মন ভাল করার ১০১টা উপায়…(ভ্যালু নাই বলে মাঝের শূন্যটা বাদ)

এই লেখাটা আমাদের সদা অভিমানী তপু ভাইয়ের জন্য…:D

১। প্রেম করেন (খবরদার! বোন বানানো যাবে না!)
২। জাপানের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের জন্য ঠাডায়ে কাজ করা শুরু করেন, মন খ্রাপের টাইমই পাবেন না 😀
৩। আপনে বড়ই পেসিমিস্ট মানুষ, অপ্টিমিস্ট হয়ে যান, (বাংলাদেশ ৫৭, ৯ উইকেটের সময়ও বিড়বিড় করে দোয়া করতে থাকবেন ইয়া মাবুদ, বাংলাদেশরে জিতায়া দেও)
৪। যেইটা ইচ্ছা সেইটা করে ফেলবেন, কে কি মনে করবে এইটা চিন্তা করার কুনো কারণ নাই (বাংলাদেশ আসতে ইচ্ছা করলে ধুম করে চলে আসবেন, এত চিন্তা করার কোন দরকার নাই)
৫। সারাক্ষণ কাজ করেন, সারাক্ষন সারাক্ষণ সারাক্ষণ…কিছু না পাইলে ঘর মুছা শুরু করেন
৬। সারাক্ষণ বন্ধু বান্ধবের লেজ ধরে থাকবেন, দেখবেন মন খারাপের টাইম নাই
৭। সারাক্ষণ ক্ষমা করতে থাকবেন, যেই যা করুক, ক্ষমা করে দিবেন, বাথরুম করার চেয়েও বেশি শান্তি পাবেন…
৮। অল্পেই খুশি হয়ে যাওয়ার গুণটা আয়ত্ব করে ফেলেন…ট্রেনে জানালার পাশে সীট পেলেই যেন মনটা আনন্দে ভরে ওঠে
৯। লাইফকে খুব সহজ করে দেখেন…জাপানের রাস্তার চেরী গাছ দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে চিন্তা করেন…এত সুন্দর আর সহজ একটা জীবন কতজন কাটাতে পারে…
১০। এত কিছু করার পরও কাজ না হলে রাত তিনটার সময় কলেজের সবচেয়ে প্রিয় বন্ধুকে, কিংবা কনক ভাইকে, কিংবা আপনার সবচেয়ে প্রিয় আপুনিকে ফোন করে ঘুম ভাঙ্গায় দেন…
১১। ১ নম্বরে বলা কাজটা না করতে পারলে বাংলাদেশে ফিরে এসে এয়ারপোর্ট থেকে রুমে ফিরেই খাট দুইভাগ করা শুরু করেন, আন্টি বুঝে যাবে…

৮,৭৭৯ বার দেখা হয়েছে

৬৮ টি মন্তব্য : “মন ভাল করার ১০১টা উপায়…(ভ্যালু নাই বলে মাঝের শূন্যটা বাদ)”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)
    জাপানের রাস্তার চেরী গাছ দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে চিন্তা করেন…এত সুন্দর আর সহজ একটা জীবন কতজন কাটাতে পারে…

    - একদম আমার মনের কথাটাই বলেছো। সময়টাও একেবারে পার্ফেক্ট, এখনই চেরী ফোটার মৌসুম শুরু।

    আহা শ্বেতশুভ্র চেরী, সোফিয়া ইউনিভার্সিটির পাশে বিশাল বিশাল চেরীগাছের সাড়ী, তার নিচে কাঠের বেঞ্চে বসে থাকা......ভাবলেও মনটা ভালো হয়ে যায়......

    (যদি কেউ ঘুরতে যেতে চায়- চ্যুয়ো লাইনে ইয়োৎসুইয়া ষ্টেশনে নেমে সোফিয়া ইউনিভার্সিটির দিকে রাস্তা পার হলেই হাতের ডানদিকে পাবে)


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ১) বালিকারা বলে আমারে দেখলেই নাকী কেমন কেমন ভাই ভাই মনে হয়। 🙁
    ২,৩) ........
    ৪) ঐটা সবসম হয় না। এই যেমন ধরেন, আপনার আজকে আমারে দেখতে ইচ্ছা করলো (গুড লুখিং হ্যান্ডসাম পুলাপাইনরে সবারই দেখতে ইচ্ছা করে)। কই আপনি তো আসবেন না আজকেই 🙁
    ৫) এইটা সত্য। বিষণ্নতার দারুণ উপশম ব্যস্ততা।
    ৬) বন্ধু বান্ধবও ব্যস্ত হইয়া যাইতেছে।
    ৭) ক্ষমা ব্যাপারটা কঠিন ব্যাপার। এই যেমন ধরেন, আমার ২৯ বছরের এই জীবনে আমি একবারের জন্যও ফাকিস্তানরে ক্ষ্যামা করতে পারলাম না।
    ৮) আমার চাহিদা বিয়াপক কম। আমি নিজেই মাঝে মধ্যে তব্দা খেয়ে যাই।
    ৯) হুম
    ১০) রাত তিনটায় (বাংলাদেশের) একজনরে ফুন দিছিলাম। অজ্ঞান (non sense) বইলা গাল দিয়ে কাইটা দিছে।
    ১১) :shy:
    ১২) আপনে ম্যালা জ্ঞানী B-)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    এক নম্বরটা পছন্দ হইছে, তপুর জন্য তো পারফেক্ট :thumbup:

    পাঁচ নম্বরে ভাবছিলাম টাইপো, সারাক্ষন ঘুমান, সারাক্ষন সারাক্ষন, কিছু না পাইলে আবার ঘুমান টাইপ কিছু একটা আশা করছিলাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    সামিয়া - এইটা ইংরেজীতে অনুবাদ করে বই বের করো। একটা বেস্ট সেলিং বই হয়ে যাবে। আমি তো জানি মাথায় বেশি বুদ্ধি থাকলে ঘুম হয়না। তুমি এতো ঘুমাও কিভাবে?


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  5. রাব্বী (৯২-৯৮)

    এক নম্বরটার উপ্রে কোন ওষুধ নাই। এইটা খাইলে অপটিমিজম, পড়ে পড়ে ঘুম এবং রাতের পর রাত জাগনা, বন্ধুদের লেজ ধরে থাকা, ক্ষমা মহৎ গুন, অল্পতে খুশি, লাইফকে সহজ করে দেখা ... সবকিছু অটোম্যাটিক্যালি ফাংশন করে। :dreamy:


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  6. কামরুলতপু (৯৬-০২)

    সিসিবিতে আইসাই মন ভাল হইয়া গেছে
    ১। যার হয় না ১৯ এ তার কি আর ২৮ এ হয়?
    ২। জাপানের ভূমিকম্প বিধ্বস্ত ওখানে মানুষ যেতে দিচ্ছে না রেডিয়েশন...
    ৩। আমার চেয়ে অপটিমিস্ট কেউ আছে নাকি? আল্লাহ কইছে তোর বোন দিলাম না আমি এরপর অপটিমিস্ট হয়ে কত কাজলাদিদি বানায় ফেললাম...
    ৪। আহারে...
    ৫। কাজে তো আনন্দ নাই। কাজ করে ভুলে থাকা যায়, কিন্তু আনন্দ? হয় না এমন তো হয়না...
    ৬। বন্ধুবান্ধবদের লেজে বুকিং দিছি। সবারই লেজ ধরে থাকার জন্য একজন করে আছেই? সো বুকিং দিয়ে লাভ হচ্ছে না।
    ৭। ক্ষমা যেথা হীন দুর্বলতা নিষ্ঠুর যেন হতে পারি...
    ৮। আমি খুব অল্পেই খুশি হই, যেমন কেউ ব্লগে আমার নাম লেখলেই আমি খুশি। ঐটা যদি পরে বুঝতে পারি যে আসলে আমি না জনপ্রিয় ব্লগার কামরুল ভাই কিংবা গায়ক তপু তখন ও না বুইঝা খুশি হইয়া যাই প্রথমে।
    ৯। লাইফ তো জটিলের উপরে সোয়া সের।
    ১০। ঐদিন শেষ পর্যন্ত এটাই করেছিলাম। ফলাফল মন ভাল হয়ে গেছে। কিন্তু অতীব চর্বণে যদি নষ্ট হয়ে যায় তাই সবসময় এইটা হাতে নিয়ে রাখি। একেবারে শেষ অস্ত্র কখনো বিফল হয় না।
    ১১। আন্টি অনেক আগে থেকেই বুঝে আছে। উনি উলটা আমার খাট কাটে তোর এত বড় খাট দিয়ে কি কাজ টাইপের।

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)

    মন ভাল করার সহজ তম উপায় হচ্ছে মন ভাল করা ... :-B :grr:

    কামতপু অল্পতে মাইন্ড খায় ... কোন এক পোষ্টে কমেন্টের উত্তরে কমেন্ট দিতে কিঞ্চিৎ বিলম্ব করায় আমার উপর সে বিশাল মাইন্ড খায়া বইসা আছে ... কামতপু মাফ কইরা দিস ভাই ... মন ভাল হয়া যাবে

    আর স্যাম হইল স্যাম, মন ভাল করার, মন ভাল রাখার ১০০০ এরও বেশি তরিকা এই মাইয়া জানে ... আমি শিঊড় ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. মইনুল (১৯৯২-১৯৯৮)

    ১২) পি এস থ্রি তে ফার্স্ট পারসন শুটিং গেম খেলা শুরু করো। গুলাগুলির উপ্রে কোনো ওষুধ নাই।
    ১৩) পিসিতে এইজ অফ এম্পায়ার ক্যাম্পেইন মোডে খেলা শুরু করো।
    ১৪) আমার প্রিয় প্রেম কাহিনী এবং কেনো ইহা আমার প্রিয় প্রেম কাহিনী - শীর্ষকে ব্লগ লেখা শুরু করো।
    ১৫) দুনিয়া বিখ্যাত সব চিটিংবাজদের কাহিনী পড়া শুরু করো। উল্লেখ্য চিটিংবাজ বলতে এইখানে কোনো আউলফাউল লোকেদের কথা বলা হচ্ছে না। যারা আইফেল টাওয়ার বিক্রি করে পারে তাদের কাহিনী বোঝানো হচ্ছে।
    ১৬) ইউটিউবে নাচের ট্রেইনিং দেখে দেখে নাচ শিখো।
    ১৭) হ্যারি পটারের বইগুলা পড়া শেষ হয়ে গেলে ফ্যানফিকশন পড়া শুরু করো।
    ১৮) কমিকস পড়া শুরু করো। (আর্চিস, এক্স ম্যান ইত্যাদি)
    ১৯) প্রেমে পড়া খুব রিস্কি ব্যাপার। হাড্ডি গুড্ডি ভাংগার অনেক সম্ভাবনা থাকে। তাই প্রেমে না পড়ে যদি ঝুলা যায় সে চেষ্টা করে দেখতে পারো।

    জবাব দিন
  9. জুনায়েদ কবীর (৯৫-০১)
    এই লেখাটা আমাদের সদা অভিমানী তপু ভাইয়ের জন্য…:D

    ভাল সিস্টেম তো!
    'মন ভাল নাই' টাইপ ব্লগ দিলে দেখি আরেকটা ব্লগ গিফট পাওয়া যায়... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  10. রেজা শাওন (০১-০৭)

    খুবই শিক্ষামূলক একটি আলোচনা।।পর্যাপ্ত জ্ঞান লাভ করলাম ।তপু ভাই টাইপ সমস্যা আমারও মাঝে মাঝে হয়।।তাৎক্ষণিক ভাবে ইউটিউব এ গিয়ে ইলিয়াস কাঞ্চন এর একটা ছিনেমা দেখে আসি।।অসংখ্য বার "বেদের মেয়ে জ্যোৎস্না" দেখে ফেলেছি...!!

    খুবই কাজ এর জিনিস।।!!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।