ডিসেম্বরের হাইকুগুচ্ছ

ডিসেম্বরের হাইকুগুচ্ছ

১২৫

অতলান্তিক সময়
চলতে স্রোতের বিপরীতে
কূলহারা নাবিক

১২৪

এক রত্তি ডাঙা
পালক খুঁটে খুঁটে হাঁস
রোদ কণা মাখে

১২৩

সাদা সজনে ফুল
ফুলিয়ে রোঁয়া বুলবুলি
রৌদ্র মাখে গায়

১২২

উল্টা বিব্রত
আজব প্রজন্ম কহে
সব তোমাদের দোষ

১২১

মলন মলা শেষ
উঠোন ঠুকরে মা মুরগী
ছানাদের ডাকে

১২০

হেমন্তের দুপুর
ছোট্ট দ্বীপে হাঁসের দল
জলকেলি শেষে।

১১৯

হেমন্তের সকাল
বুলবুলি আর চড়ুইপাখি
খেজুররস চাখে

১১৮

হেলে পড়া বাঁশ
পানকৌড়ি ডানা শুকায়
কবোষ্ণ রোদে

১১৭

সাত ভাই ছ্যাতারে
ক্যাজ ব্যাজে সারাবেলা
থামার ফুরসৎ নাই

১১৬

আখের ফুল ওড়ে
টানলে চারা নরম গম
ভাতশালিকের দল

১১৫

ধান কাটা সারা
বিলের মাঝে হাঁসের ঝাঁক
জলকেলী করে

ডিসেম্বর/২০১৯ মাসের প্রথম সপ্তাহে লিখিত ১১টি হাইকু

©মোঃ মোস্তাফিজুর রহমান টিটো

৪,৬৯০ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।