সিসিবির পিকনিক হওয়ার কথা ছিল অনেক অনেক দিন আগে। গতবছর একটা তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল। এবছরও শীতে আমার ছেলের পরীক্ষা থাকায় করা যায়নি। তারপর আমার যুক্তরাষ্ট্র সফরের কারণেও পিছিয়েছে। আমাকে বাদ দিয়ে পিকনিকটা হয়ে গেলে কোনো সমস্যা ছিল না। কিন্তু কেন যেন এবারের পিকনিকের জায়গাটা ঠিক হয়েছিল পল্লবী-২ এ। আর তাতেই বারবার বিপত্তি! এবার আর কোনো বাধা মানতে রাজি ছিল না অনেকে। অবশেষে সেই পিকনিক হলো এবার চড়া গ্রীষ্মে!!
কিন্তু পিকনিক নিয়ে লেখা আমার কর্ম না। ওটা এরই মধ্যে জুনিয়র রাব্বী করে ফেলেছে। আর কেউ লিখতে চাইলে বাধা নেই। আমি শুধু রাকেশ আর রিবিনের কথা স্মরণ করে এবার ছবিব্লগ দিলাম। মন্তব্যে কেউ মজা করতে আর অভিজ্ঞতা জানাতে চাইলে কেউ আটকাবে না!
পিকনিকে আমরা মিস করেছি অনেককে। জিহাদ অসুস্থ হয়ে চলে গেছে টাঙ্গাইলে মায়ের কাছে। নিজেদের বিয়ের খবর নাই, কামরুল, রুম্মানরা গেছে চট্টগ্রামে বন্ধু হাসনাতের বিয়েতে! আলিমুজ্জামান ভাই বলেছিলেন চেষ্টা করবেন আসতে। পরে ফোনে দুঃখ জানালেন। জিতু আমাদের মারজু আম্মুটাকে নিয়ে আসার কথা ছিল। আসেনি। আসেনি আলসে তানভীর। কাইয়ুম ‘ভাই’ আজকাল যা দেখাচ্ছে না! যেন কাজকাম দুনিয়ায় আর কেউ করে না। মান্না বলেছিল ০৮ তারিখ হলে থাকতে পারবে! ফোন করে জানলাম, ও কুড়িগ্রামে। সামীউর হোদলটা কথা দিয়েও আসেনি। সরিও বলেনি। আহসান আর ওর বউকে মিস করেছি। আসেনি ব্যারিস্টার শার্লী। হয়তো পয়সাওয়ালা কোনো ক্লায়েন্ট ছিল চেম্বারে! বউ-বাচ্চা নিয়ে আসার কথা ছিল রুম্মানের (৯৩-৯৯)। আসেনি!! একই আচরণ করেছে কামরুল হাসান, বউকে লুকিয়ে রাখতেই হয়তো আসেনি! মিস করেছি আকাশ-রিমি, রেজওয়ানকে। ঢাকায় থাকলে নিশ্চিত আসতো ওরা। তাইফুর বাড়ির কাছে থাকলেও আসতো কিনা সন্দেহ। আর এখন তো অনেক দূরেই।
সাইফ ভাই, আজিজ ভাই, রাজীব, আমিন, রাব্বী, মইন ও দিহান, মইনুল, সিসিবি অ্যাডজুটেন্ট ইউসুফ, তৌফিক, মহিউদ্দিন, চাওয়ালা রকিব, কামরুলতপু, মেহেদি, তারেক, কিবরিয়া, সাব্বির, ফরিদ, ইসলাম, হামীম, দিবস, শরিফ, মুস্তাকিম, সিরাজ, রহমান, শোয়েব, শান্তা, সেলিনা, রাশেদ, মুহিব, মোসাদ্দেক, মুহাম্মদ, জুলহাস, এহসান, ফাহিম, কুচ্ছিত হাঁসের ছানা, নাজমুল আরো অনেক অনেককে মিস করেছি।
১১ ঘণ্টার দূরত্ব কাটিয়ে নূপুর ফোনে যোগ দিয়েছে আমাদের সঙ্গে। ধন্যবাদ তোমাকে। রমিতও ফোন করে দুঃখ জানিয়েছে।
সবাইকে ধন্যবাদ আবারো। দেখা হবে আগামী কোনো জিটুজি বা পিকনিকে। ততক্ষণ পর্যন্ত শুভব্লগিং। জয় হোক সিসিবির।
ডাবল ইটা। যাই এখন পড়ি গিয়া।
সালাম সালাআআআআম
হাজার সালাম...।।
সানাউল্লাহ ভাআআআআইর স্মরণে...।
পিকনিকের মাঝেএএএএ ,
ছবিতোলার কথা যিনি ,
রেএএএখেএ ছিলেন তার মনে ।
মিন্দ করলেন নাকি স্যার ।।
ওকিয়ে :frontroll: :frontroll:
আরও দেব স্যার ??? ::salute:: ;)) ;)) :salute: :salute:
বিচি খাইবা আশিক? তরমুজ আর ডাবেরটা খাইছ!! আম, জাম, করলা ইত্যাদির বিচি জমাচ্ছি তোমার জন্য, নেক্সট পিকনিকে................ :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) =)) =))
যুগ যুগ জীয়
কৌন জিয়েগা..........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আফসোসটা ১০০০০০০০০০০ গুন বাড়ায় দেওয়ার দরকার কি খুব ছিল, লাবলু ভাই :(( :(( :(( :((
আমি খেলবো না ...
You cannot hangout with negative people and expect a positive life.
x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জিতু: ওয়াদা ভঙ্গকারীকে.......... পছন্দ করেন না! আর আমরা তো.....
আপাততঃ ১০০০০০০০০০০টা :frontroll: দাও
জুনিয়ররা উল্টা ঘোওওওররররররর...........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮 😮
You cannot hangout with negative people and expect a positive life.
লাভলু,
যাবার ইচ্ছে যে করেনি একেবারে তা নয়।কিন্তু আবার ভাবলাম, থাক! বুড়ো মানুষদের উপস্থিতিতে তরুণরা আবার অস্বস্থিতে পরবে। "কাবাব মে হাড্ডি "!
এসব ভেবে আর যাওয়াই হলোনা!
সুন্দর উদ্দৌগ গ্রহনের জন্যে ধন্যবাদ। ভবিষ্যতে আসবো ইনশাল্লাহ। -আজিজ।
Smile n live, help let others do!
আজিজ ভাই,
নেক্সট টাইম আমরা দুই বুড়ো একসাথে যাবো, কি বলেন।
আপনি যদিও এখনো বুড়ো হননি।বয়সে অনেক ছোট অনেকর থেকেই আপনি অনেক তরুণ।
:clap: :clap: :clap:
ক্যাডেটস আর অলওয়েজ গ্রীণ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নূপুর, রাজীব,
গুড আইডিয়া! নেক্সট টাইম আমাদের বুড়দের!!
ইয়াংরা সাইড লাইনে থাকবে। আমরা নাচবো, ওরা সারিন্দা বাজাবে।
নূপুর স্কাইপে এসো। আমার আই ডিঃ hakim.aziz4
Smile n live, help let others do!
আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি আজিজ ভাই।
এইডা কি বললেন আজিজ ভাই!
কাবাব মে হাড্ডি?
বুড়াড়াই তো আসলি কাবাব!
অনুরোধ ভবিষ্যতে এ ধরণের অন্যায় আচরণ করবেন না।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:)) :)) :)) :))
তানভীর ভাই, জিতু আপা আর শার্লী...এদের কপালে খারাবি আছে...
🙁 😕 :((
ডরাইসি... অনিবার্য কারণ বশত যাইতে পারি নাই। দুঃখ কি আমার কম হইসে?
You cannot hangout with negative people and expect a positive life.
ঠিক খাবার সময়ে সামিয়ার নাম্বারে ফোন করে পিকনিকে যোগদান করলাম।ফলাহার না খেতে পেলেও পিকনিকের আমেজটা পুরোপুরি পাচ্ছিলাম। আমার ইচ্ছা ছিলো সবার সাথে এক রাউন্ড কথা বলা, অফিস আওয়ার বলে পারিনি।সানাভাইয়ের সাথে প্রথমবার কথা বলার সময় মনে হচ্ছিলো উনার কণ্ঠস্বরটা কতদিনের চেনা।সামিয়া আর আবীরের সংগে আগের জিটুজিতেও কথা হয়েছিলো।
আশা করি পরের বার স্কাইপ-এ দেখা করতে পারবো।আর কোন না কোন পিকনিকে হই হই করে হাজির হয়ে যাবার স্বপ্ন তো রইলোই।মিফতার গান ইউটিউবে শুনেছি।লাইভ পারফর্মেন্সটা মিস করলাম।মিস করলাম উদয়ের মিউজিকও।এবারের পিকনিকের একটা ভিডিও ব্লগ পেলে সবকিছুর একটি ফ্লেভার পাওয়া যেতো।
ইয়েস, ভিডিও ব্লগ।
আর অভিযোগ হইলো পিকনিক শুরু হওয়ার পর ক্যান ফেসবুকের গ্রুপে আপডেট দেওয়া হইলো না। জবাব চাই। আমিও কল করতে পারতাম...
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নুপূরদা আপনার ফোনের জন্য অপেক্ষা করতেছিলাম 🙂
আর রাজীব ভাই, ভিড্যু তো করা হয় নাই, আপাতত ছবি দেখেই মন ভরান 🙂
সামিয়া,
কি যে মিস করসি সবাইরে! আমার মনে হচ্ছিলো লাফ দিয়ে চলে যাই।
সানাউল্লাহ ভাই সালাম।
আমার নাম উল্লেখ করায় মনে হইলো আমিও যেনো পিকনিকে ছিলাম।
আরো পিকনিক হোক; তিন মাস অন্তর অন্তর।
কিনবা প্রতি ঋতুতে একটা করে; ষড়ঋতু বাঁচুক সিসিবি র পিকনিকে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সেমিস্টার ফাইনাল :(( :(( :(( :((
খেয়া (২০০৬-২০১১)
সুন্দরবনে একটা গ্রুপ কইরা যাওয়ার খুব ইচ্ছা, নেক্সট শীতে কি করা যায় ভাইয়া?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ,
সুন্দরবন পিকনিক হলে আমি স্বপরিবারে আছি। দেখ ইনিশিয়েটিভ নিয়ে। আর আমাদের 'রাজিব' আছে এখন খুলনা নেভির কমোডোর কমান্ডিং হিসাবে। (এফ সি সি ১৯তম)
ওই শ্যালক কে ও নিয়ে যাব।ওতে গ্র্যান্ড ট্রিটমেন্ট মিলবে!!!
Smile n live, help let others do!
আমি এখনই ব্যাগ গোছানো শুরু করলাম... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সুন্দরবনে বাঘ আছে, গ্যাস নাই
হ্যাটস অফ টু লাভলু ভাই।
যুগ যুগ বেঁচে থাকেন, সিসিবি এবং ক্যাডেট পরিবার কে নিয়ে।
কোন একদিন ঠিকই হাজির হয়ে যাবো।
মিস্ শব্দ টা শুনতে আর ভাল লাগে না :bash:
অ ট নাম উল্লেখ করে আবেগে ইমোশনাল কইরা দিলেন।
যারা আসে নাই, তাদের কাউরেই মিস করি নাই...হু... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup:
শ্রদ্ধেয় লাভলু ভাই এন্ড সামিয়া, দূঃখিত। আসার ইচ্ছা রেখেও আসতে পারি নাই। কোন অজুহাত নয়, সত্যিই একটা কাজে আটকে গিয়েছিলাম। বস্ ছুটি দিয়েও পুনরায় ছুটি বাতিল করে দিল। আমার বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটাও মিস্ হল।
ধন্যবাদ লাভলু ভাই, ছবি যদিও আফসোস বাড়িয়ে দিল, ছবিগুলো দেখে অনেক ভালো লাগল। মিফতার নাম শুনেছি কিন্তু তার গান এখনো শোনা হয়নি। কেউ ইউটিউব লিঙ্ক শেয়ার করলে খুশি হব।
:(( :(( :((
বৈদেশ থাকার কারনে এইবারও "মিস" করলাম :(( :((
নাম উল্লেখপূর্বক আরো মিসাইলাম ~x( ~x( ~x(
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
🙂 🙂 🙂
বুঝলাম না, যারা পিকনিকে যোগ দিল তারা কেন মজার অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছে না! 😉
যেমন: বিচি খাওয়া........ =)) =)) =))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, স্যরি বলতে কামরুল ভাইকে ফোন করে শুনি উনি চট্টগ্রামের ট্রেনে, বন্ধুর বিয়ে খেতে যাচ্ছেন! আপনি কেমনে ছুটি দিলেন উনারে? এরপর জিহাদকে ফোন দিয়ে শুনি সে বাড়িতে! আসলে লাবলু ভাই, ইউরো শুরুর দিন। আর আমার অফিসটা যে খোদা-হাফেয ঢাকায়, সেখান থেকে আসলে নিজের ইচ্ছায় কোথাও যাওয়া যায় না, কারণ সন্ধার পর কোথাও কেউ নেই (বাহন)! তাই ইচ্ছা থাকলেও উপায় ছিল না। পরের যে কোন পিকনিকে কাফফারা হিসেবে কেক নিয়া আসব।
উপরে আমার নামটা দেখে মন ভরে গেলো । আমিও সবাইকে অনেক মিস করলাম । আমাকে কেউ ঢাকায় চাকরি দিয়েন ভাই ও বোনেরা । আমি এখন রুয়েটে ৩য় বর্ষে । ঢাকায় না থাকলে বিশাল মিস :((
বিবাহিত কামরুল হাসান ভাই আসেন নাই? :O
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সবার আনন্দ দেখে ভাল লাগলো। একদিন আমিও ...
আমার বন্ধুয়া বিহনে
পিকনিকে যোগ দেয়ার প্রচন্ড ইচছা থাকা সত্বেও, পারিবারিক কাজের ঝামেলায় যোগ দিতে পারলাম না। অবশেষে টেলিফোন করে দুধের স্বাদ ঘোলে মিটাতে হলো। সামিয়া আর লাবলু ভাইয়ের সাথে টেলিফোনে কথা হলো। খুব ভালো লেগেছে উনাদের সাথে কথা বলে। নেক্সট টাইম যোগ দেয়ার আশা রাখি। পিকনিক বছরে দুবার করা যায়না?
সুন্দরবনে পিকনিক হলে কোমর বেধে রাজী। বাঘের ভয় পাইনা। ঐ যে মির্জাপুরের ক্যাডেট জুলফিকার ভাইয়ের গান আছে না, "আমি বাঘ শীকার যাইমু, বন্দুক লইয়া রেডী হইলাম আমি আর মামু,.....।"
একদিন আমরাও ......
এবার যারা আসল না তাদের সবচেয়ে বড় মিস আইটেম আশিক। পোলাডা এত আজাইরা কথা কইতে পারে...এত্ত আজাইরা কথা কইতে পারে...কি আর কমু...এক ফলের বিচি নিয়েই তো...
অন্য বড় মিস করল মিফতাহ্'র গান। ওর গান কলেজে থাকতেও শুনেছি। কিন্তু ছাদের উপর খোলা আকাশের নিচে ভরাট গলায় গান...অপূর্ব!
ভাল কথা, ফয়েজ ভাই এবার দুর্দান্ত এক স্ট্রাটেজি নিয়েছিলেন-সবাই পঁচায় বলে আসলেন ঢাল হিসেবে সুইট জিহানকে নিয়ে। কিন্তু আমরাও কম যাই নি, ঠিকই... 😛
যারা আসলেন না, তারা ভাল থাকবেন।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধুর! মিস!
মিফতাহ-রে হ্যান্ডসডাউন করায় রাখা দরকার... নিজের কলেজ ভাইরে রিমাইন্ডার দেয় নাই দেইখ্যা!
বহুত দিন পর আদনান। ওয়েলকাম ব্যাক......... :clap:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
নাহ, পিকনিক পরবর্তী সিসিবির হাওয়া দেখে বোঝাই যাচ্ছে এবারের পিকনিক তেমন জমে নাই, সাহসের অভাবে ফ্লপ বললাম না, কেউ একজন সাহস দিলেই বলে ফেলবো :grr:
আসল কথা হলো পিকনিক ভয়ঙ্করভাবে মিস করছি, কপাল এমনি ঐ দিন দেশের সাথে সকল প্রকার যোগাযোগ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। পোস্টের জন্য ধন্যবাদ সানা ভাই, জুনিয়র পোলাপাইন সব ডজার হয়ে গেছে, আপনার কল্যানেই ব্লগে পিকনিকের কিছু স্বাদ পাইলাম, আর আমাদের নাম দেখে পুরা আবেগে ইমোশনাল হয়ে গেলাম (বউ আমার থেকে বেশি ইমো খাইছে 😛 )
সুন্দরবন সফরে এখনি নাম লেখলাম। তবে এই সফরের তারিখ যদি আগামী অক্টোবর আর না হলে ফেব্রুয়ারীর পরে ঠিক না করা হয় তাইলে খবর আছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পিকনিক নিয়া সন্দেহ জানানোয় আকাশের ব্যাঞ্চাই :grr:
তুমি তো বনেই থাকো..... সুন্দরবন ভ্রমণ নিয়া দুশ্চিন্তা কইরো না!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাইয়ুম: খবর আছে তোমার! জলদি মন্তব্যে আসো!! নাইলে পোলাপাইনরে হবিগঞ্জ পাঠামু তোমারে তুইল্লা আনার জইন্য............ 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
প্রিন্সিপাল স্যারের হুকুম, বান্দা ফরমান পাওয়া মাত্রই হাজির স্যার :salute:
ক্যামনে ক্যামনে জানি সিসিবি'র সবকিছুই মিস্ করে ফেলছি। 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম: ক্যামনে ক্যামনে জানি না........ আর কেউ কাজ-কাম করে না!!
নাকি লুকাইয়া-ঝুঁকাইয়া বিয়াডাও সাইলাইছো?? B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই আপনার ABC রেডিওতে আমাদের ব্যাচ এর শাকিব মনে হয় পার্ট টাইম জব করে
হ্যা শরিফ। ও এবিসি'র ইংরেজি নিউজ ডেস্কে আছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ও আমার কলেজমেট । ও আসছিল আমার সাথে দেখা করতে রুয়েটে । ও বলল আপনি এখন যে পদে আছেন ভবিষ্যতে সে এই রকম হতে চায় । আপনার ইনকাম দেখে সে এই আশাবাদ ব্যক্ত করেছে 😀
:)) :)) :)) :)) (সম্পাদিত)
বিরাট দৌঁড় ছিলো তার উপর হইলো এইসব আয়োজন দেইখা হিংসা কইরাই কোন মন্তব্য লিখি নাই। পরের সিসিবি গেট টুগেদারে থাকবৈ । আগেই উপস্থিতি জানান দিয়া গেলাম।
এইভাবে খাওয়া-দাওয়া করা একদম ঠিক না, মরণোত্তর পেট-খারাপ করবো :grr: (সম্পাদিত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মিসাইলাম। 🙁