জানেন কি?

জ্যোৎস্নাস্নাত এক রাতে
ঝরনা কলম নিয়ে
বসেছিলাম ছাদে।
মনে মনে বলছিলাম,
“আজ আমি লিখবই”।

হৃদয় নিংড়ানো ভালবাসা
অসাধারণ লেখনীশক্তি দিয়ে
প্রকাশ করতে পারব না কখনও,
সেজন্য সেদিন বসিনি যদিও।

ভালবাসায় অপ্রাপ্তির বেদনায়
হৃদয় ক্ষরিত রক্ত
কলম দিয়ে ঝরাতেও
বসিনি সেদিন।

মাথার ওপর পূর্ণচন্দ্র দেখে
একটা উপলব্ধি হয়েছিল।
না, সুকান্তের ক্ষুধার্তের মত
ঝলসানো রুটির কথা
মনে আসেনি তখন।
কারও হাসির সাথে
চাঁদের তুলনাও করিনি
তখন।

আমার কাছে এই চাঁদ,
এক পূর্ণচন্দ্র বই
আর কিছু ছিল না।
শুধু নিজেকে সেদিন বড্ড
চাঁদের মত মনে হচ্ছিল।
মনে হচ্ছিল,
আমি যেন
সূর্যের তেজোদ্দীপ্ততা
হারিয়ে ফেলে
এই চাঁদের মত
স্তিমিত ছিলাম।
উষ্ণতা হারিয়ে আমি যেন
শীতলতার মোড়কে
অন্য কোন মানুষ ছিলাম।

গনগনে আগুনের গোলা থেকে
পাথরের টুকরায় পরিণত হতে,
কেমন লাগে, জানেন কি?
আলোর উৎস থেকে
আলোক হীন হবার যে রূপান্তর,
অন্যের আলোর মুখাপেক্ষী
হবার যে অনুভূতি,
তাই বা কেমন, জানেন কি?
শতভাগ শীতলতা নিয়ে
এক মুহূর্ত সময় কাটানো
যে কতটা কঠিন,
জানেন কি তা?

২৬ টি মন্তব্য : “জানেন কি?”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।