রকিব্বা চা ওলা আমারে কয়, ভাইয়া আপনে আজকে কিছু একটা লিখেন।
আমি কইলাম, আমি তো তো লেখা ভুইলা গেছি। কীবোর্ড দিয়া আজকাল যা প্রসব করি সেইটা দেইখা নিজেরই হলুদ রঙয়ের আবর্জনা ছাড়া কিছু মনে হয় না।
হারামি তবু বলে, নাহ ভাইয়া আজকে কিছু লিখতে হবেই।
আমি বসে বসে ভাবি। আগে আমি মনের আনন্দে লিখতাম। এখন লিখি পয়সার জন্য। মনের আনন্দে যতদিন লিখছি ততদিন টাকা ছিল না, কিন্তু মনে শান্তি ছিল।
এখন লিখলে অফিস টাকা দেয়। আমার টাকা আছে, মনে শান্তি নাই।
অসভ্য, অশিক্ষিতরা আমাকে যা বলে আমি তাই লিখি। ওরা মাস শেষে আমার একাউন্টে টাকা পাঠায়, আমি সেই টাকা দিয়া ব্যংকক ঘুরতে যাই। শান্তি খুঁজি। অস্থির অস্থির লাগে।
রকিব্বা, আমি তোরে এত কইরা কইলাম আমি লেখা ভুলে গেছি। তবু কেন জোরাজোরি করিস?
হ।
ভাবীসাবরে সিসিবির সদস্যপদ দিবার মঞ্চায়। তাত্তাড়ি, তাত্তাড়ি :shy:
সাতেও নাই, পাঁচেও নাই
কামরুল ভাই বিবাহ সংক্রান্ত ব্যাপারটা একটু কিলিয়ার কইরা ডিকলিয়ার করেন 🙂
কার ভাবি, আমার না তোর ? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =))
কাইয়ুম ভাইয়ের 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ওহ! কিন্তু মাহমুদ ভাইয়ের বউ তো অলরেডি মেম্বার 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এইসব ধানাই পানাই বাদ্দিয়া নতুন একটা সিরিজ চালু করেন। আমার বন্ধুয়া বিহনে'র বদলে "আমার বান্ধবী বিহনে" লিখলেও সমস্যা নাই।
সাতেও নাই, পাঁচেও নাই
'আমার বন্ধুয়ার ভাবি বিহনে' লিখি? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
:khekz: :khekz:
(ম্যালা দিন পর এই ইমোটা দিতাছি, এন্ড আই অ্যাম লাভিং ইট)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামরুল ভাই লিখছে !!
এই খুশি রাখি কই :tuski: :tuski: :tuski:
পাঙ্গাইয়েন না বস, ফয়েজ ভাইরে কি গুরু মানা শুরু করছেন 😉
আর কত রাত আশা ভোসলের গান শুনবো ? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এইখানে আমি আবার কইথেইকা আসলাম ? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সেই রকম লেখা হইছে ভাই। রকিব ঠিকই কইছে। লেখাটার মধ্যে ব্রিটিশ আমল থেকে সাম্প্রতিক কালের হাসিনা'র বাংলাদেশের তাবৎ সাংবাদিকদের মনকষ্টের কথা ফুটে উঠেছে।
এটা একটা প্রতীকী লেখা।
সমাধান দিয়ে যাই।
সমাধান হচ্ছে বিবাহ। ( বেয়াদপি মাফ হবে)
এইখানে রকিব আইলো কই থিকা !!
আপনি পোস্ট পড়েন নাই ভাই। ধরা খাইছেন। 😛 😛
রকিবের নাম আছে তো। দেখেন।
রকিবের নাম আছে সেটা বুঝতে পোস্ট পড়তে হয় না তাকাইলেই হয়। আমি পোস্ট পড়ছি। কিন্তু রকিব তো কিছু কয় নাই। খালি লিখতে কইছে।
এরচেয়ে সহজ কোন সমাধান নেই? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এর চেয়ে সহজ আবার কি ভাই? আওয়াজ দেন খালি। পাত্রী দেখা টিম রেডি আছে তো।
আগে টিমে কে আছে শুনি? কাইয়ুম ভাই না তো?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাইয়ুম ভাই আপাতত নাই। উনাকে কি ডাক দিব??
কাইয়ুম ভাই থাকলে মেয়ের মা-খালা-চাচীরা লজ্জা পাইতে পারে
কিসের জন্য পাত্রী দেখা টিম? দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থটার জন্যে নাকি? প্রথমটা তো কালকে অফিশিয়ালি কনফার্ম হইসে 😛
সাতেও নাই, পাঁচেও নাই
কামরুল ভাই পাবলিকের মুখতো আর আপনি বন্ধ রাখতে পারবেন না (কপিরাইট : মামা,বহুব্রীহি )
এই তথ্যতো জানা ছিল না ভাই।
এখন তো জেনে গেলেন ভাই । 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এ এমন আশ্চায্য আচানক বিষয় যে আমি ভাষা হারাই ফেলসি...
ভাই, আপনার এই কয় লাইন পড়েই আমার কষ্ট লাগতেছে। মন খারাপ হইছে। মন খারাপের চোটে একটু আগে হালকা হালকা শীত লাগতেছিল সেটাও আর বোধ হইতেছে না।
আমরা সবাই কেমনে কেমনে চাকর হয়ে গেলাম! 🙁
অন্ধকার স্মরনী ধরে শেষ হবে এ পথ চলা 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাইও আউট হয়ে গেলেন। ব্যাপার না :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কামরুল, তুইও টীম থেকে গেলি গা? (সম্পাদিত)
আউট হয়ে গেছি মানে? মাঠে নেমে খেলাই শুরু করলাম না 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তাইলে বোধহয় রিটায়ার্ড হার্ট (এইটার মানে কমু না; মাইর একটাও মাটিতে পড়বে না) 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:)) :)) :))
ঘরের কথা পরে জানলো কেমনে?
জামাল, তুই কি থার্ড আম্পায়ার ছিলি? :-B
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:pira:
যাক, বেঁচে আছো তাইলে...
এটাকে ঠিক বেঁচে থাকা বলে না ভাইয়া। চলছে আর কী ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি কামস ভাইয়ের থেকে পালায় পালায় থাকি, উনার ছাদে গাছ লাগায় দেওনের কথা ছিল আমার , দেই নাই। কামস ভাই, আমার মনে আছে, খালি জমাটা দিয়া নেই...
চাকর-বাকরের কথা কেউ মনে রাখে না 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অনেকদিন পর 😀
নাজমুল, তোমার বিলেত প্রবাসী দেশি ভাইদের সিরিজটা কই গেল...
ভাইয়া আবার আসবে কিছুদিন পর।
এবারের ভয়ংকর সব কাহিনী নিয়ে 😕
এই পুষ্টে একটা বিরোধীদলীয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাইতেছে ... 😛 😛
আমার বন্ধুয়া বিহনে
হ, বাংলার মানুষ ব্যালটের মাধ্যমে এই ষড়যন্ত্রের জবাব দিবে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ওরেব্বাবা, আমি কি ভুল দেখছি......... 😮
আসলেই সত্যি, চাকর হয়ে গেলাম............ 🙁
যা চোখে পানি দিয়া আয় হারামি 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মামা...ব্যাংককের কিছু ছবি এখানে দিয়ে দিলে ভালো হইত না??
Good boys go to Heaven, Bad boys go to Pattaya 😉
দিন শেষে ব্লগের আবেদন প্রকাশিত হয় এমন দুই একটা লেখার মাধ্যমেই।
চমৎকার লাগলো লেখাটা। ছোট হলেও।
মনটাই ভাল হইয়া গেল :salute: :salute: :salute: (সম্পাদিত)
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
চোখের ডাক্তার দেখাইতে হবে, ব্লগারের নাম উল্টা-পাল্টা দেখতাসি :-B
ঐ (সম্পাদিত)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তাজ ভাই,
উই ওয়ান্ট টু ইট ইওর ম্যারিজ সুন... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইটা দেখলেই খালি কোন এক চিরতরুণ সিনিয়র ভাইয়ের কথা মনে পড়ে...
হোয়াই দিস কোলাভেরি, কাইয়ূম ভাই? ;))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আররইইইইইইই সব্বেনাশ 😕
যাই চোখে পানি দিয়া আসি....ঘুমাইতেসি না তো 😮
:bash: :bash: :bash: ধুরররররররর এ দেখি সত্যি :no:
আসল কথা কইয়া লই ,
একটা ট্যুরিজম নিয়া গাইড লিখেন পাতায়া এর উপর :grr:
আমরা যারা নাদান আছি একটু উৎসাহ পাই 😉
:)) :)) :))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ