নারী
ফুল
নারী ফুলের মতো
ফূল চারপাশে পাপড়ি ছড়ায়
সুবাস ছড়িয়ে হাসে-
-অনাবৃত হাসি
ফুল নারীর মতো,
নারী ফুলের মতোই নিজেকে ছড়ায়
নারী
নিজের বিকাশে বিমোহিত হয়
আলো-আধাঁরে, লোকারণ্যে-নির্জনে
প্রকাশিত হতে চায়…
ফুলের মতোই নারী
সুবাস ছড়ায়
আবরণ ছেড়ে এসে
নিজেকে মেলে ধরে
আনন্দ পায়
রমণী
নারী ফুলের মতো
নারী দ্রৌপদী..
আমি আবারো ১ম?!??!?!
আসলে ১ম হওয়ার অভ্যেস হয়ে গেছে!
You cannot hangout with negative people and expect a positive life.
😡 মেডেল কই পাই...!! :tuski: :tuski: :tuski:
-আলীম হায়দার.1312.
আলীম, ভায়া, আমি ঠিক বুঝি নাই নারী কি ফুলের মতন নাকি ফুল নারীর মতন????
যাই বল না কেন নারী নারীর মতনই।
You cannot hangout with negative people and expect a positive life.
নারীর তো কোন তুলনা নেই..
তবে দুটোই দুটোর মতো...আমার মনে হয়..
-আলীম হায়দার.1312.
বাহ্!
শেষ লাইনটা বুঝতে পারিনি।
কিন্তু গোল গোল হয়ে তোমার উপলব্ধি দুটোর একে অন্যকে অনুসরণ করাটা ভালো লেগেছে।আইডিয়াটা মাথায় রেখে একটু নাড়াচাড়া করে যাও কয়েক বছর। এ লেখাটাই অন্যরকমভাবে লিখতে চাইবে হয়তো তুমি, আরেকটু পরিণত করে।
আমি চেষ্টা করব ভালো কিছু লিখতে..নিখাঁদ কিছু অনুভূতি..
-আলীম হায়দার.1312.