আমি অর্ডার দিয়ে বসে আছি,
ওহে ক্যান্টিন বয়,
খাওন দিয়া যাও আমায়……।।।
আমি বসে রইলাম একা (আ আ আ)
তুমি দিলা না তো দেখা।
আমি নুডুলস চাইছি অনেক আগে…।
দিলা না তো হায়…
খাওন দিয়া যাও আমায়……।।।
লাঞ্চে হলে ছিল মুরগী (ই ই ই ই ই)
ঝোলের মধ্যে পাইছি সুরকি।
তোমায় অর্ডার দিসি হালিম-পুরি,
খাইতে দিয়ো ভাই…
খাওন দিয়া যাও আমায়……।।।।।
খিদায় আমার প্যাট(পেট) জ্বইলা যায়…
ম্যানেজার বইসা কান যে চুলকায়।
আমি উইঠা চইলা যামু নাকি,
ভাবতেসি উপায়…
খাওন দিয়া যাও আমায়……।।।
শেষমেশ আমি হতাশ হইয়া…
পলাশীতে বইয়া বইয়া
ওরে ছোলা খাইলাম প্যাট ভরিয়া(আ আ আ)
মাত্র ৫ টাকায়……
খাওন দেও নাই তো আমায়……।।।।।
হলের ক্যান্টিনে বিকেলে নাস্তা করতে গিয়ে অর্ডার দিয়া পড়লাম বিপদে। আর নাস্তা দেয়না। তখন লালনের “আমি অপার হয়ে বসে আছি” গানটি বারবার মনে পড়ছিল। এটি গানটি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।
আসল গানের লিঙ্কটি দিয়ে দিলাম…
১ম। মজা পাইছি ভাই।
😀
মজা দিতে পেরে আমিও মজা পেলাম।
:teacup: খাও
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ভাল ভাল :clap: :clap:
The Bond Cadet
থ্যাঙ্কু ভাই। 😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
বাজো মেরেছিস............ বাট ভাল...... :-B
ফুয়াদ ভাই নাকি???
😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
হুম,
ভাল মানুষ হ...... :boss:
ওকে জনাব। 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
হাহাহাহাহাহা! বিনোদন! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
মজা পাইছি 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:tuski:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
পাইছি রে পাইছি
ব্যাপক বিনুদন :khekz:
ফাজলামি ট্যাগ পাল্টা
লাগা স্যাটায়ারখান :duel:
পুরাদস্তুর বাঙ্গাল
ফাজলামি সরায়ালবাম??? অইডাও থাকুক, লগে স্যাটায়ার দিয়া দিলাম। (সম্পাদিত)
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল