিবার বিনীত অনুরোধ জানাইতেছি।
আর যাহারা কু-আশা প্রকাশ করিতেছেন,তাঁহাদের গায়ে বিছুটির জ্বলুনি জ্বালাইবার নিমিত্তে অনুষ্ঠান শেষ হইবা মাত্র উহা নিয়া সরস, সচিত্র প্রতিবেদনের প্রতিশ্রুতি দেয়া হইল।
এই মাত্র নিদ্রাদেবীর কোল হইতে উঠিলাম।ক্ষুধা বাড়াইবার নিমিত্তে এই মন্তব্য লিখিয়া শেষ করিয়াই ধানমন্ডি হ্রদে কিঞ্চিৎ দৌঁড়ঝাঁপ করিতে রওয়ানা হইব।
সকলে ভাল থাকিবেন আপনারা।অতি সত্বর দেখা হইবে। 😀
ও হ্যাঁ, এই মাত্র কমেন্ট শিল্পী জুনায়েদ কবীর ভাই শ্রী শ্রী বৃক্ষমানবেষু মহাশয়ের সাথে কথা হইল।উনি সম্ভবত সান্ধ্য প্রভূ-ব্যবসা-প্রশাসনের বিদ্যাশিক্ষা ফেলিয়া দিয়া এই মাত্র উপর-নীচ যাইবার যন্ত্রের পেট হইতে বের হইলেন-আমাদের আলাপনীতে যোগদানের নিমিত্তে।
উনিও আসিতেছেন 😀
আমিই দিয়ে দিলাম হাল ছেড়োনা বন্ধু গানটা এখানে।
http://underpop.uni.cc/doc/2747a5a9-4d6c-4211-a955-274b1971ae22/Kabir-Sumon---Haal-Chero-Na-Bondhu
ধ্বংস হোক ঢাকা শহর ধ্বংস হোক x-( x-( x-(
আল্লাহ তারাতারি ৬ টার আগে ঢাকা ধ্বংস করো :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
প্রিয় ভাই ও বোনেরা
অলরেডি আমাদের মাঝে এসে পৌছেছেন মেজর আহসান, মাস্ফু, জুনায়েদ কবীর, রায়হান আবীর। আগে থেকেই ছিলেন শোয়েব, কামরুল হাসান। আড্ডা শুরু হইয়া গেছে। একদফা চা শেষ হইছে।
আমাদের সঙ্গেই থাকুন।
নাআআআআআআআআআআআআআআআআআআ এ হতে পারে না :(( :(( :(( :(( :(( :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হেঁহেঁহেঁহেঁ...আইসা পড়ছি ভাইজান আর আফামনিরা...
আড্ডা চলতেছে তো চলতেছে...বিরাম নাই...আহসান ভাইকে আমার বাসায় নিয়া আম্মার সাথে পরিচয় করাইয়া দেবার(বিবাহ সংক্রান্ত বিষয়ে)কথা বলিতেই উনি আমাকে মারিতে উঠিলেন...আমি তাই পলাইয়া গিয়া কমেন্ট করিতেছি...টিটো ভাই ভাবী সহ আসিবার কথা...।তাহাকে আনিতে রায়হানকে পাঠানো হইয়াছে...বাহ বাহ উনি আসিয়াও পড়িয়াছেন!!!!
দেখুন ভাই সকল...লাইভ চিত্র দেখুন......
:bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: 😡 😡 😡
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ইস্ ইস্ ইস্......... :(( :(( :(( ।
Life is Mad.
সায়েদ ভাই, মানি না মানব না... 😡 😡 😡 😡
কোথায় লাইভ চিত্র? কিছুই তো দেখি না। শকুনের দোয়ায় দেখি আসলেই গরু মরে না 😕
সামি ভাই, প্লিজ ভাবীকে বলেন এই গেট টুগেদার নিয়ে একটা ছড়া লিখতে :((
ভাই, আমিও আপনেদের সাথে আছি, ব্লগে। আমি মুভি দেখতে থাকি, আপনেরা আড্ডা দিতে থাকেন। ইস্পিশাল কিছু ঘটলে সাথে সাথে জানায়েন কিন্তু।
এইমাত্র আমাদের মাঝে এসে পৌছেছেন টিটো এবং টিটো ভাবি। আড্ডা জমে উঠেছে। আহসান ভাই তার পাত্রী দেখার গল্প বলছে। হাত তালি পড়ছে প্রচুর।
তোমাগো কি মন খারাপ নিকি? আড্ডার সময় চেহারা এমুন বানাইয়া x-( x-( রাখছো ক্যান?? নাকি কামরুল কিছু খাওয়ায় ~x( ~x( নাই? হের লাইগ্যা মিজাজ :-B :-B খারাব??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কামরুলের এই মিথ্যা কথায় কেউ কান দেবেননা...।
আপনাদের পিলিজ লাগে...।
ওরা আমারে ডর দেখাইতাছে যে আমি চলে গেলে আমার নামে রসাইয়া রসাইয়া কি কি নাকি লিখবে...। আমি বর্তমানে খুবই অসহায় বোধ করিতেছি এবং নিরাপত্তাহীনতায় ভূগিতেছি...। এমন কি আমি এই কমেন্ট লুকাইয়া লুকাইয়া লেখতাছি...।
ব্লগের সবার কাছে আমি সাপোর্ট চাইতেছি...। আপনারা এর জোর প্রতিবাদ জানান...।
কি করবা? পোলাপাইনরে চিনো নাই!! নিজে যাইয়া ধরা খাইছো!! :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইজন্যই কইতাছি, পোলাপাইনগুলারে লইয়া কারওয়ানবাজারে রেডিও স্টেশনে চইলা আসো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়েপ, উপরের ছিবিতে জুনায়েদ ভাই লিজ্জা পাইতেসে, টিটো ভাবী উনারে বলতেসে লিজ্জার কিসু নাই, বিল ভাই, জোরে বিল
আর নিচের ছিবিতে জুনায়েদ ভাই টিটো ভাইয়ের লগে উল্টাপাল্টা কি জানি করসে, টিটো ভাই উনারে দিসে একটা গালি, আহসান ভাই দুইজনরেই লংআপ হইতে বলতেসে 😀
সকলই ফ্লাশ আউট, ছবি দিয়া কুন লাভ নাই, ছবি কথা বলে 😀
আচ্ছা টিটো ভাবী আসবে আপনারা বললেন না ক্যান? আমিও যাইতাম... :(( :((
সব ষড়যন্ত্র ~x(
ও ...ভাইয়ের চেয়ে ভাবি বেশি আপন হইলে ক্যাম্নে কি?
বোন গুলি আসলে এমনই হয়। 🙁 🙁 🙁
বোন গুলি খালি গুলি করতেই জানে। 🙁 :gulli2: :((
সাতেও নাই, পাঁচেও নাই
লজ্জা পাইছি আহসান ভাইএর মোবাইলের ছবি (আড়চোখে! 😉 )দেখে... :shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মোবাইলে কি আমাদের হবু আহসান ভাইয়ের ছবি নাকি?ভাই আর ভাবীর দুজনে-দুজনার পোজের ছবি ছিল নাকি?ইস এত্ত সুইট ছবিটা আহসান ভাই আমাদের দেখায় নাই 🙁
কেম্নে কি???? ~x(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:grr: :grr:
ছবি বলতেসে আসলে মজা হয় নাই, আপনারা ঝগড়া খাটি কইরাই টাইম পার করসেন O:-)
আঙ্গুর ফল টক-এত্ত কইরা কইলাম চইলা আসো তা তো আসলানা-তোমার গরুনিয়া কত আলোচনা হইল, কবীর ভাই কিনাও ফেলল এক্টা 😛
😮
আমি কানে কম শুনি না আপনি বেশি আস্তে বলেন??
তুমার কানে সমস্যা।সারাদিন কানে আইপড লাগায় রাখলে হবে?এই জন্যি আহসান ভাইরে বলসিলাম যে মিশন থেকে তোমার জন্য জানি আইপড না আনে x-(
আদর পাইয়া পাইয়া সব গুলি বোন মাতায় ঊঠছে। ভাইদের কথার ২ পয়সার দাম দেয় না। 😡 😡 😡
:(( :((
শাবাস সামিয়া 😀 :clap: :clap: ।
Life is Mad.
পুরা দেখি লাইভ টেলিকাস্ট!।।:-o 🙁 কেমস, তর কি ওয়েবকেম থাকলে অন কর।।
জুনায়েদ ভাই দেখি বেশ লাজুক লাজুক ভাব নিয়ে বসে আছে। কাজী সাহেব কবুল বলতে বলতেসে। কিন্তু লজ্জায় বলতে পারতেসেনা এমন একটা ভাব। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আমার বিয়ার দিন তুমি আমার পাশে থাইক্যা দেখিও...কবুল এমন আগ্রহ সহকারে এবং দ্রুত বলব যে কাজী সাহেবই লজ্জা পেয়ে যাবে... 😀 😀
(হে আল্লাহ্, আমার বাপ-মা'রে এই কমেন্ট দেখাইও... :(( )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনে না কইলে আমিই কমু যান 😛
তাইলে আপনের কয়েকটা জাস্ট ফ্রেন্ড মাগনা আমারে দিয়া দিয়েন :grr: :grr: :gulli2:
সাতেও নাই, পাঁচেও নাই
প্রিয় হগগলে,
কমেন্ট শিল্পী জুনায়েদ ভাইয়ের কথাবার্তায় পিরা যাইতে যাইতে, আর আহসান ভাইয়ের অফ দ্য রেকর্ড কাহিনী শুনতে শুনতে মন্তব্য করার টাইম পাই নাই...
বিরাট মিজা হচ্ছে। খাইতে খাইতে শ্যাষ।
(আহসান ভাইয়ের অফ দ্য রেকর্ড কথাবার্তা "অফ দ্য রেকর্ড লিখে একটু পর পাব্লিশ করা হইবেক। সবাই সাথেই থাকুন... :grr: ")
আমাকে নিয়ে এই ষড়যন্ত্র করাটা একদমই অনুচিত। আমাকে একা বেকায়দায় পেয়ে এভাবে ব্ল্যাকমেইল করাটা আল্লাহ সহ্য করবেনা......।
না...আ...আ... :((
আপনে একা?? 😮 ছবির বাকি মানুষগুলান কি তাইলে ফটোশপ??
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
অনেকগুলাই তো একলগে আছো। পাশে রেডিও স্টেশন :guitar: :guitar: ঘুইরা যাও। গরুর দুধের চা খাওয়ামু।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইশ! এই দাওয়াতটা আগে দিলে আমি টাংগাইল থিকা চলে যাইতাম 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
কেমনে দিমু আমি তো দাওয়াত পাইলাম ঘণ্টা দেড়েক আগে। দেখলাম আমার অফিস থেইকা ঢিল মারার দূরে আছে ওরা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আচ্ছা । নেক্সট টাইম দেড় দিন আগে ঘোষণা দেবার দাবী জানাইতেসি এডজুট্যান্ট স্যারের কাছে। আর সেই বার একেবারে ঢিল মারতে চলে আসতে চাই। :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
পরবর্তী আক্রমন লাবলু ভাইয়ের রেডিও স্টেশনে হবে। সবার যার যা কিছু আছে তা নিয়া তৈরী থাকেন। :gulli2: :gulti: :gulli2: :gulti:
ও হ্যাঁ, ইয়ে মানে...সবচেয়ে "হট" কথা বান্ধবীর অনুষ্ঠান জানি কুন সোময়?কামরুল ভাই, বুদ্ধি কইরা ঠিক ওই সময়ে শিডিউল ফেইলেন...
আর আগে যেমন বলছিলেন-লাবলু ভাই যেন বুঝতে না পারে যে আমরা ইচ্ছা কইরা এই টাইমে গেছি-উনাকে বলতে হবে যে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি,উনাকে অনেক দেখতে মন চাইছিল সবার সেই কারণে 😀
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
আমাদের সাথে কিছুক্ষণ আগেই যোগদান করেছেন- মান্না ভাই এবং কুয়েত ফেরত কুটিপুটি সাইফ ভাই। এখন মনে হয় পচুর পরিমানে চকলেট খাওয়া হচ্ছে। :grr: :grr:
:bash: :bash: :bash: :bash:
মুইও খামু ...লিংকন মোর লইগ্যা রাহিস... ~x( ~x( ~x( ~x(
আমিও রওনা দিলাম ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি এতো বড় দুর্ভাগা। এই ব্লগের ৯৫% মানুষরেইতো সামনাসামনি দেখা হয় নাই। আজকে এমন একটা সুযোগ ছিলো, তাও হেলায় হারাইলাম :(( :((
সবার জন্য কিছু ছবি দিলাম। আড্ডা মাত্র শেষ হইলো। বিস্তারিত মাস্ফু আর জুনায়েদ জানাবে। আমি ছবি দিয়া যাই।
জিহ্বায় এখনি পানি চলে আসছে। :party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বিদেশী চক্লেটের ছবি আর দিলাম না। সবাই তাইলে বেশি গালাগালি করবে। :grr:
চুপেচুপে মাস্ফু কইলো ওই চক্লেটগুলা নাকি টক 😡 😡 আছিল!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কে জানি একবার আঙ্গুররে 'টক' কইছিল (কেন বলছিল কমু না... 😉 )... =))
চক্লেটগুলা কেমন ছিল তা নিশ্চয়ই আর বলার দরকার নাই... O:-) :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=P~
দেখছেন কি অন্যায়!আহসান ভাইয়ের নিজের হাতে ডাইলপুরি আর উনি আমার হাতে পিয়াজু দেইখা খাওয়া নিয়া পচায় আমারে x-(
৪ কেজি কোকের আড়াই কেজি তুই একলাই খাইছিস। পচাইবে না ক্যান? :gulti: :gulti:
মাসরুফ ভাই :no:
হায় কপাল...মাস্ফু ভাই...আর খাইয়েন না। এম্নিতেই আমনেরে স্ক্রীন এ ধরতাসে না... :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
এতক্ষনে দেখলাম। এ কষ্ট রাখি কোথায়?
নেক্সট টাইম। 😀
খাওয়ার ফাঁকে ফাঁকে রায়হান আবার আমার জন্যে আনা মুভি ট্রান্সফার করছিলো পেন ড্রাইভে। 😀
মানে...লেপু নিয়া ভাব না মারলে হয় না এই পোলাটার??
রায়হাইন্যা ল্যাপি নিয়া বেশ ভাবে ছিল মনে হয় B-)
সাতেও নাই, পাঁচেও নাই
আবার কয়।
আমারে কয় ভাইয়া আপনেরে ১০০ মুভি দিয়া যামু। পরে শেষে মাত্র ৩ টা দিয়া গেছে। :(( :((
মাথায় মনে হয় জুই নারিকেল তেলও দিয়া গেসিল। 😛 :gulli2:
সাতেও নাই, পাঁচেও নাই
আহসান ভাই যে এতো ভালো গল্প বলে আজিকা আড্ডাটা না হইলে বুঝতামই না।
চরম। পুরা :gulli2: :goragori:
চা এবং ধুমপান পর্ব। ৪ ঘন্টায় ৫ প্যাকেট বেনসন শেষ। বুঝেন অবস্থা। :duel: :duel:
:(( :(( :(( :(( :(( :(( :((
~x( ~x( ~x( ~x( ~x( ~x(
টিটো কিন্তু কম খায় নায়। ও তো দেখি মাস্ফু'র সাথে পাল্লা দিছে। :guitar: :tuski:
:(( ~x( :((
নওরীনাপ্পু,আপনার কোন খোঁজ নাই কেন????
haray geslam. aajke dailpurir gondhe gondhe rasta khuija paisi CCB'r.hay re kotodin desher egula khaina :(( jak,party jomdar hok :party: :party: :party:
আপা আপনে এদ্দিন পর? মেইল টেইল দিয়েন 🙁
এই ছবি দেইখা মনে হইতেছে যে আমি একাই সব খাবার অন্য কাউরে না দিয়া খায়া ফালানোর চেষ্টা কর্তেছি।সবাই খাইছে কিন্তু কামরুল ভাই ইচ্ছা কইরা কেবলমাত্র আমার খাওয়া হাতে ছবি তুলছে আমাকে পেটুক প্রমাণিত করার অপচেষ্টা হিসেবে।
মডারেটরদের একজন হয়ে সাধারণ একজন পাঠককে এইভাবে মানহানি করার তীব্র পরতিবাদ ঝানাই x-(
তোর সামনের প্লেটটা সবার আগে খালি হইছে। আমরা কিছু কমু না। যা বুঝার সবাই বুঝে নিক। :grr: :grr: :grr:
😛 আমাদের কমেন্টশিল্পী জুনায়েদ ভাই-প্রতি মিনিটে মিনিটে ইনার বুদ্ধিদীপ্ত সরস কমেন্ট শুইনা আমরা সবাই আজকে সত্যি সত্যি পিরা গেছি =))
এইখানে উনার বিবাহজনিত কথাবার্তা চলিতে থাকায় উনি আগ্রহমণ্ডিত অথচ লজ্জায় রক্তিম মুখে শুনিতে চাইতেছেন কিন্তু ভাব নিতেছেন না-আমি তো অন্য দিকে তাকায় আছি
জুনায়েদ ছিলো আজকে সবচেয়ে হিট। বরাবরের মতো ওর একেকটা ডায়লগ শুনে আমরা পিরা গিয়া গিড়াগিড়ি খাইছি। সবাই পিরা যাওয়ায় ছবি তুলার কেউ ছিলো না। :khekz: :gulti: :khekz: :gulti: :goragori: :goragori:
আমরা সবাই যখন আড্ডায় ব্যস্ত -ফাজিল রায়হান তখন কি সব আপত্তিকর সাইটে ঢুকতে গিয়ে আহসান ভাইয়ের ঝাড়ি খেয়ে তারপর "ইয়ে মানে আমি তো সচলায়তনে ঢুকছিলাম" বলে কাভারেজ দেওয়ার ব্যর্থ চেষ্টা
করিতেছে... 😀
অই হালার পুত আর ভাল হইল না...কিন্তু অ "সিট টু শান" কেন... :goragori: :goragori: :goragori: :goragori:
ব্লগের সিও আহসান ভাই আর উনার একান্ত বাধ্যগত লেফটেন্যান্ট(সিভিলিয়ান)আপনাদের সবার প্রিয়,এই ব্লগের অধম লেখক মাসরুফ... 🙂
:-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/
:thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown:
আচ্ছা, আমার এইরকম উদ্ভট ছবি দেওয়ার মানে কি? x-(
ভাই ছয় ফুত দুই ইঞ্চি শরির নিয়া আপনি যথেষ্ট উদ্ভট আসেন, নতুন করে আর উদ্ভট লাগার কিছু নাই। 😉
কুয়েত ফেরত কোটিপতি সাইফ ভাই আমার কোন একটা চাপা শুনে সেইটা হজম করার চেষ্টা করছেন :shy:
না না উনি দ্যাখতাসেন চেয়ার টা কহন ভাঙ্গে... :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
কিকৈবার্চাস? x-(
:no: :no: :no: :no: :no: :no:
সত্যথাকৈবর্চায়
:)) :)) :))
আবারো কোক হাতে আমার ছবি-ভাইসব, এইগুলা সব কামরুল ভাইয়ের ষড়যন্ত্র।আমি মাত্র এক সিপ খাইছি x-(
কিন্তু ড্রইং রুমে , বেড রুমে, ডাইনিং রুমে সব খানে তোর হাতে কোকের বোতল ক্যান? :bash:
ছবি কথা বলে রে পাগল। ছবি কথা বলে। 😡 😡
নন স্টপ চলছে। 😀
কামরুল ভাই দেখি সিসিবির থিম এর সাথে ম্যাচ করে অরেন্জ কালারের গেন্জি পড়সেন। 😀 :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
একেই বলে মনে প্রানে সিসিবি। তোর মতো নাকি? ১০ দিন আগে সবাইরে ফালাইয়া টাঙ্গাইল গিয়া পইড়া আছোস । তোরে মাইনাস :grr: :grr: :grr: :thumbdown:
ঘটনা কি? ওইখানে আপত্তিকর কিছু ছিল নিকি? পুলিশ ঢুকছিল ফ্ল্যাটে, নাকি সাম্বাদিক?? আহসানরে ধইরা নেয় নাই তো?? 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক ছবি হইছে আমার, আর না। এই অজুহাত দিয়া আহসান ভাই ছবি তুলতে দিতে চাইছিলেন না। শেষে মাস্ফু উনারে জড়াইয়া ধইরা মাইঙ্কা চিপায় ফালাইয়া দিলো। এই সুজুগে আমি ক্লিক। :awesome: :tuski: :awesome:
আমরা নাকি উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। তাই নিজেই বসলেন কমেন্ট করতে।
আড্ডার শেষ দিকে। 'আচ্ছা তবে আবার দেখা হবে।' এই বলে সবাই উঠার পরেও আড্ডা চলেছে আরো ঘন্টা খানেক। 😀
এক স্যার কে নকল করে দেখাচ্ছে সাইফ :gulli2: :goragori:
ক্লোজাপ ওয়ান শোয়েবকেই খুঁজছে বাংলাদেশ। 😀 😀
অনেক কষ্টে মান্না মাস্ফু'র কাছ থেইকা কোকের বোতল পাইছে। 😉 😉
x-( আবার!!!!!!!!আচ্ছা আপনেরাই বলেন,একটু খাইতে পছন্দ করি দেইখা কি খালি আমার "খাপার" ছবি এইভাবে দশ জঙ্কে দেখাইতে হপে? :((
সব কোক কি মাসরুফ একা খাইছে? কাউরে দেয় নাই ভাগ?
মাস্ফু তো খাইতে খাইতেই ...... যাইবো!! কয়দিন আগে পিড়ছিলাম এক মডেল মাইয়া না খাইয়া মরছিল। এইহানে তো উল্টা ব্যাপার!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই,আমি খিতে খিতে মিরুম না ইনশাআল্লাহ,বিডি বিল্ডিং করি 😀
সামি ভাই, আমি মাত্র এক সিপ খাইছি।আর সেই এক সিপ খাওয়ার ছবিটাই বিভিন্ন এঙ্গেলে তুইলা কামরুল ভাই এইখানে দিছে।দেশে আইসা এর একটা বিচার করেন বস! x-(
সবগুলা ছবি তে একজন রেই খাইতে দেখলাম।। ;))
ভাইয়া একদম মনের কথা বলছেন। 😀 😀
আপনের চোখ তো খালি এক দিকে(কোন দিকে আর কইলাম না, মাইর খাওনের ভয়ে) 😀
dear Mashroof, tomar ek sip=koy bottle? ;))
😮 নওরীনাপ্পু আপনিও???
😀 :)) =)) :khekz: :tuski: :awesome:
Life is Mad.
সায়েদ ভাই, আমারে পিন দেওয়া বন্ধ কইরা শিগগিরি নয়া টুশকি ছাড়েন x-(
😀 😀 😀
রবিন ভাই আইসা দাঁত গুলা ভাইঙ্গা দিবো আফনের 😀
আমার কি দোষ, রবিন শিলার ভাই গত দুই দিন নিটে আসে নাই ক্যান। :grr: :grr:
শিলার ভাই, আমার ফোন নং তো আছে
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
আফসোস হইতেসে নিজেরে নিয়া...।miss করলাম। :bash: :bash: :bash: :bash:
আসিস নাই কেন?যা লং আপ হয়া থাক x-(
কোনোমতে মোবাইল দিয়া ঢুকলাম। দেখবোনা দেখবোনা কইরাও ছবিগুলা দেখতে গিয়া জিরো ব্যালেন্সে যাওয়ার আগেই লেখি, আমার চেয়ে দুর্ভাগা আর কেউ নাই
কোন ফাঁকে চাটগাঁ গিয়া বইসা আছেন !!! আপ্নে মিয়া মানুষ না। x-( x-(
আমি আছি। :bash: :bash: :bash:
x-( আসিস নাই ক্যান তাইলে?তোরে জবো দিয়া খাইতে ইচ্ছা কর্তাছে x-(
আজকের এই সমাবেশ এ যারা যারা যা কিছু খাইছে, সবার পেট খারাপ হোক। মাস্ফু এর কোক হজম না হোক। মাস্ফু রে ওইদিন কইছিলাম, KFC তে ট্রিট দিমু। ওইটাও আবার বিবেচনা করতে হবে। আর কামস আর টিটো রে পাইয়া লই।
কালকে থেকে সিসিবি তে আসার টাইম পাই নাই। আর এর মাঝে তোরা সমাবেশ কইরা ফেললি।
আমি সিসিবি থেকে ভার্চুয়াল অনশন এ যামু। আমারে কেঊ জানায় নাই। আমি রাত ১১৩০ পর্যন্ত ধানমন্ডি ৩২ নং এ ছিলাম। এইটা একটা কাজ হইলো?
ধুর, আমি আর সিসিবি তে খেলমু না...। :(( :(( :(( :((
থাক মামা মন খারাপ কইরেন না, আমি আর আফনে গিয়া কে এফ সি তে খায় আ আসুমনে দুস্ক ভুলতে।
সব দুষ কামরুল ভাইয়ের উনারে কুপান। 😀
তাইফুর ভাই, আপনি কই? পোলাপান আপ্নারে রাইখা সমাবেশ করে?
আমাগো কি আর বেইল আছেরে ভাইডি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রবিন ভাই, সারাদিনে ইপনি ইকবারও সিসিবি ইসেন নাই, তা ইমরা জিনব কি করে??? 🙁
চিন্তা কইরেন না বস, এমন কোন মজা হয় নাই...
আমরা কি আর করলাম??? ধুমায়া আড্ডা :party: , হা হা হি হি :)) :)) , আহসান ভাইএর নানান গল্প :clap: , স্মৃতিচারণ... :dreamy: সাথে জম্পেশ খানাদানা :thumbup: , চা-সিগারেট...... :awesome: ব্যস, এই তো!!! O:-)
যারা আসে নাই, তারা এমন কিছু মিস করে নাই...রায়হান অবশ্য কইতেছিল আগের গেট-টু-গ্যাদারের চাইতে বেশি মজা হইছে...পোলাপাইন মানুষ, ওর কথায় কেউ পাত্তা দিয়েন না... :-B 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ
তুই না এক্কেরে বেশি বেশি। 😀 😀 😀
juna, khara tore paiya loi next time.
রবিন ভাই, ধন্যবাদ জানাবেন তো?? দরকার নাই বস। কি এর এমন করলাম... :-B আপনার দুঃখ যদি এতটুকুও কমাতে (!) পারি- ওটাই আমার জন্য অনেক... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবীর ভাই,সত্যি সত্যি কাঠুরিয়া লাগাই দিবে কইলাম-রবিন ভাই থাইল্যান্ড যাইতাছে কুড়াল আমদানী কর্তে 🙁
=)) :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি বুশ মামারে এহনই কইতাচি, যাতে অক্ষন ঢাকার দিকে একখান আইসিবিএম ছুইড়া মারে।
হেহেহেহে মরতুজা ভাই, টিটো ভাই কইলাম ভাবীরে নিয়া আইছিলেন, তা আপনেরো নাকি আসার কথা ছিল? 😀
আমি কারররররর
কে আমাররররররর
😡 😡 :bash: :(( :((
আপনি ফেলারটের,
ফেলার্ট আপনার 😛
খুব খুব বেশি খারাপ...
সহ্য হইতেছে না
আয়া পড়েন আয়া পড়েন তার্তারি 🙂
দুনিয়ায় আসলে ইনসাফ বইল্যা কিছু নাই। :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
তুই গেরামিনে জব কইরাও ওদের মটো'ডা শিখতে পারলি না।
"দুরত্ব যতই হোক, কাছে থাকুন...নইলে মিস করবেন।" :grr: :grr: :grr:
শালা, একটাবার ফোন কইরা তো জানাবি, নাকি?
বাসায় নেট ইউস করিনা বইল্যা কি আমাদের এই প্রোগ্রামে যাওয়ার অধিকারও নাই?
:(( :(( :((
সব দোষ মাস্ফু'র । হুট কইরা কয় চলেন সবাই আড্ডা দেই। আর ইদের পরে তো গেট টুগেদার হচ্ছেই। ঐটাতে ফাটাইয়া মজা করুম। :clap: :clap: :awesome: :khekz: :tuski:
মাস্ফু...তোমারে আমি খাইছি! x-( x-( x-(
বাহ বাহ আমি সক্কাল ৯ টায় আহসান ভাইয়ের ফুন পাওয়া মাত্র ব্লগ লিখা দিছি আর এখন দুষ সব আমার,না?সৈনিক ভুল করলেও দায়িত্ব কৈলাম সেনাপতির।তাই আমার উপর সব পিডানি চালায় দেওয়ার পোরতিবাদে কামরুল ভাইরে কইষা মাইনাচ x-(
tanvir, dara ami aitasi tore unit e . eita nia 1 ta meeting korte hobe
হ...তাড়াতাড়ি আয়। মাস্ফুর একদিন কি আমার একদিন! :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :duel: :duel: :duel:
action :duel: :duel: :duel: :gulli: :gulli2:
:gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli:
:gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
আড্ডা তাইলে জমছে, না...
যেই আড্ডাটা সবচেয়ে বেশী জমলো সেটাতেই যাইবার পারলাম না।
আবার আড্ডার সময় অনলাইনেও আপডেট থাকতে পারলাম না। কালকে হঠাৎ নেট ডিসকানেক্ট হয়ে গেল। এরপর দেখি আর কানেক্ট হয় না। অবশেষে বুঝলাম, গ্যাছেগা। ট্যাকা না দেয়ায় কাইট্যা দিছে।
আইজ সকালে টাকা ভইরা আইসা দেখি এই অবস্থা। এট্টু-আট্টু হিংসা অবশ্য হইতেছে। তারপরেও :clap:
এই প্রথম একটা আড্ডা এইভাবে লাইভ আপডেটে আসলো।
চিন্তা করিস না এর পরে লাইভ টেলিকাস্ট হইবো 😀
:gulli2: :gulli2: :gulli2: :duel: :duel: :duel:
ফাইট্টা যায়, বুকডা ফাইট্টা যায়
পুলাপান যখন আড্ডা মাইরা
ছবি সহ আপডেট কইরা
রঙ্গ কইরা দিল জ্বালায়
ফাইট্টা যায়, বুকডা ফাইট্টা যায়
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আহারে, থাউক, মামিরে কইয়েন ফাটা বুক জুইড়া দিতে 😛
~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x(
খেলুম না, মুই সি সি বি তে খেলুম না :(( :(( :(( :(( :((
রেজওয়ান, তুমি মনে হয় রেড বুকটা পড় নাই... 🙁
সিসিবি মূলত স্মৃতিচারণমূলক ব্লগ- খেলার জায়গা না... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এত বড় অপমান... :(( :(( :(( :(( :(( :(( :((
ধরণী তুমি আমারে এখন কেন ভুগর্ভে টেনে নাও না... :(( :(( :(( :(( :((
হয় নাই।ডায়ালগটা হইবো-"ধরণী দ্বিধা হও আমি তোমাতে প্রবেশ করি" 😀
আপনারটাও হয় নাই... :)) :)) :))
অইডা হইল "ধরণী দ্বিধা হও,আমি তন্মধ্যে প্রবেশ করি" B-) B-) B-)
সিনিয়রের ফল্ট ধরার দোষে তরে সারা ঈদ ধইরা ব্লগ লেখার শাস্তি দেওয়া হইল x-(
দুইন্নায় কুন ইন্সাফ নাইক্কা। x-( x-( x-(
কোন ফাঁকে কিতা হইয়া গেল্গা।
ভ্যান... ভ্যান... সব্বাই ভ্যান, কাউরে রিক্সা দিমু না। x-( x-( x-(