আমার খুব পছন্দের গান এ দুটি। সত্তুরের দশকের শেষে অথবা আশির দশকের শুরুতে দুটি বাংলা চলচ্চিত্রের এ গান দুটি চরম জনপ্রিয় হয়েছিল। কামরুল আবার বাংলা চলচ্চিত্রের পুরনো গান খুব পছন্দ করে। আমারও ভীষন পছন্দ। রেডিও’তে কাজ করার কারণে আর বাংলা চলচ্চিত্রের গান নিয়ে এবিসির সাপ্তাহিক অনুষ্ঠান সিনেমাতাল (অনুষ্ঠানটির নামও কামরুলের দেওয়া) থাকায় আমাদের এই বিষয়ক আর্কাইভটা ভালই আগাচ্ছে।
সম্প্রতি মধুমিতা সিনেমা হলের কর্নধার একজনের সঙ্গে কথা চলছে। তার ব্যক্তিগত ৩০ হাজার গানের আর্কাইভ আছে। আমাদের সঙ্গে সেটা তিনি ভাগাভাগি করতে আগ্রহী। আশা করছি শিগগিরই এ ব্যাপারে তার সঙ্গে আমাদের চুক্তি হবে।
বেশি বকবক না করে চলো গান দুটিতে চলে যাই।
শহীদ শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে তৈরি সারেং বউ চলচ্চিত্রে আবদুল জাব্বারের গাওয়া। কলেজে এটি আমাদের বাথরুম সং হিসাবে জাতীয় মর্যাদা পেয়েছিল।
ওরে নীল দরিয়া
অপর গানটি দ্য রেইন চলচ্চিত্রের। রুনা লায়লার গলায় অসম্ভব সুরেলা গান।
আয় রে মেঘ আয় রে
😀
ফারসটো হইছো। অহন গান গাইয়া শোনাও!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ডিস্কো বান্দর গান টা শুনাই 😀 :shy:
জি ভাইয়া শোনাও.............. B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
উনি কি আমাগো সামনে গান গাইবেন উনি তো ব্যস্ত ফেলার্টিং করা নিয়া x-(
তাতে তোমার সমস্যাটা কোথায় মাস্ফ্যু? গান দু্ইটা শুনছো? নাকি চাপাবাজি চালাইতাছো?? x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮 😮 সমিস্যা কিছুই না সমিস্যা হইলো উনি ফেসবুকে আমার এক :just: ফেরেন্ডের সাথে ফেলার্ট করতে গিয়া ধরা খাইছিলেন-সেই থিকা উনার উপ্রে বেশি ভরসা পাইনা 😡 😡 😡
😮 =(( :no:
ওরে নীল দরিয়া-
আমায় দে রে দে ছাড়িয়া...
x-( x-( x-( সাম্প্রদায়িকতা-চ্রম সাপ্রদায়িকতা।নীলের জায়গায় আমার হাউস কালার লাল বসাইতে অনুরোধ করছি x-( x-( x-(
গানটা যদি লোহিত সাগরের আশেপাশের কেউ লিখত তাহলে লাল দরিয়া হবার একটা সম্ভাবনা ছিল মনে হয় 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সবুজ হইলে অনেক বেশি ভাল হইত B-)
মাস্ফ্যু : তোমারে গাইতে না করছে কেডা? গাও "ওরে লাল দরিয়া, আমায় দে খুনে রাঙাইয়া"
সাব্বির : তুমিও গাও "ওরে সবুজ দরিয়া, আমায় দে গাছ বানাইয়া"
আকাশ : মাস্ফ্যুরে লোহিত সাগরে ফালাইয়া দাও......... :)) :)) :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
kopal valo holud rong chainai... koi j amare falaito... 🙁
:khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :pira: :pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) :goragori:
আমিও হলুদ রঙ কথা কইতে যাইয়া থাইমা গেছি। 😐
=))
কতদিন জ্বী হ্যা ভাইকে শুনি না...
ওরে নীল দরিয়া আমার খুব প্রিয় একটা গান। গানটা আগে শুনলেও সত্যিকার ভাবে ভাল লেগেছিল কলেজের রিইউনিয়নে কোন এক বড় ভাইয়ের গলায় শুনে... তখন আমরা ক্লাস ইলেভেন এ, ঐ ভাইয়ার কল্যানে আরো অনেকগুলো সিনেমার গান (বিশেষ করে এন্ড্রু কিশোরের) কলেজে সুপার হিট হয়ে গিয়েছিল। রুনা লায়লার গানটাও ভাল লাগল।
শেয়ার করার জন্য ধন্যবাদ লাবলু ভাই :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জ্বী হ্যা ভাইডা কেডা আকাশদা?জাতি জানতে চায়...
আগামী শুক্রবার সকালে এবিসিতে সিনেমাতাল শুনিস...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ : জাব্বারের ভরাট গলায় গানটা দারুণ লাগে। মনে হয়, অন্য কেউ গাইলে এতো চরম হতো না। একই কথা রুনা লায়লার বেলায়ও। গলার কাজগুলো দারুণ লাগে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, জব্বারের গানটাই শোনা হয়... মাঝে কে যেন রিমিক্স এলবামে গেয়েছিল, মোটিই পছন্দ হয় নাই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আব্দুল জব্বারের ইন্টারভিউ সেদিন পত্রিকায় পড়ে খুব খারাপ লাগলো, এমন একজন শিল্পী এখন দুস্থ জীবনযাপন করছেন, থাকার জন্যে ঢাকা শহরে তার একটা বাড়ি নেই। অথচ উনার গান রিমেক করে কতো আলতু-ফালতু গায়ক ঢাকা শহরে করে কেটে খাচ্ছে !
নীল দরিয়া তো ক্লাসিক, এটা নিয়ে কিছু বলার নাই।
রুনা লায়লার গানটা শোনা ছিলো না। চমৎকার।
আরেকটা গান অনেকদিন আগে বাংলাদেশ বেতারে শুনেছিলাম, রুনা লায়লার গাওয়া, কেন জানি মনে হচ্ছে সেটাও 'দ্য রেইন' ছবির। পরে আর অনেক খুঁজেও কোথাও পাইনি।
'রেইন অয়াজ ফলিং অন মাই হেড টাপুর টুপুর
ওয়েটিং ফর আ বাস, তখন বেলা ছিলো দুপুর'
মজার গান। 'দ্য রেইনে'রই গান কিনা নিশ্চিত জানাতে পারবেন লাবলু ভাই?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার তো এই গানটাই শোনা হয়নি!! না, কামরুল এটা দ্য রেইনের গান নয়। দ্য রেইনের আরেকটা জনপ্রিয় গান হলো : একা একা কেন ভালো লাগে না। এটাও রুনা লায়লার গাওয়া।
দেখি তোমার টাপুর-টুপুর গানটা খুঁজে বের করতে হবে।
আর জব্বারের প্রসঙ্গ, ওতো নিজেরে খাইছে। মনে হয় পুরা বঙ্গোপসাগরের পরিমান মদ ইতোমধ্যে ও শেষ করে ফেলেছে। ওরে টাকা দিলে আরো মদ খাইবো!! তুমি আবার ওর পথ ধইরো না!! ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
;))
একা একা কেন ভালো লাগে না
আমি শুনেছিলাম গানটা, আবার দিবেন লাবলু ভাইয়া এই গানটা, পিলিস 😀
~x(
আমি আর রবিন বাদী হইয়া আপনার বিরুদ্ধে মানহানি মামলা করতেছি। সব সাক্ষ্যপ্রমাণ চূড়ান্ত। উকিল নিছি ব্যারিস্টার রফিকরে। বেস্ট অব লাক। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সানাউল্লাহ ভাই,
এত সুন্দর দুইটা গানের কথা এই ভর রাত-দুপুরে মনে করাইয়া দিয়া তো বিপদে ফালাইয়া দিলেন। আগামী অন্তত আধঘন্টা এই দুইটা না শুনলে মাথা কাজ করবেনা এখন। অবশ্য আশে পাশের রুম থেকে লোকজন চইলা আসতে পারে। অবশ্য ব্যাপার না...আসলে সুন্দর কইরা একটা গ্লুকোজ হাসি দিয়া বলবো, "স্যার আসেন, গান শুনি" (জুনিয়র কেউ আসতে সাহস পাবেনা জানি)। 😀
অনেক ধন্যবাদ গান দু'টি শেয়ার করার জন্য।
সানা ভাই, অনেক ধন্যবাদ গান ২ টা শেয়ার করার জন্য। রবিবার ছুটির দিনের ল্যাব কাজ করতে এসে যেই মেজাজ গরম হইছিলো তা এক্কেবারে ঠান্ডা হইয়া গেলো। কিন্তু অভাগা যেদিকে চায়...... পাশের ল্যাব এর এক বেয়াদ্দপ চাইনিজ রিসার্চ স্টুডেন্ট আইসা কইলো "হোয়াট হেল জিবেরিশ ইউ হিয়ার?"... x-( x-( x-( । হারা***রে মুরগি পজিশনে লকার স্টিক দিয়া পিটাইতে মন চাইতেছে। আবার মেজাজ টা বিগড়ায়ে গেলো। ঠিক মতো ইংলিশ টাও কইতে পারেনা... 😡 😡
:khekz: :khekz: :khekz:
eita ar ekta joss gaan.
Asa kori vaider valo lagbe..
আবদুল জাব্বারের "ওরে নীল দরিয়া" আমার আর আমার মায়ের খুব পছন্দের গান। বাসায় প্রায়ই শুনি। এরকম দরাজ গলার গান খুব কমই শুনেছি।
রুনা লায়লার গানটা এই প্রথম শুনলাম। ভালো লাগল। 🙂
গান দুইটার জন্য অনেক ধন্যবাদ লাবলু ভাই।
:dreamy: :dreamy: :dreamy: :dreamy:
কি চিন্তা করো হাসেঁর ছানা? 😛
আহারে, সেইসব সোনালি দিনের গান :(( :(( 🙁
লাবলু ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, গান দুইটার জন্য। 🙂
যদিও রুনা লায়লার এই গানটি শোনা হয়নি আগে।
ওরে নীর দরিয়া গানটা আমার এত ভাল লাগে যে কি বলব।অসাধরন
Assalamu Alaikum bhaia. :salute:
gaan duita sune etoi vallaglo je comment na kore thakte parlam na. ami o purano bangla gaan khubbi valo pai :dreamy:
erokom gaan aro pawar abdar thaklo bhaia.
নীল দরিয়া গানটা খুবি খারাপ । শুনলেই আমার মন খারাপ হয়ে যায় । দেশে যাইতে মন চায় । মরার বিদেশে থাকতে মন চায় না । রুনা লায়লার গানটা যে সিনেমার গান তাতো জানতাম না । দুইটা গান ই অনেক সুন্দর । ধন্যবাদ লাবলু ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য । :thumbup: