সিঁড়ি

সিঁড়ি

আমরা সিঁড়ি তৈরী করি
উন্নয়নের কথা ভেবে
তাদের কিছু জড়
আর কিছু জীবিত।

জীবিত সিঁড়িদের কিছু
সুবিধা দিতে সদা প্রস্তুত
তাদেরি উপর দিয়ে
আমরা উঠে যাই উপরে
এ ভাবে যদি পেয়ে যাই
সৌভাগ্যের লিফট
অবহেলা আর উপেক্ষার
অন্ধকার আবর্জনায়
পড়ে থাকে সেই সিঁড়ি!

কখনো পিছু ফিরে দেখিনা
কিন্তু দুর্যোগ দুর্বিপাকে
ইমার্জেন্সি এক্সিটে
অকৃতজ্ঞের মত
বেরিয়ে আসি
তাদের বুক মাড়িয়ে!

টিটো মোস্তাফিজ
০৬ জুন ২০২১
নাটোর

সিঁড়ি কবিতাটি পাঁচ বছর আগে লেখা Stairs এর অনুবাদ ।

Stairs

We make stairs
to go up and down
some of them are dead
but some are alive.
Some of the living stairs
were ready to offer leverage.
We use lifts and left aside
the stairs in darkness.

We never look down
but use them in need
as emergency exit.
Think about earthquake
or any other disaster.
How ungratefully
we step over them.

© Mostafizur Rahman Tito

৬৭৯ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “সিঁড়ি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।