১
সুন্দরী তরুণীর কোলে শুয়ে এক ঘন্টাকেও এক মিনিট মনে হয়, আর গরম পানিতে আঙ্গুল ডোবালে এক মিনিটকে মনে হয় এক ঘন্টা। পুরান কথা। তবে সত্য। আমার হলো দ্বিতীয়টা।
২০ জানুয়ারি। সকাল নটা থেকে পৌনে দশ। মনে হচ্ছিল ঘড়ির কাটা বুঝি স্ট্রাইক ঘোষণা করেছে। সময়ের দেশে বুঝি ১৪৪ ধারা। অনন্ত সময়…ফুরাবে কবে? করবী ওটি’তে। সিজার।
এই প্রথম নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। ধারণা ছিলো গন্ন্ডারের চামড়ার মোড়কে মোড়া আমার হৃদয়। বরফ শীতল অনুভূতিতে হজম করতে পারি যেকোনো ঘটনা। মাথা ঠান্ডা রেখে সামলে নিতে পারি যেকোনো পরিস্থিতি। সংগঠন চালাতে গিয়ে প্রমাণও পেয়েছি। কিন্তু ভুল সবই ভুউউউউউউউউউউউল। আমি দেখলাম সেই অনন্ত সময়ে আমার মাথা একদম শূণ্য। আই সি এ ব্লাক ব্লাক সি….. ইন ফ্রন্ট অফ মি(পিসিসির প্রিয় বন্ধু মিশুর সুর সমেত স্বরচিত পদাবলী, আবশ্যককালে তাকে চোখমুখ কঠিন করে এটি গাইতে দেখেছি)
সেই অনন্ত সময়ের কোনো এক হৃদয় ভাঙ্গা ঢেউয়ের মুহূর্তে বর্ষার শীতল পরশ নিয়ে এলো নার্স, হাতে ফুটফুটে রাজকুমার। সামনে বিশাল রাজ্য সামলাতে হবে , খানিকটা টেনশনে সে। কিছু পরে করবীকেও আনা হলো…
কিন্তু আমার মাথা তখন একদম শূণ্য। আই সি এ ব্লাক ব্লাক সি……….ইনফ্রন্ট অফ মি। তবে এবার সাগরে আবছা হলেও চাঁদের আলো আছে…মা ছেলে ভালোই আছে।
২
বিগত বছরে প অক্ষরে চেয়ে বিখ্যাত অক্ষর আর একটিও নেই। তবু বাচ্চার নাম রাখতে হবে প দিয়ে। সব কাজিনদের যে তাই। ব্যাস শুরু হলো পরামর্শ।
-প্রকাশ রাখো..নানান প্রতিভায় বিকশিত হবে
-হুপ..প্রকাশ! হিন্দু নাম তো! একবারো নবী রসুলের নাম না রাখতে চাইলে পবিত্র রাখ। হালকা হইলেও ইসলাম ইসলাম ভাব আছে।
প্রকাশ নাম রাখা ব্যক্তি ক্ষেপে ওঠেন।
– পবিত্র! পবিত্র হাগু দিয়ে বিছানা মাখায়া ফালাইছে, শুনতে কি ভালো লাগবে!! যত্তসব..
আমি আর করবী বিপাকে। এত্ত এত্ত পরামর্শ! শেষপর্যন্ত ছেলের নাম পরামশর্ই রাখব কিনা ভাবছি। প ও আছে আবার হিন্দু মুসলিম, আওমীলীগ বিএনপি তথা সব মানুষেরই লাগে। আর মেয়েরা তো পরামর্শ ছাড়া এক পাও চলতে পারে না। মেয়েদের পদে পদে থাকবে ছেলে, পা অর্থেও পর্যায় অর্থেও।
আপাতত নাম রেখেছি পার্থিব। পুরো নাম পার্থিব পলল প্রাচ্য। জানি না ধোপে টিকবে কি না! তবে জোর ফাইট দিয়ে যাবো। তবে নাম প দিয়ে হলেও `ও’ নামেই বিখ্যাত হোক, বদনামে নয়।’
৩
অনেকদিন লেখা হয়না। না গল্প না অনুকাব্য। অফিসের কাজ হিসেবে মাঝে মাঝে হয়ত গল্প লিখি। ছোট, তবুও গল্প ! কিন্তু অনুকাব্য একদমই নয়। না লিখতে লিখতে অনু মেয়েটা কাব্য নামক দুষ্টু বালকের সাথে ভেগেই গেলো কি না কে জানে!
হ্যা, অনেকদিন লেখা হয় না। তাই লেখা সংক্রান্ত ভুলত্রুটি ক্ষমা যোগ্য।
জমজমাট সিসিবি দেখে লিখতে ইচ্ছে হলো….তারমধ্যে আবার রেজোয়ানের মেসেজ..অনুকাব্য চাই… অনুকাব্য চাই…রেজোয়ান ..আজকে মাফ চাই… আজকে মাফ চাই…
অন্য কোনো দিন… হবে…হয়ত..
৪
কনগ্রাচুলেশন কাম্রুল
৫
রবিন আর তানভীর। শাজাহানের সাজানো বাগান শুকনোর আগেই কনগ্রাচুলেশন জানানোর ব্যবস্থা কর। 😡 😡 😡 😡 😡 😡
৬
সুন্দরী তরুণীর কোলে শুয়ে এক ঘন্টাকেও এক মিনিট মনে হয়, আর গরম পানিতে আঙ্গুল ডোবালে এক মিনিটকে মনে হয় এক ঘন্টা। পুরান কথা। তবে নতুন কথা হলো- সুন্দরী মেয়ের কোলে শুয়েই কেবল এক ঘন্টাকে এক মিনিট মনে হয় না, ফুটফুটে কচি একটা মুখের দিকে তাকিয়েও অনন্ত সময়কে কয়েক মুহূর্ত মনে হয়।
আমার জীবনটা বড্ড ছোটো হয়ে গেলো…মুহূর্ত তো মুহূর্তেই চলে যায়…
বাহ বাহ এইসব আনন্দের খবর ও এখন আর সিসিবিতে আসে না।
ফেসবুকের উপর জেলাসিত [সিসিবি]
ফেসবুকের ব্যাঞ্চাই [তপু]
আর পার্থিবের ব্লগের অপেক্ষায়। ভাতিজা আমাদের একটা পরিপূর্ণ মানুষ হোক।
থ্যাংকু তপু।
হায়রে ফেসবুক.....যুবসমাজের টাইম পুরাটাই খাইলো 🙁
ওরা বড় হইতে হইতে ব্লগ এর প্রতি মানুষের আগ্রহ থাকে কিনা কে জানে! তখন হয়ত ফেসবুকের চেয়েও আকর্ষণীয় কিছু আসবে...
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অভিনন্দন টিটো।
নামটা খুব সুন্দর হইছে, প্রাচ্য কে অনেক অনেক আদর।
থ্যাংকু সামি ভাই....
আপনি আশিকের বড় ভাই এইটা সেদিন জানলাম....
কেমন আছেন?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এখন পার্থিব বিছানা ভিজাবে।
লং ক্লথ কি নে বিছানার সাইজের।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ঠিকই বলছেন।
লংক্লথের জামা প্যান্ট, কাথা কম্বল পাওয়া গেলে ভালো হইত ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অভিনন্দন টিটো ভাই এবং ভাবীকে। ভাতিজা কে অনেক অনেক আদর। প্রাচ্য নামটা খুব পছন্দ হয়েছে।
পশ্চিমে থাইকা প্রাচ্যের টান যায় নাই 😛
থ্যাংকু
আর আরো কবিতা চাই...
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওয়াও, টিটো বাপ হইছে :awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ বস, বড় হইয়া গেলাম 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অভিনন্দন! সুন্দর নাম।
আমার বন্ধুয়া বিহনে
থ্যাংকু ভাইয়া.....
আছেন কেমন?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই ও করবী ভাবী,
অভিনন্দন... :clap: :party:
পি৩ ( কোলন পি) -র জন্য রইল অনেক অনেক আদর ও শুভকামনা... :tuski:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নাম শুধু পার্থিব প্রান্তরো হইতে পারে তখন পি২, আরো ভালো ভাবে বললে ২পি ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই প^৩ এর জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল
আর আপনাকে এবং ভাবীকে অভিনন্দন :thumbup:
যাই ফ্রিজ দিয়া মিস্টি খেয়ে আসি :party: :party:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
দেশে আসলে আমার বাসার ফ্রিজ থিকা মিষ্টি খায়া যাস 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আবার জিগায় খালি আইসা নেই ফ্রিজ খালি কইর্যা ছাড়মু :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এত মজার জন্ম ব্লগ বোধহয় কমই পড়েছি, সবগুলোতেই এই একই আবেগটা থাকে অবশ্য। তবে পবিত্র হাগুর ব্যাপারটায় এসে মিরা গিলিম।
রবিন ভাই এর অসংখ্য ভবিষ্যৎ, আর তানভীর ভাইয়ের কুনো ভবিষ্যৎ-ই নাই, তাই উনাদের নিয়ে আশা না করাই ভাল, বরঞ্চ রিবিন ভাইকে পাতায়া পাঠিয়ে দিয়ে তানভীর ভাইকে কাইয়ূম ভাইয়ের বাসায় সাবলেট দেয়া যাইতে পারে। 😀
তবে কাম্রুল ভাই এক্কেবারে হার্ট এটাক ঘটায় দিছে।
টিটো ভাই, আপনাকে আর করবী আপুকে অসংখ্য অভিনন্দন, আর রাজপুত্রকে অসংখ্য আদর। বাবানটা যে এত্ত গাদুম গুদুম হইছে, কি আর বলব...
কি বলতে চাইলি? বুঝি নাই
আমিও ঠিক এটাই বলতে চাচ্ছিলাম। গোল্লা আর গোলাপী!
স্যাম, অনেক অনেক ধন্যবাদ। পিকনিক টিকনিক হবে না!! প্রিন্সু স্যাররেও উকি ঝুকি মারতে দেখা গ্যাছে...করেই ফেলবি নাকি!!!
আদনান তোকেও অনেক অনেক ধন্যবাদ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই ও করবী ভাবী,
অভিনন্দন… :party:
থ্যাংকু রেজু 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই এবং ভাবী অভিনন্দন...
ভাতিজাকে স্বাগতম।
থ্যাংকুুুু
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পার্থিবের জন্য অনেক অনেক আদর রইলো।
পার্থিবের বাবা বিশাল কিপটা; একটা পোষ্ট দিয়েই পার পাবার চিন্তায় আছেন; মিষ্টি আর বিরানী কবে হবে? :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মিষ্টি আর বিরানী আমি তো পাঠাতেই চাই...কিন্তু আই- পোস্ট এর নেটোয়ার্ক নাই কানাডায় 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অভিনন্দন টিটু ভাই আর ভাবী... আর ভাতিজার জন্য অনেক আদর আর দোয়া 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাংকু আহসান 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অভিনন্দন টিটো মহাশয়!
নামটাও জম্পেশ হয়েছে...
মিষ্টি কই, নাকি অণুমিষ্টি খাওয়াবা?
অণু মিষ্টি!!! =))
অনুর মতি হউক ভাই! তখন....
থ্যাংকু নূপুর ভাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অভিনন্দন দোস্ত। নামটা খুব সুন্দর।
অনেকদিন দেখি নারে। বড় মিস করি । একদিন আয় না বাসায় করবী আর পিচ্চিরে নিয়া।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আপনার লজ্জা লাগে না?? নতুন বাচ্চা হইছে, কই আপনি যাবেন না উনারে ডাকতেসেন। একদিনের পিচ্চি নিয়ে উনি নড়বে কেমনে??
থ্যাংকু দোস্ত। আসুম নে একদিন। তোর অপিস বসুন্ধরা তুই ব্যটা পান্থপথ কি করস?
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধুরো....কমেন্টটা দেয়ার পর তোর স্ট্যাটাসটা দেখলাম....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অন প্যারেড
সদস্যঃ ১০ অতিথিঃ ১৩
হামীম (২০০২-২০০৬)
আলীম (২০০১-২০০৭)
আলীম (২০০১-২০০৭)
সন্ধি (১৯৯৯-২০০৫)
আলীম (২০০১-২০০৭)
আলীম (২০০১-২০০৭)
আলীম (২০০১-২০০৭)
টিটো রহমান (৯৪-০০)
কামরুলতপু (৯৬-০২)
আলীম (২০০১-২০০৭)
আলীম কিভাবে সম্ভব?? :bash: :bash: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আলীম...কেমনে পারিস???
ভাই - ভাবী দুজনকে অভিনন্দন টু দি পাওয়ার ইনফিনিটি।
সিসিবির সার্ভারে মনে হয় আবার ভাইরাস আসছে। মহিব ভাইয়ের নামে মন্তব্য দেখায় ক্যান :grr: :grr:
উনি তো শুনছি মঙ্গল গ্রহে পানি খুঁজতে গিয়েছেন 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাংকস মহিব 🙂
সার্ভারে আসলেই প্রব্লেম। নয়ত মহিব রজনীকান্ত হয়ে গেছে। সার্ভারে না থাইকাও কমেন্ট করেত পারে :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পার্থিবের জন্য রইল অনেক অনেক আদর।
ভালো থাকিস তোরা...
আর কংগ্র্যাচুলেশন্স- ঐটা সময়মত জানানোর ব্যবস্থা করা হবে 😀
থ্যাংকু দোস্ত।
আর সময়টারে আগানোর চেষ্টা কর আর কি!
রুমকি বেচারী কদ্দিন মা ছাড়া থাকব? :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ফেবুতে লাইক দিছিলাম ঘুমের মধ্যেই বুঝাইতে যে পড়ছি।
এইবার জানাইয়া গেলাম।
অভিনন্দন টিটো ভাই ও ভাবী।
নামটা মনে ধরছে।
🙂
থ্যাংকু আমীন। নাম চেঞ্জ। 🙂
পার্থিব নৈসর্গ ফাইনাল 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামরুল ভাইকে কনগ্র্যাচুলেশন্স জানানোর মাজেজা টা কি? ব্যাংকক ভ্রমণ?
তাও ভালো পোস্ট রিলেটেড অর্থ ধরিস নাই.... ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই