বাংলাদেশ জিতে গেল অথচ কেউ পোস্ট দিল না এটা কেমন কথা?
হয়তো আমাদের জন্যে চারপাশে দুঃসংবাদ। কিন্তু তাই বলে এমন দারুণ জয় উদযাপন করবো না?
চলুন অন্যসব কিছু কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখি। আপাতত উচ্ছাসে মেতে উঠি দেশের জয়ে।
সবাই আমার সঙ্গে জোরসে বলেন, অভিনন্দন বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে চুনকাম করে দে বাঘের বাচ্চারা! 😛
ম্যান অব দ্য ম্যাচ- সোহরাওয়ার্দী শুভ (১০-২-১৪-৩)
অভিনন্দন বাংলাদেশ।
অভিনন্দন বাংলাদেশ.........। :clap: :clap: :clap:
অভিনন্দন ।।।
মাঠে নামলাম, খেললাম, জয় করলাম !!!! B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অভিনন্দন বাংলাদেশ , :thumbup: :thumbup:
এত তাড়াতাড়ি ২য় জয় আশাই করা যায়না,
সিরিজ জিতার স্বপ্ন টা তাহলে দেখেই ফেলি :dreamy:
আমি ফেস বুকে আগের ম্যাচের পর বলেছিলাম বাংলাদেশ বিশ্বকাপ জিতবে।কেউ বিশ্বাস করল না,এখন ....
:just: এই ফর্মটা বিশ্বকাপে দেখালেই চলবে| বিশ্বকাপে অনেকদুর যাওয়া যাবে ইনশাল্লাহ|
রাজসাই রাজসাই...... wonderful bowling figure of Shuvo... came back with full vigor...
:clap: :clap: :clap: আমি মুগ্ধ :boss: :boss: :boss:
আহ,বাংলাদেশে ''কিউই ভুনা'' খাওয়া হবে ইনশাল্লাহ :grr:
ব্যাঘ্রমামারা গজরাতে থাকুক :thumbup:
ফিলোসফার ভেট্টোরি মামুরে ডিসেন্ট্রি ধরায় দিছে এইটাই টাইগারদের অনুপম সাফল্য,এই আনন্দে একটা টাইগারের ছবি দেই :shy:
অভিনন্দন বাংলাদেশ।
অভিনন্দন তোমাকেও কামরুল,
নতুন চেহারায় আসার জন্য... রহস্যটা কি?
নাফীসের ভাল ব্যাটিংটাই হয়তো এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় পাওনা । আশা করবো এই পোলা আরো একটু ভদ্র , নমনীয় , আর দায়িত্বশীল হবে । ভাল ম্যাচেও রকিবুল একটু মেজাজ খারাপ কইরা দিসিলো
দেশে ক্রিকেট টিমের জয় যতো অনন্দ দেয়, ঈদ পূজা আর নববর্ষ ছাড়া আর কোন কিছু এতো উৎসবের আমেজ দিতে পারে না। :awesome: :guitar: :goragori:
ক্রিকেট আমাদের সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে। 🙂
এই টিমটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে থাকা... :clap:
অভিনন্দন বাংলাদেশ। এখানেই থেমে থাকলে চলবে না কিন্তু.....
অভিনন্দন বাংলাদেশ :clap: :clap: :clap: :clap: :clap: