অসংঙ্গায়িত…

দীর্ঘ সময় ধরে শুনছি
জলপ্রপাতের অন্যরকম শব্দ

ছিমছাম পাহাড়ী সন্ধ্য্যায়
পানি পড়ার ছেড়া ছেড়া শব্দ

আমি শব্দ দিয়ে সংজ্ঞা দিতে পারি নি
জল পতনে বাতাস কাপার শব্দকে

সংজ্ঞাতে সবকিছু আটকাতে দেন নি
মহাত্মা

কিছু অনুভবে
কিছু অবলোকনে

আকার-নিরাকারে মিশে আছে চারপাশে
সংঙ্গা ছাড়াই পরমাত্মার কর্ম..

‘অনুভূতি’ -সবচেয়ে বড় ধর্ম ;

৮৮৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “অসংঙ্গায়িত…”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।