এডিস সমাচার

এক

মশক সহবাস
খেয়ালখুশির ভবন সড়ক
বরষার পানি নামেনি!

দুই

তিনদিন বা অধিককাল
টবেতে জমা স্বচ্ছ জল
ডেঙ্গুর আমদানী!

তিন

সাদা কালো ডোরা পেট
লম্বা লম্বা পা
এডিস মশা ভয়ঙ্কর
রাতে কামড়ায় না!

চার

নিধন লুকোচুরি
উত্তর দক্ষিণ মহানগরে
মশকরা মশকরা করে!

পাঁচ

কেউ করে তর্ক
কেউ করে ব্যাবসা
কেউ দেয় আশ্বাস
কাল হল বরষা!

৭,৫১০ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।