গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, ছড়া, নাটক, কাব্য, স্মৃতিকথা, আলোচনা, চলতি ঘটনা, ছবি ব্লগ, পড়াশোনা, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, রম্য রচনা, মুক্তিযুদ্ধ, রাজনীতি, ইত্যাদি বিভিন্ন প্রকার সাহিত্য বা আরো অনেক রকম সিরিয়াস বিষয় নিয়ে ইদানীং সিসিবিতে লেখালেখি হচ্ছে। কইনচেন দেহি, এর পাশাপাশি একটু হালকার উপর ঝাপসা করে, বা আস্তে করে জোরে টাইপ কিছু, ইয়ে মানে একটু ব্যতিক্রমধর্মী বা অন্যরকম কিছু হলে কেমন হয়? এই ধরেন আমি যদি এই ব্লগে আপনাদেরকে কিছু ধাঁধা জিজ্ঞাসা করি, তাহলে কি আপনারা বিরক্ত হবেন ;;) ? আসলে সত্যি বলতে কি, এই মূহূর্তে সিরিয়াস কিছু আমার মাথায় আসছে না ~x( । অপরদিকে আবার এই একটা পোষ্ট দিয়ে আমার কলেজকে সেঞ্চুরীর দিকে আরো একধাপ এগিয়ে নিতেও খুব ইচ্ছা করছে 🙂 । তাই ধাঁধার এই কৌশলটাই বেছে নিলাম 😀 😛 । ধাঁধাগুলো অবশ্য খুবই সহজ, অনেকেরই কমন পড়ে যাবে, তারপরও বলি। ধাঁধাগুলোর উত্তর আপনারা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। একজনকে একটির বেশি উত্তর না দেয়ার জন্য অনুরোধ করছি। কারন তা নাহলে অন্যরা চিন্তা করার এবং ধাঁধার আসরে অংশগ্রহণ করার সুযোগ পাবেনা। সঠিক উত্তরগুলো মন্তব্যের মাধ্যমেই জানানো হবে। তাহলে এখন আপাতত ধাঁধা শুরু করিঃ
ধাঁধা-১
দুই হাত চার পা, নাই লেজ মুড়ো
সকলেরে কোলে করে কিবা ছেলে বুড়ো
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-২
আমি থাকি খালে বিলে, তুমি থাক ডালে
একদিন দেখা হবে মরনের কালে
প্রশ্নঃ কইনচেন দেহি এই দুইডা কি কি?
ধাঁধা-৩
ঘর আছে, মানুষ নাই
কথা আছে, ক্লান্তি নাই
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-৪
ঘর আছে, দুয়ার (দরজা) নাই
মানুষ আছে, কথা নাই
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-৫
কোন জিনিষ কাটলে বড় হয়?
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-৬
কোন জিনিষ টানলে ছোট হয়?
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-৭
ছয় পায়ে আসি, চার পায়ে বসি, দুই পায়ে ঘষি
সবচেয়ে গ্রীষ্মকালকে বেশি ভালবাসি
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-৮
সকালে হাটে চার পা দিয়ে
দুপুরে হাটে দুই পা দিয়ে
বিকালে হাটে তিন পা দিয়ে
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-৯
হাত আছে, পা নেই, বুক তার ফাটা
মানুষকে গিলে খায়, নাই তার মাথা
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
ধাঁধা-১০
যে বানায় সে কিনে না
যে কিনে সে ব্যবহার করে না
আর যে ব্যবহার করে সে দেখে না
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?
বিঃদ্রঃ আবারো অনুরোধ করছি একজন ১টির বেশি উত্তর না দেয়ার জন্য। যে কেউ আরো কিছু ধাঁধা জিজ্ঞাসা করলে খুশি হব। এটা একটা সিরিজ আকারেও চলতে পারে। সবার জন্য এই সুযোগ রইল উন্মুক্ত। ধন্যবাদ
মাম্মা রহমান, দোস্ত দারুন জিনিস দিলি :clap: :clap:
আমি দেখি সব কয়ডাই পাইরা গেছি :grr: :grr: প্রশ্নঃ কইনচেন দেহি ক্যামনে পারলাম? 😀 😛 থাক কমুনা, কুনু প্রইজের ব্যবস্থা রাখোসনাই দেইখা। B-)
আরো কয়ডা যোগ করুম এডির লগে :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :)) :)) প্রাইজ তো দিব এডু, মডু অর সিও 😉
দেশে আইসা লই, তোর প্রাইজ পাওনা রইল, ঠিক আছে?
জলদি কর :boss: :boss: :boss:
মনে হয় সবগুলা পারলে উত্তর দেয়া যাবে এই অপশন রাখলে মজা হবে। যাই হোক প্রশ্ন কঠিন করে উত্তর আগে একটার দেই।
ধাঁধা -৯ শার্ট
আপু,
আপনার উত্তরটা আংশিক গ্রহণযোগ্য তবে সম্পূর্ণ সঠিক হয়নি। উত্তরটা আসলে পাঞ্জাবী, কারন শার্টের তো পুরা সামনাটাই ফাটা থাকে, কিন্তু পাঞ্জাবীর (আবার শেরোয়ানী না কিন্তু) শুধু বুক ফাটা থাকে।
যাই হোক, আপনাকে অবশ্য সেজন্য আংশিক ধন্যবাদ দিব না, অংশগ্রহণ করার জন্য পূর্ণ ধন্যবাদই দেয়া হলো :clap: 🙂
৮ এর উত্তর মানুষ
উত্তর সঠিক :clap:
ধন্যবাদ ইফতেখার 🙂
ধাঁধা-১
দুই হাত চার পা, নাই লেজ মুড়ো
সকলেরে কোলে করে কিবা ছেলে বুড়ো
উত্তর: দোলনা
ধাঁধা-২
আমি থাকি খালে বিলে, তুমি থাক ডালে
একদিন দেখা হবে মরনের কালে
উত্তর: মাছ আর মরিচ
ধাঁধা-৩
ঘর আছে, মানুষ নাই
কথা আছে, ক্লান্তি নাই
উত্তর: রেডিও
ধাঁধা-৪
ঘর আছে, দুয়ার (দরজা) নাই
মানুষ আছে, কথা নাই
উত্তর: কবর
ধাঁধা-৫
কোন জিনিষ কাটলে বড় হয়?
উত্তর: চুল
ধাঁধা-৬
কোন জিনিষ টানলে ছোট হয়?
উত্তর: সিগারেট
ধাঁধা-৭
ছয় পায়ে আসি, চার পায়ে বসি, দুই পায়ে ঘষি
সবচেয়ে গ্রীষ্মকালকে বেশি ভালবাসি
উত্তর:
ধাঁধা-৮
সকালে হাটে চার পা দিয়ে
দুপুরে হাটে দুই পা দিয়ে
বিকালে হাটে তিন পা দিয়ে
উত্তর: মানুষ
ধাঁধা-৯
হাত আছে, পা নেই, বুক তার ফাটা
মানুষকে গিলে খায়, নাই তার মাথা
উত্তর: শার্ট
ধাঁধা-১০
যে বানায় সে কিনে না
যে কিনে সে ব্যবহার করে না
আর যে ব্যবহার করে সে দেখে না
উত্তর:
এইটা তো পুকুর হও্য়ার কথা
তোমারটাই ঠিকাছে মনে হয়। আমি তো আন্তাজি মারছি সব। 😀 😀 😀
কলেজের পুরানো অভ্যাস, ছাড়তে পারতেছনা মনে হয়, তাই না?
x-( x-( x-(
চুল কাটলে তো সাথে সাথে বড় হয়না, পুকুর কাটলে সাথে সাথে বড় হয়, বুঝছ? 😡
সঠিক ইফতেখার, যদিও একটার বেশি উত্তর দেয়া নিষেধ ছিল তবুও কামরুকের ভুল উত্তরের কারেকশন হিসেবে এটা গ্রহণ করা হলো। 🙂 :clap:
x-( x-( x-( x-( x-( x-( x-(
প্রথমেই এই ধাধার শত ভঙ্গ করে সব উত্তর একসাথে দিয়ে হিরো বনার বথা চেষ্টা করা করার জন্য ব্লগের সিও র কাছে কামরুলের আইপি সহ যাবতীয় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ৭ দিনের জন্য ভ্যান চাই।
১ আর ৫ এর উত্তর ভুল হয়েছে। ৯ নম্বরটা সেলিনা আপুকে নকল করেছে। ৭ আর ১০ তো কামরুল পারেই না 😛 । তার মানে ৫ টাই ভুল =)) । মাঝখান দিয়ে অন্যদেরকে একটু মাথা ঘামানোর সুযোগটা দিল নষ্ট করে। নাহ্। কামরুল খুব খারাপ একটা কাজ করেছ 😡 । সামনে পেলে তোমাকে এখন সত্যি সত্যি সাইজ করতাম :chup: :chup: :chup:
সরি বস!!
আমি ভাবছিলাম এক্টার বেশি উত্তর দেয়া যাবে না মানে একবারের বেশি ২ বার দেয়া যাবে না। তাই একবারে সবগুলি এটেম নিছিলাম।
কলেজে পরীক্ষার সময়ও তো তাই করতাম। পারি আর না পারি সব প্রশ্ন দাগাইয়া আসতাম। হইলে নাম্বার না হইলে নাই। 😀 😀
আর ভোর বেলায় আধোঘুমে উত্তর দিছি তো , মানে প্রিপারেশন ভালো ছিলো না আর কি। তাই নাম্বার কাটা পড়ছে। তবে ব্যপক মজা পাইছি। ধাঁধার খেলা ভালই লাগতেছে। আমিও এইখানে কয়েকটা ধাঁধা দিমু একটু পর। 😉 😉 😉 😉
হুমমম। ধাঁধা দিতে পারলে অবশ্য বিশেষ বিবেচনায় মাফ করা যেতেও পারে 😉
আর না হলে কিন্তু শাস্তি অবধারিত :grr: :grr: :grr:
হ এইবার বিসিএস দিলে বুঝতেন।ভুল উত্তরের জন্য অর্ধেক নাম্বার কাটা। x-(
ভাই দয়াকরে ১০ নাম্বারের উত্তরটা দিন
ধাঁধা-১০
যে বানায় সে কিনে না
যে কিনে সে ব্যবহার করে না
আর যে ব্যবহার করে সে দেখে না
উত্তর: কফিন।
আর অনেকগুলা উত্তর দেওয়ার জন্যে কামরুলের ভ্যান চাই।
মরতুজা ভাই,
উত্তর সঠিক :clap:
একমত :thumbup:
আমি সবগুলা পারতাম। B-) কামরুল ভাই বইলা দিছে দেখে আর ক্রেডিট নেওয়া হইল না। :-B
কামরুল ভাই ধাঁধা-৭
ছয় পায়ে আসি, চার পায়ে বসি, দুই পায়ে ঘষি
সবচেয়ে গ্রীষ্মকালকে বেশি ভালবাসি
উত্তর: এইটার উত্তর দেয় নাই। তৌফিক ভাইইইই,
কইচেন দেহি এইডা কিতা হইবো???
:grr: :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এখন আর বলমু না। আমি রাগ করছি।
:no: :no: :no:
না পারলে জানাইও 😛
আমি তো আছিই 😀
দেখি সব সঠিক উত্তর পাঠকরা দেতে পারে কি না 😉
হাচা কই, ২ আর ৮ ছাড়া একটাও কমন পড়ে নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্
এই সইত্য কতাডা বলার জইন্য আপনেরে :salute:
পোলাপাইন সব ক্রেডিট একাই নিবার চায় 😡
এইডার কি শাস্তি হওন উচিত কইনচেন দেহি :-/
কামরুলরে লং আপ করায় রাখ। ব্যাটা চাপাবাজ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রহমান ভাই আরো দেন আরো। :awesome: :awesome:
ষ্টকে এখন আর নাই রে ভাই 😛 । দেখি আবার টোকাইয়া যদি কিছু যোগাড় করতে পারি, তাইলে আরেকটা ট্রাই দিমুনে 😉 । আপাতত তোমরা চালাইয়া যাও :gulli:
:grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
উরি বাবা, ডরাইছি 😮
খাল বিল থুইয়া তুমি দেখি সাগরে নামাই দিলা :-B
এইদুইডার মইদ্যে ডালে কে থাকে :-/
ছবি ভাল ছিল রেজওয়ান :thumbup:
😀 😀 😀 😀 😀 😀 😀
থ্যাঙ্কু...ভস :boss: :boss: :boss:
আমি পারি না :(( :(( :(( :(( ।
Life is Mad.
আমারে চুপি চুপি ফোন দিতি, মোবাইলে বইলা দিতাম 😉
ফোনে শুইনা এইখানে উত্তর দিতি আর ভাব নিতি 😛
১ নং আর ৭ নং এর সঠিক উত্তর এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই :awesome: :awesome:
না পারলে আমি কি বলে দিব এখন, নাকি আরেকটু সময় দিব ??? :-/ 😉
১নং টা তো মনে হয় হাতলওয়ালা চেয়ার হবে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধাঁধা-৭ নম্বরটা হইলো
ট্রাক্প্রাইভেট্কারসাইকেলবিকিনি
হইছেনা! 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
বস, আপনার চিন্তাধারা পছন্দ হইছে... :-B :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হয় নাই, হয় নাই 😛 😛 😛
উত্তর সঠিক জুনায়েদ :clap:
সঠিক উত্তরের জন্য ধন্যবাদ 🙂 , কিন্তু কোন পুরস্কার নাই 😛
সবার জন্য আমি একটা ধাঁধা দিলাম। তবে কেউ অশ্লীলতার জন্য আমার ব্যান চাইবেন না। কারন এইটা একটা লোকজ ধাঁধা। প্রথমে শুইনা আমিও খারাপ ভাবছিলাম। কিন্তু উত্তর শুনার পর ধরা খাইছি। তো হয়ে যাক.........
১.
ত্যাড় ত্যাড়া ন্যাড় ব্যাড়া
ছ্যাপ দিয়া খাড়া করা
চেংড়ার একবার
বুইড়ার বারবার
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি? 😉 😉 😉
কমুনা, কইলে পোলাপাইন ধরা খাইবো ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy: :shy: :shy: :shy: :shy: কিমু নি.............................. :grr: :grr:
আমার মাতাডা দেহি আউলাই যাইতেছে ~x(
কালি কারাপ চিন্তা চুইলা আসে 😉 😛 😀
একটু সহজ কইরা দেও না 😉
এইখানে তো ভুল উত্তর দিলে কোন নাম্বার কাটা যাবে না। টেরাই করতে থাকেন। 😀 😀
কামরুল ভাই, এইটা কি সুঁচে ভরার জন্য সুঁতা হইব??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিলিত ঝিমিলা কিরা =))
সংসারে প্রবল বৈরাগ্য!
আর্মি ভাই, ঝামেলার কি আছে??? :-B
আমার তো ঠিক নাও হইতে পারে... O:-)
আপনে যত ইচ্ছা শ্লীল-অশ্লীল ভাবতে থাকেন... B-) 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ তুই বস। এক্কেরে ঠিক হইছে।
দেখি এইবার আরেকটা ক তো।
২.
চারদিকে বাল
মাঝখানে খাল
খালের ভিতরে লাল।
স্বামী আছে যতোদিন
দিতে হবে ততোদিন। 😛 😛 😛
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি? 😀
এটা মনে হয় সিঁদুর।
রইল বাকি সাত :awesome:
৭ নং টা এখন পযন্ত কেউ পারে নাই :awesome: :awesome: :party:
কমেন্ট কি করব, হাসতে হাসতে আমার বিছানা কাঁপাকাঁপি করতেসে। :goragori: :khekz: :goragori: আমি অবশ্য বিছানায় বইসা আছি। আমি হাসা কইরাই কইতাছি, আমি ১নং আর ৭নং ছাড়া সবগুলো পারতাম, কিন্তু লেইট কইরা ফেলাইছি। ~x(
কামরুল ভাই এর ভাওয়াইয়া জোকস বেশ সুড়সুড়িমূলক। কামরুল ভাইয়ের পল্লী জোকস পইরা উত্তর চিন্তা করতে নিজেরে অনেক চেক দিতে হইছে, এখন ও চেক এর উপরে আসি।দেখি পাই কিনা।
কামরুলের জন্য ধাধা.......বল তো...
দুই পা ধরিয়া
কুচ কুচ করিয়া
আমার কাম সারিয়া
তোমায় দিলাম ছাড়িয়া
এইটা কি 😛 😛 😛 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি সব আখাস্তা ধাধা দিতেছে পোলাপাইন গুলা, সবডি বদের হাড্ডি হই গেছে।
কঠিন মাইর দেয়া দরকার।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঠিক কইচেন বস্, আফনে কষ্ট কইরেন না। আমি দিয়া দিতেছি :chup: :chup: :chup:
বস ধাধার একটা হিন্টস দেই..........
যেই ধাধা যত আখাস্তা তার উত্তর তত পবিত্র 😀 😀 😀 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পবিত্র? :dreamy:
তাইলে তো মনে হইতেছে 'পায়ে ধরে সালাম' করা হইব... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
;)) :goragori: :khekz: :))
ঝুনা দ্য গ্রেট :thumbup:
ঝুনা,
তুই
দুই পা ধরিয়া
কুচ কুচ করিয়া
সালাম করিস?????? :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি তো কারো পা ধইরা সালাম করি না... :-B
'পবিত্র' আর 'দুই পা' মিলায়া কইলাম আর কি... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পবিত্র দুই পা মিলাইয়া বললি?????
অফটপিক: আমিও ফয়েজ ভাইর 'আখাস্তা' শুণে ভয় পেযয়ে 'পবিত্র' লিখা ফালাইছি। 😀 😀
আসলে জিনিসটা অনেকেরই কামে লাগে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তাইলে আর কি...কাঁচি হইতে পারে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
bangla likhte parchi na bole sorry. 7 no dhadhar uttor hobe machi.
:thumbup: :thumbup: :clap: :clap:
ধাঁধা-৭
ছয় পায়ে আসি, চার পায়ে বসি, দুই পায়ে ঘষি
সবচেয়ে গ্রীষ্মকালকে বেশি ভালবাসি
উত্তর ঃ মাছি
উত্তর সঠিক হয়েছে বস্ :thumbup: । আপনি খুজে খুজে আমার এই পুরাতন পোষ্ট বের করে মনযোগ দিয়ে পড়েছেন দেখে খুব অবাক এবং সেই সাথে খুশি হলাম।
অনেক অনেক ধন্যবাদ 🙂