খিদা লাগলে আমরা পুরা ইন্ডিয়া খেয়ে ফেলি 😀
আপাতত স্ক্রিনশট নিয়া রাখলাম, পরে ফ্রেমে বান্ধাইয়া রাখুম 😀
সবার শেষে একটা কথা –
আমরা বর্ডারে লুকাইয়া মারি না। আমরা মারি খোলা মাঠে, সবার সামনে !
খিদা লাগলে আমরা পুরা ইন্ডিয়া খেয়ে ফেলি 😀
আপাতত স্ক্রিনশট নিয়া রাখলাম, পরে ফ্রেমে বান্ধাইয়া রাখুম 😀
সবার শেষে একটা কথা –
আমরা বর্ডারে লুকাইয়া মারি না। আমরা মারি খোলা মাঠে, সবার সামনে !
ইটা
You cannot hangout with negative people and expect a positive life.
এতো দেরি হইল ক্যান লেখাটা দিতে?
You cannot hangout with negative people and expect a positive life.
মানে পুরাই সিরাম।
হালুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউম।
পরের ডিনার করবো সিংহ দিয়া মানে শ্রীলঙ্কা।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
You cannot hangout with negative people and expect a positive life.
:pira:
:boss:
দেশের বাইরে বসে প্রথম বাংলাদেশের বিজয় দেখলাম, ফিলিংসই আলাদা... :goragori: :goragori: :goragori:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এই পোষ্টে ২ তারা দিলো কে?
এর মাঝে সাহিত্য খোঁজে কোন গা*া
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হবে কোন ভারত সমর্থক ভাইয়া। রাগ কইরেন না, ওদের এখন দুঃসময় চলছে । 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রাজীব ভাই কম স্টার কিভাবে যেন দেখে ফেলে 😀
আমিও কই কিরে ৪.৮৩ ক্যান??
পরে বুঝলাম কোনো দুষ্টের কাজ
আমার ল্যাবে ৬ জন ভারতীয় আছে। খেলার শেষদিকে (জেতার সম্ভাবনা যখন প্রকট হচ্ছে মুশফিকুরের ডবল ছক্কার পর) এসে সবাই আমাকে অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছিলো। সোমবার মিষ্টি খাওায়াতে হবে সব কটাকে। 😛
তবে উইনিং শটটা না মারা পর্যন্ত আমার টেনশন যাচ্ছিলোনা। কি খেলাটাই না খেললো বাঘের বাচ্চারা!
Bangladesh won by 5 wickets ----ইউটিউবে এসে পরে হাইলাইটস-এ এই লাইনটা
প্রাণভরে দেখছিলাম। আরো ঘনঘন এমন লাইন দেখতে বড় ইচ্ছে করে। দেখবো নিশ্চয়ই! (সম্পাদিত)
আমি পাঁচ তারা দিলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
রি-ইউনিয়নের মাঝে বাংলাদেশের এমন একটা অদ্ভুত বীরত্বগাথা, অসাধারন এক বিজয় পুরো রি-ইউনিয়নের আনন্দকে সহস্র-নিযুত গুন বাড়িয়ে দিয়েছিল। সামনের ম্যাচে শ্রীলংকা আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিজয়ের মাসে যুদ্ধ আর ক্রিকেট উভয়কে জয় করার ইতিহাস সৃষ্টি করুক বাংলাদেশ।