সাবাস বাংলাদেশ

খিদা লাগলে আমরা পুরা ইন্ডিয়া খেয়ে ফেলি 😀

আপাতত স্ক্রিনশট নিয়া রাখলাম, পরে ফ্রেমে বান্ধাইয়া রাখুম 😀

সবার শেষে একটা কথা –

আমরা বর্ডারে লুকাইয়া মারি না। আমরা মারি খোলা মাঠে, সবার সামনে !

১,৫১৭ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “সাবাস বাংলাদেশ”

  1. রকিব (০১-০৭)

    মানে পুরাই সিরাম।
    হালুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউম।
    পরের ডিনার করবো সিংহ দিয়া মানে শ্রীলঙ্কা।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    দেশের বাইরে বসে প্রথম বাংলাদেশের বিজয় দেখলাম, ফিলিংসই আলাদা... :goragori: :goragori: :goragori:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আমার ল্যাবে ৬ জন ভারতীয় আছে। খেলার শেষদিকে (জেতার সম্ভাবনা যখন প্রকট হচ্ছে মুশফিকুরের ডবল ছক্কার পর) এসে সবাই আমাকে অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছিলো। সোমবার মিষ্টি খাওায়াতে হবে সব কটাকে। 😛
    তবে উইনিং শটটা না মারা পর্যন্ত আমার টেনশন যাচ্ছিলোনা। কি খেলাটাই না খেললো বাঘের বাচ্চারা!
    Bangladesh won by 5 wickets ----ইউটিউবে এসে পরে হাইলাইটস-এ এই লাইনটা
    প্রাণভরে দেখছিলাম। আরো ঘনঘন এমন লাইন দেখতে বড় ইচ্ছে করে। দেখবো নিশ্চয়ই! (সম্পাদিত)

    জবাব দিন
  4. আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

    রি-ইউনিয়নের মাঝে বাংলাদেশের এমন একটা অদ্ভুত বীরত্বগাথা, অসাধারন এক বিজয় পুরো রি-ইউনিয়নের আনন্দকে সহস্র-নিযুত গুন বাড়িয়ে দিয়েছিল। সামনের ম্যাচে শ্রীলংকা আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিজয়ের মাসে যুদ্ধ আর ক্রিকেট উভয়কে জয় করার ইতিহাস সৃষ্টি করুক বাংলাদেশ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।