সার্ভার বদল করে একেবারে নিজের বাড়িতে আসার পর থেকেই জিহাদ ব্যাটাকে বলে আসছিলাম এবার সিসিবিকে নতুন করে সাজিয়ে ফেল। নতুন বাড়ি নতুন করে না সাজালে ক্যামনে কী? কিন্তু শয়তানটা আমার চেয়েও বেশি অলস। জলে, স্থলে, অন্তরীক্ষে যেখানেই ওর সাথে আমার দেখা হয় প্রথম কথাই হচ্ছে ‘ওই ব্যাটা, সব কিছু নতুন করে সাজাবি না? জলদি কর, সিসিবির বর্ষপুর্তির আগেই কর।” আর ওই ব্যাটা ‘পরীক্ষা চলতেসে, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর দিতে হবে’ এই সব ডাউট দিয়ে পার পেয়ে যাচ্ছিলো।
শেষবার যখন পুরো আইইউটি পার্টি দল বেঁধে আমার বাসায় এলো আড্ডা দিতে, একেবারে পিরীতের খেতা দিয়া জাইত্যা ধরার মতো ধরলাম। ‘আইজকা তোর সিসিবি নতুন কইরা সাজাইয়া দিয়া যাইতে হইবোই। এখন তো পরীক্ষা টরীক্ষা সব শেষ, বিরিসিরি ঘুরাঘুরি একটু স্মৃতির খোড়াখুড়িও অনেক করছিস, আইজকা সিসিবি’র থিম চেঞ্জ করার কাজে হাত না দিলে তোরে বাসা থেইকা যাইতে দিমু না।’ বাটে পড়ে ও বললো ‘আচ্ছা দিমু তো, আপনি আগে নতুন একটা থিম পছন্দ করেন। পছন্দ না কইরা আন্দাজি কি দিমু।’ নতুন থিম পছন্দ হবার সাথে সাথে ও কাজে হাত দিবে এই শর্তে সেদিন ওকে ছেড়ে দিলাম। আর আমি গুগোল নিয়ে বসলাম সিসিবি’র জন্যে নতুন থিমের খুঁজে।
এখানে ওখানে ঘুরি, এই থিম ওই থিম দেখি, কিন্তু কিছুই পছন্দ হয় না। আমার চয়েজ নিয়ে আবার এমনিতেই সারা দুনিয়ায় বদনাম আছে। সেটা যে সত্যি তা আবার টের পেলাম। দু’একটা যাও পছন্দ করে জিহাদকে দেই শয়তানটা এক নজর দেখেই বাতিল করে দেয়। মনে মনে বললাম ‘দাঁড়া, খালি একবার সিসিবি’তে নতুন থিম আসুক, তারপর তোর মাস্তানি বের করতেছি।’
অবশেষে এক জায়গায় অনেকগুলি থিম পেলাম, তার মধ্যে একটা বেশ পছন্দ হলো। জিহাদ কে এড্রেস টা দিলাম, অনেক্ষন দেখে-টেখে বললো ‘হুমম, পছন্দ হইছে, তবে অনেক কিছু চেঞ্জ করতে হবে।’
আমি সম্মতি দিলাম, ‘কর বাবা , যা ইচ্ছা কর, থিম সুন্দর হইলেই হইছে।’ কিছুক্ষন পর কি যেন গুতাগুতি করে আমাকে একটা স্ক্রীনশট দিলো,
‘দেখেন তো কেমন হইছে?’ দেইখা তো আমি পুরা থ।
‘আরে ব্যাটা এই টা কই পাইলি?’
‘আপনি যেটা দিছিলেন ওইটাই, কিন্তু সব বদলাইয়া ফেলাইছি, কিরম হইছে কন তো?’
আমি তো তখন পুরা পাঙ্খা। মনে হইতেছিলো মেসেঞ্জারেই শয়তানটার মাথার চুল গুলি আদর কইরা একটু ঝাকাইয়া দেই। থিমটা এতো পছন্দ হইছে মনে হইতেছিলো খাইয়া ফেলাই।
উত্তেজনায় বইলা ফেললাম, ‘দে, দে অক্ষুনি চেঞ্জ কইরা দে।’
‘আরে কি কন এই গুলি, এখনো তো কিছুই হয় নাই, পুরা সাইট এইখানে ট্রান্সফার করতে হইবো, কম কইরা হইলেও ৩ দিন লাগবে।’
‘কস্কি??’
‘হ, সব কাজ আমার একলা করতে হবে, থিমটাওতো শেষ পর্যন্ত আমার বাছাই করতে হইলো’
‘ওমা, থিম না আমি বাইছা দিলাম?’
‘এহ!! আপনি যেটা দিছিলেন ওইটার সাথে এইটার কোন মিল আছে?’
‘দেখ জিহাদ, এমন করলে কিন্তু হইবো না, তুই কিন্তু বেশি মাস্তানি করতেসিস?’
‘আইচ্ছা যান, করুম না, আমি যাই , আমার ঘুমে ধরছে। পরে কাম করুম।’
বুঝলাম ব্যাটা আমারে মাইঙ্কা চিপায় ফালাইয়া দিছে। আবার আলসেমি শুরু করবো। তাই তাড়াতাড়ি বললাম,
‘আইচ্ছা যা, তুই সব করছিস, তুই ফার্স্ট হইছিস, আমি ফেল করছি। এখন থিম বদলানোর কাম কর বাপ।’
‘প্রথমে স্বীকার করলে তো এতো ঝামেলা হয় না, যান যান, আপনি ঘুমান, চিন্তা কইরেন না, সব ঠিক হইয়া যাবে।’
তবে যাই বলি না কেন, পোলাডা আসলে একটা জিনিস। ৩ দিনের কাম না ঘুমাইয়া ১ দিনে কইরা ফেলছে। ঘুম থেইকা উইঠা মেসেঞ্জারে গেলাম, ওরে অন লাইন দেইখা জিগাইলাম ,’কিরে কি অবস্থা? কয়, ‘দেখেন গিয়া, সব সাজাইয়া ফেলাইছি।’ আমি সিসিবিতে ঢুকে তো আরেকবার পাঙ্খা। এতো সুন্দর আমাদের সিসিবি!! মনে মনে ঠিক করলাম, ‘নাহ! জিহাদ, পোলাডা আসলেই বস। মাঝে মাঝে আমারে পঁচায় বটে তবে এই রকম বস পোলাপাইনের কাছে দুই একবার পঁচানি খাইলে কিছু হয় না।’
কি কন আপনারা?
**** **** *****
সিসিবির বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রূপে এবং কিছু নতুন ফিচার নিয়ে আমরা ফিরে আসলাম আপনাদের মাঝে। আমাদের আন্তরিক ইচ্ছা ছিল সিসিবির জন্মদিনে আপনাদের উপহার দেব ব্লগের এই সংস্করন, কিন্তু কিছু কারিগরি জটিলতার কারনে একটু দেরি হয়ে গেলো। আশা করি সবাই ক্ষমা করবেন।
পোস্ট এডিটর আর মন্তব্যে ‘বিজয়’ লে-আউট সংযুক্ত করা হয়েছে অনেকের সুবিধার কথা ভেবে। একেবারে নতুনদের জন্যে মাউজ দিয়ে বাংলা লেখার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যপারে সাহায্য করেছেন রায়হান রশিদ ভাই (৮৬’ এফসিসি) খুব শিগগির অভ্র ফোনেটিকও জুড়ে দেয়ার কাজ চলছে। এর আগেই এসেছে বেশ কিছু নতুন ইমোটিকন। পোস্টলিঙ্ক খুব সহজে শেয়ার করার ব্যবস্থা করা হয়েছে ।
সাইডবারের ফিচার গুলি নতুন করে গুছানো হয়েছে। তবে সবার যেটা অপছন্দ হতে পারে সেটা হলো কমেন্ট বক্স টা। আগের কমেন্ট বক্সটা অনেক সুন্দর ছিলো আমার মনে হয়। কিন্তু এখানে অনেক নতুন ফিচার এড করা যাবে এই চিন্তা করে আপাতত এই থিমটা রাখা হয়েছে। কিছু সাজানোর কাজ এখনো চলছে, শেষ হবে খুব তাড়াতাড়ি।
নতুন রূপে সিসিবি কেমন লাগছে জানাতে ভুলবেন না। নতুন থিম নিয়ে কোন সমস্যা বা উপদেশও এখানে জানাতে পারেন স্বছন্দে।
আমিতো সিসিবিতে ঢুইক্যা টাশকি খাইয়া গেলাম। খুব ভাল কইরা সাইটটা চেক করলাম, উপরে এড্রেস ঠিক আছে কিনা তাও চেক করলাম। মাথায় তারপরও ডাউট ছিল। এই লেখাটা পইড়া সব ফকফকা হইয়া গেল।
জিহাদ পোলাডা আসলেই বস্! সিসিবির জন্য সবকিছু উজাড় করে দেওয়া এই মানুষটার জন্য রইল :salute:
জিহাদের সাথে নেপথ্যে কাজ করে যারা এই সাইটটাকে এতদূর নিয়ে এসেছে, তাদের সবার জন্য রইল একবুক ভালোবাসা আর :salute:
আমি নিজেও প্রথমে খুব আন-ইজি ফিল করতেছিলাম। 🙁 তবে কয়দিন গেলে নিশ্চয়ই অভ্যাস হয়ে যাবে। দেখা যাক কেমন লাগে। 😀
কামরুল, উদ্ধৃতি আর লেখার রং একই রকম থাকছে। উদ্ধৃতির রংটা একটু অন্যরকম থাকলে সহজে চোখে পড়ে। ব্যাপারটা একটু ভেবে দেখিস।
হ।
আমিও খেয়াল করছি।
দেখি জিহাদ কিছু করতে পারে কিনা। 🙂
:boss: :boss: :boss: :salute: :salute: :salute:
শব্দের কারুলিপিতে প্রকাশ করতে পারছি না, নতুন রুপের সিসিবি কতটা ভাল লেগেছে...
জিহাদ ভাই :salute: :hatsoff: না দিয়ে পারলাম নাহ... এক অঙ্গে আপনার এতো রঙ... আরো একবার না বললে মনে শান্তি পাবো না..."গুরু তো্মায় হাজার সালাম" ... :hug:
কামরুল ভাইকেও :salute: কারন আপনার ধাক্কার জো্রেই জিহাদ ভাই জেগে ছিল... :clap: :clap:
সিসিবির পর্দার অন্তরালে যারা আমাদের জন্য এতো কষ্ট করছেন...ধন্যবাদ দিলে তাদের ছোট করা হবে...তারপরো :hatsoff: :hatsoff: :thumbup:
:gulli2: :gulli: :gulti:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোমাকেও :boss: :boss:
সত্যি ভালো লাগছে? না হলে নিশ্চিন্তে জানাতে পারো। 😉
থিম বার বার বদলানো যায়। কোন সমস্যা না। 😉
ভালো লাগছে মানে... এক্কারে বিদিক...জট্টিল... ফিলিপসের ১০০০ ওয়াটের বাল্বের মতো উদ্ভাসিত হইচে... 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হালার বাই আমারে কয় এট্টু ওয়েট কর...কইয়া ৪ ঘন্টা খবর নাই...আমি ত অনলাইনে ছিলাম.হঠাৎ কইরা কয় দেখ তো ঠিক আসে নাকি...??? আমি তো টাশকি... 😮 😮 😮 😮 😮
অসাধারন...আয় মামা বুকে লাগ :hug: :hug: :hug:
জিহাদ রেজোয়ানের বুকে যা। 😉 😉
😛 😛 😛 কি যে কুন, লিজ্জা লাগে... :shy: :shy: :shy:
অই জিহাদ কামরুল ভাই কি কয়...???? 😕 😕 😕 😕
আমি আবার কি কইলাম? তুই বুকে ডাকলি? 😉 😉
এখন লিজ্জা পাস ক্যান? :grr:
আরে !!! আমি কইসি লাগ...মানে কি লাইগাই থাকব...??? হেইলে তো যারা আমনের লগে ঈদে বুক মিলাইসে তাগো বেহাল দশা হইসে 😛 😛 😛 😛
আমি তো কারো সাথে বুক মিলাইনাই। একজনের সাথে মিলাইতে চাইছিলাম, কিন্তু সে প্রবল আপত্তি করছে। 😉 😉 😉
😮 😮 😮 😮 😮 😮 😮 কে সে ????
ঝাতি ঝানভার ছায়... :-/ :-/ :-/ :-/ :-/ :-/
ঝাতি আমার কানে কানে কইয়া গেছে-তিনি হইলেন আমাগো হবু মামী।"এ্যাই দুষ্টু ছিঃ এত কাছে আসেনা" কইইয়া উনারে ঝাড়িও দিছে খবর্পাইছি 😀
পুরা টাশকি খাইয়া গেলাম। :hatsoff: :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কই গেলা? 😉
যাইতে আর পারলাম কই? আপনি তো আবার ডাইকা বসলেন।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জিহাদকে :salute:
জটিল জটিল।
টিশকি খায়া পিরা আছি। কিডায় যে তিলবো
সংসারে প্রবল বৈরাগ্য!
খারান...ধইরেন...আমি আইতাসি...তোলার লাইগা...
অনেক অনেক ভাল লাগতেছে নতুনরূপে। আমি একটু আগেই লগইন করে চমকে গেছি! খুবই ভাল কাজ হয়েছে। জিহাদ আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
*একটা তথ্যঃ ফোনেটিকে লিখতে পারছিনা। কোন কারণে কাজ করছে না। এটার ব্যাপারে একটু সমাধান দিবেন। আমি বর্তমানে অভ্র-তে লিখছি।
তোমাকেও অনেক ধন্যবাদ। 😛
:awesome: :tuski: :guitar: :thumbup:
জিহাদ :salute: :hatsoff: :boss:
কামরুল :salute: :boss:
😛 😛 😛
খালি জিব্বা দেখান কেলা...??? মাউসটারে রেস্ট দিবার পারেন না...????
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
কামরুল ভাই, এখন লেখা যাচ্ছে! মনে হয় বিভ্রাট ছিল কোনও। চিন্তা নাই আর! 🙂
নাহ, আসলেই মাল হইছে একটা। জিহাদের হাতের কাজ ভাল (পাঠকগন অশ্লীল কিছু ভাব্বেন্না আবার)। কামরুলরে সালাম না দিলে বেইন্সাফি হয়া যায়। :salute:
কামরুল ভাই, আরেকটা চিন্তা, আগেরটায় যেমন ছিল, কালার কাস্টমাইজেশন করা যায় কি? যেমন উপরের ব্যানারের রঙ গোলাপি ছাড়া অন্য কিছু করার কোনও অপশন রাখা যায় কি?
আমি এবিষয়ে বেশ অজ্ঞ তাই প্রশ্নটা করেই ফেললাম! 😕
অবশ্যই করা যায়। 😀
সত্যি কথা বললে ব্যানারটা নিয়ে এখনো কাজ চলছে। দেখা যাক কি দাঁড়ায়। 🙂 🙂
চমক লাগলো একটা।
অসাধারণ, অনন্য।
সম্পৃক্ত সব্বাইকে :salute: ।
এখানের ফন্ট সাইজ খুব ছোট মনে হচ্ছে - বড় করতে পারছি না।
আর খুব স্লো.....। মনে হয় ব্যাপারটা সাময়িক।
Life is Mad.
রঙ বদলাব ক্যামনে? এই গোলাপী কিম্বা পারপেল যেই রঙই বলি না কানো দেখলেই আমার ক্যান জানি একটু কেমন কেমন লাগতেছে :grr:
হ্যা, কালারটা বোধহয় চেঞ্জ করে দেখা উচিত। অন্য কয়েকটা কালার দিয়ে দেখা যায়, যেটা ম্যাচ করে সেটাই নাহয় দেয়া যাবে।
জিহাদের দৃষ্টি আকর্ষণ করছি।
হ্যা, কালারটা বোধহয় চেঞ্জ করে দেখা উচিত। অন্য কয়েকটা কালার দিয়ে দেখা যায়, যেটা ম্যাচ করে সেটাই নাহয় দেয়া যাবে।
জিহাদের দৃষ্টি আকর্ষণ করছি।
আর কমেন্ট দেয়ার পর রিলোড হচ্ছে। এইটাও ঠিক করা দরকার।
থিম খুবই সুন্দর হইছে। আমিও আইসা তাশকি খাইছি।
জিহাদ আর কামরুল ভাইরে :salute:
অনেকটা রাবারের মত কালার না????
বি দ্র-এখানে রাবার বলতে ইরেজার বুঝানো হইয়াছে।
ও আচ্ছা - রাবার মানে ইরেজার ;)) ;)) ।
Life is Mad.
খালি ঝিকিঝিকি পমপম টাইপ কথাবার্তা x-(
কামস/জিহাদ,
লগিন কইরাই টাস্কি খাইলাম। এক রাইতে বহুত কাম করছিস। (খারাপ অর্থে না)।প্রথম দেখার পর একজন সাধারন ইউসার হিসাবে আমার কিছু পয়েন্ট বলতে চাই।
*আমাদের কি ৩ কলামের থীম দরকার? এই থীম টা ২ কলাম হলে মনে হয় ভালো হয়। মূল লেখার জায়গা বেশি থাকলে পড়তে ভালো লাগে, আগের টার মতো।
*কমেন্ট দিলে পেজ আবার লোড হয়, এটা নিয়া জিহাদ চিন্তা করতে পারো।
*সামগ্রিক ভাবে থীম টা একটু স্লো মনে হলো (বিশেষ করে যারা ডায়াল আপ/মোবাইল দিয়ে ব্যবহার করে),সবার তো আর ব্রডব্যান্ড নাই।
*কালার টা অসাধারন পছন্দ হইছে।
আপাতত এটুকুই। এগুলো জাস্ট আমার মনে হলো।
* উদ্বৃতির জন্য লেখা সিলেক্ট করতে পারছি না 😛 ।
** রবিনের ১ নম্বর পয়েন্টের সাথে একমত।
*** স্পিড ইজ বিগ প্রবলেম 🙁 ।
Life is Mad.
একমত :boss: একমত
উরিব্বাপ্রে, করছে কি ...
জিহাদের বাবাকে বলছি ... 'আঙ্কেল, আপনার পোলাডা একটা জিনিয়াস'
কামরুল কে বলছি ... তুইও একটা ...
রবিনের সাথে একমত
সম্পৃক্ত সকল্কে ধণ্যবাদ।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কাজটা খুব খারাপ হইসে খালি রঙ এর ব্যাপারে বলসি, কিন্তু যারা এতো কষ্ট করে এতো বড় কাজটা করল তাদের কে :salute: দেওয়া হয়নি।
জিহাদ আমার কাছে সব মিলায়ে সাইটের নতুন ডিজাইন খুব ভালো লেগেছে, খালি রঙটাই যা :-?।
আর কামরুল থাক তোমারে কিছু বল্লাম না :salute:
আমার দুইটা জিনিস খারাপ লাগছে,
১.কমেন্ট করলে পেজ লোড হওয়া
২.উদ্ধৃতির রঙ আলাদা না হওয়া
প্রথমেই জিহাদ, কামরুল এবং সিসিবির সাথে সংশ্লিষ্ট সবাইকে :hatsoff: :hatsoff: :hatsoff: অভিনন্দন।
নতুন এই থিম এবং ওয়েব পেইজ এর ছোটখাট ভুল-ত্রুটি গুলোতো ইতিমধ্যে সবাই বলছে। যেহেতু এখনো কাজ চলছে, আমি আশা করি এই প্রবলেম গুলো সল্ভ হয়ে যাবে। 🙂
এই কাক ডাকা ভোরে সিসিবিতে ঢুইকাই টাশকি খাইয়া পিরা গেলাম। :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
জিহাদ ভাই এবং কামরুল ভাইকে :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
দিলি তো ভাই একটা চাপা মাইরা... কলেজ ছাড়ার পর জীবনে কুনদিন ভোর দেখছোস... তাও আবার কাউয়া ডাকা... x-( x-(
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে আমি প্রত্যেকদিন সকাল ৭ টার সময় ঘুম দিয়া উঠি :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কয়দিন পর হইব ৪ টা...... 😛 😛 😛
আর ঘুমানোর টাইম... 😮 😮 😮 😮
হায় হায় কি কয়...বি এম ক্যাডেট আবার ঘুমায় নাকি... :khekz: :khekz: :khekz: :khekz:
নতুন লুক ভালো লাগছে। ভালো কাজ করছো জিহাদ। কামরুল ভাইরেও ধন্যবাদ নতুন লুকের কথা চিন্তা করায়। পার্পল কালারটা যদি অন্য কোন শেড দেয়া যাইত ভালো হইত। আর সিএসএস ফাইলগুলাতে লিংকগুলার টেক্সট-ডেকোরেশন ভ্যালু কিছু না করা যায় না? এতো আন্ডার লাইন চোখে লাগে।
জিহাদ, কিছু মনে কইরো না। তুমি কষ্ট করছো অনেক, সমালোচনা করতেছি না। কিছু পরামর্শ আরকি। 😀
আরেকটা ব্যাপার, হিট কাউন্টারটাও একটু উন্নত করা দরকার, এক পিসি থেকে রিফ্রেশ করলেই হিট বাইড়া যায়। হিটগুলা আইপি এক্সক্লুসিভ করতে পারলে জব্বর হইত।
জিহাদের টাইম থাকলে দেইখো ব্যাপারটা।
সিসিবির জন্মদিনে সবাইকে শুভেচ্ছা।
লং লিভ সিসিবি। :awesome:
নতুন রূপে ccb কে খুব ভাল লাগছে...।।জিহাদ সহ যারা যারা আছে এটার পিছনে সবাইকে ধন্যবাদ...... :salute: :salute: :salute:
আমার প্রযুক্তি সম্পরকে ধারনা খুব কম।একদম সাধারন ব্যাবহারকারী।স্পীড বেশি কম হওয়া, পেইজ রিলোড হওয়া এত কিছহু আমি বুজিনা।আমার কাছে অসাধারন কিছু মনে হচ্ছে।সিসিবি এর সাথে জরিত এবং অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ।নিরমাতা এবং ব্যাবহারকারী সকলের প্রচেস্টায় আজ আমরা আমাদের সিসিবি-কে পেয়েছি।
ক্যাডেট কলেজ চিরজীবি হোক
সিসিবি চিরজীবি হোক।
:boss: :boss: :salute: :salute: :hatsoff: :hatsoff: :thumbup: :thumbup:
খাইছে, একদিনে এত কিছু? জিহাদ ভাইরে নিয়া একটা কবিতা লেক্সি।
ছানা-পোনা'রে নিয়া আমিও একটা কোবতে লিখলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইরে নিয়া আমিও একটা কবিতা লিখলাম।
:grr: :grr:
(মেল্লে মেল্ল, না মেল্লে না মেল্ল
পা..তো ছেল্ল)
কপিরাইট সেলিনা আপু
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি কিছু শুনি নাই 😛
অফ টপিক-তাইফুর ভাই,আমার খালাত ভাই ক্যাপটেন আযম(এ এস সি) মাস খানেক আগে সুদান গেছে।চিনেন নাকি?নতুন বিবাহ,তাই ভাবী বড়ই চিন্তিত-সুদানে গিয়া ঝিকিঝিকি পমপম করলে তো সমস্যা।মামা আপনে উনার খবর হাল্কা পাতলা জানাইতে পারলে বড়ই কৃতজ্ঞ হইতাম 😛
মাস্ফ্যু, ফেইসবুকে মেসেজ দিলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও লেখপ...আমিও লেখপ...
" সকালে ইউঠিয়া আমি মনে মনে বলি,
কি অশ্লীল...কি অশ্লীল...তাইফুর্বাই "
😛 😛 😛 😛 😛 😛 😛 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😛 😛 😛 😛 😛 😛 😛
আমারটা মিলছেও বেশি, ছিলছে আরো বেশি। :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঐ যান আমি সারেন্ডার করলাম। 🙁 🙁
বাশ ফালাইয়া আসেন শান্তি চুক্তি করি। 😉 😉
😉 😉 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 😮 😮
তাইফুর ভাই,আপনে হাঁটু বাহিনীতে শুধাশুধি সুময় নষ্ট কর্তাছেন-শিগগিরি রিজাইন দিয়া ছড়াকার হিসাবে আত্মপ্রকাশ করেন-সামি ভাই(ছড়াকার লুতফর রহমান রিটনের জামাই)রে কইয়া আপনের বই প্রকাশের ব্যবস্থা কইরা দিমু :))
রহমান,
ক্যাম্নে কি ?? তুই আবার মাইন্ড করলি ক্যান ?? মাস্ফ্যু তো মজা কইরা কইছে। আমি অরে গাছ কই, অয় আমারে হাটু কয়। পিসিসি, গাছ, হাটু ... কেউরে তো দেখলাম না এতদিন মাইন্ড খাইতে ... তুই কি খালি প্যাটে নাকি ?? আয়াই মাইন্ড খাইলি ??
মাস্ফ্যু,
রহমান মামুও মনে হয় মজা করতে গিয়া মিশটেক কইরা ফেলছে।
চল চল চল
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রহমান,
ক্যাম্নে কি ?? তুই আবার মাইন্ড খাইলি ক্যান ?? মাস্ফ্যু তো মজা কইরা কইছে। আমি অরে গাছ কই, অয় আমারে হাটু কয়। পিসিসি, গাছ, হাটু ... কেউরে তো দেখলাম না এতদিন মাইন্ড খাইতে ... তুই কি খালি প্যাটে নাকি ?? আয়াই মাইন্ড খাইলি ??
মাস্ফ্যু,
রহমান মামুও মনে হয় মজা করতে গিয়া মিশটেক কইরা ফেলছে।
আমার নতুন কোবতে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
রহমান দোস্ত, এইটা মজাই.... 😛 🙂 ।
এই ব্যাপার েমাসরুফরে নিয়া আমার কুন টেনশন নাইক্কা 😀 ।
মাসরুফ, মাইন্ড খাইও না ভাই ডি।
** ক চমৎকার। অফিসে বইসা বাংলা লিখতেছি :awesome: :awesome: :awesome: :awesome: ।
Life is Mad.
হ দোস্ত, এইটাতো সিম্পলি মজা করেই বলা।
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই, মাস্ফু মজা কইরা কইছে। মাইন্ড কইরেন না
ভাই, মাস্ফু মাইন্ড কইরা কইছে। মজা কইরেন না 😀 😀 😛 ।
একটু উল্টায়া দিলাম 😀 ।
Life is Mad.
রহমান ভাইয়ের উপরের কমেন্ট পড়ে তো আমার বেশ ভয় ভয় লাগতেছে। আমিও অনেক সময় নিছক নির্দোষ মজা করতে গিয়ে আমার আর্মি বন্ধুদের আর অনেক প্রিয় বড় ভাইদের এখানে হাটু বলেছি। এই রকম হবে জানলে বলতাম না।
এখন থেকে সাবধান হয়ে যেতে হবে মনে হয়।
রহমান ভাই, ভুল টুল হইলে মাফ কইরা দিয়েন।
লিংক এর নিচে আন্ডারলাইনটা ভুলে তুলে দেয়া হয়েছিলনা। এখন দিয়েছি।
রঙ এর ব্যাপারে অনেকে বলছে, অনেকের তেমন পছন্দ নয়। আপাতত এটা কিছুদিন চলুক। সময় সুযোগ বুঝে চেন্জ করা হবে।
আমি নিজেও ডায়ালআপ ব্যবহার করি। সাইট একটু স্লো লাগছে। কিন্তু সেটা খুব বেশি চিন্তিত হবার মত এখনো মনে হয়নি। 😛
কমেন্ট রিলোড এর ব্যপারটা আসলেই বড় একটা প্রবলেম। ব্যাপারটা কোথায় সমস্যা করছে বোঝার চেষ্টা করছি। ব্লগে টেকি অনেকেই আছেন। কারো এ ব্যাপারে কোন সাজেশন থাকলে দয়া করে জানান।
কমেন্ট সেকশনটা আরেকটু ভাল করা যায় কীনা সেটাও দেখার চেষ্টা করছি।
হিট কাউন্টারের কথাও মাথায় থাকলো।
দুই কলাম এর টা ভালো। কিন্তু পার্সোনাল ব্লগ পরিবেশ তৈরির জন্য তিন কলাম এর বিকল্প নেই। অনেকে ব্যক্তিগত ভাবেও আমাকে তিনকলামের কথা বলেছিলেন। আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেলে ব্যাপারটা আর চোখে লাগবেনা।
ফন্ট সাইজের ব্যাপারটাও মনে হয় অভ্যস্ততার উপর নির্ভরশীল। আগের থিমে যে ফন্ট সাইজ ছিল সেটাই বরং একটু বেশি বড় ছিল। অন্য কোন বাংলা সাইটে এত বড় ফন্ট সচরাচর দেখা যায়না।
সর্বোপরি সবার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। একটু তাড়াহুড়ো করে তৈরী করা বলে অনেক সমস্যাই রয়ে গেছে। আশা করি সেগুলোও সবার সহযোগিতায় ঠিক হয়ে যাবে।
আর বিজয় লেআউট ব্যবহারকারী যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদের লেআউট সম্পর্কে আপনার মতামত আশা করছি। এখনো এতে কিছু বাগ থেকে যাবার সম্ভাবনা আছে। সেগুলো জানালে শুধরে নেয়া অনেক সহজ হবে।
এই আর কি। আরো কোন সাজেশন থাকলে দয়া করে এখানেই জানান।
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ,
অনেক অনেক অভিনন্দন :hatsoff: । ইউ (সংশ্লিষ্ট সবাই) আর ডোয়িং এ গ্রেট জব :clap: cl । আমার ২ টা প্রবলেম চোখে পড়ল, সাথে রইল ২ টা প্রপোজালঃ
১ - হোমপেজে লেখার নিচে "বার পঠিত" দেখাচ্ছে কিন্তু কতবার পঠিত সেই সংখ্যাটা দেখাচ্ছে না।
২ - হোমপেজে সিসিবি প্যারেড ষ্ট্যাটে সর্বমোট সদস্য, পোষ্ট ও মন্তব্যের সংখ্যাটা দেখাচ্ছে না। (আগেও দেখাত না)
৩ - ডেইলী প্যারেড ষ্ট্যাট দেয়ার কোন ব্যাবস্থা করা যায় কি? অর্থাৎ প্রতিদিন কতজন সদস্য বা অতিথি এই ব্লগে ঢুকছে সবাই জানতে পারত
৪ - ১০ ক্যাডেট কলেজের মনোগ্রাম হোমপেজে বা অন্য কোন পেইজে (যেমন- "আমাদের কথা" তে সবার উপরে অথবা "সদস্য ডিরেক্টরী" তে কলেজের নামের পাশে মনোগ্রাম থাকলে দেখতে আরেকটু ভাল লাগতে পারে সবার। মূলকথা হলো আমি ১০ কলেজের মনোগ্রাম দেখতে চাই এই ব্লগে। এটা কি সম্ভব?
রহমান ভাই, সমস্যাটা মনে হয় আপনার সাইডে। হিট কিংবা প্যারেডস্টেট না আসার কোন কারণই নাই।
ডেইলী প্যারেডস্টেট আপাতত সম্ভব না। সদস্য ডিরেক্টরীর ব্যাপারটাও। তবে দশ কলেজের মনোগ্রাম অন্য কোন ভাবেও দেখানো যেতে পারে। কিভাবে যেতে পারে সে সম্পর্কে কোন আইডিয়া থাকলে জানাতে পারেন।
সাতেও নাই, পাঁচেও নাই
১০ ক্যাডেট কলেজের মনোগ্রাম আমার কাছে আছে। তবে সেগুলার অবস্থা খুব খারাপ। মনে হয় ক্যাডেট কলেজ গভর্নিং বডির সাথে যোগাযোগ করতে পারলে সব পাওয়া যেত। কিংবা যারা প্রসপেক্টাস বানায় তাদের সাথে।
কলাম দুটা হলেই মনে হয় ভাল হত। ৩ কলামে লেখার জায়গা অনেক কমে গেছে ভাল লাগছে না আমার কাছে।
জিহাদ, জটিল করছিস মামা। :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
আমার খুবি খুবি খুবি খুবি খুবি পসোন্দ হইসে।
১টা প্রশ্নঃ ছবিটা কার? ১টা মন্তব্যঃ ১টা রং না দিয়া অনেকগুলা দেয়া যায় না? যার যেইটা ইচ্ছা সিলেক্ট কইরা নিব।
কামরুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য ধইন্যবাদ।
জিহাদকে গুতানোর জন্য।
নারে। সেইরকম করার মত এলেম আমার নাই। তবে প্ল্যান আছে নিয়মিত কালার চেন্জ করার। 🙁
ছবি নেট থিকা পাইসি। থ্যাংকু।
সাতেও নাই, পাঁচেও নাই
আমি ঠিক বিজয় না ইউনিজয় ব্যবহার করি। তবে বিজয়ের সমস্যাটা বুঝতে পারছি। এ-কার দেয়া যায় না। বিজয় এ হিসাব মতে এ কার আগে চাপতে হয়, আর ইউনিজয়ে এ-কার পরে চাপতে হয়। কিন্তু বিজয়ে কোনটাই কাজ করছে না, আগে চাপলেও না, পরে চাপলেও না।
সাইটের ব্যাপারে কিছু কথা:
- তিন কলামের ব্যাপারটা পছন্দ হইছে। কমিউনিটি ব্লগ তিন কলামেরই ভাল লাগে।
- ফন্ট সাইজ এটাই ঠিক মনে হচ্ছে। আগেরটা বেশী বড় ছিল।
- হেডারে কোন নির্দিষ্ট কালার দেয়া ঠিক না। তার চেয়ে নিজেদের হেডার ব্যবহার করা উচিত। কোন কালার না দিয়ে নিজেদের হেডার ব্যবহার করা যায় না?
আর "Home" পাল্টিয়ে নিড়পাতা বা এ ধরণের অন্য কিছু দেয়া উচিত।
অ্যাডমিন বার বোধহয় না থাকলেও চলে। এভাবেই ভাল লাগছে। খেরোখাতায় গেলেই তো সব পাওয়া যাবে।
বুদ্ধি ভাল। কিন্তু আমার মনে হয়,আমারটা আরো ভালো। :ahem:
HOME-র নাম কর "হাউস"
ফন্ট সাইজ বড়/ছােট করাটা অপশনাল করা যায় না ?? 🙂
Life is Mad.
একই সমস্যা।
Life is Mad.
test comment
সাতেও নাই, পাঁচেও নাই
মনে তো হয় কাম হৈসে । দেখি আবার দেখি পেজ লোড হয় কীনা। B-)
সাতেও নাই, পাঁচেও নাই
টেস্টিং
সংসারে প্রবল বৈরাগ্য!
হ কাজ হইছে :clap: :clap: অই ব্যাটা মেছিনজারে আয় 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
জিহাদ,
যে কোন লেখায় নিজের কমেন্ট, নিজে মোছার কোন অপশান কি রাখা যায় ?? বর্তমানে লেখক এবং এডু, মডু ব্যাতিত অন্য কেউ বোধহয় কমেন্ট মুছতে পারে না। এমন কি, যার কমেন্ট সে নিজেও পারে না।
পুরো ব্যাপারটা তোরা ভাল বুঝবি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই-এর মার্কায় ভোট দিলাম।
হ্যা, এইটা করা দরকার।
আমার চাপাবাজি 😉
১। কালার ঠিকই আছে, এতোদিন অন্য একটাতে অভ্যস্ত হয়ে যাওয়ায় চোখে সইতে দেরী হচ্ছে, এই যা 😛
২। ফন্ট সাইজের ব্যাপারেও একই কথা, সয়ে যাবে ধীরে ধীরে। তবে সিএমএস হিসাবে হয়তো ড্রুপাল, জুমলা'র মতো ওয়ার্ডপ্রেসেও কাস্টোমাইজড ফন্ট সাইজের অপশন থাকতে পারে, জানিনা, আন্দাজে কইছি, টেকি পোলাপাইন ভালো জানবো 😀
৩। কমেন্ট বক্সটা ফাতমাতে আরেকটু ডিফাইন্ড কালারের আছিলো। এইবারেরটা ইকটু ম্যাট, তবে চলে যায়।
৪। কমিউনিটি ব্লগ হইলেই তিন কলাম হইতে হইবো, এমন কিছু কি? কি জানি, আগের দুই কলাম পড়তে আরামদায়ক ছিলো। বাম সাইডের আমার লকার আর বর্তমানে পড়ছেন এর ছোট দুটি বার ডানে দিয়ে দিলেও ক্ষতি কি? বরং যাদের নিক একটু বড় প্লাস তাতে কলেজ সাল লাগানোতে নামটা দুই লাইনে এসে ভিজ্যুয়াল কন্টিনিউটিটা একটু হ্যাম্পার করছে।
যাইহোক, পোলাপাইনজ, এইটা পুরাটাই আমার চাপাবাজি, তরা যট্টুক করছোস সেইটার লাইগা :salute: হাজারটা দিলেও কম হইয়া যায়।
সংসারে প্রবল বৈরাগ্য!
(উত্তরটা বেশ বড় হয়ে গিয়েছে দেখে আলাদা কমেন্ট হিসেবে দিলাম)
সুপ্রিয় রহমান ভাই,
১)বেশ মনোযোগের সাথে আপনার মন্তব্যটি পড়লাম।ক্যাডেট কলেজের বড় ভাইদের আদেশ/অনুরোধ আমি শিরোধার্য বলেই মনে করি-তাই দেরী না করে সাথে সাথে চলে গেলাম রেডবুকে।৬ নম্বর সেকশনে যা বলা হয়েছে তা হল-
রাজনীতি ও ধর্ম সংক্রান্ত এবং যে কোন ধরণের বিতর্কিত বিষয় কেন্দ্রিক লেখাকে আমরা পুরোপুরি না বলছি। একই সাথে কোন কলেজ বা ব্যক্তিকে উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে হেয় বা আক্রমণ কিংবা গালাগালি করে কোন পোস্ট দেয়া যাবেনা।
ভাইয়া, আমার মনে হয় এ জায়গাটিতে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে।আমি যে মন্তব্যটি করেছি তা তাইফুর ভাই বা সায়েদ ভাই যেমন বলেছেন ঠিক সেরকম-নিছক মজা করার জন্যে, যেমনটি জেসিসির(আমার কলেজ) সবাইকে “বৃক্ষ” আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের(আমার বিশ্ববিদ্যালয়) সবাইকে “ইয়ো”,”ডিজুস” ইত্যাদি বলে ডাকা হয়(আর লম্বা মানুষের বুদ্ধি কোথায় তা ৬ ফুটের উপরে সাইজের এই আমাকে কতবার উত্তর দিতে হয়েছে তা আর নাই বা বললাম)।একটু যদি কষ্ট করে দেখেন ভাইয়া তাহলে এই ব্লগেই বিভিন্ন জায়গায় নির্দোষ আমোদ হিসেবেই ঠিক একই শব্দ বহুবার ব্যবহার করা হয়েছে-আর তাতে কেউই কিন্তু আপত্তি করেননি-কারণ ওই একই-তা আক্রমণ বা হেয় করার উদ্দেশ্যে করা হয়নি দেখে।আর আমার ক্ষেত্রে বলতে পারি, উদ্দেশ্যপ্রনোদিতভাবে হেয় বা আক্রমণ কিংবা গালাগালি করে এই জাতীয় কথা বড় ভাইদের বলার মত ঔদ্ধত্য আমার এখনো হয়নি,আশা করি আপনাদের দোয়ায় কখনো হবেও না।
২)বোঝানোর সুবিধার্থে আপনার কমেন্টের কিছু অংশ একটু তুলে ধরি-
আমি যতদূর জানি, তুমি নিজেও এই অর্গানাইজেশনে যেতে চেয়েছিলে, কিন্তু বি এম এ থেকে কোন কারনে তুমি চলে গিয়েছিলে। এটা কি সেই অপ্রাপ্তির ই বহিঃপ্রকাশ ?
ভাইয়া,আমি নগন্য মানুষ, আমার পৌনে ২৪ বছরের ক্ষুদ্র জীবনে হাজারটা অপ্রাপ্তির কথা মনে পড়ে।যেমনঃএত্ত পড়াশোনা করেও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ তে ৫০ নম্বরও ঠিক না করা(আমার একাডেমিক বিদ্যার দৌড় দেখেন!),ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা সুন্দরী মেয়েটার সাথে ৭ মাস ঘুরাঘুরি করেও শেষ পর্যন্ত জনৈক আইনজীবী ভদ্রলোকের কাছে প্রেমের দৌড়ে এক্কেবারে রাম ধরা খাওয়া(ইয়ে মানে বর্তমানে উনার সাথেও নাকি ভদ্রমহিলার কোন যোগাযোগ আর নাই-ক্যাডেট’স অনার কোডে বিশ্বাস না থাকলে আরেকটা ট্রাই দিতাম আরকি!) ইত্যাদি ইত্যাদি।তবে বস,আপনার অর্গানাইজেশনে আমি কিন্তু শুধুমাত্র যেতে চাইনি-গিয়েছিলামও।আপনার মন্তব্য পড়ে আমার কাছে রাখা পুরনো ফাইল বের করলাম (ফাইলটা “তোকে আর্মি থেকে বের করে দিয়েছে” এই টাইপ কমেন্ট যারা করে বা ইঙ্গিত দিত তাদের যথাযথ প্রত্যুত্তর দেবার জন্যে এক সময় কাছেই রাখতাম , ভাবিনি এতদিন পরেও একটু ভিন্ন পরিপ্রেক্ষিতে তা কাজে লাগবে।ভাগ্যিস ফেলে দেইনি!)।সেখান থেকে ৩ মাস ট্রেনিংয়ের পর আমার বেরিয়ে আসার কারণ হিসেবে তৎকালীন বিএমএ কমান্ডান্ট কর্ণেল ইব্রাহিম জামাল স্বাক্ষরিত “গোপনীয়” লেখা কাগজ(ক্যাডেটের ব্যক্তিগত কপি-অর্থাৎ আমার)থেকেই তুলে ধরি-“ক্ষতিপূরণ প্রদান স্বাপেক্ষে স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন করায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিএমএ থেকে প্রত্যাহার করা হল।“
২০০৫ সালে কলেজের স্পোর্টস ডে তে বেড়াতে গিয়ে আমি আর্মি থেকে চলে এসেছি দেখে জনৈক ভদ্রলোক(নাম আর সেনাবাহিনীতে উনার পদবী উহ্য রাখলাম) যখন অহেতুক আফসোস প্রকাশ করছিলেন তখন উত্তর দিয়েছিলাম এভাবে-“This is my life and I myself have chosen not to serve in the army. So, better keep your “sympathy” for those people who thinks that without being an army officer life is a big failure. Unfortunate for you, I am not one of them.
উপরের ঘটনা থেকেই সেনাবাহিনী থেকে চলে আসা সম্পর্কে আমার মনোভাব বুঝাতে পেরেছি আশা করি।আমার এ কথার উদ্দেশ্য কিন্তু জলপাই রঙ্গা পোশাকের মানুষগুলোর প্রতি বিন্দুমাত্র অশ্রদ্ধা নয়-আমার চেয়ে ১০০ গুন যোগ্য ক্যাডেট সেনাবাহিনীতে আছে এবং ভবিষ্যতেও যাবে এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।আহসান ভাইয়ের মত বিশাল মনের মানুষ,সায়েদ ভাই আর তাইফুর ভাইয়ের মত মন ভাল করে দেয়া লেখক অথবা আপনার মত প্রথম ব্লগেই এত দুর্দান্ত একটা স্বপ্নচারণ করার মত লেখনী অর্জনকারী হতে আমার এখনো যোজন যোজন দূরত্ব পার হতে হবে এটা আমার চেয়ে ভাল আর কে জানে!
তবে বলছিলাম কি ভাইয়া,এগুলো জানার পরেও কিন্তু সেনাবাহিনী থেকে চলে আসাটাকে আমার কখনোই “অপ্রাপ্তি” বলে মনে হয়নি। বহু আগে পড়া কোন এক ইংরেজ কবির(রবার্ট ফ্রস্ট নাকি ওয়াল্ট হুইট্ম্যান??) কথা একটু ঘুরিয়ে সাদা ইংরেজীতে বলা যায়-“As the captain of my soul and master of my mind I have chosen this path and I do not regret it”
সুতরাং,আমার উপরোক্ত কমেন্টটাকে কেউ “অপ্রাপ্তির বহিঃপ্রকাশ” বলে ভেবে নিলে তা কল্পনাশক্তির একটু লাগামছাড়া ছুটে চলাকেই নির্দেশ করবে।
আশা করি আমার বক্তব্য বুঝাতে পেরেছি।
পুনশ্চঃ
ক)৩ মাসের ট্রেনিংএ কষ্ট-সহিষ্ণুতার যে শিক্ষা আমি পেয়েছি-তা সিভিল লাইফে (অন্য অনেকের তুলনায় দ্বিগুন,তিনগুন পড়াশোনার লোড নেয়ার ক্ষেত্রে) কাজে লাগিয়ে বেশ লাভই হয়েছে।আর ব্যক্তিগতভাবে আমি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের(অন্তত ৩ মাস!) কট্টর সমর্থক-বিশ্বাস করেন আর নাই করেন।
খ)আপনার পরবর্তী লেখা পড়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি।আমার উপর রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে সিসিবির পাঠকদের বঞ্চিত করার চিন্তাটা যেন আপনার স্বপ্নেও না আসে-পুরো হৃদয় নিংড়িয়ে এই কামনা করছি।
গ)কাউকে আঘাত করা এ লেখার উদ্দেশ্য নয়,যদি কেউ কোনভাবে আঘাত পেয়ে থাকেন করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।
কমেন্ট শিল্প কি তবে হুমকীর মুখে ??
ক্যাম্নে কি ?? ডরায়া ডরায়া কমেন্ট করতে পারুম না।
অই কামরুল, অই মাস্ফ্যু, অই জুনা, অই বাকী সবাই, আয় আবার শুরু করি নির্ভীক, নির্দোষ, স্রেফ মজা করার জন্য করা কমেন্ট শিল্প।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হেইয়ার লইগ্যাই তো উপরে একখান কবতে লিখছি... 😛 😛 😛 😛
পড়েন নাই মনে লয়...??? :awesome: :awesome: :awesome: :awesome:
😮 😮 😮 😮
x-( x-( x-( x-( x-( ~x( ~x( ~x( ~x( ~x(
আমিও ইয়ো হপ্প আমিও ডিজুস হপ্প... :(( :(( :(( :((
রেজওয়ান, টু, থ্রী ... :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা ফুর টা কইলিনাযে 😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
রেজওয়ান, টু, থ্রী, তাইফুর,
:awesome: :awesome: :awesome:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা তাইফুর, তুই আসলেই গ্রেট :dreamy: :clap: :hatsoff: কি সুন্দর রেজওয়ান আর তোর নামের ভিতরে "ওয়ান" আর ফুর "ফোর" বাইর করি ফেললি। :thumbup: তোরে :salute:
আই ইউ বি ও একি দোষে দোষী
কিরে রবিন, ইরাও কি ইয়ি, ডিজিস নিকি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
যান আপ্নেরে আমি ডিজিস আর ইয়ো তে ১০ এ ১ দিলাম... 😛 😛 😛 😛
তুই ডিজুস না সেই ব্যাপারে তো আমি নিশ্চিত না।ঈদের ভিডিওতে যা দেখাইলি বাইকে কইরা...তুই এন এস ইউ এর আলো হাওয়ায় থাকলে কি করতি সেইটা ভাইবাই তো আমি কুল পাইতেছিনা... ~x(
B-) B-) B-) B-) :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
ভাই নসুওতো একটা কমন নাম।
রহমান ভাই, আপনার অনুভূতিকে আমি পূর্ণ শ্রদ্ধা জানাই।এই বেলা বলে রাখি,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমি যখন "ইস মেয়েটা কি সুইট"(ব্লগে তো মনে হয় আমার নাম নারীবাদী হয়ে যাবে!!) বলে নানা স্বপ্ন দেখি-আমার বয়েসি জাহিদ(ঝ ক ক,৫৩ লং কোর্স) তখন অস্ত্র হাতে আফ্রিকার জঙ্গলে বসে বিশ্বশান্তি তথা দেশমাতৃকার সম্মান রক্ষায় নিয়জিত থাকে-জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে।এ কথা যখনই ভাবি,জলপাইরঙ্গা পোশাক পরা আমার বন্ধু জাহিদ আর ওর মত সবাইকে স্বতঃস্ফূর্তভাবে স্যালু্ট দেই মনে মনে।সামহোয়ারইন ব্লগে "নভিসেস প্যারেডের স্মৃতি" নামের আমার লেখায় যখন এদের নিয়ে বাইরের মানুষ বিরূপ মন্তব্য করে-সেই শ্রদ্ধাবোধ থেকেই আমি তখন তার প্রতিবাদ জানাই। আর আইএসএসবি নিয়ে লেখা জনৈকা ব্লগারের বানোয়াট লেখায় সেই একই কারণে ঘৃণায় মন্তব্য করা থেকেও বিরত থাকি।সেনাবাহিনীর সমালোচনা একেবারেই করিনা সে কথা বলছিনা-তবে ন্যায্য ও গঠনমূলক সমালোচনা ছাড়া কোন উটকো মন্তব্য কখনোই করিনি।কাজেই ভাইয়া, আপনার অনুভূতিতে নিজের অজান্তে আঘাত দেবার জন্য ছো্ট ভাই(যদিও আপনাদের ব্যাচের বড়ভাইরা অনেকে আমাকে ভাগ্নে বলেই ডাকেন 😛 )হিসেবে আপনার কাছে আবারো ক্ষমা চাইছি।আরও কথা দিচ্ছি-ভবিষ্যতে সতর্ক হব।
এবার দুটো দাবী জানাইঃ
১।আপনার কাছে-শিগগিরি নতুন ব্লগ দেন,এই এক সেঞ্চুরি দিয়ে আর কয়দিন চালাবেন?? x-(
২।ব্লগ এডজুটেন্ট সহ বাকীদের কাছে-ইয়ে মানে,রহমান ভাইয়ের রাগ পড়ছে,এই আনন্দে তার্তারি এট্টা ইস্পিশাল খানাপিনার(ভার্চুয়াল না, রিয়েল) ব্যবস্থা করা যায়না?? 😀
এইবার তুই কি "খাপি" রে?
Life is Mad.
আমি রহমান ভাইয়ের কাছ থিকা ক্যান্টিন কুপন নিপো :((
চিকেন ক্রাম,চিকেন সাসলিক,চিকেন পিকাটা,চিকেন গ্রিল,চিকেন রোস্ট,চিকেন স্যান্ডুইচ,চিকেন বার্গার খালি চিকেন আর চিকেন...(অফটপিক,মাশরুফ ভাই'র বাসায় এই ঈদ এ চিকেন আইটেম হয় নাই :)) :)) :)) :)) ) :awesome: :awesome: :awesome: :awesome:
আমার বাসায় হয়নাই তয় আমার যাস্ট ফ্রেন্ডগো বাসায় হইছিল 😛
আমি আপনার সাথে আপনার জাস্ট ফ্রেন্ডগো বাসায় জাপ্পো... :(( :(( :(( :((
তোমাদের নাবিদ মঞ্জুর (৫৩ লং) লাইবেরিয়ার কনিষ্ঠতম সদস্য 😛 😛 ।
ভেরি গুড বয়।
Life is Mad.
পোলাডা খুবই নামাজি আর ধার্মিক।খবরদার ওরে এইসব ঝিকিঝিকি পমপম শিখাইবেন না কইয়া দিলাম x-(
কয় কি 😀 ? আমার শিখাইতে হইবো ক্যান?? ও বড় হয় নাই 😉 ?
Life is Mad.
Mashfu Vai,Can U please provide me the links of the abovementioned blogs.
প্রিয় শংখচিল,
সামহোয়ারইন ব্লগে নভিসেস প্যারেড নিয়ে লেখা ব্লগটি সিসিবিতেও প্রকাশ করেছি-চাইলে দেখতে পারো।তবে ওখানের কমেন্ট ও আমার প্রত্যুত্তর সহ লেখাটি আছে এই লিঙ্কেঃ
http://www.somewhereinblog.net/blog/eklavya1971/28845179
আর আইএসএসবি নিয়ে লেখাটি এতই কুরূচিপূর্ণ যে সেটাতে মন্তব্য করা বা শোকেসে তুলে রাখার যোগ্য বলে মনে হয়নি।লেখাটিও এত নিম্নমানের যে ওটা নিয়ে মাথা না ঘামালেও খুব একটা ক্ষতি নেই।ব্লগের সিও আহসান ভাইও লেখাটি দেখে খুব কষ্ট পেয়েছিলেন-তখন আমি এটাই বলেছিলাম।
পড়লাম। অনেক ধন্যবাদ ভাই, কষ্ট করে LINK দেয়ার জন্য।
কামরুল ভাইয়ের মত সিনেমার ডায়ালগ দেই-
"আমি তো কেবল আমার দায়িত্ব পালন করেছি" 😛
:salute: :salute:
স্যালুট টু দিস পারস্পরিক রেসপেক্টবোধ।
তাইলে আর কি? শুরু হোক আবার আগের মতোন...........
কোথায় যেন থামছিলাম????? :awesome: :tuski: :guitar:
Life is Mad.
ইয়ে মানে সায়েদ ভাই,সিসিবির পাঠক কুইজে আপনাকে স্বাগতম।ব্লগার মাসরুফের(মতান্তরে মাস্ফ্যু)অত্যন্ত সময়োপযোগী ও সুচিন্তিত দাবীদুটি(বিশেষ করে দ্বিতীয়টি) সম্পর্কে আপনার অভিমত কি? :shy:
খানাপিনার ব্যবস্থা করবো সবাই, আর মাঝখান দিয়া আপনে একা সবগুলা খাবার সাবার করবেন আর কি!
এই ব্যাপারে আমার মন্তব্য "দ্বিতীয় দাবীটি অত্যন্ত সময়োপযোগী ও সুচিন্তিত" 😛 😛 ।
খানাপিনাই জীবন 😀 😀 ।
Life is Mad.
হুররে হুররে
টেস্টিং টেস্টিং
Life is Mad.
ইস্সিরে, কতকিছু ঘইটা গেছে এর মইধ্যে। মান-অভিমান পর্বটা ভালোমতে জমার আগেই গইলা গেলো 😀 । :awesome:
বস্, তাইলে মাস্ফ্যুরে খাওয়ানোর দায়িত্বডা নিয়া নেন 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
যাক মরতুজা ভাই কমেন্ট দিছে। :frontroll: :frontroll: :frontroll:
বস আপনের বাচ্চাদের সিরিজটার পরের পর্ব কবে আইতেছে?
অই মিয়া, আমি মনে লয় কমেন্ট দিই না। তুমি যে আধা হাটু এইটা তো জানতাম না। আইচ্ছা, দেখুম্নে তুমি কত খাইতে পারো।
ফৌজি, তুমি কি চামে দিয়া বামে নিজের খাওনের কতা কইলা নাকি?
মামা বুইঝেন কিন্তু।আমারে নিয়া গেলে বুফে ওয়ালারাও সামাল দিতে পারেনা- 😛
মরতুজা ভাই খাল কাইটা যাস্ট কুমির আনলেন। 😡 :gulti:
আমি মাত্র গতকালই মাস্ফুরে নিয়া একটা বিয়ার দাওয়াতে গেছিলাম। মাশাআল্লাহ এই পোলার কিন্তু সরু পেটে গরু ধরে। 😉 😉
যাউক,আমারে অন্তত মোটা কন নাই কাইয়ুম ভাই,জুনা ভাইয়ের মত B-)
মাস্ফ্যুর সরু পেট 😮 😮 ??
Life is Mad.
😮 😮 😮 😮 😮 😮
:khekz: :khekz: :awesome: :awesome: :khekz: :khekz:
ভাই আমার এখনো বদনাম আছে বেশি খাওয়ার জন্য, যেমন-৪৩টা জিলাপী,৪৮টা ব্রেড,১৮টা চাপাতি,মাত্র ৭ প্লেট পোলাও,৮ বোতল কোক ইত্যাদি। আসেন প্রতিযোগিতা হইয়া যাক।
আগেরটার চেয়ে নতুন এই সবুজ থিমটা ভালা হইছে :thumbup: :thumbup: :thumbup:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
প্রিয় সদস্যবৃন্দ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিসিবি'র থিম পরিবর্তন করা হয়েছে।
বিজয়ের মাসে স্বাধীনতার সকল বীর সৈনিকদের প্রতি সিসিবি'র এই ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি।
এতো সুন্দর একটি থিম করে দেয়ার জন্যে কাইউম ভাইকে (ফৌজিয়ান) অনেক ধন্যবাদ।
যাদের থিমটি দেখতে সমস্যা হচ্ছে তারা দয়া করে ব্রাউজারের cache ক্লিয়ার করে নিন। temp ফাইল মুছে দিয়ে সাইট নতুন করে reload করে নিন।
কেমন হয়েছে জানাতে ভুলবেন না।
সবাইকে ধন্যবাদ।
অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা।
হেডারটা অসাধারণ হইছে। বিজয়ের মাসে হেডারের সাথে সাথে বিজয় ব্লগিংও চলবে এই আশা রাখি।
ফৌজিয়ান ভাইকে :salute:
এইটা কি তাইলে পরের মাসে আবার চেঞ্জ হবে?
হতেই পারে।
নতুন বছরে নতুন থিম না আসলে ক্যাম্নে কী? 😉 😉
অসাধারণ থিম!!!আপাতত আবেগে আপ্লুত অবস্থায় কিছু বলতে পারছিনা-যাই ভাইকে ফোন করি!!
এই থিমটা আমার চ্রম চ্রম চ্রম লাগছে। অসাধারণ হইছে। আর থিম কৃতজ্ঞতা যেহেতু কাইউম'এর প্রাপ্য ... গর্বে বুকটা এক্কেরে ভইরা গেল। কাইউম মামা ... :boss:
কামরুল, জিহাদ, এবং সংশ্লিষ্ট অন্যান্য যারা প্রতিনিয়ত সিসিবি'কে নতুন এবং পরিপূর্ণ রুপে বারবার নানাভাবে উপস্থাপন করার চিন্তা এবং শ্রম দিচ্ছে তাদের সাধুবাদ ... তবুও কম হয়ে গেল।
ছানা'র কবিতায়
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সিরুম সিরুম, চ্রম চ্রম
পুরাকি পুরা ক্রেডিট জিহাদের 😀 আর কামরুলের 😀 অরাই লাইগা আছে খায়া না খায়া :salute: । আমি খালি কষ্ট কইরা একটা লোকাল হোস্ট ট্রেইস করছি 😉 😉
তয় বিজয়ের মাসে সবুজটা আগের পার্পলটার থাইকা আমার কাছে বহুত সইন্দর্য্য লাগতাছে 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
না কইলেও হইত ...
তাও কই, মনের বুদবুদ ধিরা রাখতে পারলাম না
"গ্রীন, গ্রীন, :thumbup: :thumbup:"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
গ্রীন, গ্রীন,আপ আপ
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
খুবোই সমৎকার হইছে
উরি বাপ্রে....
কি জোস্ যে লাগতেছে সবুজ রং যুক্ত বিজয়ের মাসে এই থিম্.....
অপূর্ব.......!!!!
:salute: :salute: :salute:
যারা এই নতুন রূপে CCB আমাদের ঊপহার দিলেন....
আগের বেগুণীটা চোখে লাগছিলো খুব।
এবারের সবুজটা চমৎকার লাগছে দেখতে।
www.tareqnurulhasan.com
আগের কালারটা পছন্দ হয় নাই, খুব একটা। ইউনিক ভাব ছিল না। আর আন্ডারলাইনগুলো চোখে লাগছিল।
আজকে ঢুইক্কা তো টাশকি। এইবার ঝাক্কাস হইছে। এক্কেরে কোপানি।
পুরা ঝাক্কাস হইছে......
গ্রীন গ্রীন :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বলার ভাষা নাই... চ্রম হইছে চ্রম...এক্কেরে সিরাম একখান থিম...কঠঠিন হইসে...বিশেষ কইরা হেডার ডা... :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
সাইট তো পুরা উরাধুরা!! জিহাদ আর কামরুলরে :gulli2: :gulli2: :gulli2:
ডরাইও না, ডরাইও না। ওইডা তুপধ্বোনি!! :hatsoff: :hatsoff: :hatsoff:
মাগার গত বেহস্পতিবার থিইক্যা সিসিবিতে মন্তব্য কিরতে গিয়া আমার জান যায় অবস্থা! আর ব্লগামু কিনা :bash: ওইডাই ভাবতেআছিলাম। দুইন্নার খাইস্টা! হালার ক লিখলে তিন ঘন্টা পর দিখা যায়! :chup: বিজয় দিয়া অফিসে কাম করি। এহানে ওইডা দেইখ্যা খুশিতে ফাল পারমু মিনে করছিলাম। লিখতে গিয়া দেখি হিব্রু ভাষা আহে। 😡 ঘন্টাখানেক আগে দেড়ঘন্টা লাগাইয়া ৪০ শব্দের একটা মন্তব্য লিখ্যা সাবমিট কইরা দেখি সব গায়েব!! x-( সিসিবিতে আর আইমু কিনা ভাবতে ভাবতে মজিলা খুইল্যা দেহি সব ফকফকা। 😡 কুনু ঝামিলা নাই। মন্তব্য করতেও আর কষ্ট হয়না। :thumbup: সমস্যা কি তাইলে উইন্ডোজের?? কুন্তু ইতোদিন তো 'ক্ষুদ্রনরম' সফটওয়ারে সমস্যা অয় নাই। অহন হইলে কেন?? :no:
আর একটা কথা আমি বিজয় দিয়া অভ্যস্ত। অফিসের কামে বিজয় আর ব্লগে ইউনিজয় নিয়া সমস্যায় আছি। দুইখানেই কামে সমস্যা অহইছে। বিশেষ কইরা এ-কার আর ই-কার নিয়া। জিহাদ সমাধান দাও। জলদি। :frontroll: :frontroll: :frontroll:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া
আমি টেকি ব্যাপার খুব বেশি বুঝি না। এই গুলি সব জিহাদ দেখাশুনা করে। ও মনে হয় ২/১ দিন নাগালের বাইরে থাকবে। আমি চেষ্টা করছি যোগাযোগ করার।
বিজয়/ইউনিজয় নিয়ে এখনো কিছু সমস্যা রয়ে গেছে হয়তো। ও এসে এগুলি ঠিক করে ফেলবে আশা করি।
ভালো থাকবেন। 😀
* ব্লগের তিন কলামে অভ্যস্ত হয়ে গেছি 🙂 । এখন আর অস্বাভাবিক লাগছে না।
** কাইয়ুমের সহায়তায় স্পিড প্রবলেম আর নাই। থ্যাংকস দোস্ত।
*** কমেন্ট করা বা লেখাতে অভ্র ব্যবহার করছি বলে আর কিছু টের পাচ্ছি না। সব জলবৎ তরলং হয়ে গেছে। এমন কি এখন খন্ড-ত (ৎ) ও দেখা যাচ্ছে 😀 ।
**** সবচেয়ে বড় কথা থিমটা অসহ্যরকম সুন্দর হয়েছে। কাইয়ুম একটু হিন্টস দিয়েছিল যে নতুন থিম আসতেছে। রাত্রের ঘুমটা পর্যন্ত ভালোমতোন হয়নি এই চিন্তায়।
***** সংশ্লিষ্ট সব্বাইকে অনেক অনেক :salute: ।
Life is Mad.
ও হো ফন্টের সাইজও নিয়ন্ত্রণে চলে আসছে 😀 ।
Life is Mad.
কয়েকদিন পর বাড়িতে আসলাম...বাসায় যে সংস্কার কার্যক্রম চলছে- জানতাম না...ভিতরে ঢুকে দেখি অনেক কিছুই বদলে গেছে! প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম, ভুল বাসায় ঢুকলাম না তো?? 'সরি, রঙ বাসা' বলে বেড়িয়ে পড়ার আগে ভাল করে খেয়াল করে দেখি- আরে! এইডা তো আমরার সিসিবি!!! 😀
বলার কেউ কিছু আর বাকি রাখে নাই... :((
আমি আর কি বলি??? 🙁
যেটা ভাল পারি, সেটাই করি- একটা স্বরচিত কবিতা দিলাম... 😉
বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা...
আসবি না??? যা ফুট...
সিসিবি জিন্দাবাদ! :salute:
(ইন্সপায়ার্ড বাই এ ট্রু গান... :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সর্বশেষ চেহারা চরম হইছে। দশে দশ। সংশ্লিষ্ট সবাইকে সশস্ত্র :salute:
একটা ব্যাপার অবশ্য, মাঝের কলামে আপলোড করা ফটোগুলারে অটো রিসাইজ দেয়া যায় না? বা ফিক্সড ওয়াইডথ কইরা দিলেও হয়। ফটোব্লগগুলা এখনো একটু আগোছালো আছে। সময় পাইলে নজর দেয়ার জন্য আকুল আবেদন জানানো হইতেছে।
২২০০০ তম কমেন্টটা আমার... :awesome: :awesome:
উপস...প্রথমেই সিসিবির নতুন চেহারা দেইখা টাস্কি খাইলাম । সত্যি অদ্ভুত হইছে । যারা এর সাথে জরিত ছিল তাদের কিছু একটা বলার জন্য মন আকুপাকু করছে তবে ধন্নবাদ না , না বলা অনুভুতিটা আশাকরি সবাই কলেজের মত বুঝে নিবে । আর পরে কমেন্ট গুলা পরে আরেকবার ধাক্কা খাইলাম। যাই হোক সবাইকে ঈদ মুবারক...
জিহাদ, কামরুল
আগের লেখা এবং পরের লেখার লিংকটা মনে হয় মিসিং হই গেছে এই থিমে। ~x(
নিজের কমেন্ট মুছতে পারার স্বাধীনতার ব্যাপারে তোরা কেউ তো কিছু কইলি না। 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀 😀 😀
খুব শীগ্রই দেয়া হচ্ছে। কাজ চলছে।
একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ, প্রথম পাতায় "বিভাগসমূহ" বক্সে "কলেজ সমুহ" বানানটা মনে হয় ভুল। আমারও ভুল হইতে পারে, কোন অভিধান সাথে নাই।
ধন্যবাদ তৌফিক।
ঠিক করে দিলাম। 😀
এইটা কি??? আমি তো জ্ঞান হারাবো...মরেই যাবো...
আমি যে কি লেখবো বুঝতেসি না, পরে এসে ঠিক মত কমেন্ট করে যাইতে হবে,
আমার কেন্দে দিতে ইচ্ছা হইতেসে, এত সুন্দর ক্যান??
কেন্দে দিতে ইচ্ছা হলে কেন্দে দে,
তোকে কে বেন্দে রাখছে? ;))
:gulli2:
নে শিকল দিলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
শিকিল নিড়ে কিন? ধিরতে পিরিনা তো। 🙁
😮 :salute: :guitar: :gulli: :party: :clap: :boss:
পোলাপাইন তো দেখি সিসিবি তে সারাদিন ই বইসা থাকে মনে হয়...।মান্না ভাইরে থ্যাঙ্কস। কুমিল্লা ক্যাডেট কলেজের মান্না ভাই র সাথে আমার ক্লাসমেট ইফতেখার (এম.সি.সি) এর...।সাইন ইন না করলে মিস করতাম এইটা শিউর...।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]