এই পোস্টটা বন্ধু কাইয়ুম প্ল্যান করেছিলো। রবিনের গাড়ির শখ, তাই রবিনের গাড়ির পোস্ট দেখতে দেখতে একটাতে কমেন্ট করে বসে ছিলো, যদি পাইতাম – কন্সেপ্টটা একটু ঘুরিয়ে দিয়ে ওর নিজের পছন্দের কিছু পোস্ট করবে কিনা। সেই কবে থেকে ওর এই পোস্টের জন্যে বসে আছি। আসলে সত্যি কথা বলতে, অনেকের পোস্টের জন্যে অপেক্ষা করছি। অনেক দিন পরে রবিন ভালোবাসার বন্ধুত্বের একটা পর্ব দিলো। শার্লী তার সাধারন মানুষ সিরিজের গতি কবে করবে বুঝতে পারছি না। ছোট আদনান যেভাবে “তুমি ভাসবে হৃদয় মাঝে” শুরু করেছিলো, মনে হচ্ছিলো পোস্টের বন্যাতেই ভাসিয়ে দেবে। রকিবের গোধুলী কথনের জন্যেও অপেক্ষা করছি। তবে ওর এই সিরিজের শেষ পর্বটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দেখা যাক। তানভীরও দেখি অনেক দিন ধরে এলোমেলো ভাবছে না। ফয়েজ ভাই কবে যে কুলী হবেন আর কবে যে তাঁর পরবর্তি আউলা চিন্তাজনিত পোস্ট পাব …… (দীর্ঘশ্বাস)। অত্যন্ত যুক্তি সঙ্গত কারনেই আসলে ফয়েজ ভাই সিরিজ পছন্দ করেননা।
যা হোক, কাইয়ুমের প্ল্যান ছিলো তার পছন্দের নায়িকা নিয়ে যদি পাইতাম সিরিজ করবে। তার পছন্দ কি রকম তা জানিনা, দেখি আমার পছন্দ তার পছন্দ হয় কিনা।
কাজল
একেবারে কিশোরবেলা থেকেই ফ্যান। কলেজে থাকতে আমার বেডের ওপরে সিলিং এ, লকারের দরজাতে এবং পড়ার টেবিলের পাশে তার পোস্টার থাকতো। সে প্রায় অবসর নিয়ে ফেলার কারনে এখন আর হিন্দি সিনেমা দেখতে ইচ্ছে করেনা।
পে চেক সিনেমাটাতে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এখনো মুগ্ধ হয়েই আছি। আমার প্রেমিকা কেনো জানি একে পছন্দ করে না 🙁
এক কথায় অসাধারন ……
ফ্রেন্ডস সিরিজটাতে আমার সবচেয়ে পছন্দের চরিত্র।
এর সম্পর্কে নতুন করে আর কি বলবো ……
ডেসপারেডো, ফুলস রাশ ইন আর ফ্রিডা দেখে মোটামুটি ঠিক করেছিলাম, মেক্সিকান মেয়ে বিয়ে করবো ……
শিয়ি জ্যাং
নামের উচ্চারনের বাপারে আমি শিওরা না। তবে নাম বলতে পারি না তো কি হয়েছে ………
কাসাব্ল্যাংকা সিনেমাটাতে প্রথম দেখেছিলাম …… আহারে …… (দীর্ঘশ্বাস)
শুধুই দীর্ঘশ্বাস ………
এর জামাই বলতো, এর নাক, চোখ, চুল ইত্যাদি আলাদা আলাদা দেখতে ভালো লাগে না, কিন্তু সব একসাথে দেখলে অসাধারন … (আসল কমেন্টটা ভুলে গেসি, তাই সারমর্ম)। আমার ধারনা ভদ্রলোকের মাথা খারাপ।
মুঘল ই আযম দিয়ে শুরু করলেই হবে ……
কেনো জানি ভালো লাগে ……… কারন বুঝিনা …
ছোটবেলাতে আম্মু উত্তম-সুচিত্রার সিনেমা দেখতো বসে বসে …… আমি শুধু সুচিত্রাকে দেখতাম
রঙ্গিলাতে প্রথম দেখেছিলাম …… Satya (উচ্চারনের ব্যাপারে শিওর না, দুঃখিত) তে দেখে খুবই মুগ্ধ হয়েছি ……
তো বন্ধু কাইয়ুম ……… এই বার তোমার কথা বলো ……
১ম
রকিবের সিরিজের কথাটা পরে যোগ করলাম ...... মাথা কাজ করতেসে না।
আহা যদি পাইতাম...... :dreamy: :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওই ...... মাসরুফ দেখলে খবর আছে না ????
নাহ মানে আমি কইতে চাইছিলাম যদি উনার শ্যালিকারে পাইতাম :shy: :shy: । কিন্তু সেসব এখন স্বপ্ন :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঝ্যাং ঝিই, আর সুচিত্রা মিল আছে। বাকিগুলা মিললো না। যা মিলার তা মিলে গেছে, সো আর মিলাইতে চাই না। 🙂
:salute: প্রথমেই দিলাম। কারন কাজল আমারো ফেভারিট। কলেজে ওর পোষ্টার আমার লকারেও ছিলো। এখনো বলিউডে আমার ফেভারিট কাজল
আমার সেই কলেজ লাইফ থেকে আরেকজন অল টাইম ফেভারিট আছে। কলেজে থাকতে ওর কোনো পেপারে ছবি আসলে সেটা আমার জন্য বরাদ্দ ছিলো। আজ পর্যন্ত ওর নেট এ যতো ছবি এসেছে তার সব মনে হয় আমার কাছে আছে।
এত কিছু কইলেন খালি নামটাই কইলেন না :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আমি তো ভাবতাম ওর নাম জানে না এমন ছেলে কম আছে। নামঃ আন্না কুর্নিকোভা।
এই মাইয়া খালি রূপসাগরেই ঝলক মারে, নেটে গেলে ফুট্টুস :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার তো রুপ সাগর দেখা পর্যন্ত দরকার।
ঠিকাছে। আপনে খালি দেইখা টেইখা পড়ে আমারে দিয়া দিয়েন। ;;; ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ছি! ছি! এই গুলা কি?????
ছেলেপেলে খারাপ হয়ে গেসে .........
আমি তো বলিনাই আমি নাম জানিনা। খালি বলসি এত কিছু কইলেন খালি নামটাই কইলেন না :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আমার পছন্দ ছিলো মার্টিনা হিঙ্গিস ।।...।।
তোমরা রাশিয়ান মাইয়ার ফ্যানও হইছো, এদের তো কোলে তুলতেই মেরুদন্ড সিধা হই যাইবো তোমাগো, ক্যাম্নে কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কার কথা কইলেন ফয়েজ ভাই ????? হিঙ্গিস তো যদ্দুর জানতাম সুইস। আর কুর্নিকোভারে তুলতে তো তেমন ঝামেলা হওনের কথা না।
:)) :)) ফয়েজ ভাই কি অভিজ্ঞতা থেকে বললেন নাকি?
আপনার সাথে আমার পছন্দ অনেক মিলে গেছে। উদাহরনঃ কাজল, লিভ টেইলর, কুর্টনি কক্স, ক্যাথরিন জেটা জোন্স, সালমা হায়েক, শিয়ি ঝ্যাং, অড্রে হেপবার্ন, সোফিয়া লরেন, মধুবালা, সুচিত্রা সেন। উর্মিলারে ভালো পাই না।
মন কি যে চাই বল, যারে দেখি লাগে ভাল......।। :awesome:
সবাইরে এত ভাল লাগে কেন...... 😮 😮 😮
কেম্নে কি??
যাক
আমার ধারাবাহিকে তাইলে আপনি বিরক্ত না 🙂
এইটা দেখে ভালো লাগলো 😛
নাকি লেখা কোন দাগই কাটতে পারে নাই কারো মনে ~x(
আল্লাহই জানেন 🙁 🙁
খিয়াল কইরা ভাই ...... খুব খিয়াল করো ...... শুধু ডজারদের কথা উল্লেখ করা হইসে ......... তুমি তো নিয়মিত লেখ ......।।
শিয়ি ঝ্যাং কে কোথায় দেখা যায়?
তারে আমি খুব ভালা পাইছি 😀
আমি কারো বেশি ফ্যান হইতে পারিনা মনে হয়। ভালো লাগে, কিন্তু মনে আটকায়া থাইকা যায় না এইসব স্টাররা ;;; শান্তিতে থাকতে পারি 🙂
তবে "CHUCK" সিরিজের 'এজেন্ট সারা ওয়াকার' নামক অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত "Yvonne Strahovski" আমার মনোহারিণী ছিলো ক'দিন 😀 😛
রাশ আওয়ার ২ দেখো ...... শিয়ি ঝ্যাংরে দেখতে পাইবা ......
সবাইকেই তো ভাল লাগে । আমার তো মনে হয় দেয়া লাগবে ভুলেও যেন এদেরকে না পাই :))
আমার এককালে মুনমুন সেন কে বড়ই ভালো লাগত :shy:
তাও ভালো এফডিসির হস্তিনী মুনমুনরে না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্কারলেট জোহানসন(মতান্তরে ইয়োহানসন) নাই কেমনে কি? আমি দিয়া দেই 😀
আমি এককালে সোনালী বেন্দ্রেকে খুব ভালো পাইতাম। 😡 😡
আমাদের ক্লাসে সোনালী বেন্দ্রে গ্রুপ আর কাজল গ্রুপের মধ্যে ব্যাপক ঝগড়াঝাটি হইত প্রেপ টাইমে। আর এখন তো সবাইকেই ভালো লাগে। 😀 😀
মইনুল ভাই, :thumbup: :thumbup:
সোনালীকে আমিও খুব ভালা পাইতাম :dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি একসময় খুব কাজল ভক্ত ছিলাম।
পরে হুট করে কি হইলো, যারে দেখি লাগে ভাল! 😀
www.tareqnurulhasan.com
😮 কস্কি....?
😮 😮 😮
😮 😮 😮
সর্বনাশ ......... এখন তোমার এই হালত কেম্নে হইল তারেক ????
দূর আমার তো অনেককেই ভালো লাগে, ইউনির্ভাসাল যারে কয়। এইজন্য এদের কারো ছবি আমার কাছে নাই, কয়টা রাখুম?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওরে জেসিকা এলবা।
তুহিন, প্রথম দুইটা কারা ??????
ওরে তুহিন
এইটা কি শিয়ি ঝ্যাং???
খুউউউউব ভালা পাইলাম 😀 😀 😀
আর Sara Tencredi কে চিনতে পারতেছি :dreamy: :dreamy: :dreamy: আসল নামেও সারা আছে। পুরাটা মনে নাই।।
আহহহহহহহ----- সেইরকম :dreamy: :dreamy:
দোস্ত সব হাসানেরই কি এটা থিমসং নাকি রে? :grr:
হইতেও পারে......... :awesome: :awesome:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান, এই বাচ্চা মেয়েডারে শেষ পর্যন্ত পছন্দ করলা ???
:dreamy: :dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দোস্ত মইনুল, আমিতো মামা সর্বভুক টাইপের 😉 যারে দেখি লাগে ভালো 😡
এই পর্যন্ত যাদের যাদের ছবি দিছে পোলাপাইন তার মধ্যে দুইয়েক জন ছাড়া সবাইরেই যদি পাইতাম :bash: :bash:
আমি আরো দুইজন আপাততঃ যোগ করি ;;; আহারে যদি পাইতাম 😀
_______________________________________________
সংসারে প্রবল বৈরাগ্য!
উনাদের সাথে একটু পরিচয় করিইয়ে দেবেন না?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রথম জন ম্যাগি কিউ
দ্বিতীয় জন সোফি ম্যারাকিউ
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এইবার আপনার যদি পাইতাম পোষ্ট এর অপেক্ষা...
রিবিন ভাই, আপনার অপেক্ষায় সার। লেখা আর আসবেনা। 😛
কি বলেন কাইয়ূম ভাই? :grr:
সালাম ভাইয়া, আগেই পড়েছি আপনার এই পোষ্ট কিন্তু তখন সদস্যা হইনিতো তাই মন্তব্য দিইনাই। কাজল হল আমার যাকে বলে অল টাইম ফেভারিট। এখনও। ক্যাথরিন জেটা জোন্স, সালমা হায়েক,অড্রে হেপবার্ন, মধুবালা, সুচিত্রা সেন সবাই আমার প্রিয় অভিনেত্রীদের লিষ্টে আছে।
কুর্টনি কক্স কে ভাল লাগে।
উর্মিলারে মোটামুটি।
আহা, নায়িকারা 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..