দিন তারিখ মনে থাকে না বলে একটু পার্ট নেয় অনেকে, আবার দিন তারিখ ঘন্টা সেকেন্ড কাঁটায় কাঁটায় বলে দিয়েও অনেকে পার্ট নেয়। আমার দেখা মানুষ জনের মাঝে প্রথম শ্রেণীর মানুষ বেশি, বলা বাহুল্য আমি নিজেও। মানুষজনের জন্মদিন মনে থাকেনা, ফ্রেন্ডরা আজকাল তাই আর মন খারাপও করেনা। কাছের যারা, তারা নিজেরাই রাতের দিকে ফোন দিয়ে বলে, অই কালকে কিন্তু আমার জন্মদিন, বারোটায় ফোন দিস মনে করে। আর দূরের যারা, তারা আশাই করেনা…
সিসিবি ব্যাটারও যে একটা জন্মদিন আছে, সে যে কোন একসময় জন্মও নিছিল, এই ব্যাপারটা আসলে মাথায়ই থাকে না। নতুন অনেকে আসছে তো ব্লগে…তাদের জন্য রইল এই লিঙ্কটা… শুন্য থেকে যার শুরু
সিসিবিরটা কেমন করে যে সবাই মিলে জামাত করে ভুলে গেলাম…যাই হোক, জন্মদিন তো আর বড় ব্যাপার না…বড় ব্যাপার, এই আজাইরা হুদাই জায়গাটাকে আমরা সবাই খুব খুব খুব ভালবাসি। কেমনে কেমনে ব্যাটার তিন বছর হয়ে গেলো? আমার মাথাতেই আসে না। ব্লগের বিভাগ কি দিব নিয়ে চিন্তায় পরে গেসিলাম। ভেবেচিন্তে বিভাগ দিলাম, গুণীজন।
ফয়েজ ভাইয়ের মত ছোট পোস্ট দিলাম, পচাবেন? পচান। ভালবাসা প্রকাশের জন্য এইটুকু করাই যায়।
:)) পরথম
:clap: :clap: :awesome: :awesome: :party: :party:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
২য় 😀
:boss: :boss: :boss:
তোমারে কেউ পচাইবো না সামিয়া, বেট ধর।
সবাই আইসা তোমারে সুন্দর সুন্দর কথা কইবো, আইসক্রীমের দাওয়াত দিব, আরও কত্ত কি। 🙁
নাহ দুনিয়াতে ইন্সাফ নাই এক্কেরে, ফাউল জায়গা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার কথা পড়ে দুটি কথা না বলে থাকতে পারলামনা ফয়েজ ভাই। ;))
এই যে প্রথম লাইনেই বললেন 'তোমারে কেউ পচাইবো না', এই শীতের হিম ধরা বিকেলে হিংসায় পরিপূর্ণ এই বাক্যটি আউড়ানোর সময় আপনার কি বুকে একটুও বাধলোনা?? তারপর বললেন, বেট ধর। এই বাদ আছর পবিত্র মন নিয়ে সিসিবি ভ্রমণে বসার সাথে সাথে বেট কিংবা বাজি লাগার মতো বেশরিয়তী একটি কায়দার দিকে এই যে কোমলমতি তরুণ সমাজের দিকে আপনার সম্মোহনী আবেদন, যুবসমাহের মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের জন্য এটিই কি যথেষ্ট নয়?
সবাই আইসা তোমারে সুন্দর সুন্দর কথা কইবো, আইসক্রীমের দাওয়াত দিব, আরও কত্ত কি। ঠিক তেমনি আমাদের মতো সারল্যে ভরপউর আম সিসিবিবাসীকে সুন্দর সুন্দর কথা বলতে এবং ইফতারের এই সময়টাতে আইস্ক্রিমের মতন বেহেশতি একটি খানা থেকে বিরত রাখতে যে সুগভীর চক্রান্তের জাল বিস্তারের অপচেষ্টা করা হলো, সেটি দেখে বিস্ময়ে এতটাই হতবাক হয়ে যেতে হয় যে তা ভাষায় স্বয়ং রবিগুরু কবি ঠাকুরের পক্ষেও প্রকাশ করা সম্ভবপর হয়ে উঠতোনা ~x(
পরিশেষে ইন্সাফ নামক স্বল্পপরিচিত একজনের জন্য রঙ্গের দুনিয়াকে ফাউল বলার জন্য এই প্রতিবাদী কন্ঠস্মর তেব্র ভাষায় ধিক্কার জানাতে চেয়েছিলো, কিন্তু সেটিও ফরেস্টে ক্রাইং হয়ে যাবে বলে আপনাকে বিশিষ্ট গায়িকা ইভা রহমানের একটি একক সংগীত সন্ধ্যা সামনের সিটে বসে দেখানোর ব্যবস্থা করার জন্য ব্লগ প্রিন্সিপাল স্যারের নিকট আর্জি পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। :-B :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, সহমত... :thumbup:
জুয়ারী ফয়েজ ভাইকে :thumbdown: ...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইউম, এতো লম্বা কমেন্ট না করে ব্লগ দিয়ে দিলেই তো হত।
😛
ভাবসম্প্রসারন ভালো হয় নাই, দশে দুই দেয়া যেতে পারে (কপি রাইট - ওয়াহিদা আপু)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz:
ইয়া আল্লাহ!!!! 😮
এত্ত লম্বা মন্তব্য ;;)
তুই ব্লগ লিখবি কিরে? ;))
এইভাবে ব্লগ মন্তব্য আকারে লিখে ফেলিস ;;;
বাজিকর ফয়েজ ভাইয়ের এহেন ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
ধিক্কার ফয়েজ ভাইয়ের এহেন আচরণকে!! (পাপীকে নয়, পাপকে ঘৃণা কর.....)
আমি নতুন, তাই ব্যাপারটা বুঝতে পারতাছি না 😕
বড় ভাইদের কাছে প্রশ্নঃ সামিয়ারে পচাইলে কি হয়?? আহত হওয়ার কি কোনো আশঙ্কা আছে নি??? :no:
ওহহ... ভালো কথাঃ লেখটা অনেক ভালো হইছে :salute:
পচানোর সাহস পাইলানা মনে হয় ... :-B
চ্যারিটি বিগিনস এট হোম
ছি ছি ভাইয়া, কি বলেন??? আপনারা বড় হইয়া যা করেন না, আমি ছোট হইয়া তা কেমনে করি?? :no: :no:
(জানের মায়া সবাইর আছে 🙁 )
কাইয়ূম ভাই, সহমত… :thumbup:
জুয়ারী ফয়েজ ভাইকে :thumbdown: …
ব্লগের বিশিষ্ট সন্ত্রাসী, টপটেরর সামিয়াপ্পুরে পচাইলে কি হইব???
টেরাই মাইরা দেখ-অবশ্য তার আগে আজিমপুর গোরস্তানে নিজের জইন্যে প্লট বুকিং দিয়া রাখিছ।
=))
কাইয়ূম ভাই, জব্বর হইছে।
বস আমি আম্নেরে শুধু আইসক্রিম না, লাঞ্চেরও দাওয়াত দিলাম ......
=))
চ্যারিটি বিগিনস এট হোম
ছোট হইলেঅ অতীব সৌন্দর্য 😀
ফরমালিন দিয়া গেলাম... :-B
দেখি ক্যাডায় এই লেখা পঁচায়... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বেটা বেকুব, এদ্দিনেও ছবি পোস্টানো শিখে নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
ফয়েজ ভাই, শিউর কর্ছেন তো??? 😛 ;)) 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:goragori:
:pira:
🙂
পোস্ট খুব ভাল হইছে। অনেক কিছু জানার ও শেখার ছিলো। অনেক ধন্যবাদ এইরকম তথ্যবহুল একটা পোস্টের জন্যে। 😀
www.tareqnurulhasan.com
ঐ :grr:
লেখা পচাইলাম। (পচানোর ইমো কই?)
এইটা কি ভালোবাসার প্রকাশ হইলো???
🙂 🙂 🙂
সামিয়াকে পঁচাবে এত সাহস কার??? x-(
লেখা খুব ভালো হইছে সামিয়া, ফয়েজীয় কায়দা অনুসরণ করছ মনে হয়! লেগে থাক, এই লাইনে অনেক আগাইতে পারবা। 😀
সিসিবি প্রতি ভালোবাসা ...... 😡 😡 😡 😡
এতো ছোট ব্লগ লেখার জন্যে সামিয়াকে পচানি ...... (রেশাদ ভাই ঠিক বলসেন, ...... পচানির ইমো লাগবে)
লেখা খুব ভালো হইছে সামিয়া, ফয়েজীয় কায়দা অনুসরণ করছ মনে হয়! লেগে থাক, এই লাইনে অনেক আগাইতে পারবা। 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ :thumbup:
পুরা এটম বোম হইছে......
আজকেই কইয়া দিমু নে তরে আইস্ক্রীম খাওয়াইতে ;;;
লেখা খুব ভালো হইছে সামিয়া, ফয়েজীয় কায়দা অনুসরণ করছ মনে হয়! লেগে থাক, এই লাইনে অনেক আগাইতে পারবা। 😀
লেখা কুব্বালা হইছে 😀
:clap: :clap: :boss: :boss:
Life is Mad.
:clap: :clap: :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
এইরকম একটা অসাধারণ, দারুণ, চমৎকার হৃদয়গ্রাহী লেখার জন্য সামিয়া যে দীর্ঘদিন ধরে সাধনা করে এসেছে প্রথমেই আমরা সেই সাধনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা জানি পড়াশুনা এবং আরো অনেক অনেক কাজে ব্যস্ত সামিয়ার একটা ব্লগ নামানো খুবই কষ্টকর কাজ ছিল, কিন্তু সামিয়া তাতেও দমেনি। তাই আমরা সেইসব কষ্টের প্রতি জানাই শুভেচ্ছা। কিন্তু সিসিবির জন্মদিনে তাকে স্মরণ করে সামিয়া যে বিশাল ভালোবাসার প্রমাণ রাখলো সেই ভালোবাসাকেও আমাদের স্মরণ করতে হয়। আমরা জানি সামিয়া আইসক্রিম খেতে ভালোবাসে, তাই আইসক্রিমকেও আমাদের মূল্য দিতে হবে। সামিয়ার পোস্টে আমার এই দীর্ঘ মন্তব্যের জন্য ফয়েজ উস্কানিদাতা। তাই ফয়েজকেও আমি শুভেচ্ছা জানাই।
সামিয়া আইসক্রিম খাইতে কবে আইতাছো? লেজটারে নিয়া আইস্যো। B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লেজ এবং শরীর এই দুইটারই খুব প্রিয় বড়ভাই এই অধম মাস্ফ্যুকেও নিয়া আসুক???
তোর না যাওয়াই ভাল , পোলাপান গুলাকে খেতে দিবিনা 😛
কবিতা আমি ঠিক বুঝি না, তবে সামিয়ার এই কবিতাটা ভালো লেগেছে।
সরাসরি প্রিয়তে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সবার কমেন্ট পইড়া খানিক্ষন চুপচাপ বসে থাকা ছাড়া আর কিসসু করার নাই... 😐 😐 😐
যাই গিয়া ডেথ লিস্ট বানাইগা...
বোমাবাজ বলে কি আমি মানুষ না??
হ ভইন...। তুই আমার পুলাডারে তর লগে নিস্... 😀 😀
আমার বহুত দিনের খায়েশ...পুলাডারে একটা ভাল সন্ত্রাসীর কাছে সবক দেয়ামু... :grr: :grr:
বাপের মতন বেশী নরম মনের ...শান্তিপ্রিয়...ভোলেভালে হইতাছে... :shy: :shy: অরে একটু ট্রেনিং দিয়া প্রায় হাডু-দের মতন স্মার্ট বানা!!!!!!!!! 😛 😛 :dreamy: :dreamy:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
খুবই হৃদয়গ্রাহী লেখা। চোখে পানি চলে আসতেছে - অলরেডি পানি ঝরতেছে - বাসার সব টিসু পেপার শেষ হয়ে যাচ্ছে ---
আমাকে বোম মারতে ক্যালিফোর্নিয়া আসা লাগবে --- এতোদূর চলে আসলে তখন আইস্ক্রীম খাওয়াই ভুলিয়ে দেব।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
কি করা যায়? :-/
পচানো যায় নাকি পচিত হওয়া যায়?? :-B
-তা আর বলতে
-পচেন
সামিয়াকে পঁচানোর ফয়েজীয় স্টাইল বেশ কাজে লাগছে দেখি।
১. আপনার লেখাটা কেমন যেন অদ্ভুত ভাল লাগলো,
২. পড়ে মনে হল যেন হৃদয় ছুঁয়ে গেল,
৩. আপনার লেখার হাত তো দারুণ!!!
৪. আপনি তো বেশ লেখেন! বেশি করে লিখবেন আপু, পরের পর্বের অপেক্ষায় রইলাম কিন্তু।
--------------- কপিরাইটঃ লুল সম্রাট :ahem:
:grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
=)) =)) =)) =)) =)) =)) =))
চল চল চল
হাসের ছানা ভস
কপিরাইট - হাসের ছানা
অর্ধেক পড়ছি, এত বড় লেখাটা সিরিজাকারে দিলে ভালো হইতো, পড়তে আরাম হইতো। 😀
আমিও সিসিবিরে আর সিসিবিয়ানদের কুব্বালা পাই। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লেখা খুব ভালো হইছে সামিয়া, ফয়েজীয় কায়দা অনুসরণ করছ মনে হয়! লেগে থাক, এই লাইনে অনেক আগাইতে পারবা। 😀
মেয়েটারে সবাই বোমাবাজ ক্যান যে কয়? 😕
ছোট আপি শুধু আইস্ক্রীম না, অনেক অনেক কিছুই পাওনা আছে। 😀 :hug:
ল্যাজ টারে কইয়ো একদিন রাইন্ধা খাওয়াইতে, আমার কাছ থিকা অনেক রেসিপি নিসে ;;;
ইয়ে লিখা পুরা :gulli2:
আসলেই তোমার কমেন্টের জবাব দেয়া যাচ্ছে না। যাই হোক, ডেথ লিস্ট বানায়া সেইটা নিয়া একটা ব্লগ দিয়ো ......
লেখা আর কমেন্টস পড়ে হাহাপিগে :)) :))
এই অনন্যসাধারন ব্লগের স্রষ্ঠা স্যামকে অভিনন্দন। গর্বে বুক ফুলে উঠছে এটা ভাবতে যে এত স্বল্প পরিসরে একটা মহাকাব্যের রচনা আমারই এক বন্ধু করেছে। এই মহাকব্যিক লেখাকে সিসিবির স্থায়ী স্টিকি হিসেবে স্বীকৃতি দেয়া হোক। বলেন আমিন।(স্যাম আসার আগে পালাই)