প্রিয় সিসিবিয়ান ছোট-বড় ভাই ও বোনেরা,
আল্লাহর অশেষ রহমতে এবং সবার শুভ কামনায় ইন্শাল্লাহ আগামী ২৭ শে অক্টোবর রাতে আমার মা-বাবা পবিত্র হজ্জ্বের উদ্দেশ্যে রওয়ানা হবে।
ইউ এন মিশনে যাবার আগেই নিয়্যত করে গিয়েছিলাম যে ফিরে এসে আমার মা-বাবাকে পবিত্র হজ্জ্ব পালন করতে পাঠাব। আল্লাহ যেন আমার এই নিয়্যত পূর্ণ করেন। আর মাত্র ৩ দিন বাকি। আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হব, মা-বাবাকে ফ্লাইটে তুলে দেয়ার জন্য। ব্যস্ত থাকব খুব, হয়তো সিসিবিতে ঢু মারার সময় পাবনা। তাই আজই দোয়া চেয়ে নিচ্ছি। আমার মা-বাবা যেন সঠিকভাবে হজ্জ্ব সম্পন্ন করে সুস্থ্য দেহে দেশে ফেরত আসতে পারে সেজন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
অবশ্যই তোমার বাবা-মার জন্য শুভ কামনা করছি। তুমিও ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:hatsoff: ধন্যবাদ লাবলু ভাই।
ফি আমানিল্লাহ।মা বাবার প্রতি আপনার এই ভালবাসা দেখেও অনেক ভাল লাগল রহমান ভাই।
:hatsoff: :hatsoff: :hatsoff:
Life is Mad.
আল্লাহ উনাদের হজ্জ্ব কবুল করুন।
আল্লাহ সবার নেক নিয়তগুলোতে শ্বার্থকতা দান করুন।
চ্যারিটি বিগিনস এট হোম
আল্লাহ ওনাদের হজ্জ্ব কবুল করুন এবং ওনাদের সুস্থ শরীরে ফিরিয়ে আনুন এই দোয়া করি।
আপনার বাবা মায়ের জন্যে দোয়া করি এবং সেই সাথে আশা করি আমরাও আপনার মতো এমন নেক নিয়ত করে সফল হতে পারবো। আল্লাহ উনাদের হজ্জ্ব কবুল করুন।
তোমার নিয়তটা খুব সুন্দর ছিলো।
আন্টি আর আঙ্কেলকে বলে দিও আমাদের জন্য দোয়া করতে।
আল্লাহ ওনাদের হজ্জ্ব কবুল করুন এবং ওনাদের সুস্থ শরীরে ফিরিয়ে আনুন
:boss: :boss: :boss:
আমার মা বাবাও এবার হজ্জ্বে যাচ্ছেন । আপনারা সবাই তাঁদের জন্যও দোয়া করবেন।
তোমার বাবা-মার জন্য শুভ কামনা করছি। আল্লাহ ওনাদের হজ্জ্ব কবুল করুন এবং ওনাদের সুস্থ শরীরে ফিরিয়ে আনুন। ওনাদের আমাদের জন্য দোয়া করতে বলে দিও।
অসাধারন রহমান। তোমার মত নিঃস্বার্থ ছেলে দিয়ে ভড়ে যাক সব বাবা মার অন্তর।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
উনাদের জন্য শুভ কামনা, সুস্থ শরীরে উনারা ফিরে আসুন, এই দোয়া রইলো।
আমাদের জন্য দোয়া করতে বলবেন খালাম্মা-খালুকে।
উনাদের জন্য শুভ কামনা, সুস্থ শরীরে উনারা ফিরে আসুন, এই দোয়া রইলো।
আমাদের জন্য বেশি বেশি দোয়া করতে বলবেন খালাম্মা-খালুকে।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রহমান ভাই...খুবই চমৎকার কাজ করেছেন ।এই রকম কাজ করতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার।আল্লাহ উনাদের সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসুন...আমিন।
খুব ভাল কাজ করেছিস।আমার দোয়া রইল। আমার জন্য দোয়া করতে বলিস। ভাল থাক।।।।।।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু আগে মা-বাবাকে হজ্জ্ব ক্যাম্পে বিদায় জানিয়ে আসলাম। রাত ২ টা ৪৫ মিনিটে ফ্লাইট। আমার মা-বাবাকে বলেছি, সিসিবির সবাই দোয়া চেয়েছে। ইনশাল্লাহ সবার জন্য আমার মা-বাবা দোয়া করবে। আপনারা সবাই ও দোয়া করবেন। আল্লাহ আমাদের সবার নেক আমল ও দোয়াগুলো কবুল করুন। আমিন
আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়াতে গত ৯ তারিখে আমার মা, বাবা দুজনই পবিত্র হজ্জ্ব শেষ করে সুস্থ্যভাবে দেশে ফিরেছেন।
এজন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া এবং আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।