জ্যোৎস্নাস্নাত এক রাতে
ঝরনা কলম নিয়ে
বসেছিলাম ছাদে।
মনে মনে বলছিলাম,
“আজ আমি লিখবই”।
হৃদয় নিংড়ানো ভালবাসা
অসাধারণ লেখনীশক্তি দিয়ে
প্রকাশ করতে পারব না কখনও,
সেজন্য সেদিন বসিনি যদিও।
ভালবাসায় অপ্রাপ্তির বেদনায়
হৃদয় ক্ষরিত রক্ত
কলম দিয়ে ঝরাতেও
বসিনি সেদিন।
মাথার ওপর পূর্ণচন্দ্র দেখে
একটা উপলব্ধি হয়েছিল।
না, সুকান্তের ক্ষুধার্তের মত
ঝলসানো রুটির কথা
মনে আসেনি তখন।
কারও হাসির সাথে
চাঁদের তুলনাও করিনি
তখন।
আমার কাছে এই চাঁদ,
এক পূর্ণচন্দ্র বই
আর কিছু ছিল না।
শুধু নিজেকে সেদিন বড্ড
চাঁদের মত মনে হচ্ছিল।
মনে হচ্ছিল,
আমি যেন
সূর্যের তেজোদ্দীপ্ততা
হারিয়ে ফেলে
এই চাঁদের মত
স্তিমিত ছিলাম।
উষ্ণতা হারিয়ে আমি যেন
শীতলতার মোড়কে
অন্য কোন মানুষ ছিলাম।
গনগনে আগুনের গোলা থেকে
পাথরের টুকরায় পরিণত হতে,
কেমন লাগে, জানেন কি?
আলোর উৎস থেকে
আলোক হীন হবার যে রূপান্তর,
অন্যের আলোর মুখাপেক্ষী
হবার যে অনুভূতি,
তাই বা কেমন, জানেন কি?
শতভাগ শীতলতা নিয়ে
এক মুহূর্ত সময় কাটানো
যে কতটা কঠিন,
জানেন কি তা?
১ম :tuski: :tuski:
ওই রকিব মেডেল নিয়া আয়।
:clap: :clap:
:boss:
:shy:
:thumbup: :thumbup:
😀 😀
ভালো লেগেছে শার্লী। :thumbup:
ধন্যবাদ তানভীর ভাই।
দোস্ত,
ভালো লাগলো অনেকদিন পর লিখলি দেখে...
সুন্দর হইছে কবিতা। :clap: :clap:
থ্যাঙ্কু 🙂
বসিনি মনে হয় একটা শব্দ হবে।
গনগনে তে মনে হয় হসন্ত আর ব্যবহার হয়না।
'আলোকহীন' হবার কথা না শব্দটা? একটু দেখে নিস। আমার খটকাটুকু বললাম, নিশ্চিত না......
বড়ই সত্য কথা দোস্ত 😛 । ধন্যবাদ।
ওই শার্লী, তুমি কই গেছিলা, খবর টবর নাই মেলা দিন।
বিলাত যাবার কতদূর হইলো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
IELTS এ আবার ধরা খাইসি ভাই। মনে হত LLM করতে যাবো এবার। ব্যারিস্টার হতে একটু দেরি হচ্ছে এই যা।
হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নিয়োনা ।
সহজভাবে নাও। কোনো ব্যাপার না। অবশ্যই তুমি ব্যারিস্টার হবে। :thumbup:
কবিতাটা ভালো হয়েছে। চালিয়ে যাও। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই, আমি এখন যথেষ্ট সহজ এবং স্বাভাবিক। লক্ষ্য যখন ঠিক করেছি, পুরন আমি করবই।
কেমন আছো শার্লী ভাইয়া? চমৎকার ...
অনেকদিন পর কবিতা লিখলে। 🙂
ভালো ভাবীপ্পু। আপনাকে অনেক মিস করেছি। কেমন আছেন? হ্যা, অনেকদিন পর।
এইতো ভালো ভাইয়া। তোমার মনে হয় চোখে পড়েনি, ফাকিবাজিঁ পোষ্ট করেছি একটা। 😛
কবিতাটা ভাল হয়েছে রে শার্লী ।
:shy: :shy:
হুম।
🙁 🙁
বুখে আয় দোস্ত :hug:
:thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ কামরুল ভাই।