কাক

কী এক হতভাগা পাখি

রাজ্যের যত ময়লা
খেয়ে করে পরিস্কার

তারই বাসায় চুরি করে
কোকিল ডিম পাড়ে

ডাকাতি করে ভালোবাসা

অথচ চোর দুর্নামটি
গেল না কোনমতে

কবে না কি নিয়েছিল
ময়ূরের পুচ্ছদেশ

কিংবা কারো সস্তা
রঙিন কাঁচের চুড়ি!

দেখো হে ভেবে
আর কবার

গল্পটা এবার
পাল্টানো দরকার…

১৫ ফেব্রুয়ারি ২০২১

১,০৮৬ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “কাক”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।