এক ডজন হাইকু

এক

প্রেম ও দ্রোহ
কবিতা গান উপন্যাসে
বাজে অগ্নিবীণা
২৬ মে ২০১৯

দুই

রাগমোচন
খেলা শেষে বিজয়ী
উভয় পক্ষ

তিন

রবি ঠাকুর
বাংলার বিচ্ছুরণ
দেখিছো সবে

চার

ঘরের কবি
এত প্রেম পুস্তকে
বাস্তবে কই?

পাঁচ

নষ্ট জমিন
সহস্র পুষ্প হেথা
সুগন্ধ কই?

ছয়

গোধুলি বেলা
দীর্ঘতর হতে হতে
ছায়ারা হারায়
১০.০৪.২০১৯

সাত

আরোপিত স্বতঃস্ফূর্ততা
মালিশ করে পালিশ করি
নিজ নিজ মুখোশ
৩/৪/১৯

আট

খাণ্ডব দাহন
দাফন কাফনের পর
সব আগের মত
২৯.০৩.২০১৯

নয়

ফেসবুকে নর্সিসাস
নিজ চিত্র কিংবা লিখনি সেরা
আর সকলি গরল ভেল!
২৩.০৩.২০১৯

দশ

সংখ্যা লঘু জনম
প্রায়শ্চিত্ত প্রতিনিয়ত
অন্যায় অবিচারে

এগারো

জোড়া চাঁদ
ত্রিভুজের অধোমুখে
একটি গোলাপ

বারো

a pair of moons
valley down the triangle
red rose blooms

© Mostafizur Rahman Tito

৫,০২৮ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “এক ডজন হাইকু”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।