পড়াশুনা কইরা কে কবে দুইন্নায় কি করছে?লাস্ট ৯ মাস রেগুলার দিনে অন্তত ১০ ঘন্টা পড়াশুনা করসি-এই বিসিএস কোয়ালিফাই করলে আব্বার আগে সিভিল সার্ভিসে ঢুকতে পারুম,জীবনে কোনদিন আব্বা আম্মারে তো খুশি করতে পারিনাই এইটা একটা চান্স ইত্যাদি ইত্যাদি… এই আশায়।কোচিং থিকা শুরু কইরা মডেল টেস্ট কিচ্ছু বাদ রাখিনাই-যেহেতু আমার বয়স কম আর পরীক্ষা দিতে হইতেছে ইয়া বয়স্ক মানুষদের সাথে-ভাল করার একটা তাগিদও ছিল।শুধু এই পরীক্ষা ধরার জুন্যে লাস্ট দুই সেমিস্টারের পড়া একসাথে নিয়া এন এস ইউ রেকর্ড টাইপ প্রেশার নিছি(এক সেমিস্টারে ২১ ক্রেডিট)।আর এইটা করতে গিয়া ডিপার্ট্মেন্টে দৌড়াদৌড়ির কথা আর নাই কইলাম।প্রশ্ন যে কঠিন হইছিল এইটাও কওয়া যাইবোনা-হালকা ট্রিকি আর এক্টু আনকনভেনশনাল ছিল বড়জোর।
নেগেটিভ মার্কিং এর ভয়ে উত্তর দিছি মাত্র ৫৭টা আর তার মইধ্যে ৪ টা ভুল।কাইটা কুইটা থাকে ৫১।আজকে বিকালে কামরুল ভাইয়ের ওইখানে শুনি যে একটা প্রশ্নের উত্তর কোনোটাই নাই অপশনে-ধইরা রাখলাম সেইটাও যাইব।তাইলে হইল ৪৯ দশমিক ৫।এতেই শেষ না,দুইটা উত্তর আমি জানি কিন্তু ভুলে গ এর জায়গায় ক এর গোল্লায় চারপাশে দাগ দিছি, পরে শেষ মুহূর্তে সঠিকটা পুরা ভরাট করছি। যেহেতু গোল্লার খালি আউটলাইন সার্কেল করছি,ভিতরের অক্ষর দেখা যায়, তাই আশা করতেছি যে কম্পিউটার ঠিক উত্তরটাই নিবে।যদি না নেয় তাইলে আরো কাটাকুটি হইয়া নাম্বার হইবো ৪৬দশমিক ৫ আউট অফ হান্ড্রেড।নিজের কাছে আমার যেই প্রশ্নের কোন উত্তর দিতে পারতেছিনা সেইটা হইল-এই ৪৬ দশমিক ৫ কারেক্ট করার জন্য কি গত নয় মাস পড়াশুনার কোন দরকার ছিল?প্রিলিতে টিকুম সেই সম্ভাবনা খুবই কম-যেই পোলা ১০০ তে ৫০ এর নিচে কারেক্ট করে তার প্রিলিতে টিকার কতটুকু যোগ্যতা আছে সেইটা বলা মুশকিল-গাধা যতই খাটুক সে গাধাই থাকে, কোনদিন ঘোড়া হয়না।
আমার পরিচিত অন্তত ৩ জন যারা দিনে ১০ ঘন্টা না সব মিলায়া ১০ ঘন্টা পড়ছে কিনা সন্দেহ-ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়া ৬০ পেলাস কারেক্ট কইরা আইছে বইলা শুনলাম।
আমি দোয়া করি কবীর ভাই যেন সফল হন।আমি যেই গাধা সেই গাধাই রয়া যামু-উন্নতির সম্ভাবনা খুবই ক্ষীন।
ভাইজানেরা পারলে আমি যেই প্রশ্নের উত্তর মিলাইতে পারতেছিনা নিজের কাছে একটু সাহায্য কইরেন।আপাতত পড়াশুনা ছাইড়া দেওয়ার সিদ্ধান্ত নিছি-টিচিং এসিস্টেন্ট হিসেবেই কাটামু কিছুদিন।
সালাম সবাইরে।
এই পোলারে নিয়া তো ভালো সমস্যায় পড়লাম। ~x( বিকালে এতো কইরা বুঝাইয়া দিলাম যে আমার চেনাজানা সবারই পরীক্ষা খারাপ হইছে। এতো যে মন খারাপ করিস না। প্রিলিতে হয়ে যেতে পারে। :clap: :clap:
আর এবার না হলে কি হইছে। পরের বার হবে। 😀
পরীক্ষা একটু খারাপ হইলে মন খারাপ করবে সিভিল পোলাপাইন, ক্যাডেটরা তো বাই বর্ন এক্সাম-প্রুফ। 😉 😉
কয়দিন রেস্ট নে। সিসিবির জন্য ধুমাইয়া কিছু লেখা দে। আর আর.জে ম্যামের টি.এ শীপ কর 😉 😉 । আমার বাসায় আইসা আড্ডা দে। দেখবি সব ঠিক হইয়া যাবে। 😀
এর পরে বিসিএস নিয়া আফসোস কইরা কোন পোস্ট বা কমেন্ট দেখলে আমি কিন্তু লগে লগে তোরে ব্যান করুম। x-( x-(
আমি আরজেএফ ম্যামের টিচিং এসিস্টেন্ট হপো :((
আমি তো জানতাম পিডাইলে গাধা ঘোড়া হয়।
কেউ কি পোলাডারে মৃদুমন্দ :chup: (পাঙ্গাইলেও হইতে পারে) দিয়া দেখবেন 😛 ।
Life is Mad.
ভয় নাই মাস্রুফ....হয়ে যাবে ইনশাআল্লাহ।
Life is Mad.
দাড়া, মাস্ফ্যুরে আমি পাঙ্গাইতাছি। x-(
কিরে, পান্থপথে আইসা আওয়াজ দেসনাই ক্যান x-(
নেক্সট্ টাইম :frontroll: দিতে দিতে ঢুকবি এই রোডে x-(
আর বিসিএস চ্যাপ্টার আপাততঃ বন্। আরজেএফ ম্যাম নিয়া পারলে একটা পোস্ট দিয়া দিস 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
আফনে চান্স পাইলেই খালি আমারে পাঙ্গান যেইটা মুটেও ঠিক না।জুনিয়র বইল্লা কি আম্রা মানুষ না? x-(
এইটা কি লংআপ হওয়া অবস্থায় কইলি?
তাইলে ঠিকাছে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
মাসরুফ ভাই টেনশন নিয়েন না। ইনশাল্লাহ হয়ে যাবে 🙂
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মাসফু ভাই, আমিও আরজে ম্যামের টিএ হপো 😛 😛
হইস কিন্তু শর্ত আছে।উনার স্বচ্ছ শিফনের শাড়িতে ঢাকা আংটি পরিহিত তুষারশুভ্র মধ্যদেশ দেখিয়া তাঁবু বানাইয়া ঘুরিতে পারিবি না এবং মনের ভিতর কোনরূপ কুচিন্তা স্থান দিতে পারিবিনা।যদি ইহা করিতে পারিস তাহা হইলে ভাবিয়া দেখিব।
অফ টপিক-কিন্তু ইহা দেব ন পারন্তি কুতো মনুষ্যঃ
😮 😮
😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😮 😮 😮 😮
😮 😮 ki kos masfu?
:dreamy: :dreamy:
মধ্যদেশে আঙটি... ওয়াও... শুইনাই তো... :-* :-* :-* খাড়া একটু আসতেছি... :shy: :shy: :shy:
আংটিটা কোথায়, কেম্নে কিছুই বুঝতাসিনা। ~x( :bash:
na bujle ar chesta koris na.
টুশকির প্যাঁচা নামকরণের কাহিনী পড়ছস তো?সেইরকম কইরা কই-আংটি হইলো তোর **নে x-(
from where??Toilet?? 😉
নাউজুবিল্লাহ......
তুই নাউজুবিল্লাহ করস কেন? x-( তুই ও কি **নে আংটি পড়সস? x-(
ব্যাপপার না।
রেজাল্ট কথা বলবে। B-)
পকেট রেডি রাখেন। :grr: :grr:
:dreamy: :dreamy:
চিন্তা নিস না হয়ে যাবে :party: :party: :party:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
চাপা মারস নাকি? তুইতো সারাদিন সিসিবিতেই বইস্যা থাকতি!! :gulli:
পড়া মানে সিসিবির লেখা পড়া 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিক ঠিক। ভেরি ওকে, ভেরি ওকে। 😛 😛
আর 'শুনা' মানে কি? :grr:
এইটা ঠিক 'পরাশুনা' না ... এইটা মনে হয় 'খাঁড়া..'
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
খাঁড়া কি? 😕
:khekz: :khekz: :khekz:
মাশরুফ কয় খাঁড়া কি?? :goragori: :goragori:
মাস্ফু, তোর যে হবে এতে কুন ডাউট নাই। তাই কইতাছি ...
খিয়াল কইরা, খুব খিয়াল কইরা
এত গল্প দেওয়ার পর চান্স পাইলে কিন্তু 'ভাব' মারার ওষুধ 'কম্বল-গণ' খাবি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কম্বল গণ কি? 😕
কম্বল গণ কি জানোসনা?? 😮 😮 😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 ও বুজসি,রাত্রে বেলা আলো জ্বালায় পড়াশুনা করার কথা রিপোর্ট কইরা দেওয়ার কারণে চ্যাংড়া হাউস বেয়ারা দিলোয়াররে আমার এসিস্ট্যান্ট ডর্মলীডার মেহেদী ভাই আমাদের সহায়তায় কালো কম্বল প্যাচায়া অন্ধকারে যেই গণ দিছিল সেইটার কথা কৈতাছেন... 😀
বন্ধু, তোর কি "ভাবী" পরীক্ষা দেয় নাই? আই মিন, রিমঝিমঝিম আফামনি?? 😀
মাসরুফ মন খারাপ করো না...এবারের প্রশ্নের যে প্যাটার্ন, তাতে পড়ে কোন লাভ হবার কথা না...সুতরাং বুঝতেই পারছ তোমার কোন গাফিলতি নাই...ইনশাল্লাহ্ হয়ে যাবে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাসরুফ, আমি যাদের সাথে কথা বলেছি সবাই বলেছে খারাপ হয়েছে। সুতরাং এতোটা হতাশ হইওনা। আমার মনে হয় এইবার প্রশ্নই কঠিন হয়েছে।
ক্যাডেটরা মরার আগে কখনো মরে না!
ব্যাপপার না।
রেজাল্ট কথা বলবে। B-)
পকেট রেডি রাখেন।
কুনু চিন্তা নাই......
অফ টপিক,
কিন্তু উনি কেঠা......???? কেউ কি বুঝায়া দিবেন নি...???
বেটা যা হাঁটুতে তেল মালিশ কর বুইঝা যাবি।উফ্রের কমেন্ট কখিয়াল কর রে বাপ 😀 সেইটুকু কইতে পারি, উনি নসুর প্রাক্তন ছাত্রী, আপাতত ওইখানেই পড়ান 😛
পোস্ট শুরু হইলো বিসিএস দিয়া আর কমেন্ট হইতাছে নসুর ম্যাডাম নিয়া। মাস্ফু তোমার সমস্যা আসলে কোনটা??
:gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্, আইজকালকার জাস্ট ডিজুস/ফেইসবুক জমানার ক্যাডেটতো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( কাইয়ুম ভাই,আপনে আবার মাঝখান থিকা পিন মারেন কযান?
তোরে বাচাইলাম ব্যাটা, সানাউল্লাহ ভাই জাস্ট ডিজুস পুলাপাইনরে পাঙ্গাবেন না মনে হয় =)) :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( আমার মত কনজারভেটিভ,ট্রেডিশনাল মাইন্ডেড,দেশীয় সংস্কৃতির কথা হৃদয়ে ধারণকারী পুলারে আপনের ডিজুস মুনে হইল কুন দিক দিয়া? x-(
:(( সানা ভাই,আমার কুন দোষ নাই-কামরুল ভাই কইছে যে বিসিএস নিয়া আর একটা কমেন্ট করলে উনি আমারে আইপিসুদ্দা ভ্যান করবেন 😕
আর আরজেএফ ম্যাডামের ব্যাপারে কামরুল ভাইয়ের "তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি,গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি" কেইস হয়া গেছে আমি কি করুম 😕
আমার নামে স্ক্যান্ডাল ছড়ানোর অপ্রাধে তোরে আগামী ২ দিনের মধ্যে ৪ টা ব্লগ লিখার সাজা দেওয়া হইলো। 😉 😉 😉
ধুমম (বিচারকের টেবিলে হাতুড়ির বাড়ি)
মাসরুফ,
টেনশন দেনে কা...লেনে কা নেহি...
এনজয় ইওর টাইম বাডি...
সব ঠিক হয়ে যাবে...
মাসরুফ, তোমাকে সান্ত্বনা দিবো না। ঐটা তাদের দরকার যারা মানসিকভাবে দুর্বল। তবে তুমি যে টেনশনে পড়ে পোস্টাইছো সেটা বুঝতেছি।টেনশন কাটানোে সেরা উপায় হলো মনকে ডাইভার্ট করে ফেলা। এহেন আরজেএফ ম্যাডাম সেখানে ভালো নিরাময়। আরো ভালো হয় নিজের সম বা কমবয়সী কোন মেয়ে (অলরেডি থেকে থাকলে সে)-কে নিয়ে কিছুটা সময় কাটাও। বাস্তবে অথবা অবাস্তবে। যেটাই করো, হাসিখুশি থাকো। দেখবা টেনশন দূর! 🙂
সময় কাটাইতে পারি কিন্তু তাতে যুদি দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়া যায় তাইলে? 😛
ঠিকাছে, তাইলে এইটা বাদ দিয়া জাস্ট বৃক্ষরোপণ কর্মসূচী শুরু কর। 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
বৃক্ষরোপণ!! হা হা হা :)) :))
মামা আফনে জানেন যে "উই আর প্রাউড টু বি ট্রিজ"
কেন বৃথা চেষ্টা করেন পচানোর? 😛
;))
সংসারে প্রবল বৈরাগ্য!
বৃদ্ধি পাইলে সমস্যা নাই। আমি দেশ থেইকা ভাগতেছি সামনে বছর। তুমি দুই একটা পয়দাও করে ফেলতে পারো। বাট্ তার আগে বিয়েটা করে নিও বাছা। আজকে এইডস দিবস ছিলো। বাঁচতে হলে জানতে হবে! 😉
কবি বলেছেন-ফুল ভালবাসলেই কি বাগানের মালী হতে হবে?
আমি বলি-দুধ ভালবাসলেই কি গরু পুষতে হবে? :grr: :grr:
গরু কি শুধু দুধই দেয় ...
দুধ কি শুধু গরুই দেয় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঝাতি জানতে চায় 😀
আমিতো ঝান্তাম গাভী দুধ দেয় :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
এখানে গরু বলতে গাই গরু তথা গাভী বুঝে নিতে হবে।এঁড়ে গরু তথা ষাঁড় থাকলে সে ব্যাপারে পিসিসি বিশেষজ্ঞদের সাহায্য নেয়া যেতে পারে-বৃক্ষসমাজ এর আওতার বাইরে 😛
আরে দূর, পরীক্ষা, এইটা কোন বিষয় হইল মন খারাপ করার।
যাও মিয়া, পানা পুকুরে ডুব দিয়া আস।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাশরুফ...তুমি হাইটে অনেক লম্বা ...জেসিসির না! তোমার তো বিসিএস বন বিভাগে পোস্টিং হওয়া উচিত।
দোস্ত কলেজে থাকতে আব্বা বন বিভাগেই ছিলেন-বছর তিনেক হইল রিটায়ার করছেন।আমার বায়োলজি ছিলনা দেইখা বন বিভাগ চয়েজ দিতে পারিনাই 🙁