জন্ম নিলো হাজারে হাজার
যথেচ্ছ বলাৎকারে
সাদা আর লালচে
হলদে আর কালচে
বর্বর বাবা কাকাদের
দেখে আরও হিংস্র
হয়ে ওঠে ওরা।
আর সব বেজন্মাদের
থেকেও বেয়াদব
ক্রমাগত নখরাঘাতে
বিবস্ত্র করে জননীকে
রক্তের নেশায়।
জন্ম নিলো হাজারে হাজার
যথেচ্ছ বলাৎকারে
সাদা আর লালচে
হলদে আর কালচে
বর্বর বাবা কাকাদের
দেখে আরও হিংস্র
হয়ে ওঠে ওরা।
আর সব বেজন্মাদের
থেকেও বেয়াদব
ক্রমাগত নখরাঘাতে
বিবস্ত্র করে জননীকে
রক্তের নেশায়।
অসাধারণ ভাই, অসাধারণ।
ধন্যবাদ মুয়াজ 😀
:teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
দূর্দান্ত হয়েছে ভাই :boss: :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:guitar: :party: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
অসাধারণ!
নেপথ্যের ঘটনা জানিনা যদিও,
তবু দেশের সাথে রিলেট করতে পারি।
😀 :hatsoff: :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতা ট্যাগ লাগালাম :boss:
পুরাদস্তুর বাঙ্গাল