আমাদের এক বন্ধু, ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, তৌফিক আনাম। তার স্কুলঃ উদয়ন স্কুল আর কলেজঃ নটরডেম কলেজ। সে একটিভ ক্রনিক হেপাটাইটিস রোগে ভুগছে। চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লক্ষ টাকা, কিন্তু এ টাকাটা এখনো যোগাড় হয়নি। তার বন্ধুরা এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজন করেছে ফিল্ম শো এর। আমরা যারা আশেপাশে আছি, তারা একটা টিকেট তো কিনতে পারি?
শিডিউলঃ
২৩.০২.০৯- সকাল ১০টাঃ Slumdog Millinaire
দুপুর ১২.৩০ টাঃ Quantum of solace
সন্ধ্যা ৬টাঃ Ghajini
২৪.০২.০৯- সকাল ১০টাঃ চোখের বালি
দুপুর ১২.৩০ টাঃ Dostana
বিকাল ৪টাঃ Karom 2
সন্ধ্যা ৬টাঃ Billu(6.00)
২৫.০২.০৯- সকাল ১০টাঃ Dark Knight
দুপুর ১টাঃ Kung Fu Panda
বিকাল ৩টাঃ Dil Chahta Hai
সন্ধ্যা ৬.৩০টাঃ Andaz Apna Apna
টিকেটের দাম ২৫ টাকা।
টিকেট পাওয়া যাবে টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরী (ঢাকা বিশ্ববিদ্যালয়), কলা ভবন আর ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ।
আপনারা যদি একজনও কেউ এগিয়ে আসেন, আমাদের এই বন্ধুটা সুস্থ হওয়ার পথে এক ধাপ এগোবে।
যেকোন যোগাযোগেঃ
ফোনঃ 8801674040608
ইমেইলঃ www.nimaite@yahoo.com
আরে আমার স্কুল মেইট 🙁
আপু ছবি দেখার টাইম তো দেখিনা অন্যভাবে হেল্প করা কী সম্ভব
আমার আসা সম্ভব না। পরীক্ষা চলে। সম্ভব হলে অবশ্যই আসতাম।
কালকে যাওয়া যায়। গেলে সাড়ে ছয়টায় আন্দাজ আপনা আপনা ;;; ;;; । যাবি?
সামিয়া : আমি তো যাইতে পারমু না, দেখতেও পারমু না। আমার নামে ১০-২০টা টিকেট কিনে বন্ধুদের দেখতে দাও। টাকাটা আমার কাছ থেকে শুক্রবার নিয়ে নিও। এভাবে চলবে?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সামিয়া এই ইমেইল টা তে (www.nimaite@yahoo.com) ভুল আছে মনে হচছে। এটা ঠিক করে দাও।
ভাল উদ্যোগ।
উদ্যোক্তাদের ধন্যবাদ।
আল্লাহ সহায় হউন।
সৈয়দ সাফী
স্যাম আমার নামে ৪ টা টিকেট কিনে ফেল। আমি আসতে পারবো বলে মনে হয় না। টাকা তোরে শুক্রবার দিয়ে দেবো।
স্যাম ,অফিস রেখে তো আসতে পারবো না। আমার নামে ১০ টা টিকেট কিনে ফেল। টাকা শুক্রবার দিয়ে দেবো।