আজকে শাকুর মজিদ স্যারের বইটা পরতেসিলাম, “ক্লাস সেভেন, ১৯৭৮”। মাঠে বসে আছি, সামনে খেলা হচ্ছে। eee করসে ২২২, আর আমাদের ডিপার্টমেন্ট সর্বসাকুল্যে ৬৫ করে অলআউট।
পাশ থেকে ডিপার্টমেন্টের এক বড় ভাই জিজ্ঞাস করলেন -“কি পড়?” দেখালাম।
-কেমন?
একটুক্ষণ ভাবলাম, ক্যাডেটদের খুবই ভাল্লাগবে অবশ্যই, কিন্তু নন-ক্যাডেট যারা তাদের? ভাষাটা খুব ফ্লুয়েন্ট না, সামান্য জড়তা আছে। তাই বললাম, জ্বী ভাইয়া, আছে ভালোই।
-কি নিয়ে?
এইবার একান ওকান হাসি নিয়ে বললাম, ক্যাডেট লাইফ।
পাশে নাবিলা বসে ছিলো, ও সাথে কিছু কাহিনীও যোগ করে দিলো।
-ওও। তোমার কেউ পড়ত নাকি?
-জ্বি ভাইয়া, আমি নিজেই (সব কয়টা দাঁত বের হয়ে আছে)
-তুমি? (এইটা নাবিলা কে উদ্দেশ্য করে)
-জ্বি আমিও।
-খারাপ, খুব খারাপ।
আমি আর নাবিলা ভুরু কুঁচকায় তাকালাম।
-কেন ভাইয়া?
এইবার ভাইয়া এইকান ওইকান হাসি নিয়ে বললেন,
আমিও ক্যাডেট। rcc.
তিনজনের মিলিত হাসি ছড়ায় গেলো সবখানে।
উনাকে এই addressটা দেয়া হইল সঙ্গে সঙ্গে
আর চললো ক্যাডেটীয় গল্প।
ভাইয়া আপনি তাড়াতাড়ি আপনাদের বেঞ্চ বিদ্রোহ দিবস নিয়ে লিখে ফেলেন।
সামিয়া,তুমি এই ব্লগের প্রতিষ্ঠাতা মেম্বার দের একজন।অথচ এখনো ফন্ট সাইজ এডিটিং টা শিখলানা... খারাপ... খুব খারাপ... 😉
অই আমি এই ফন্ট চাইনা চাইনা চাইনা।
এর আগেরটাও রায়হান বড় করে দিসে, এইটাও... অফফফ।
ছোটোটাই তো ভাল লাগে।
এইটা ব্লগের ডিফল্ট ফন্ট সাইজ হিসেবে ধরে নেয়া হইসে।কিছু করার নাই।ব্যাপারটা আর হাতে নাই।
আর আমার চশমা নিবার ইচ্ছা নেক্সট দশ বছরের মধ্যে আপাতত নাই...
হাতে নাই...
"বেঞ্চ বিদ্রোহ দিবস"টা নিয়ে তাহলে অচিরেই লেখা পাচ্ছি।
boitar name ki??? kono karone name ta thikmoto dekha jasse na..
মুহাম্মদ এর এই বইটা নিয়ে লেখা একটা ব্লগ আছে "নিষ্ঠজনের আলোয় দেখা"
লিংকটা হলঃ http://cadetcollege.wordpress.com/2008/02/26/নিষ্ঠজনের-আলোয়-দেখা/
আদু মিয়া, আয়া পড়ছশ নাকি? সবাই ডায়াপার রেডি কর। 😛
ধন্যবাদ... ঢিঁচ্চু
Dear ALL
cadet Collge niye jesob boi ache (e.g ক্লাস সেভেন, ১৯৭৮)... ai rokom boi gulo scan kore blog upload korle khub valo hoy .... tahole amara jara desher baire achi trao porte pari .... thankx
Mehedi - 18 - BCC - 895 - SUH
nice
মেহেদী ভাই ঠিক কথাই বলসেন। আমিও একমত।
কিন্তু এতবড়ো গুরুদায়িত্ব কে নেবে? অর্থ, সময়, যোগ্যতা...... অভাব।
@mehedi bhai
mehedi bhai frm BCC,SUH,house cultural prefect????
"Class VII, 1978" boita kobe ber hoise??? etar e-book version karo kase ki ase???
আমি আজ প্রথম এ ব্লগ এ ধুক্লাম। চমৎকার
ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের সাথে (বেশ স্মার্ট কিন্তু তখনও চিনিনা) পিং পং খেলায় টানা তিনটা ডিউস হলো। শেষ পর্যন্ত টাইব্রেক। জিতলেন বড় ভাই। খুব আফসোস লাগলো। ধুর, কার না কার কাছে হারলাম।
আমার বদঅভ্যাস হলো কারো কোন আচরন বা গুন ক্যাডেটীয় মনে হইলেই কোন না কোন ছুতায় জিজ্ঞেস করে ফেলি কলেজ কই ছিল। তো এইক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। এবং যথারীতি আবিষ্কার করলাম উনি এক্স-ক্যাডেট। পরে আফসোসটা দূর হল এই ভেবে যে, যাক টি টি খেলা যেমনই পারি, ক্যাডেটের কাছেই তো হারছি।