* আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ঈদের সকালেই এরকম একটি পোস্ট দেবার জন্য। আজকে সকালে ঊঠেই মেইলটা পেলাম, দেরী না করে আমি সেটা সবার জন্য হুবুহু তুলে দিচ্ছি। পোস্টটার লেখিকা সাফিনা নামে আমার এক ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ছাড়াও এই ব্লগে তার একটা বিশেষ পরিচয় আছে, মাইর খাওয়ার অসুবিধার্থে বললাম না।
আমরা কি কিছু করতে পারি? সিমির জন্য?
………………………………………………………………………………………………………………………..
সিমির জন্য…
আজকে আমরা সবাই একসাথে ঢাকা ভার্সিটিতে অনেকক্ষণ কাটিয়েছি,শুধু আনন্দ নামের জিনিসটা ছিল না। ছিল আশঙ্কা…কিভাবে সিমির জন্য টাকার ব্যাবস্থা করা যায়? কথা ছিল আগের ঈদের ছুটিগুলো যেমনই কাটুক এবার ছুটিটা হবে খুবই special,কারণ একটাই হলিক্রস স্কুল এস এস সি ২০০৩ এবার একটা গেটটুগেদের আয়োজন করবে দীর্ঘ পাঁচ বছর পর। কিন্তু বুধবার সন্ধ্যাটা যেন সব কিছু ওলট পালট করে দেবার জন্যই…ফোনের পর ফোন আসতে থাকে আমাদের সবচেয়ে শান্ত বন্ধু সিমি (শারমিন তাসকিন),ওর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। সবার মনে তখন একই প্রশ্ন-দুইটা কিডনিই নষ্ট হয়ে গেল!! অনেক সময় নিয়তি কি চায় বুঝে উঠা যায় না। অনেক কষ্টে যাচ্ছে সিমির দিন কিডনি ফাউন্ডেশনের ছোট কেবিনে। সিমির বাবা মা তাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এই বলে যে,বেশী দিন সিমিকে হাসপাতালে থাকতে হবে না। নিজের ভেতর কি রোগ বাসা বেঁধেছে তাও অজানা সিমির। দুই/তিন দিন পর পর dialysis এর জন্য ১৫/২০ হাজার টাকা খরচ হচ্ছে। আর সিমির স্বাভাবিক জীবন ফিরে পাবার জন্য প্রায় ৫০ লক্ষ টাকার দরকার। ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্রী সিমি হাসপাতালের বিছানায় শুয়ে এক নিষ্পাপ হাসি ধরে রেখেছে এই আশায়, সে বাড়ি ফিরে যাবে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলেই হয়তো বাবা মা নিজেদের সান্ত্বনা দেবার মত কিছুই খুঁজ়ে পান না। আমরা আমাদের সবচেয়ে শান্ত ফ্রেন্ডটিকে হারাতে চাই না। আসুন, মানবতাকে এগিয়ে নিয়ে যাই।
আরো একবার নিজেদের মানুষ হিসাবে প্রমান করি।
সহযোগিতার হাত বাড়াতে চাইলেঃ
মোহাম্মদ সোলাইমান
সঞ্চয়ী হিসাব নম্বরঃ ০০২১৯৯৩৩৫
জনতা ব্যাংক লিঃ
মোহাম্মদপুর কর্পোরেট শাখা
আমার মেঝ ফুপি এই একই রোগে মারা গিয়েছেন...আমি খুব কাছ থেকে দেখেছি এর ভয়াবহতা...আমি আশা করব সবাই এগিয়ে আসবে সাধ্যমত । আর সিমির জন্য রইল একরাশ ভালবাসা, সাহস হারিও না বোন...ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে...।
ঈনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আমরা সবাই তাই আশা করি।
আইইউটি খোলা থাকলে খুব ভালো হতো। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা যাবে না?
খোলার দুয়েক সপ্তার মধ্যেই একটা ব্যবস্থা করা সম্ভব। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইইউটি খুলবে।
খবরটা শুনে খুব খারাপ লাগলো। সিমির পাশে আমরা সবাই আছি, সিসিবি-র সবাই।
বুয়েটও বন্ধ, একই সমস্যা। আমরা চেষ্টা করছি এর মাঝেই যতটুকু করা যায়।
আমার ভুইয়াও বন্ধ নয়তো উপায় একটা করা যেতোই। যাই হোক একটা ব্যবস্থা করেই ফেলবো আশা রাখি।
আমার বড় ভাইও ২০০৫ সালে কিডনীরোগে মারা গিয়েছেন।
তাই কিডনী রোগের কথা শুনলেই কেমন যেন লাগে।
আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর ওর জন্য দোয়া রইল।
সত্যি কথা, আইইউটি টা খোলা থাকলে খুব ভাল হত।
সিমির জন্য শুভকামনা। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। ইউনিভার্সিটিগুলা বন্ধ থাকায় কেমন একটা ব্যাপার হয়ে গেল। হয়ে যাবে তবু কিছু একটা আশা করি।
অফটপিক: সাফিনার অন্য পরিচয় জাতি জানতে চায়। একটু আগে জাতি এসে সেটা কানে কানে আমাকে বলে গেল।
সাতেও নাই, পাঁচেও নাই
আমি ঝানি। 😡 😡 😡
আমারে মেইল দিস। :grr: :grr: :grr:
কয়া দিমুনে। 😀 😀 😀
আমাদের খবর যে ঝাতি খবে ঝান্তে ছাবে.. =(( :bash: =(( :bash: =(( :bash:
ফৌজদারহাটে আমাদের বন্ধু স্থপতি মিজানুল মাহবুব এবং আমার বাবা মারা গেলেন কিডনি নস্ট হয়ে। এবিসি রেডিওতে আমাদের সহকর্মী ও কারিগরী পরামর্শক মাওলা নেওয়াজও দুই মাস আগে মারা গেলেন একই রোগে। সামিয়া তোমার পোস্ট পড়ে একে একে মনে পড়ে গেল নিজের কষ্টের কথাগুলো।
সিমির জন্য শুভকামনা। সবার চেষ্টায় নিশ্চয়ই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা সবাই ওর সঙ্গে আছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যতটুকু পারি, প্রার্থণা ও সাহায্যের হাত বাড়াতে চাই।
account no add করে বিচক্ষণতার পরিচয় দিয়েছ সামিয়া।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মন খারাপ করা খবর।
ভার্সিটি খোলা থাকলে আসলেই সুবিধা হত।
সামনের গেট টুগেদারকেও কাজে লাগানো যায়।
সিমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই কামনা করি।
সবার সাড়া পেয়ে আসলেই খুব খুব ভাল লাগছে। আমরা যে যতটুকু পারি আসুন শীঘ্রই করি, আর একটু বেশি বেশি করে দোয়া করি।
আমি একমত। সবাই এইটা নিয়া একটু চিন্তা করি।
আমিও একমত।
ইনশাল্লাহ! আমিও সাহায্যের হাত বাড়াতে চাই।
আর দোয়া রইল মন থেকে।
সিমি, সুস্থ হয়ে উঠুন।
অনেক শুভ কামনা।
সিমির জন্য শুভকামনা। সবার চেষ্টায় নিশ্চয়ই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা সবাই ওর সঙ্গে আছি।
ইনশাআল্লাহ, সিমি সুস্থ হয়ে উঠবে।
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও আমার সাধ্যমত করতে চাই
সিমি আপুর জন্য শুভকামনা আল্লাহ ওনাকে তারাতারি সুস্থ করে তুলুক।
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
অনলাইন একটা একাউন্ট খুলতে পারবা? প্রবাসী অনেক আছে, টাকা দিতে পারবো। আমার ব্লগে কিছুদিন আগে এইরকম একটা অনলাইন ফান্ড রেইজিং ক্যাম্পেইন হইছিল।
ওর জন্য শুভকামনা। খারাপ খবর ভালো লাগে না।
আল্লাহ ওর ভালো করুক।
ভাইয়া এই কমেন্টটা কেমনে যে মিস করে গেলাম বুঝতেসি না। রায়হানের এই ব্লগটা নিশ্চুই পড়েছেন ভাইয়া, //cadetcollegeblog.com/raihanabir/1479
এখানেই সুইফট কোড দেয়া আছে।
কিন্তু ও এখন আছে কেমন? টাকা পয়সা যোগাড় হইছে কেমন??
ঠিক কথা ..
অনলাইনে ফান্ড রেইজিং এর বুদ্ধিটা কাজে লাগানো গেলে খুব ভালো হয়..
সিমি সুস্থ হয়ে উঠুক.....
সিমির জন্য অনেক অনেক দোয়া থাকলো। সিমি সুস্হ্য হবে ইনশাআল্লাহ্।