আমার আমি

আমি সবসময়ই একটা পদ্ধতি অনুসরণ করি, যখন আমার মন খারাপ থাকে। একটু মজা করি, কারও সাথে খুনসুটি করি বা খুব জোড়ে কিছু মেটাল বা র‌্যাপ গান শুনি। জানি না কেন, কিন্তু এসব করতে আমার ভালো লাগে। কাল থেকে আমার মন খুব বিক্ষিপ্ত অবস্থায় আছে। সকালে উঠেই তুহিনের খবরটা পেলাম। তারপর আমার কলেজের বন্ধু আহাদের হাতে অপারেশনের খবর(এখন আশঙ্কামুক্ত)। তার আগের দিন আবার জানতে পারলাম যে আমার নাকি পা ভেঙে গেছে। ব্যথা নিয়ে এক্স-রে করতে দিয়ে আসার সময় জিজ্ঞাসা করেছিলাম কি অবস্থা। সে বলল যে আমার পায়ের একটা হাড্ডি নাকি ভেঙে গেছে।

আমার সাথে ওয়েন রুনির একটা বেশ বড় ধরনের মিল খুঁজে পেয়েছি। রুনির ডান পায়ের(যতদূর মনে পরে) ৪র্থ মেটাটার্সেল(বানান বা উচ্চারণ বা অন্য যে কোন ভুলের জন্য ক্ষমাপ্রার্থী, আমি মানবিক) হাড্ডি ভেঙেছিল, আর আমার ভেঙেছে ডান পায়ের ৫ম টা। ওর ফুটবল খেলতে গিয়ে ভেঙে ছিল, আর আমারও ফুটবল খেলতে গিয়েই ভেঙেছে। এত মিলের পর অমিলটা হল, ওর ফুটবল খেলা ছাড়া আর কোন কাজ নাই, আর আমার অন্যান্য কাজ আছে যা এখন আমি করতে পারছি না। পায়ে প্লাস্টার করে বসে আছি আর আমার ভাই আমাকে দেখে শয়তানি হাসি দিচ্ছে। কিযে করি?

অনেক বড় একটা ব্লগ লেখার ইচ্ছা ছিল, কিন্তু আর লিখতে ইচ্ছা করছে না। সবাই দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিরক্ত হলে আরও ভালো। আমি মানুষকে বিরক্ত করতে খুব মজা পাই।

৩,০৪১ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “আমার আমি”

  1. কামরুলতপু (৯৬-০২)

    ভাল হয়ে উঠবা নিশ্চয়ই তাড়াতাড়ি। চিন্তা কর না রুনির সাথে আরেকটা মিল বের হবে পা ভাল হয়ে আবার ফুটবল খেলতে পারবা।
    এই সময়ে বেশি বেশি করে ব্লগ লেখ।

    জবাব দিন
  2. শালা এতকিছু কীভাবে হইলো তোর?
    কবে?
    শালা কিছু জানিনা। ধুর্, আহাদের কী হইছে? আর সবার সমস্যা কি এত? আমার না হয় প্রায় প্রতি মূহুর্তেই পা ব্যথা করে। দুই একদিন অন্তর পা ব্যথার জন্য ক্লাস মিস হয়। আজকে এক স্যারের টানা তিন ক্লাস না করায় দাঁড়া করায় জিজ্ঞেস করলো কী জন্য করিনাই... উত্তর দিতে গিয়েও দিলাম না-- তিন সপ্তাহে তিন ক্লাস কোন রোগের জন্য হতে পারে... পা ব্যথা বললে যদি হেসে আরো অপদস্থ করে ঘর ভর্তি মানুষের সামনে... ...তার বয়স কম। অল্প বয়সে ফার্স্ট হয়ে রেজাল্টের এক মাসের মাঝে টিচার হওয়ায় অসম্ভব অহংবোধে তিনি ডুবে থাকেন...
    তাই চুপ থাকলাম। হয়ত একটু মাইনাস হইলাম। কিন্তু অসুস্থতা নিয়ে হাসাহাসির সম্ভাব্য বেদনা থেকে মুক্তি পেলাম।

    শার্লী, দোস ভালো হয়ে উঠ। কিচ্ছু ভাল্লাগে না রে!

    জবাব দিন
  3. বন্য (৯৯-০৫)
    এত মিলের পর অমিলটা হল, ওর ফুটবল খেলা ছাড়া আর কোন কাজ নাই, আর আমার অন্যান্য কাজ আছে

    তুই দেখি রুনির থেইকাও বড় কাবিল :thumbup: :thumbup:

    আর আমার ভাই আমাকে দেখে শয়তানি হাসি দিচ্ছে

    অনেকদিন পর আইলাম...বুঝতেসিনা তোর ভাইর ব্যান চামু নাকি ব্যাঞ্চামু...এখন কোনটা চলতেসে?? 😡

    জবাব দিন
  4. জাহিদ (১৯৯৯-২০০৫)
    ব্যথা নিয়ে এক্স-রে করতে দিয়ে আসার সময় জিজ্ঞাসা করেছিলাম কি অবস্থা। সে বলল যে আমার পায়ের একটা হাড্ডি নাকি ভেঙে গেছে।

    আসলেই ভাংছে? :khekz: :khekz: আবার বলিস না কি কথার সাথে কি সব ইম দিছিস?

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)
    আর আমার ভাই আমাকে দেখে শয়তানি হাসি দিচ্ছে

    :khekz: :khekz: :khekz:
    আপনার ভাইরে এট্টু হেল্প করলাম আর কী।
    ভাইয়া, দোয়া করি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন। আর এই অবসরে কয়েকটা ব্লগ নামিয়ে ফেলুন। গত ক'দিনের কবিতাগুলো অসাধারণ ছিল।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।