জলপাই রঙের গল্প

১.

গেমস টাইমের মার্চ-আপ। সি.এইচ.এম ফরিদ স্টাফ এডজুট্যান্টের কাছে স্টেটমেন্ট জমা দিচ্ছেন। এমন সময় আনোয়ার স্টাফ চিৎকার দিলেন…
‘জসিম ডন্ট মুব .. ডন্ট মুব’
আমরা একে অন্যের মুখ চাওয়া চাওয়ি শুরু করলাম। পুরা কলেজে জসিম নামে কোন ক্যাডেট নাই। আনোয়ার স্টাফ কাকে বলছেন। এরমধ্যেই আবার চিৎকার……
‘জসিম নড়তাছে কেন? জসিম ফল-আউট, ফল-আউট বলছি’
আমরা এদিক ওইদিক তাকাইতে লাগলাম কে ফল-আউট হয় দেখার জন্য। কেও হইল না।
স্টাফ এইবার দৌড় দিয়া আমাদের জামিলের সামনে আসলেন। তারপর বললেন..

-কি হইছে ফল-আউট হইতেছনা কেন?
-হমু না। আপনে পুরা কলেজের সামনে আমকে অপমান করছেন।
-কি অপমান করছি
-আপনে পুরা কলেজের সামনে আমরে জসিম বলছেন কেন? আমার নাম জামিল।
-বলছি তো কি হইছে?
-কিছু হয়নায় মানে? আমার মান-সম্মান আছে না একটা, জসিম কি মাইনষের নাম হয় নাকি।

স্টাফ চুপ হইয়া গেলেন।

২.

এবারের ঘটনাটা একটু পরের। ISSB পরীক্ষার ভাইবা দিতে গেছে আমাদের ব্যাচের একজন। তার কয়দিন আগেই মিস ইউনিভারস প্রতিযোগিতা হয়েছে। তো ভাইবা বোর্ডে তাকে একজন জিজ্ঞেস করলো…..

-লারা দত্ত কে তুমি জানো ?
-ইয়েস স্যার জানি
-কে
-স্যার উনি এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন
-ইউ ফাকার গেট আউট
-থ্যাংক ইউ স্যার

৩.
এবারের ঘটনাটাও গেমস টাইমের মার্চ-আপ এর সময়। ফারুক স্টাফ আমাদের ব্যাচের সবাইকে গুনছেন। আমরা তখন ৫২ জন। ৩ সারিতে ফল-ইন করে দাঁড়িয়ে আছি। স্টাফ একটা একটা করে সারি গুনছেন। ১,২,৩.. ..১৭। গোনা শেষ করে স্টাফ হিসাব মিলাইতেছেন.

তিন সতেরো পঞ্চাশ আর একে একান্ন।

‘স্টাফ, ক্লাস টেনে একজন শর্ট আছে।’

৪.

খলিল স্টাফের অভ্যাস ছিল বেল্ট টাইট আছে কিনা চেক করা। পাশ দিয়া কেও যাওয়ার সময় স্টাফ হঠাৎ বেল্ট ধইরা টান দিতেন তারপর বলতেন-
‘বেল্ট লুজ কেন? ১ লক্ষ ফ্রন্ট-রোল ক্যারি অন।’

আমার কপাল খারাপ। আমি ধরা খাইলাম একদিন। বেল্ট টাইটই ছিল। কিন্তু খলিল স্টাফ ধইরা টান দিলে যে কোন টাইট বেল্ট লুজ হইয়া যায়। স্টাফ বললেন
-বেল্ট লুজ কেন? কেয়ামতের আগ পর্যন্ত ফ্রন্ট-রোল ক্যারি অন।
-স্টাফ বেল্ট তো টাইটই আছে
-আবার কথা বলে, বডি তে সিভিল পানি জইমা গেছে, না?
তারপর আনোয়ার স্টাফকে ডাক দিয়া বললেন ‘স্টাফ ওর বডি থেইকা সিভিল পানি বাইর করেন।’

পুরা ৩ ঘণ্টা আমার বডি থেইকা সিভিল পানি বের করা হইল।

এখন আমার বডিতে এক ফোঁটাও সিভিল পানি নাই।

৬,৬২৮ বার দেখা হয়েছে

৬৮ টি মন্তব্য : “জলপাই রঙের গল্প”

  1. নওরীন (৯৪-০০)

    তিন সতেরো পঞ্চাশ আর একে একান্ন।

    ‘স্টাফ, ক্লাস টেনে একজন শর্ট আছে।’

    ঃ)
    স্টাফ গুলা বড়ই অদ্ভুত্‌ চরিত্রের থাকে কোন এক কারণে!!
    আমাদের সময়কার স্টাফ গুলার নাম ছিল সব নবী মহানবী এবং তার সাহাবীদের দের নামে। সোলায়মান, আবু বকর, ইসহাক,মুসা,ইউসুফ, মুহাম্মদ ই টি সি (e.t.c.)
    কলেজের কাছেই একবার ওয়াজ মাহফিল হছিল। এক জনৈক হুজর আমাদের ভোরের পিটি দেখে(বাইরে থেকে কিছুই দেখা যয়না,কলেজের। কিন্তু স্টাফদের হুইসেলের আওয়াজে বাইরের মানুষরা আন্দাজ করে নিতো)মাইকে বলতেছিলঃ এই যে সকাল হইলেই বেশরম মাইয়া মানুষেরা প্যান্ট শার্ট পইরা দৌড়াইতে শুরু করে...নাওযুবিল্লাহ...ওয়াস্তাগ ফিরুল্লাহ ...আলাহর দীন দুনিয়ায় এই কিনা আমাদের সহ্য করতে হইতাছে...!!

    এটা শুনে মারিয়া,ফলইনের মধ্যেই দৌড়্নো অবস্থা তেই বলতেছেঃ "অসুবিধা কি? আল্লাহর দীনের নবীজী রাই ত আমাদের পিটি প্যার‌্যাড করাচ্ছেন। কেয়ামতের দিন আল্লাহ নিশ্চই ব্যাপারটা মাথায় রাখবে।" এটা শুনে আমাদের হোল হাউসের কন্ডিজেন্ট দৌড়ের মধ্যেই হো হো করে হেসে দিছল।

    জবাব দিন
  2. সাইফ (৯৪-০০)

    দোস্ত,হুবহু জামিলের ঘটনার মতো আমার সাথে ১২ -এ সি এইচ এম তাহের এর ঘটনা ঘটছিল।থ্যাংকস তুই এতো সুন্দর করে লেখায় ফুটিয়ে তুললি।রকিব এর লারা দত্ত এর কাহিনী আমার সামনে ঘটছে।ওর পরেই আমার ভাইভা ছিল,

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    হাহাহাহা...অনেক্ষ্ণণ ধরে হাসলাম। 😀
    কামরুল, তুই প্রতিদিন একটা কইরা পোস্ট দিবি, বুঝলি? কতদিন তোর সাথে দেখা হয়না রে...... 🙁
    সাইফ...... তুই কি আমাগো আলদিন নাকি???

    জবাব দিন
    • তানভীর শালা তুই কই থাকস এখন?
      ডিসপ্লে নেইম টা বাংলায় দে। দেখতে ভালো লাগে।
      একটা ফটো লাগাইয়া দে। তোর নুরানী চেহারা মোবারক টা একটু দেখি।
      আমিও তো অনেকদিন তোরে দেখি না।

      জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    কামরুল।...দোস্ত, তোর জন্য ডিসপ্লে নেইম টা বাংলায় দিয়ে দিলাম 🙂 এখন থাকি উত্তরায়। তুই কি বাংলা মটরেই আসস এখনো? উত্তরায় তো মনে হয় প্রায় ই যাস। অবসশই বাসায় আসবি।
    আর আমার চেহারা নুরানী হইলে ত হইসিলই!!! 😛

    জবাব দিন
  5. বন্ধুরা, আমি ব্লগ এ নতুন। পরশু জয়েন করেছি। র তারপর থেকে যতক্ষণ অনলাইন ছিলাম- তার বেশীর ভাগ সময়ই গেছে CCB তে। মনে হচ্ছে কি যেন এক ঘোরের মধ্যে...। সবার লেখা পড়তেই খুব খুব ভাল লাগছে। পরিচয় টা আগে দিয়ে নিই ভালো করে- আমি শহীদ, রকক,৯৪-০০ ব্যাচ। যথেষ্ট না?

    রকিব এর লারা দত্ত ঘটনার ISSB তে আমিও ছিলাম। তারপর থেকে কিছুদিন তো আমরা ওকে লারা দত্ত নামেই ডাকতাম 🙂

    সাইফ দোস্ত, গাড়ী কিনেই তুই কুয়েত গেলি- তোর গাড়ীর খবর কি এখন?

    কামরুল, আমাকে চিনছিস? আমি আর সহল এক ইউনিট এ ছিলাম। সুপার স্টার এ তোদের অনেক প্রোগ্রাম এ এটেন্ড করেছি...। যা হোক, তুই কোথায়, কি করছিস- জানাস।

    আর, আমি কিন্তু পাঠক হিসেবেই বেশী চলনসই। তাই সবাইকে অনুরোধ- আরো বেশী করে লেখার জন্য

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      শহীদ ভাই,

      ব্লগে আপনাকে স্বাগতম 🙂

      দয়া করে আপনার প্রোফাইল সেকশনটাও ঠিকঠাক পূরণ করে ফেলুন। তাহলে আমাদের সবার পক্ষেই আপনাকে চেনা সহজ হয়ে যাবে।

      আর শুধু পড়লেই হবে না, আমাদের জন্য লিখতেও হবে। পাঠক না লেখক , কোনটায় আপনি চলনসই সেটা বিচার এর দায়িত্ব তো আমাদের 😉

      ধন্যবাদ।


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
      • ভাইরে, প্রোফাইলে তো সবকিছু লিখেছি- কিন্তু আসছে না কেন বুঝছি না। নতুন মানুষ!!! বোধহয় profile link নিয়ে সমস্যা। plz help me out. আর user id তে পুরা ইংরেজী নাম লিখে পরেছি আরেক বিপদে!
        নিচের Nested Reply আর Post Comment এর পার্থক্যও বুঝছি না। বুঝায়া দিবা? আর তোমরা এতো smiley কোথা থেকে পাও বলোতো......

        জবাব দিন
        • জিহাদ (৯৯-০৫)

          আপনি যদি এডমিন বার এর কমেন্টস সেকশন থেকে কোন কমেন্টের উত্তর দিতে চান তা হলে অপশন দুটো আসবে। nested reply দিলে ঐ কমেন্ট টার রিপ্লাই হিসেবে কমেন্ট পোস্ট হবে। যেমন আমি এখন দিচ্ছি। আর যদি post comment দিয়ে রিপ্লাই করেন তাহলে স্বতন্ত্র মন্তব্য হিসেবে পোস্ট হবে, রিপ্লাই হিসেবে নয়।

          আর প্রোফাইল এর ঝামেলা এখন নেই। স্মাইলির জন্য ইয়াহু মেসেঞ্জার এর ট্রেডিশনাল শর্টকাট গুলো ব্যবহার করুন 🙂


          সাতেও নাই, পাঁচেও নাই

          জবাব দিন
  6. জাকির (১৯৮৭ - ১৯৯৩)

    আমাদের সময় কলেজের স্টাফ গুলা সব কথার শেষে প যোগ করত। কলেজপ্‌ সাবধানপ্‌ ।এটা মনেহয় স্টাইল কমান্ড এর । খুব মজা লাগত তখন। আমরা ডাকতাম মজিদপ্‌ স্টাফ।

    জবাব দিন
  7. আদনান (১৯৯৩-১৯৯৯)

    আমি একটা মজার ব্যাপার খেয়াল করসিলাম, তা হচ্ছে যে কোন গোনার সময় তারা হিন্দীতে গুন্ত যেমন এএক, দো । পিটি এর টাইমে staf গুন্ত side jump এর টইম বলত এএক এএক, দো দো 😕

    জবাব দিন
  8. হাসনাইন (৯৯-০৫)
    জসিম কি মাইনষের নাম হয় নাকি
    তিন সতেরো পঞ্চাশ আর একে একান্ন।
    লারা দত্ত কে তুমি জানো ?
    -ইয়েস স্যার জানি
    -কে
    -স্যার উনি এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন

    :khekz: :khekz: :khekz: :khekz:
    জটিলসসস... :gulli2: :gulli2:

    জবাব দিন
  9. দিহান আহসান
    -লারা দত্ত কে তুমি জানো ?
    -ইয়েস স্যার জানি
    -কে
    -স্যার উনি এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন

    এটা " উনিশ " এ প্রথম পড়েছিলাম। তখনো হাসতে হাসতে পিরা গেসিলাম,
    এখনও হাসতে হাসতে :pira: :goragori: :khekz:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।