অখাদ্য কবিতা দিয়ে বিরক্তির উদ্রেক ঘটানোর চেষ্টা হতে আমি বিরত হই নি।
জীবনের সাদা দেয়ালে
কালিমা লেপন করে করে
আজ যখন দেয়ালটার দিকে
চাইলাম, দেখি সাদা
কোন বিন্দু আর অবশিষ্ট
নাই। চুনকামের চেষ্টা
করে আর লাভ নাই।
এত কালি মোছা
যায় না বোধহয় আর।
তাই এই কালিমা নিয়েই
বাঁচতে শিখেছি।
কারণ অন্ধকারের মাঝেই
আলোর আশা দেখি,
আশার সমাধি গড়ার
মানুষ আমি নই।
আশায় তৈরি ঘরেই
যে আমি রই।
1st 😀 😀 😀
নাচ এবার যা
নাহ্! বিরক্ত হতে পারলাম না। ভালো লেগেছে এইটাও। 🙂 🙂
ঠিক কথা! :dreamy:
:shy: :shy: :shy:
বাংলা সিনেমার ভাষাতে বলছি ------
তোর সে স্বপ্ন পুরন হবে না রে শয়তান ......... :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
=)) =)) =))
কিরে কবিতার মধ্যে কি সব হতাশার কথা বলস?? আমি তো জানি ছ্যাকা খাইলেই এইটা হয় 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
নারে ছ্যাকা না। মনে এরকম বোধ আসে মাঝে মাঝে, তাই লিখে ফেলি। 😀
ঐটাই ছ্যাকা বোধ 😀 যাকে বলে নাগরিক বিষন্নতা :))
মানুষ তার স্বপ্নের সমান বড়
একটা প্রোডাকশন হাউস দে শালা... সারাদিন সেইখান থেকে শুধু লেখা বের হবে...
প্রতিদিন এতো সুন্দর করে লিখিস কীভাবে দোস??
আমার একটা লিখতেই ঘাম ঝরে যায়... :(( :((
আমার বুঝি আর ব্লগার হওয়া হলো না রে দোস...
কিযে বলিস :shy: :shy: , তোর মত লিখতে পারলে ভাবে পা মাটিতে পরত না।
খুব সুন্দর কথা বলেছ।
কবিতা টা ভাল হইসে। এমন আশার বানি থাক লে শেসে মনে হয় ......নাহ শেস হয়ে যাই নি।
তোমার লেখাগুল বেশ different. :clap:
অনেক অনেক ধন্যবাদ।
সিসিবিতে দেখি আবার কবিতা সপ্তাহ শুরু হইছে :thumbup:
কবিতাগুলো ভাল লাগছে শার্লী :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাঙ্কু বস
কাইলকা দিলেই তো হ্যাট্রিক হইয়া যাইতো রে...
এত কি পারি নাকি?
ভাল লেগেছে। :thumbup: :thumbup: এবার তাসের ঘর লিথে ফেল। 😉
অনেক অনেক ধন্যবাদ নীলদা। দেখি, লিখে ফেলব বোধহয় একটা।
এই যে একেকটা কবিতা পড়ছি এখানে এসে
আর নড়তে পারছিনা,
কি যে নিরাময় এর বুঝিনা।
তোমার কবিতা দারুণ ভালো লাগলো।
আরো আরো লিখো।
:shy: :shy: অবশ্যই লিখবো
হুমম পড়লাম। 🙂
পড়ার জন্য পাঠককে ধন্যবাদ 🙂 ।