ভাদর জোছনা

এমন কোমল রাতে-
কবিরাও ভয় পেয়ে ভুলে যায় কবিতা লিখতে
চিত্রকর ছবি আঁকে না।
গায়কের গলা খুলে যায় মাঝে মাঝে
কখনো কখনো থেমে যায় থমকে…
এমন রাতে-
শুধু চোখ কথা কয়
মন কথা কয়
ইচ্ছা করলেই শোনা যায় না !

এমন রাত-
চাঁদের রাত-
আলো-ছায়ার মায়াবী খেলা
অনেকে হয়তো চোখেও দেখেনা !
এমন সুন্দর রাতে-
কবিরাও কবিতা লেখে না মুগ্ধতায় !
চোখ-কান-ত্বক জোছনা শুষে নেয়
মোহন আলোয় শ্বাস ভরে যায়
রক্তে জোঁয়ার আসে
উথাল-পাথাল শিরা-উপশিরায় !

এমন রাতে-
অনেকে সুখে সুখে মরতে চায় !
আলো হয়ে আলোর সাথে মিলতে চায়
কেউ কেউ জিভ মেলে চন্দ্র্র খায় !

এমন চাঁদ জাগা রাতে-
ছলকে ছলকে ওঠে প্রাণ
খুনীরা খুন ভুলে যায়!
ভবের মনে খুন চাপে তুঙ্গে
গাছ-পাখি-বাতাস উতলা হয় !
অসহ্য, মন তড়পায়-এই একাদশী জোছনায়।

৬৫২ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ভাদর জোছনা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।