ফোনটা শুরু হলো একটা রিনিরিনে গলা দিয়ে, ‘হেল্লো’…মর জ্বালা, রাত বিরাতে কোন পিচ্চি আমারে ফোন দেয়…
একটু পর একটা লাফ…খাটের উপর লাফ দেয়াতে খাটটা মড়মড় করে উঠল…সাথে আমার হৃদয়টাও, দিহানাপ্পু।
প্রথম দেখায় (পড়ুন ‘কথায়’)আমি খুবই বিনয়ী, ভদ্র। বিনয়ে গলে গিয়ে ভাবী ভাবী করে মুখে ফেনা তুলতেসিলাম, একটু পরেই ঝাড়ি খেয়ে সোজা হয়ে গেলাম। তারপর সেই যে দিহানাপ্পু নামটা মুখে বেধে গেল, আর কোনভাবেই একে উঠানো যাবে না। কেউ ডাকে দি, কেউ শুধুই আপু, আরেকজন আবার উনারে ডাকে, ‘দিহান ভাই’। থাপ্পড়, মারামারি, বোমাবাজি…কিছুর হুমকিই তাকে এই ডাক থেকে বিরত করতে পারে না… :no:
হঠাৎ হঠাৎ ফোন আসে, আর আমি মনের সুখে আমাদের এই ছোট আপুর কথা শুনি, আমি আবার ফোনে কথা বলতে একটু একটু লজ্জা পাই, কিন্তু দিহানাপ্পু ফোন করলে, নো টেনশন…উনি কুটকুট করে কত দিন দুনিয়ার গল্প যে করে…কত্তবার ভাবসি এইবার নিজে থেকে ফোন দিবো, প্রতিবার ফোন নম্বর নেই, তারপর হারায় ফেলি…কখনও ছিনতাইকারী ব্যাটায় ফোন নিয়ে যায়, কখনও বা নম্বর লেখা কাগজটাই হারায় ফেলি…আমি না করলেও বাচ্চা মানুষটা কিন্তু ঠিকই আমাকে মনে রাখে, হঠাৎ হঠাৎ ফোন কানে নিলেই রিনরিনে সেই গলাটা আমি এখনও শুনতে পাই…
আমাদের দিহানাপ্পু, আমাদের আদরের জাভিয়ের আর অয়োময়ের ছোট বোন, থুড়ি আম্মু, উনাকে ভালবাসে না এইরকম কেউ বোধহয় পৃথিবীতে নাই। মঈন ভাইয়ের এফবি একাউন্ট থেকে একটা ছবি মারলাম :কান ধরে উঠাবসা: মঈন ভাই মাফ করে দিয়েন, আর সারা জীবন আপনারা চারজনে (ইয়ে, যদি ভবিষ্যতে আরও কেউ আসে তাহলে সে সহ ;)) ) এইরকমই সুখে শান্তিতে বসবাস কইরেন। পৃথিবীর এত কালো আর ধূলার মধ্যে আপনাদের হলুদ নীল সংসারটাকে ফিলিপ্স বাত্তির মত জ্বলজ্বল করে জ্বালায় রেখেন, পৃথিবীর সব দুঃখ আর কান্নাকে মিথ্যা করে দিয়ে…
দিহানাপ্পু, কত্ত ভালবাসা নিবেন আর? এত বেশি ভালবাসা নেয়া ভালু না…
দিহানাপ্পু ও গ্যাং
আবার শুভ জন্মদিন 😀
লেখা ভাল হইছে :thumbup:
আবারো ধইন্যা পাতা 🙂
শুভ জন্মদিন দিহানাপ্পু :party:
অনেক ধন্যবাদ ভাইয়া।
তিনফুটি .... =)) =)) =))
শুভ জন্মদিন :awesome: :awesome: :awesome: :hatsoff: :hug:
অনেকদিন তোদের পাঙ্গাইনা, x-(
:hug:
আবার শুভ জন্মদিন ভাই 😀
সামি আপু'র শরীরটা বালা? ;)) :hug:
একটু আগে ফোন দিলাম। ধরলেন দিহানের আব্বু। উনারা এখন বাসা পাহারা দিচ্ছেন। আর দিহান, মঈন টরেন্টো থেকে কুইবেক হয়ে এখন বাসার পথে। টরেন্টোতে নাকি ক্যাডেটদের গেট-টুগেদার ছিল। ওখানেই গিয়েছে আমাদের সেলিব্রেটি দম্পতি। কানাডার রাতে বাসায় ফিরবে!!
জন্মদিন কেউ এইরকম রাস্তায় কাটায়!! :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঐ :no:
আমারো একি প্রশ্ন 🙁
শুভ জন্মদিন দিহান ভাই। :party: :party:
আমার বন্ধুয়া বিহনে
অনেক ধন্যবাদ ভাইয়া 🙂
আবারও জন্মদিনের শুভেচ্ছা, দিহান বস্ ! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
শুভ জন্মদিন ভাবী ......
ধন্যবাদ ভাইয়া ...
দিহান ভাইয়া
কেম্নে আছুইন? শইল্ডা ভালা নি।আইজ জানি কার জর্মদিন?
তাই নিহি? 😀 :grr:
জ্বী ভাইয়া ভালো আছি। আপনি ভালোতো?
অনেক ধন্যবাদ। 🙂
এই হাইট কি টেবিলের উপর দাঁড়িয়ে নাকি চেয়ার??? ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বিলাডি জুনিয়র তুই ব্যানারের পিছে গিয়া লঙ্গাপ হ 😡 :duel:
আবার শুভ জন্মদিন 😀
লেখা ভাল হইছে :thumbup:
আবারো ধন্যবাদ 🙂 ভাইয়া।
শিরোনামটা-ই অনেক আকর্ষনীয় ছিল।লিখাটা পড়েও ভালো লাগলো।দিহানকে জন্মদিনের শুভেচ্ছা l
অনেক ধন্যবাদ আপি 🙂
শুভ জন্মদিন
ভাবীপ্পু হ্যাপি বাড্ডে এগেইন :party: :awesome: :tuski: :hug:
রেজু থেংকু এগেইন 😛
আবারও শুভ জন্মদিন দিহান 🙂
আবারো অনেক ধন্যবাদ ভাইয়া 🙂
এতো এতো পোষ্ট ভাল্লাগে না :no: , আমার খালি কেক্কুক খাইতেই মঞ্চায়! :dreamy:
You cannot hangout with negative people and expect a positive life.
আবারও শুভ জন্মদিন এগেইন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এগেইন শুভ জন্মদিন আবারও…
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আবারও এগেইন শুভ জন্মদিন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শুভ জন্মদিন এগেইন আবারও...
শুভ জন্মদিন এগেইন আবারও…
আবারও শুভ এগেইন জন্মদিন …
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বুজছি, পার্মুটেশন কম্বিনেশনে আপনারা...
মাম্মা আবারো ধন্যবাদ, আমার সালামী কিন্তু এখনো পাইলাম না ;;;
তুমার ছবিটা দারুন হইসে। পাশে মাম্মি থাকলে অবশ্য আরো ভালো লাগতো। 😛
টিটো ভাইয়া আবারো ধন্যবাদ এগেইন ;))
বাহ,জিতুয়াপ্পির চিন্তাভাবনা দেখি আমার মতই 😀
মাস্ফ্যু, চিমটি :gulti:
You cannot hangout with negative people and expect a positive life.
আপি দেশে আইসা লই, সবাই মিইল্যা একলগে কেকুক খামু। :dreamy:
দিহান, বেশীদিন অপেক্ষায় রাইখ না :goragori: :goragori: :goragori: :party: :party: :party:
You cannot hangout with negative people and expect a positive life.
আপি দিন গুনতে থাকেন, দেখবেন বান্দা হাজির B-)
এই পুষ্টের জন্য দিহানের কাছ থিকা কত ট্যাকা ঘুষ খাইছস স্যাম ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিতো আরো ভাবলাম মাম্মা তুমিই স্যামরে গিফট করসো ভাগ্নীর জন্মদিনে পোষ্ট দেওয়ার জন্য ;))
তাইফুর ভাই বেশি বাড় বাড়সে...
উনার ব্যাপারটা আমি দেখতেসি দিহানাপ্পু...
আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:gulli2: :gulli2:
ছোট আপি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিনা। :(( :hug:
দেখি ফোন করে কুটকুট করে বলার মত কিছু পাই কিনা। ;))
শুভ জন্মদিন দিহান ভাবী ( আগামী বছরেরটা আগেই করে রাখলাম 😛 )
সামিয়া, লেখা দারুন হয়েছে :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ ভাইয়া। ভালো করেছো। 🙂
সিরাম পোষ্ট।
আমি আবার ভার্চুয়ালি শুভেচ্ছা জানানোতে বিশ্বাসী না, তাই এক্কারে সামনা সামনি জানাইছি। তাও একবার ফর্মালিটিস কইরা কইয়া যাইঃ
শুভ জন্মদিন দি
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অই আমার গিফট কই কিপ্টুস? :duel: