সিমির জন্য…

* আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ঈদের সকালেই এরকম একটি পোস্ট দেবার জন্য। আজকে সকালে ঊঠেই মেইলটা পেলাম, দেরী না করে আমি সেটা সবার জন্য হুবুহু তুলে দিচ্ছি। পোস্টটার লেখিকা সাফিনা নামে আমার এক ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ছাড়াও এই ব্লগে তার একটা বিশেষ পরিচয় আছে, মাইর খাওয়ার অসুবিধার্থে বললাম না।
আমরা কি কিছু করতে পারি? সিমির জন্য?

………………………………………………………………………………………………………………………..

সিমির জন্য…
আজকে আমরা সবাই একসাথে ঢাকা ভার্সিটিতে অনেকক্ষণ কাটিয়েছি,শুধু আনন্দ নামের জিনিসটা ছিল না। ছিল আশঙ্কা…কিভাবে সিমির জন্য টাকার ব্যাবস্থা করা যায়? কথা ছিল আগের ঈদের ছুটিগুলো যেমনই কাটুক এবার ছুটিটা হবে খুবই special,কারণ একটাই হলিক্রস স্কুল এস এস সি ২০০৩ এবার একটা গেটটুগেদের আয়োজন করবে দীর্ঘ পাঁচ বছর পর। কিন্তু বুধবার সন্ধ্যাটা যেন সব কিছু ওলট পালট করে দেবার জন্যই…ফোনের পর ফোন আসতে থাকে আমাদের সবচেয়ে শান্ত বন্ধু সিমি (শারমিন তাসকিন),ওর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। সবার মনে তখন একই প্রশ্ন-দুইটা কিডনিই নষ্ট হয়ে গেল!! অনেক সময় নিয়তি কি চায় বুঝে উঠা যায় না। অনেক কষ্টে যাচ্ছে সিমির দিন কিডনি ফাউন্ডেশনের ছোট কেবিনে। সিমির বাবা মা তাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এই বলে যে,বেশী দিন সিমিকে হাসপাতালে থাকতে হবে না। নিজের ভেতর কি রোগ বাসা বেঁধেছে তাও অজানা সিমির। দুই/তিন দিন পর পর dialysis এর জন্য ১৫/২০ হাজার টাকা খরচ হচ্ছে। আর সিমির স্বাভাবিক জীবন ফিরে পাবার জন্য প্রায় ৫০ লক্ষ টাকার দরকার। ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্রী সিমি হাসপাতালের বিছানায় শুয়ে এক নিষ্পাপ হাসি ধরে রেখেছে এই আশায়, সে বাড়ি ফিরে যাবে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলেই হয়তো বাবা মা নিজেদের সান্ত্বনা দেবার মত কিছুই খুঁজ়ে পান না। আমরা আমাদের সবচেয়ে শান্ত ফ্রেন্ডটিকে হারাতে চাই না। আসুন, মানবতাকে এগিয়ে নিয়ে যাই।
আরো একবার নিজেদের মানুষ হিসাবে প্রমান করি।

সহযোগিতার হাত বাড়াতে চাইলেঃ
মোহাম্মদ সোলাইমান
সঞ্চয়ী হিসাব নম্বরঃ ০০২১৯৯৩৩৫
জনতা ব্যাংক লিঃ
মোহাম্মদপুর কর্পোরেট শাখা

২,৬২৭ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “সিমির জন্য…”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    আমার মেঝ ফুপি এই একই রোগে মারা গিয়েছেন...আমি খুব কাছ থেকে দেখেছি এর ভয়াবহতা...আমি আশা করব সবাই এগিয়ে আসবে সাধ্যমত । আর সিমির জন্য রইল একরাশ ভালবাসা, সাহস হারিও না বোন...ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে...।

    জবাব দিন
  2. মুহাম্মদ (৯৯-০৫)

    আইইউটি খোলা থাকলে খুব ভালো হতো। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা যাবে না?
    খোলার দুয়েক সপ্তার মধ্যেই একটা ব্যবস্থা করা সম্ভব। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইইউটি খুলবে।
    খবরটা শুনে খুব খারাপ লাগলো। সিমির পাশে আমরা সবাই আছি, সিসিবি-র সবাই।

    জবাব দিন
  3. আমার বড় ভাইও ২০০৫ সালে কিডনীরোগে মারা গিয়েছেন।
    তাই কিডনী রোগের কথা শুনলেই কেমন যেন লাগে।
    আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর ওর জন্য দোয়া রইল।
    সত্যি কথা, আইইউটি টা খোলা থাকলে খুব ভাল হত।

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    সিমির জন্য শুভকামনা। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। ইউনিভার্সিটিগুলা বন্ধ থাকায় কেমন একটা ব্যাপার হয়ে গেল। হয়ে যাবে তবু কিছু একটা আশা করি।

    অফটপিক: সাফিনার অন্য পরিচয় জাতি জানতে চায়। একটু আগে জাতি এসে সেটা কানে কানে আমাকে বলে গেল।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ফৌজদারহাটে আমাদের বন্ধু স্থপতি মিজানুল মাহবুব এবং আমার বাবা মারা গেলেন কিডনি নস্ট হয়ে। এবিসি রেডিওতে আমাদের সহকর্মী ও কারিগরী পরামর্শক মাওলা নেওয়াজও দুই মাস আগে মারা গেলেন একই রোগে। সামিয়া তোমার পোস্ট পড়ে একে একে মনে পড়ে গেল নিজের কষ্টের কথাগুলো।

    সিমির জন্য শুভকামনা। সবার চেষ্টায় নিশ্চয়ই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা সবাই ওর সঙ্গে আছি।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. তাইফুর (৯২-৯৮)

    যতটুকু পারি, প্রার্থণা ও সাহায্যের হাত বাড়াতে চাই।
    account no add করে বিচক্ষণতার পরিচয় দিয়েছ সামিয়া।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিমির জন্য শুভকামনা। সবার চেষ্টায় নিশ্চয়ই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা সবাই ওর সঙ্গে আছি।
    ইনশাআল্লাহ, সিমি সুস্থ হয়ে উঠবে।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  8. মুসতাকীম (২০০২-২০০৮)

    সিমি আপুর জন্য শুভকামনা আল্লাহ ওনাকে তারাতারি সুস্থ করে তুলুক।


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  9. তৌফিক

    অনলাইন একটা একাউন্ট খুলতে পারবা? প্রবাসী অনেক আছে, টাকা দিতে পারবো। আমার ব্লগে কিছুদিন আগে এইরকম একটা অনলাইন ফান্ড রেইজিং ক্যাম্পেইন হইছিল।

    ওর জন্য শুভকামনা। খারাপ খবর ভালো লাগে না।

    আল্লাহ ওর ভালো করুক।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।