নন ক্যাডেট ভাই,প্লিজ আপনাদের কারো ব্যক্তিগত ভাবে ভাল লেগেছে শুনে ধন্যবাদ,কিন্তু আপনি যদি অন্য কোন ব্লগে এই পোস্ট দিয়ে থাকেন…দয়া করে সরিয়ে নেন,পাশাপাশি সব ক্যাডেট ভাইদের বলছি,প্লিজ কেউ অন্য কোন ব্লগে এই লেখটা দেয়ার দরকার নেই,আমি কারো সহানুভুতির জন্য কিংবা অন্য কোন কারনে এই লেখা লিখি নাই,আমরা সবাই যেহেতু ক্যাডেট তাই একের সাথে অন্যের কষ্ট ভাগাভাগির জন্য লিখি……নিজেকে লেখক হিসেবে জাহির করারা জন্য নয়……কেউ ভুল বুঝবেন না প্লিজ……………………আমাদের কি বেচে থাকা উচিত?……কার জন্য কিসের জন্য?
১৬ টি মন্তব্য : “একটি ব্যক্তিগত নোটিশ…ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ”
মন্তব্য করুন
দোস্ত এই লেখাটা আমাদের সেইসব ভাইদের জন্য । ওরা তো ওপার থেকে কিছু বলতে পারছেনা, তুই ওদের হয়ে বলছিস । সবাই তোদের একতরফা গালি দিয়ে যাবে তা হবে না, প্লিজ ওর নামটা এডিট করে এই লেখা সব যায়গায় ছড়িয়ে দিন ।
সাইফ,
সরি,তোমার অনুমতি ছাড়াই পোস্টটা ফেসবুকে শেয়ার করে ফেলছিলাম…কারণ, আমার কাছে মনে হইসিল যে, এই পোস্টে তুমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মত কিছু লেখ নাই, বরং পাবলিককে মুদ্রার অপর পিঠটা দেখানো উচিত…
এখন ফেসবুক থেকে সরায়ে নিসি…
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বস,এই ব্লগটা অনেকে অনেক জায়গায় দিয়েছে কিন্তু কিছু কিছু বিদেশি দালাল,যারা কিনা বাপের অবৈধ অর্থের টাকা দিয়ে বিদেশ গেছে,আর নিজেকে সুশিল দাবি করার জন্য নিছক বিনোদনের খাতিরে ব্লগিং করে,দেশে আসলে যারা ঢাকার ধুলাবালিতে নাক শীটকায়,যাদের মধ্যে বোধশক্তি বলে কিছু নেই,যারা গতকালের কিলিং কে তার দেশ ছেড়ে আমেরিকায় বিলাসি জীবনের নি;সঙ্গতার সাথে তুলনা করে..।.।।...তাদের কাছে আপনি কি আশা করবেন ?একমাত্র ক্যাডেট কলেজ ব্লগ ছাড়া আর কোথাও কোন পরিচ্ছন্নতা নেই......কাল্কের ঘটনাকে নাকি কান্না বলে যারা ..।...।।তাদের কারনেই আমি মানা করছি..।.........তাদের উপরে উপরে দেশপ্রেম আর ভিতরে বলে......ptariotism is the last resort of the bastards........FELLOW FEELINGS ব্যাপারটা আমরা যারা ক্যাডেট তারা ছাড়া আর কেউ বুঝবে না
:salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আলদিন,
কেন অন্য কোথাও প্রকাশ করা যাবে না? এটা কি অভিমান থেকে বলছো নাকি কোন সমস্যা হতে পারে পোস্টটা নিয়ে এইজন্য? যদি কেবল অভিমান থেকে বলে থেকে থাকো তাহলে বলি, এই পোস্টটা এবং তোমার এই কথাগুলো ছড়ানোর দরকার আছে। এবং ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে। এখানে কোন করুণা, লোকদেখানো সহানূভুতির ব্যাপার নেই, শুধু এই পয়েন্ট অব ভিউটা মানুষের জানা প্রয়োজন। এক-তরফা চিন্তা থেকেও মানুষের সরে আসা প্রয়োজন। ভুল এবং দোষ সব পক্ষেরই কিছু না কিছু না থাকে। কিন্তু সাধারন মানুষের থেকে আর্মি অফিসাররা তাদের পেশাগত কারনেই হোক বা ব্যস্ততা বা অন্য যে কোন কারনে হোক, অনেক দূরে সরে গেছে। এই কমিউনিকেশ গ্যাপটা এখন এই তথ্য-প্রযুক্তির যুগে কিছুটা হলেই ঘুচে যাবার অবকাশ তৈরি হয়েছে। তোমার এই পোস্ট সেই পথে একটা মাইলস্টোন। আমরা কেন সুযোগটা গ্রহন করব না? জানি এখানে তুমি আবেগ-অনুভূতির কোন রাখঢাক করো নি, নিজের কাছের মানুষ ক্যাডেট বন্ধুদের সাথে তোমার অনুভূতি শেয়ার করেছো। তবু অনুরোধ করব, কেউ নিজ উদ্যোগে তা ছড়িয়ে দিতে চাইলে আপত্তি করো না। আমিও সাকেব ভাই-এর মত ফেসবুকে এই লিংক দিয়েছি। সচলায়তনে নাম না জানিয়ে তবে সূত্র উল্লেখ রেজওয়ান ভাই এই পোস্ট তুলে দিয়েছে। তুমি সব আটকাবে?
যদি পেশাগত কোন সমস্যা থাকে, তাহলে আমি আমার ফেসবুকে শেয়ার করা ওই লিংক তুলে নিবো, নইলে না।
শুভকামণা।
নিঘাত তিথি।
তিথি,তোমাকে ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য।কোন অভিমান কিংবা পেশগত সীমাব দ্ধতা কোন কারনেই না করিনি।অভিমান নিজের উপর নিজের...আর অন্যের উপর অভিমান করতে গেলে অনেক অধিকার থাকতে হয়...সেই জায়গাটি থেকে সবাই আমাদেরকে অনেক দূরে সরিয়ে রাখে ইচ্ছাকৃতভাবেই,সচেতনভাবে...।তুমি ফেইসবকে দিয়েছো তাতে আমার কোন আপত্তি নেই।আর আমি লেখাতে কাউকে কোনভাবে ব্যক্তিগতভাবে কোন আক্রমণ করি নি.........।।
ভালো থেকো।
Dear,
I cant type bangla.
May allah bless you.
Nazrul, BCC (1986-1992), 01915828283.
ভাইয়া আমি ও ফেসবুক এ link টা দিছি। আশা করি Mind করবেন না।
সাইফ, খুব ভাল লাগল তোমার লেখা পড়ে।
Dear Saif, I came from an Army background. My father was a Brigradier and Ex-Director of Education Corps back in 2005. My elder uncle was a PMA graduate. I too went in BMA for 46th L/C. I am deeply shocked and speechless by the audacity, biasness and one-sided show-bizness of our so called media and Govt. allies. Bro, I just want to say this: when a Ph. D Research Scholar like Mr. Shuvo (Ref. from your original post) made such an idiotic comment after you disclose so many down-to-earth and real life scenario from BD Army, then do we need anything more ? These so called intellectuals and their henchmen live in day dream and will never understand the sweat-dropping, inhumane training an officer has to go through. These people will never understand the very basic thing that- THEY CAN SLEEP HAPPILY AND SAFELY ONLY BECAUSE THE DEFENSE PROTECT THEM 24/7. I'm working at Grameenphone and during last EID one customer told me: Hello young man, why aren't you enjoying your EID DAY with your family, with your kith and kins ? Don't you have a wife or g/f ? I gently replied to that customer: Sir, we stay 365 days at office, we serve 24/7 only to ensure your uninterrupted communication, to facilitate you even at the dire moments (Curfew, Riot, Strike, Tsunami, Election, EID..and many more)....
I just want to inform those intellectuals bastards: KNOW THE ORIGINAL TRUTH YOU PREAKS...
May GOD give us hope and let us fight this crisis with courage and divine blessings.
আমি কি আপনার লেখাটি facebook এ তে পারি ?
First time in here .. apologise for writing in english .. i m a retired army officer and ex cadet ..
really wonderful experience to go throuh the thoughts and opinions of u guys of different age , different konowledge and experience level.. profession & culture ( i m an old hag .. 'm pre-occupied that all of u who wrote here are junior to me by age atleast).. just like to share some opinions
military is just another profession like doctor / engineer / writer etc.. as a nation our upbringing and values do not shape up our attitude well towards respect for diversity .. we remain blind to recognise that each one has some thing to learn frm others .. and listening to each other is the key to develop common understanding ... military is intelligent to deal with military and associated national defense issues within the outfit of national mechanism .. and a doctor too solve medical prob .. and politicians too make political surgery.. all of us must be intelligent atleast in our core field .. but ofcourse we can learn from each others on general issues.
if some how army is made to play in a field where it is not supposed to .. military ultimately is differentiated from the people ..... NOW the ques is who makes army to play in a such an arena ?? guess we have to fly up to see a clear view of the globe .. one thing for sure there is a debate abt army's image among the common people .. that means the manuscript writer is successful ...
incident may turn into crisis.. crisis may drag a nation into its continuity .. how the World War was triggered ?? from mere an incident
think of waves of incidents .. garments agitationS .. conflicts among political partys,, leading to 1/11 .. weakening one party .. grievances in army and BDR.. grievances in many sectors of people .. BDr revolt .. sympathitic shaking up of Army .. WHATS NEXT ?? may b "pharmaceutical or Manpower industry" ... thats the way our country maintaining crippling continuity..
Lets develop mutual respect .. think of just 1 " Bangladesh" specially in any incident that has potential to turn into national crisis...
Couldn't agree with you more. I wish we could welcome you in better circumstances. If you can manage some time to write in this blog, we will be more than happy and get benefited from your knowledge and experience.
আমাদের বেশ সিনিয়র ভাইই হওয়ার কথা। রেজিস্টার করে সদস্য হয়ে যান সিসিবি'তে। তারপর আপনার সব বক্তব্য তুলে ধরেন। আমরাও শেয়ার করি।
নামহীন হিসেবে এ'জাতীয় মন্তব্য করলে নন-ক্যাডেট হবার সন্দেহটা উড়িয়ে দেওয়া কঠিন। প্লিজ ডোন্ট মাইন্ড।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এইটা কি আমাদের জায়েগা?
বুঝলাম না আপু?