১।
পুরনো বইয়ের ভাঁজ থেকে
টুপ করে কখন
ঝরে গিয়ে
পিঠে ডানা
জুড়ে নিয়ে
অসমাপ্ত চুমুর
সেই লুকনো বুদ্বুদটি
তোমার ঠোঁটের
উদ্দেশে
শেষে
একাই
উড়াল দিলে
২।
কাজ কি সখী শতকথায়,
তারচে’ এসো
মেতে উঠি
চারটি ঠোঁটের কথকতায়…
১।
পুরনো বইয়ের ভাঁজ থেকে
টুপ করে কখন
ঝরে গিয়ে
পিঠে ডানা
জুড়ে নিয়ে
অসমাপ্ত চুমুর
সেই লুকনো বুদ্বুদটি
তোমার ঠোঁটের
উদ্দেশে
শেষে
একাই
উড়াল দিলে
২।
কাজ কি সখী শতকথায়,
তারচে’ এসো
মেতে উঠি
চারটি ঠোঁটের কথকতায়…
ইয়া ইয়া প্রথম :awesome:
নুপূর দা, দ্বিতীয় টা বেশী ভালো লেগেছে।
হ..
-আলীম হায়দার.1312.
২ নং ...... :shy: :shy:
২ টা ই জোসসসস লাগলো...।
সুন্দর অনেক ভালো..................... আমরা তখন কলেজে এইটে পড়ি। চারুকলা ক্লাসে স্যার আমাদের বাংলা যে কোন দশটি বর্ণ বড় করে লিখতে বললেন। আমার এক বন্ধু অনেক কষ্ট করেও চ লিখতে পারছেনা। আমি ওকে বললাম অনেক সহজ বর্ণ আছে সেগুলো আক। ও আমাকে বলল চ দিয়ে অনেক সুন্দর সুন্দর শব্দ হয়, এতএব ওকে চ ভাল করে লেখা শিখতেই হবে। আমি ওকে বললাম ভালো শব্দগুলো কি কি? ও বল্ল চুমো ......... পিপ পিপ (সম্পাদিত) (সম্পাদিত)
:)) :)) :))
থ্যাংকস মাসুদ।
🙁 আমার চ শুইনাই দিয়া খুব অশ্লীল একটা খাঁটি বাংলা শব্দ মাথায় আসলো---নাহ আমি দিন দিন খ্রাপ হইয়া যাইতেছি কেনু কেনু কেনু 🙁
আমার তো মাথায় আসলো : চট্টগ্রাম। 😀
দিন দিন নতুন নতুন আর কি শিখলি দোস্ত আগের চেয়ে খারাপ হয়ে যাওয়ার ভয় পাচ্ছিস?
@ হায়দার, রিফাত, সুশান্ত :
অনেক ধন্যবাদ।
আমার নিজের অবশ্য প্রথমটাই পছন্দের।
নূপরদা ২ নম্বরটা পাঙ্খা হইছে.........চলুক (সম্পাদিত)
আমি বলব দুটোই ভালো কিন্তু প্রথমটা অনেক বেশি বাস্তব এবং আবেগময় আমারও প্রথমটাই বেশি ভালো লাগছে ..................কম কথায় সম্পুর্ণ গল্প।
:thumbup:
বরাবরের মতোই দুর্দান্ত। সাধু! সাধু!
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ রাব্বী।
ইয়ে নূপুরদা,আমার কিন্তু দ্বিতীয়টা বেশি পছন্দ হইছে।আমি আবার ডায়রেক্ট এ্যাকশনে বিশ্বাস করি কিনা :shy: :shy:
:)) :)) :))
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর.... :))
x-( না না, রাগ না, কান দিয়া গরম ধুয়া বাইর হইতাসে 😉 😛 :shy: x-(
দুই নাম্বার :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
=)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
নুপুরদারে বারপবার কইতাসি, গ্লোবাল ওয়ার্মিং এর জামানায় এইসব আগুন না ছড়াইতে। :thumbdown:
You cannot hangout with negative people and expect a positive life.
ওরে বাবা! ভয় পাইসি।
:clap: :clap: :thumbup: জটিল
নুপুর ভাই :boss:
আর কিছু বলার দরকার আছে কি?
আহা!! সাধু!! সাধু!! :boss: :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
আবারও x-(
You cannot hangout with negative people and expect a positive life.
আবারো কি?????
আমি আবারও কিছু কহিতে পারিলাম না, কেবল কর্ণ হইতে উত্তপ্ত হাওয়া বাহির হইতে লাগিলো আর গাল দুইখানা রক্তিম আভায় রঙ্গীন হইয়া গেলো!
You cannot hangout with negative people and expect a positive life.
ওরেব্বাপ্স!!
বস......আপনি এমন করে চিন্তা করেন ক্যামনে ??? কি করলে এভাবে ভাবা যায় ????
:hatsoff: :hatsoff:
😛 যা অসমাপ্ত, নিয়মিত ওই জিনিসটা একাধিক ললনার থেকে খাইলেই কেবলমাত্র এইভাবে ভাবা সম্ভব- কি বলেন নূপুরদা? 😀
অফ টপিকঃ :frontroll: :frontroll:
😮 😮 😮 😮
ভরা মজলিশে এই প্রশ্নের উত্তর দেয়া যাবেনা।
ফল আউট মাস্ফ্যু।
ব্যাপার না, নুপুর দা। এইখানে সবাই তো আমরা আমরাই ;;;
You cannot hangout with negative people and expect a positive life.
😛
মাস্ফ্যু দেখসো পুলিশে যাওয়ার আগেই কেমন পুলিশী জেরা করা শিখে গেসে? :clap:
নূপুরদা,২ নম্বর জিনিসটা সেইরকম হইসে :thumbup:
@মাসুদ ভাই, :goragori:
ইশ্বর জানে চিমি কি.. কিন্তু আপনি এর যে প্রকাশ দিলেন তা স্বয়ং বিধাতাও অনুভব করেনি আগে... আপনি তো মানুষ না দাদা...জাত কবি...
-আলীম হায়দার.1312.
... একমত
...... দ্বিমত...
চিমি কি রে বাবা... উ-কারের জায়গায় ই-কার!!!!
:boss: :boss: :boss: :boss:
আমি বুঝি কম। আমার কাছে, "কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান"
২টাই জোশ
ব্যাপক হইসে ২ নাম্বারটা পুরা :duel: