ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০২

ব্যাপক উত্থান-পতনের মধ্য দিয়া শেষ হইলো ফ্যান্টাসী লীগের দ্বিতীয় সপ্তাহ।
আসলে উত্থানের চেয়ে পতনই বেশি হইছে, আর তারাশঙ্কর অনেক আগেই বলেছেন ‘পতনতো চিরকাল অধঃলোকেই হয় দাদা, কে আর কবে উর্ধে পতিত হয়েছে?’। সুতরাং সিসিবি ফ্যান্টাসী লীগেও অনেকেরই আসলে অধঃপতন হইছে তা বলাই বাহুল্য।

তবে তার আগে উত্থানের কথা বলি।
গ্রামীন ফোনের রুমকির বাবা, আমার দুস্ত, তানভীর। গত সপ্তাহের তৃতীয় অবস্থান থেইকা এই সপ্তাহে এক্কেরে ১ম। তারচেয়েও বড় কথা ব্যাটা পয়েন্ট তালিকায় বাকি সবারচেয়ে অনেক আগাইয়া। সপ্তাহ শুরু হবার আগে ৫ ডিফেন্ডার খেলাইতেছে দেইখা মনে মনে আমি ওরে নিয়া ব্যাপক হাসাহাসি করছিলাম, কিন্তু সপ্তাহ শেষে দেখা গেলো ডিফেন্ডাররাই ওরে বস্তা ভর্তি পয়েন্ট দিছে। আমি হালায় ৩টা ডিফেন্ড নামাইছিলাম , এর মধ্যে একজন হলুদ কার্ড খাইয়া আমারে মাইনাস পয়েন্ট দিছে, আরেকজন ৪ গোল খাইয়া বইসা আছে। আফসুস।

fantasy-premier-league

যথারীতি ‘টরেস এন্ড তেভেজ’ কোম্পানির মালিক এহসান ভাই তার ২য় অবস্থান ধইরা রাখছেন। নাম যদিও ‘টরেস এন্ড তেভেজ’ কিন্তু উনার টিমে টেভেজ নামে কোন লোকই নাই। উনার দেখাদেখি আমিও প্রথম সপ্তাহে তেভেজ হারামজাদারে নিছিলাম কিন্তু দেখি হালায় ফুলটাইম খেলবে কিনা এইটাই শিউর না। ভাগ্য ভালো সপ্তাহ শুরু হবার আগেই বদলাইয়া ফেলছিলাম। পাবলিকরে বিভ্রান্ত করার জন্যে এহসান ভাইয়ের ব্যাঞ্চাই।

হাসনাত টিম করছিলো প্রথম সপ্তাহেই, নিজে নিজেই খেলতেছিলো, ভুলে সিসিবি লীগে জয়েন করে নাই। প্রথম সপ্তাহের আপডেট দেইখা বুঝলো আসল কাহিনীতো এইখানে হইতেছে। সে জয়েন করলো এবং এই সপ্তাহে দেখি ক্যাম্নে ক্যাম্নে জানি ৩য় হইয়া গেলো।

গত সপ্তাহে অনেকের সঙ্গে যৌথভাবে ৩য় ছিলেন আমাদের গোলাপজান ভাবি (এহসান ভাইয়ের বউ)। কিন্তু এই সপ্তাহে উনার এট্টু পতন হইছে। ৩য় থেইকা ৪র্থ। এইটা আসলে ঠিক অধঃপতন না। যেমন অধঃপতন বলা যায়না কামরুল হাসান সাহেবেরটাও।

গত সপ্তাহে কামরুল হাসান সাহেব যৌথভাবে ৩য় ছিলেন কিন্তু এই সপ্তাহে হিসাব নিকাশে এট্টু গড়বড় হইয়া যাওয়ায় উনি এখন ৫ম। তবে বিশ্বস্তসুত্রে খবর পাওয়া গেছে উনি তৃনমূল পর্যায়ে ব্যাপক রদবদল কইরা ঘর ঘুছাইতেছেন। সামনেরবার ইনশাল্লাহ ফুল মেজরিটি সাপোর্ট নিয়া ক্ষমতায় আসবেন।

উনার চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়া ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতেছেন বার্সেলোনার কিংকং সাহেব। গত সপ্তাহের ৩য় অবস্থান থেইকা উনিও এট্টু পতনের পর এখন ৬ষ্ট। তবে নেটওয়ার্কের বাইরে থাকায় কিংকং সাহেবের প্রতিক্রিয়া জানা যায় নাই। আগামীতে উনি মহাজোটে থাকবেন কিনা বুঝা যাইতেছে না।

উলুম্বুস কামরুলতপু গত সপ্তাহের মতো এই সপ্তাহেও চামে দিয়া বামে নিজের অবস্থান ধইরা রাখছে। ৭ম। ভাবেসাবে মনে হইতেছে উনি সারাজীবন ৭ম থাকার প্ল্যান কইরা রাখছেন, ছাত্রজীবনে যেমন সারাজীবন ১ম থাকার প্ল্যান কইরা রাখছিলেন।

লক্ষনীয় উত্থান হয়েছে হাসানের (৯৬-০২)। ১৩ম থেকে একলাফে পাঁচ ধাপ আগাইয়া এইবার ৮ম। উনারো রক্ষণভাগ ব্যাপক শক্তিশালী হবার ফলে বস্তা বস্তা পয়েন্ট কামাইছেন এই সপ্তাহে।
হাসানের সাথে যৌথভাবে ৮ম স্থানে আছেন নতুন জামাই রায়হান আবীর। সত্যিকারের অধঃপতন একমাত্র তারই হইছে, ১ম থেকে এক্কেরে ৮ম। তবে বিশেষজ্ঞদের মতে , জামাইরা সব সময় এট্টু চাল্লু টাইপের হয়। কোন প্রকার পতনই তাদের রোধ করতে পারে না। আমরাও চাই জামাই ফিরিয়া আসুক।

১০ম স্থান অধিকার করা ফজু মল্লিক ফজু সাহেবের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ আছে। লিভারপুল-স্টোক সিটির খেলায় লিভারপুল গন্ডায় গন্ডায় গোল দিবে এই চিন্তা করিয়া উনি উনার টিমের কিপার স্টোক সিটির সরেন্সেনরে বেঞ্চে বসাইয়া রাখতে চাইছিলেন। কিন্তু ‘অটোমেটিক সাবস্টিটিউসন পদ্ধতি’ উনার দূর্নীতি ধরিয়া ফেলে এবং সরেন্সেনকে মাঠে নামাইয়া দেয়। যদিও তাতে শেষ পর্যন্ত ফজু ভাইয়ের লাভই হইছে, অনেকগুলি গোল সেভ কইরা সরেন্সেন উনাকে কিছু পয়েন্ট আইনা দিছেন। তবে ফ্যান্টাসী লীগের বাকি ম্যানেজাররা এইরকম দুই নাম্বার লুকের সাথে প্রতিযোগিতায় অংশ নিতে আপত্তি তুলিয়াছেন। এই ব্যাপারে ফ্যান্টাসী-ফিফা’র সভাপতি জনাব সানাউল্লাহ লাবলু’র হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বাকি যারা আছেন তাদের অবস্থান আপনারা ছবিতে দেইখা নেন। যারা লাল তীরচিহ্ন তাদের পতন , যারা সবুজ তাদের তাদের উত্থান হইছে। নীল যারা তাদের অবস্থান অপরিবর্তিত, সাদা যারা তারা এই সপ্তাহে নতুন জয়েন করছেন।

সবার শেষের লুকটারে খিয়াল করেন,তারেক (১৯৯৮-২০০৪)। উনি আমাদের এই সপ্তাহের দুধভাত। উনার দলের গঠনতন্ত্র সংশোধনী করতে হবে এটা বলাই বাহুল্য। এই ব্যাপারে উনার চেয়ে ১ পয়েন্ট আগাইয়া থাকা কালা-কুর্তা তাইফুর সাহেবের সাথে যোগাযোগ করার জন্যে উপদেশ দেয়া হইলো। যদিও উনারা হারজিত নয় অংশগ্রহন করাটাকেই বড় সাফল্য মনে করেন।

ওয়াইল্ড-কার্ডের মাধ্যমে গঠনতন্ত্রে সংশোধনী এনে আমাদের ‘৯৪ ব্যাচের নয়নের মনি কাইয়ূম ভাই এখন অনেকের উপরে। এমনকি উনার দুস্ত স্বপ্নচারী মাইনুল ভাইকেও পিছে ফালাইয়া দিছেন। ‘নান্দনিক’ টিমের ম্যানেজার মাইনুল ভাইয়ের জন্যে এহসান ভাইয়ের উপদেশ হইতেছে ‘লাগে রাহো মুন্না ভাই’।

শেষ করার আগে একটি বিশেষ ঘোষনাঃ
এইমাত্র এবিসি নিউজের বরাত দিয়ে ফ্যান্টাসী-ফিফার সভাপতি জনাব সানাউল্লাহ লাবলু বলেছেন, সিসিবি ম্যানেজারদের মধ্যে যিনি সেরা হবেন তাকে বারিধারায় মনোরম লোকেশনে ৩ কাঠা জমি , থুক্কু গেট টুগেদারে এক পিস এক্সট্রা কেক দেয়া হইবে।

আরো একটা ঘোষনাঃ
প্রথম ৫ জনের মধ্যে ৩জনই ‘৯৪ ব্যাচের। মুরুব্বীরা ঠিকই বলে, ‘৯৪ ব্যাচ পাথরায়। ;;;

সামনের সপ্তাহে আবার কথা হবে, সেইম টাইম , সেইম চ্যানেল।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। (মিউজিক স্টার্ট )

৬৫ টি মন্তব্য : “ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০২”

  1. তাইফুর (৯২-৯৮)

    ওস্তাদের মাইর শেষ রাইতে ... 😉
    চিল্লা, তুই যত পারস চিল্লা ... :duel:
    পারলে তিন চিল্লা দিয়া চিল্লা-চিল্লি কর ... :duel:
    আমি শেষ রাইতের পরদিন ভোর সকালে চিল্লামু ... :goragori:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    সময়ের অভাবে ২য় সপ্তাহে অন্তর্ভুক্তি'র কারনে আজ এ লজ্জা মাথা পেতে নিতে হল ...
    ১ম সপ্তাহে "গোল্লা" পাইছি ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    গভীর রাতের খেলা ছিল গতকাল, না দেইখ্যাই ঘুম দিলাম- ফ্যান্টাসী টিমের পয়েন্টের আপডেট তো দূরের কথা। যাই হোক, সকালে বাসে কইরা আসতে আসতে হঠাৎ খেয়াল হইল স্কোর দেখার কথা, মোবাইলে গুতা দিয়া যা দেখলাম তাতে তো আমি পুরা টাশকি! একদিনে ৫০ পয়েন্ট পাইয়া, সিসিবির সবাইরে ঠেইল্যা সবার সামনে এখন আমি! 😀

    এহসান ভাই, হাসনাত, কামরুল, গোলাপজান ভাবী, কিংকং- সবাই ধারাবাহিকভাবে ভালো খেলতেসেন...সুতরাং আমার খুব মনযোগ দিয়া খেলতে হবে।

    অফটপিকঃ দোস্ত, আমারে রুমকির বাপ বানায়ে দিলি এত অল্প বয়সে 🙁 এখনও কিচ্ছু করা হইয়া উঠল না আমার, বিয়া তো আরও পরের ব্যাপার। 🙁

    জবাব দিন
  4. এহসান (৮৯-৯৫)

    কালকেই খেয়াল করেছিলাম...রুমকির বাবা ট্রান্সফার মার্কেটে ভালোই ঘুরাঘুরি করেতসে। চেলসি থেইকা ম্যাকশিয়েন লোনে উল্ভস এ যোগ দিয়েছেন। সাথে সাথে তানভীর তারে দলে নিয়ে নিসে। উল্ভস গতবছর গোল খাইলেও বেশী গোল দিতো। তাই উল্ভসের ডিফেন্ডার নেয়াতে আমি অবাক হইসি। যাই হোক আমি শিউর কোনো টিয়া পাখীর কাছ থেইকা ভবিষ্যত দেখার ব্যবস্থা করা হইসে।

    কালকে সবদল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলসে। লিভারপুল স্টোক সিটির ফিজিক্যাল গেমের বারোটা বাজাইসে। কিন্তু আমি মজা পাইসি বার্নলীর খেলায়। =)) এইসব ফকিরা দলের সাথেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ব্যাগ ভর্তি গোল করতো।

    স্কটিশ বুইড়া এই বছরই অবসরে যাবে মনে হয়। চ্যাম্পিওন্স লীগেও কোয়ালিফাই করে কিনা কে জানে। কামরুল তুমি তো দেখি বেশ ভালো ম্যানেজারী করতেসো। CVটা পাঠায়া দাও।

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      ক্যাপ্টেন সিলেক্ট করতে বারবার ভুল কইরা ফেলতেছি। 🙁

      দ্রগবা তো মনে হয় পরের ম্যাচ অফ, পরপর দুইটা হলুদ কার্ড খাইছে।
      স্ট্রাইকার নিয়া টেন্সনে আছি।


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
      • এহসান (৮৯-৯৫)

        না, ৫টা হলুদ কার্ড খাইলে সাসপেন্ড হবে। টরেস অফ মনে হয়। ৯টা সেলাই মারসে ওর চোখের উপরে। এইটার চেয়েও খারাপ হইলো কালা হইয়া ফুইলা গেসে। তাই চোখে দেখবে না ফুলা কমা পর্যন্ত। কিন্তু লিভারপুলের খেলা হইলো সোমবারে। তাই সাহস হারাইয়ো না।

        উইগানের খেলা ম্যান ইউ এর লগে। চিন্তা করার অবকাশ আছে।

        জবাব দিন
      • তানভীর (৯৪-০০)

        এহসান ভাই, উল্ভসের খেলা ছিল উইগানের সাথে- এজন্য একটু চান্স নিলাম ম্যাকশিয়েনরে নিয়া। 😀 এক সপ্তাহের সাফল্যে আমি খুশি হইলেও ভবিষ্যৎ নিয়া একটু চিন্তায় আছি। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। 😀

        জবাব দিন
  5. মইনুল (১৯৯২-১৯৯৮)

    দুঃখের কথা কি আর বলবো ...... ম্যান ইউ একটা আবা* টিমের কাছে হেরে বসে আছে এই শোক এখনো কাটাতে পারছিনা। :(( :(( :(( :(( প্রথম ম্যাচে পার্ককে রাখছিলাম, আর ফার্গি তারে রাখছিলো বেঞ্চে। এই ম্যাচে তাই পার্ককে বসায়া ভ্যালেন্সিয়াকে রাখলাম, হারামী ফার্গি তারে উঠায়া ভ্যালেন্সিয়ারে বসায়া রাখলো। আনেল্কার কথা আর না বললাম। পয়েন্ট দেখতে গিয়া দেখি একজন আমারে -১ দিসে। ২ টা গোল কন্সিড আর হলুদ কার্ড।

    যাই হোক, মুন্না ভাইয়ের মতন লেগে থাকি। অক্টোবরের ম্যানেজার অফ দ্য মান্থ হবার টার্গেট করলাম ......

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    একটু আগাইছি দেখা যায়... 😀

    তবে এখনো চ্যাম্পিয়্যন্স লীগ প্লে অফে আর্সেনাল এর জয়, আর তার উপর প্রমোটেড টিমের কাছে ম্যান ইউ'র ধরা খাওয়া এই দুই আনন্দে বিভর হয়ে আছি... 😀 😀 ফ্যান্টাসী লীগের দিকে নজর আরেকটু পরে দেই


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. কামরুল ভাই ডরায়েন না, আমি আছি ... নেটোয়ার্কের বাইরে থাকি তাই আওয়াজ দেয়া হয় না 😀

    আমারে এই সপ্তায় ডুবায় দিসে ওয়েইন রুনি ... মাইনষের ক্যাপ্টেনরা গাদি গাদি পয়েন্ট পায় আর আমার ক্যাপ্টেন হলুদ কার্ড খেয়ে আসছেন ... কি আর কমু ... জেরার্ড বা ল্যাম্পার্ড বা কায়েটকে ক্যাপ্টেন বানাইলেই দুই নাম্বারে যাইতাম গা 🙁

    তবে আমার এখনো বিশ্বাস আছে যে এই সীজন হবে রুনির ... রোনালদো নাই, ম্যান ইউর হয়ে সে একা সব ম্যাচ খেলবে এবং গোল পাবে ... দেখা যাক ... জেরার্ড বা ল্যম্পার্ড সেইফ বেট, কিন্তু রুনি ক্লিক করলে ওদের চেয়ে বেশি পয়েন্ট পাবে বলে আমার ধারণা (ছিল) 😐

    এই সপ্তায় একটা গেস খুব ভালো কাজ করসে ... আরশাভিনের বদলে মড্রিচকে নিব ভাবসিলাম, শেষ মূহুর্তে নিলাম কায়েট ... ব্যাপক ভালো কাজ হইসে এইটা, নাইলে মান-সম্মান নিয়ে বিদায় হওয়া লাগতো ...

    ছোট দল থেকে ডিফেন্ডার নেয়াটা ভুল হইলো কিনা বুঝতেসি না ... আবার ডিফেন্স ভালো করতে গেলে জেরার্ড-ল্যম্পার্ড-আরশাভিনের একজনরে বেচে দেয়া লাগবে, সেটাও ইচ্ছা করে না ... আবার চেঞ্জ করলে একসাথে বেশ কিছু করতে হবে, ওয়াইল্ড কার্ডও এখনি মারতে ইচ্ছা করে না ...

    গিয়াঞ্জাম 😐

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      আপনি আমার ডিফেন্ডার গুলিরে দেখছেন? আমার চেয়ে ভুয়া কারো ডিফেন্স নাই । ৫টার মধ্যে ৪টা খেলবে কি খেলবে না এইটাই শিউর না 🙁

      জেরার্ড, ল্যাম্পার্ড, দ্রগবা, টরেস এই ৪ জনরে নিতে গিয়া ডিফেন্সের মায়েরে বাপ কইরা দিছি ! আফসুস।
      হালারা আর কয়ডা ট্যাকা বেশি দিলে কী এমন ক্ষতি ছিলো ! 🙁


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
  8. কামরুলতপু (৯৬-০২)

    এখানে সবাই দেখি অনেক চিন্তা করে টিম সাজায়। আমি একদমই আনাড়ী সেই সাথে বড় দলের প্লেয়ার ছাড়া কাউরে চিনিনা আর অন্যান্য অনেক আনাড়ীদের মতই ফরোয়ার্ড ছাড়া কাউরে চিনিনা। তাই কোন মতে টিম বানাইছে তবে কেন জানি আমার নিজের টিমরে আমার ভালই লাগে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।