অন্যদের কথা জানিনা কিন্তু আমার প্রিয় লেখকের তালিকায় মামুন ভাইয়ের নাম আছে। মোস্তফা মামুন। ক্যাডেটদের নিয়ে লেখেন, ক্যাডেট কলেজের গল্প লিখেন শুধু এসব কারণে নয়। তাঁর কিশোর উপন্যাসগুলো আমি মুগ্ধ হয়ে পড়ি। যেমন পড়ি রম্য রচনা বা খেলা নিয়ে লেখাগুলো। ক্যাডেট নম্বর ৫৯৫, কলেজ ক্যাপ্টেন , দ্বিতীয় প্রিয় মানুষ, রিমি আজ চলে যাবে বা বামহাতি বাবলুর মতো বই গুলো যারা পড়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে দ্বিমত করবেন না।
এমনিতে যতোই নামকরা ক্রীড়া সাংবাদিক বা লেখক হোন না কেন, আমাদের কাছে তাঁর বড় পরিচয় তিনি আমাদের ক্যাডেট কলেজের বড় ভাই। বইমেলা এলে আমি তাই সবার আগে তাঁর বইয়ের খোঁজ খবর নেই।
ব্যস্ততার কারণে এখন পর্যন্ত নিজেই মেলায় যেতে পারিনি। তবে মামুন ভাইয়ের বইয়ের খোঁজ ঠিকই নিয়ে রেখেছি। যেদিন যাবো সেদিনই কিনে ফেলবো। আমার মতো আরো অনেকেই মামুন ভাইয়ের লেখা পছন্দ করেন, তাদের জন্যেই এই লেখা। মেলায় যাবার আগে মামুন ভাইয়ের বই নিয়ে একটু জেনে যাওয়া-
টাউট দি গ্রেট
প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স
সবাই টাউট। কেউ কেউ স্বীকার করে, বাকিরা করে না। টাউট দি গ্রেট টনি তাই মনে করে। আপনি ………।
কিং মিঠু
প্রকাশকঃ সময় প্রকাশন
বাসায় ফেরার সময় একজন লোক এসে মিঠুকে তার গাড়িতে তুলে নিল। মিঠুর বাসায় যাবে নাকি। কিন্তু নিয়ে চলল অন্য কোথাও……………
পিস্তলের মুখে তনুকাকা
প্রকাশকঃ পাঠসূত্র
তনুকাকা এখন দক্ষিন আফ্রিকায়। গোয়েন্দা তনুকাকা সিরিজের নতুন বই।
টিফিন পিরিয়ড
প্রকাশকঃ অনন্যা
টিফিন পিরিয়ডে আদিলরা বেরিয়েছিল রাজবাড়ি দেখতে যাবে বলে। কিন্তু দেখা হয় এমন একজনের সাথে, যার চেহারা একেকবার একেক রকম। কারণ…………
দুষ্ট সমগ্র
প্রকাশকঃ নওরোজ কিতাবিস্তান
তিন জনপ্রিয় কিশোর উপন্যাস । এক মলাটে, এক সঙ্গে।
ভাইস ক্যাপ্টেন
প্রকাশকঃ অন্বেষা
রবির কাছে নাকি একটা টাকার ব্যাগ আছে। বিদেশি টাকা। সেই টাকার খোঁজে শফিক শত্রু থেকে বন্ধু। তারপর ?
ফ্রেন্ডস ক্লাব
প্রকাশকঃ বিদ্যা প্রকাশ
সবাই বন্ধু। নাম ফ্রেন্ডস ক্লাব। কিন্তু বন্ধুত্বের চেয়ে শত্রুতাই একটু বেশি। কারণ ?
খানিকটে হিংসেই হচ্ছে আপনার উপর। ইচ্ছে থাকা সত্ত্বেও বইগুলো এবছর কিনতে পারবো না। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: মামুন তো দেখি ড়ক্করে!! ম্যালা বই। শুভ কামনা মামুন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাল পরশু যাব বইমেলায়, সবকয়টা বই ই কাভার করব।
এইবার মেলায় কম যাওয়া হবে । তবে যখনি যাই বইগুলোর ওপর পাখির চোখ থাকবে । প্রিভিউর জন্য কামরুল ভাইকে ধন্যবাদ ।
মামুন ভাই ড়ক্রায়!!!!
দুঃখ একে তো বই মেলায় যেতে পারবো না আর কিশোর বেলাটা অনেক আগে ফেলে এসেছি।
বইগুলোর প্রচ্ছদ খুবই জোশ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:thumbup:
চমৎকার! ইচ্ছে হচ্ছে এখুনি বইমেলায় ছুটে যাই মামুন ভাইয়ের বইগুলো কিনতে!
মামুনের লেখায় একটা অদ্ভুত রকমে সারল্য কাজ করে, লেখা এইরকম সরল রাখে কিভাবে এই ব্যাটা।
যাউজ্ঞা আমার শুভেচ্ছা দিও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মামুন ভাইয়ের জন্যে অনেক শুভকামনা।
কিন্তু উনাকে সিসিবিতে দেখি না, এইটা বড়ই দুঃখের। 🙁
www.tareqnurulhasan.com
নীরব পাঠক। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বইগুলো তালিকাতে থাকবে, যদি ঢাকা যাওয়ার সুযোগ হয় মেলা চলাকালীন তাহলে কিনে ফেলবো, না হলে পরে অবশ্যই কিনবো ...
:thumbup:
:clap: :clap: :clap:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:thumbup: