আটটি হাইকু

এক

তারার আলো
পতঙ্গের ঐকতান আর
নাসিকা গর্জন

দুই

শীতনিদ্রায় ব্যাঙ
আসেনি প্রিয়া বৃষ্টিতে
অশ্রুধারায় বান

তিন

বোলতার আক্রমন
আকাশে তারা ঝিকমিক
পতঙ্গের কনসার্ট
২৮/১০/২০১৯

 

চার

কার্তিকে লঘুচাপ
প্যাট প্যাট ছাদ গড়ানো জল
সানশেডে কাক

পাঁচ

হেমন্তে লঘুচাপ
নারকেল গাছে ভেজে কাক
পানকৌড়ির প্রায়

ছয়

নাসিকা গর্জন
প্রতিবেশী কোলবালিশ
আর বৃষ্টির বাগড়া

সাত

টিক টিক হাতঘড়ি
ঘুনপোকার ক্যাট কুট কট
রাত হলো সারা
২৫/১০/১৯

 

আট
চেয়ার ও টাকা
ফিটফাট রাখা চাই
জুতা ও চাকা

©টিটো মোস্তাফিজ

৫,১৬১ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “আটটি হাইকু”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।