পেয়ে হারানোর বেদনা কি একটু বেশী !
না পাওয়ার চাইতে !
হয়তোবা।
আবার নাও হতে পারে!
মনে মনে চেয়েছ অনেক
কিন্তু
পাওয়ার কোন চেষ্টাই করোনি হয়তো
তাই
হারানোর পর আজ এমন মনে হচ্ছে !
অথবা
এমনোতো হতে পারে
পাওয়ার পরে পায়ে ঠেলে ফেলে দিলে !
দূরে ঠেলে দিয়ে তুমি পালিয়ে বাঁচলে !
আজ-
চলে গিয়ে সে তোমাকে পীড়া দিচ্ছে!
এতোই যদি চাইতে !
তবে-
পাওয়ার মতো করেই চাইতে !
কেন অযথা দূরে ঠেলে কষ্ট বাড়ালে!
আরে-
চাইলে চাওয়ার মতো চাইতে হয়!
না পেলে !
লুট করে নিতে হয় !
মন লুটেরাদের বিচার হয়না কোন আদালতে!
নিজে থেকে হার মানে যে-
সে তো কাপুরুষ ।
তার বিচার হয় ললনা মজলিসে !
প্রেমিকারাও কাপুরুষদেরকে ঘৃণা করে!!
যদি কাপুরুষ হয়ে পালিয়ে বাঁচতে চাও, তবে-
পালাও।
নইলে- যুদ্ধে নামো।
জয় করে নাও !
এটাই প্রেম, এটাই ধর্ম
মন যা চায় পূর্ণ করে নাও, নইলে পলাতক হও!
আত্মপ্রেমে ডুবে যাও,
প্রেমিকা হরানোর বেদনা নিয়ে কষ্ট চেপে পালাও
বিলাসী একাকীত্বে সুখে সুখে দিন কাটাও !
তবু বেঁচে থাকো বীরের মতো।
প্রেম ধর্ম কঠিন ধর্ম,
মানতে না পারলে কষ্ট-বিলাসী হও
একটা জীবন খুব সংক্ষিপ্ত, একা একাই পার করে দাও।
আলীম, সুন্দর কবিতা।
তোমার কবিতাটা পড়ে আমার 'রেইনা' গল্পটার কথা মনে হলো।
ওটার ব্যাপারে কি মন্তব্য করবে? নায়ক কি কাপুরুষ?
ভাইয়া গল্পটা যে আমি পড়িনি। যদি একটা লিঙ্ক দিতেন........
-আলীম হায়দার.1312.