১৯৭১ এর দুটি ভিডিও

কিছুক্ষন আগে আমার শাবিপ্রবি এর এক বন্ধু সুশান্ত ইউটিউবের দুইটা লিঙ্ক পাঠাইলো। আমার বন্ধুর মতে আমেরিকা প্রবাসী জনৈক মাশুকুর এবিসি ও এনবিসি টিভির আর্কাইভ থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করেছেন। ভিডিও গুলো ইঊটিউবে গত ২০শে মার্চ পোস্ট করা হয়েছে। অনেকেই দেখে থাকতে পারেন। যারা দেখেন নি তাদের জন্য।

১,৬৬৬ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “১৯৭১ এর দুটি ভিডিও”

  1. রকিব (০১-০৭)

    ভাইয়া, এরকম দুটো ভিডিওর জন্য অনেক ধন্যবাদ আপনার প্রাপ্য হয়ে গেলো।
    আমি একটা লিঙ্ক দেইঃ সামহয়্যার ইন ব্লগের কিছু ব্লগারের উদ্যেগে প্রকাশিত হল "ফিরে দেখা একাত্তর"। এই ই-সংকলনটির একটি কপি ডাউনলোডের জন্য এই সাইটে দিলাম।
    http://www.bangladesh1971.org/files/bd71/Phire_Dekha_71.pdf
    এই ই-বুকে আমাদের শওকত মাসুম ভাইয়ার লেখাও আছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    জগন্নাথ হলে যখন হত্যাকান্ড হয়, সেটার নাকি ভিডিও আছে, কোন একজন প্রফেসর অথবা কেউ একজন রাত বাসায় থেকে লুকায় সেইটা ভিডিও করেছেন, প্রথম আলোর ছুটির দিনেতে জাফর ইকবাল স্যারের লেখায় দেখলাম। কেউ কি দিতে পারবেন লিংক্টা? আর সম্ভব হলে আমাদের আর্কাইভে আপলোড করা?


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।