অনেকদিন ধরে কিছু লিখতে ইচ্ছা করেনা, পড়তেও ইচ্ছা করে না । সারা মন জুড়ে আছে শুধু একটা ভীষন আলসেমি । আর আমার ব্যাড লাক টা খুবই খারাপ যাচ্ছে ইদানিং । গত শনিবারেই কানের পাশ দিয়ে গুলি গেল । যাচ্ছিলাম ফারজানি’র জন্মদিনে, বৃষ্টির মধ্যে হঠাৎ গাড়ির ব্রেক ফেল করল আর ধাম করে সামনের গাড়িটাকে মেরে দিলাম । পুরা ঘটনা টা হলো কয়েক সেকেন্ডের মধ্যে । প্রাথমিক শকটা কাটিয়ে উঠে বের হয়ে দেখি গাড়ির বাম্পার তিন টুকরা হয়েছে আর হুডটাও গেছে । এরপর আর কি, আমার লাইসেন্স আর কন্টাক্ট ডিটেইলস দিলাম, আর ইনসুরেন্স কে ফোন করে সব বললাম । মনটা এত খারাপ লাগলো বলার মত না । আমি গাড়ি ভাল চালাই । গাড়িটার সার্ভিসিং ডিউ হয়ে ছিল, আর মজার ব্যাপার এই বুধবারে আমি এ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম ফুল সর্ভিসিং এর জন্য । কি আর করা কপালে দুর্ভোগ থাকলে এড়াবো কিভাবে !
এরকম আরো কিছু ঝামেলার মধ্যে আছি ইদানিং । তাই সিসিবি তে আসা হলেও উপস্থিতিটা জানান দেয়া হুয়না । আলসেমি, বিষন্নতা ঝেড়ে টাইপ করতে পারিনা । তবে এত কিছুর পরেও সিসিবির তো নিজস্ব গতিতে এগিয়ে যাবার কথা । কিন্তু অবাক হয়ে দেখলাম সিসিবিতেও বিষন্নতা ধরেছে । আমরা ছোট থাকতে বিটিভি তে একটা এ্যাড দিত, যার স্লোগান ছিল “বিষন্নতা একটি রোগ – সিবে গেইগী” । তবে আমাদের ডলারম্যান কিন্তু টনিকের কাজ করে ফেলেছে । পুরা সিসিবি জমজমাট হয়ে উঠেছে । এজন্য ওকে বিশাল একটা থ্যান্কস ।
এবার একটু ক্ষমা প্রার্থনা করি । বইমেলা ২০১১ তে রায়হান-সামির সাথে দেখা । যুগল বান্দর দুইটাকে দেখে তো আমার খুবি ভাল লাগলো । আর আমাদের প্রিয় গবেষক তো এবার বই বের করেছে । খুবই খুশি হয়েছি আমি । ওদের কাছ থেকে সানা ভাইয়ের বাসায় গেট-টুগেদার এর কথা আবারো শুনলাম, প্রথমে রবিন জানিয়েছিল আমাকে । সরি আমি আসতে পারিনাই, এবার দেশে এসে আত্মীয়-স্বজনদের টাইম দিতে দিতে আমার সময় শেষ হয়ে গেছে, আর তার উপর ছিল ৭টা বিয়ের দাওয়াত । আর আগে থেকেই আরেকটা দাওয়াত থাকার কারণে ইচ্ছা থাকলেও ঐদিন সময় বের করতে পারিনি ।
জীবনটা আসলেই খানিকটা এলোমেলো হয়ে আছে । তাই এই লেখাটা অনেকটাই এলোমেলো । আশা করছি এরপর থেকে নিয়মিত ভাবে আপনাদের এলোমেলো গল্প শুনাবো । বাই বাই ।
বৃষ্টির মধ্যে ব্রেক ফেইল ... কপাল ভালো যে বাম্পার আর হুডের উপর দিয়ে গেছে ... এমনেই আমাদের অস্ট্রেলিয়ান ভাইদের গাড়ীচালানোর রেকর্ড ভালো না ... সাবধান থাইকেন ভাই।
দেশে গেলাম, জানি একটা ছুটোখাটো জিটুজি টাইপ কিছয় হওয়ার কথা, যাওয়ার অল্প কয়েকদিন আগে টাইম চেন্জ, আমার কপাল পুড়লো আর কি। তয় সাতটা বিয়ের দাওয়াত খাওয়ার সুযোগ পাইলে ভুইল্ল্যা যাইতাম 😉 কতদিন বিয়ের কাচ্চি/খানা খাইনা 🙁 ব্যাপক মিস্কর্তেসি 🙁
ডলারম্যান কয়টা ক্লিক পাইসে জানি না, তবে সিসিবিরে ক্লিকে ভড়া্য় দিসে ... বুঝা গেলো যে সিসিবির লোকজন ঠিকই আসছে, খালি কমেন্ট করার লোভে ... সব ডজার !! জাম্পস্টার্ট ভালৈ হৈসে 😉 😉 এখন ঠিকমতন চললে হয় আর কি।
এত্ত এত্ত কাচ্চি খেয়ে আমার কাচ্চি খাওয়ার ইচ্ছা নষ্ট হয়ে গেছে, পুরা ওভারকিল । আর দোআ করিস কালকে যাব গাড়ি ঠিক করাতে । আসলে ব্যাথা জে পাইনাই এজন্য আল্লাহর কাছেঝাজার শুকুর । প্রথমে গাড়ির শোকে কাতর থাকলেও এখন কাটায়ে উঠছি । ভাল থাকিস তুই ।
ব্লগর ব্লগর ...
ভাল ছিল ...
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন আপনি ?
চুপচাপ পড়ে গেলাম।
[কি ব্যাপার? এত বেলা পর্যন্ত সিসিবি এখনো গুমায় কেন? :grr: ]
আমার বন্ধুয়া বিহনে
সিসিবিয়ান বলে কি তারা মানুষ নয়? তাদের কি ঘুমের স্বাদ আহ্লাদ নেই??
না-না-নাআআআআআআ! :bash:
মিচেস চৌধুরীইইই, ছিচিবিয়ানরা আপনাদের মতো ধনীর দুলালী নয়! আমাদের মতো গরীবের চুক্ষে ঘুমের স্বাদ-আহ্লাদ তাকতে নেই, মিচেস চৌধরী। আমরা মাথার গাম পায়ে ফেলে দিনরাত ছিচিবিতে পড়ে থাকি কেন জানেন? শুদু চারটে ভাতের [পড়ুন বিনোদনের] জন্য। ঘুমাপো বললেও গুমাতে পারি না। আপনাদের চুখে আমরা নিচু জাত হতে পারি। কিন্তু আমাদেরও আত্মসম্মান আচে। জেনে রাখুন আপনাকে একদিন ঠিকই ছিচিবির কাচেই আসতে হবে। ছিচিবির কসম!! :-B
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী ভাই, আপনে কসম কইরা কন তো, কি খাইছেন ??? :grr:
পুরা :duel: ইতেছেন
ডিক্যাফ কফি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
সাংঘাতিক আপনে।
আমার বন্ধুয়া বিহনে
এক গ্লাস ঢালিউডি লাচ্ছি!
আমার বন্ধুয়া বিহনে
:no:
চুপচাপ পড়ে যাওয়াই ভালো, জোরে পড়লে সমস্যা :)) বাই দ্য ওয়ে আপনি চ্রম ফর্মে আছেন ।
আদনানা ভাই কেমনাছেন????? সেইদিন আর বারবিকিউটা হয় নাই, লাবলু ভাইয়ের নানী মারা গেসিলেন...
ইন্নালিল্লাহ । ভাল কম আর মন্দ বেশি আছি । তোর খবর বল ।বাই দ্যা ওয়ে তুই আমার নাম ভুল করলি ক্যান ?? যা এক্ষুনি ১০০ টা মোটর সাইকেল ক্যারি ওন কর্ ।
আদনানা ভাই! =)) =))
আদনান ভাই নানা হইলেন কবে? খবর পাইলাম না!! :guitar:
x-(
আকিকা দিয়ে ভাইয়ের নাম চেইঞ্জ করে আদনানা ভাই রাখার সুতীব্র দাবী জানাই 😀
আমিও 😛
পোলাপাইনরে এসএমএস দিয়া ডাইকা ডাইকা নিয়া আসল কিডা ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
::salute::
এসেমেসের জন্য তাইফুর্ভাইকে এওয়ার্ড দেয়ার সুতীব্র দাবী জানায়া গেলাম :thumbup:
ক্যাডা তোর ভাই ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😕 :frontroll: ::salute::
কিডা ডাকছে কিডা ???????????
কিডা কিডা??? :)) :)) 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আর কিডা কিডা?
আমার বন্ধুয়া বিহনে
আরও ব্লগর ব্লগর চাই :clap:
ওকে 😀
ঠিকাছে। বহুদিন পর আপনার ব্লগ। এলোমেলো সব সিসিবিতে আইসা ঢাইলা দ্যান। কি আছে দুনিয়ায়
সাতেও নাই, পাঁচেও নাই
ঠিকছে B-)
আরো এলোমেলো চাই 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অবশ্যই চেষ্টা করব, খবর কি তোমার ?
এলোমেলো কইরা পুরা আউলাইয়া ফালান।
ইষ্টারে সিডনী আছেন তো? ডরের কিছু নাই আমাদের দুই জনরে বনফুলে ভাল-মন্দ খাওয়াইলেই চলপে 😀
হমমম আছিতো । গাড়ি তো নাই । গাড়ি নিয়ে চলে আসিস । তোর খবর কি ? তুই কি এখন সিডনী তে ?
বহুত দিন পর আদনান। সব লন্ডভন্ড করে দাও........... ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 অবশ্যই ভাইয়া । কেমন আছেন ?
এই সেই আদনান - আবার সক্রিয় হওয়ার জন্য অভিনন্দন।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:dreamy: কিছু কি করছিলাম আপু ? যাকগে আপনি কেমন আছেন ?
সকাল বেলাই তোর পোস্ট দেইখা টাস্কি 😮 মাঝখানে আরো কয়েকবার ঢু মেরেও লিখব লিখব করে লেখা হয়নি... :bash:
এলোমেলো লেখা য্যান গুছায়ে এলোমেলো না পাই :no:
শুভ নববর্ষ দোস্ত :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুভ নববর্ষ দোস্ত । তোর নাটক টা কি কোন চ্যানেলে দেখাইছে, নাকি এখনো জমা দিসনাই ?
গাড়ি দুর্ঘটনা হলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। নিজের গাড়িতে সামান্য স্ক্র্যাচ পড়লেই কেমন যেন করে। তারপরও আহত যে হওনি সেটাই আসল।
সেটাই স্বান্তনা ভাইয়া. 🙁
আসলেই! এলোমেলো অবস্থা হইলেও ঠিকঠাক আছেন এটাই বড়ো কথা। গাড়ি যাবে গাড়ি আসবে। কিন্তু জানের উপ্রে কোনো ছাড় নাই। সাবধানে থাইকেন ভাই।
অনেকদিন বাদে পুরান পুরান ভাই-বেরাদরদের লেখা দেখে মন ভালো হয়ে যাচ্ছে। সবার পোস্টে কমেন্ট করছি! বড়ই আনন্দ! :goragori:
ঐ
😀 থ্যান্কু ।
আদনান ভাই, অনেক দিন পর... :hug:
আছেন কেমন?
আপনার এলোমেলো গল্প নিয়মিত শোনার অপেক্ষায় থাকলাম... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কম ভাল বেশি মন্দ নিয়ে একেবারে খারাপ নাই । চাকরি কেমন চলছে তোর ?
যাক...অল্পের উপর দিয়ে বেঁচে গেছস দোস্ত।
জীবন এলোমেলো না হোক, কিন্তু এলোমেলো লেখা চাই অনেক। 🙂
দোস্ত কেমন আছিস ? তুই নাকি বিয়ে করতেছিস !!
বাইচ্যা আছি রে দোস্ত 🙁
বিয়ে...দিল্লী অনেক দূর...
গাড়ি এলোমেলো হওয়া কিন্তু ভাল না। সাবধানে ভাইয়া খুউব খিয়াল কইরা।
ভাল থাকবেন
হমম ঠিক আছে ভাই । আসলে গাড়িটা গতকালকেই সার্ভিসিং এ নেয়ার কথা । অথচ তার আগেই ঘটনা ঘটে গেল ।
🙁 সবার ব্লগের পরে এই ধরনের একটা লাইন কেন???সবার জীবন কি আজকাল এলোমেলো......।??????????????????? 🙁
জানি সত্য নয়,শুধু কল্পনায়...ইচ্ছের ঘুড়ি আমরা ওড়াই...স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
হমমম আবহাওয়া ভাল না ভাই 😛