বোমাবাজের ভালবাসা

দিন তারিখ মনে থাকে না বলে একটু পার্ট নেয় অনেকে, আবার দিন তারিখ ঘন্টা সেকেন্ড কাঁটায় কাঁটায় বলে দিয়েও অনেকে পার্ট নেয়। আমার দেখা মানুষ জনের মাঝে প্রথম শ্রেণীর মানুষ বেশি, বলা বাহুল্য আমি নিজেও। মানুষজনের জন্মদিন মনে থাকেনা, ফ্রেন্ডরা আজকাল তাই আর মন খারাপও করেনা। কাছের যারা, তারা নিজেরাই রাতের দিকে ফোন দিয়ে বলে, অই কালকে কিন্তু আমার জন্মদিন, বারোটায় ফোন দিস মনে করে। আর দূরের যারা, তারা আশাই করেনা…

সিসিবি ব্যাটারও যে একটা জন্মদিন আছে, সে যে কোন একসময় জন্মও নিছিল, এই ব্যাপারটা আসলে মাথায়ই থাকে না। নতুন অনেকে আসছে তো ব্লগে…তাদের জন্য রইল এই লিঙ্কটা… শুন্য থেকে যার শুরু

সিসিবিরটা কেমন করে যে সবাই মিলে জামাত করে ভুলে গেলাম…যাই হোক, জন্মদিন তো আর বড় ব্যাপার না…বড় ব্যাপার, এই আজাইরা হুদাই জায়গাটাকে আমরা সবাই খুব খুব খুব ভালবাসি। কেমনে কেমনে ব্যাটার তিন বছর হয়ে গেলো? আমার মাথাতেই আসে না। ব্লগের বিভাগ কি দিব নিয়ে চিন্তায় পরে গেসিলাম। ভেবেচিন্তে বিভাগ দিলাম, গুণীজন।

ফয়েজ ভাইয়ের মত ছোট পোস্ট দিলাম, পচাবেন? পচান। ভালবাসা প্রকাশের জন্য এইটুকু করাই যায়।

৪,০৯৮ বার দেখা হয়েছে

৬০ টি মন্তব্য : “বোমাবাজের ভালবাসা”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    তোমারে কেউ পচাইবো না সামিয়া, বেট ধর।

    সবাই আইসা তোমারে সুন্দর সুন্দর কথা কইবো, আইসক্রীমের দাওয়াত দিব, আরও কত্ত কি। 🙁

    নাহ দুনিয়াতে ইন্সাফ নাই এক্কেরে, ফাউল জায়গা


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এইরকম একটা অসাধারণ, দারুণ, চমৎকার হৃদয়গ্রাহী লেখার জন্য সামিয়া যে দীর্ঘদিন ধরে সাধনা করে এসেছে প্রথমেই আমরা সেই সাধনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা জানি পড়াশুনা এবং আরো অনেক অনেক কাজে ব্যস্ত সামিয়ার একটা ব্লগ নামানো খুবই কষ্টকর কাজ ছিল, কিন্তু সামিয়া তাতেও দমেনি। তাই আমরা সেইসব কষ্টের প্রতি জানাই শুভেচ্ছা। কিন্তু সিসিবির জন্মদিনে তাকে স্মরণ করে সামিয়া যে বিশাল ভালোবাসার প্রমাণ রাখলো সেই ভালোবাসাকেও আমাদের স্মরণ করতে হয়। আমরা জানি সামিয়া আইসক্রিম খেতে ভালোবাসে, তাই আইসক্রিমকেও আমাদের মূল্য দিতে হবে। সামিয়ার পোস্টে আমার এই দীর্ঘ মন্তব্যের জন্য ফয়েজ উস্কানিদাতা। তাই ফয়েজকেও আমি শুভেচ্ছা জানাই।

    সামিয়া আইসক্রিম খাইতে কবে আইতাছো? লেজটারে নিয়া আইস্যো। B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    কবিতা আমি ঠিক বুঝি না, তবে সামিয়ার এই কবিতাটা ভালো লেগেছে।
    সরাসরি প্রিয়তে। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. জুলহাস (৮৮-৯৪)

    হ ভইন...। তুই আমার পুলাডারে তর লগে নিস্‌... 😀 😀
    আমার বহুত দিনের খায়েশ...পুলাডারে একটা ভাল সন্ত্রাসীর কাছে সবক দেয়ামু... :grr: :grr:
    বাপের মতন বেশী নরম মনের ...শান্তিপ্রিয়...ভোলেভালে হইতাছে... :shy: :shy: অরে একটু ট্রেনিং দিয়া প্রায় হাডু-দের মতন স্মার্ট বানা!!!!!!!!! 😛 😛 :dreamy: :dreamy:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    খুবই হৃদয়গ্রাহী লেখা। চোখে পানি চলে আসতেছে - অলরেডি পানি ঝরতেছে - বাসার সব টিসু পেপার শেষ হয়ে যাচ্ছে ---

    আমাকে বোম মারতে ক্যালিফোর্নিয়া আসা লাগবে --- এতোদূর চলে আসলে তখন আইস্ক্রীম খাওয়াই ভুলিয়ে দেব।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  6. ১. আপনার লেখাটা কেমন যেন অদ্ভুত ভাল লাগলো,
    ২. পড়ে মনে হল যেন হৃদয় ছুঁয়ে গেল,
    ৩. আপনার লেখার হাত তো দারুণ!!!
    ৪. আপনি তো বেশ লেখেন! বেশি করে লিখবেন আপু, পরের পর্বের অপেক্ষায় রইলাম কিন্তু।
    --------------- কপিরাইটঃ লুল সম্রাট :ahem:

    :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    অর্ধেক পড়ছি, এত বড় লেখাটা সিরিজাকারে দিলে ভালো হইতো, পড়তে আরাম হইতো। 😀
    আমিও সিসিবিরে আর সিসিবিয়ানদের কুব্বালা পাই। :shy:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  8. দিহান আহসান

    মেয়েটারে সবাই বোমাবাজ ক্যান যে কয়? 😕
    ছোট আপি শুধু আইস্ক্রীম না, অনেক অনেক কিছুই পাওনা আছে। 😀 :hug:
    ল্যাজ টারে কইয়ো একদিন রাইন্ধা খাওয়াইতে, আমার কাছ থিকা অনেক রেসিপি নিসে ;;;

    ইয়ে লিখা পুরা :gulli2:

    জবাব দিন
  9. মইনুল (১৯৯২-১৯৯৮)
    সবার কমেন্ট পইড়া খানিক্ষন চুপচাপ বসে থাকা ছাড়া আর কিসসু করার নাই… 😐 😐 😐
    যাই গিয়া ডেথ লিস্ট বানাইগা…
    বোমাবাজ বলে কি আমি মানুষ না??

    আসলেই তোমার কমেন্টের জবাব দেয়া যাচ্ছে না। যাই হোক, ডেথ লিস্ট বানায়া সেইটা নিয়া একটা ব্লগ দিয়ো ......

    জবাব দিন
  10. শার্লী (১৯৯৯-২০০৫)

    এই অনন্যসাধারন ব্লগের স্রষ্ঠা স্যামকে অভিনন্দন। গর্বে বুক ফুলে উঠছে এটা ভাবতে যে এত স্বল্প পরিসরে একটা মহাকাব্যের রচনা আমারই এক বন্ধু করেছে। এই মহাকব্যিক লেখাকে সিসিবির স্থায়ী স্টিকি হিসেবে স্বীকৃতি দেয়া হোক। বলেন আমিন।(স্যাম আসার আগে পালাই)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।