দীর্ঘ সময় ধরে শুনছি
জলপ্রপাতের অন্যরকম শব্দ
ছিমছাম পাহাড়ী সন্ধ্য্যায়
পানি পড়ার ছেড়া ছেড়া শব্দ
আমি শব্দ দিয়ে সংজ্ঞা দিতে পারি নি
জল পতনে বাতাস কাপার শব্দকে
সংজ্ঞাতে সবকিছু আটকাতে দেন নি
মহাত্মা
কিছু অনুভবে
কিছু অবলোকনে
আকার-নিরাকারে মিশে আছে চারপাশে
সংঙ্গা ছাড়াই পরমাত্মার কর্ম..
‘অনুভূতি’ -সবচেয়ে বড় ধর্ম ;
অনন্য। অনন্য।
মুগ্ধ হলাম।
মুগ্ধ হলাম।
-আলীম হায়দার.1312.
আরে এই পুষ্টটা কেম্নে বাদ গেলো? ভাল লিখেছো ভায়া।
You cannot hangout with negative people and expect a positive life.
মিষ্টি ধন্যবাদ...হ্য হ্যা.. :teacup:
-আলীম হায়দার.1312.