লুকোচুরি

টিল্লো, ধাপ্পু, টুকি টুকি
ছোটরা খেলে লুকোচুরি
খুজে পায় বা নাই পায়
খেলাতেই মজা ভারি।
বড়রাও খেলে লুকোচুরি
লুকায় লুকায় চুরি চুরি
কি লুকায় খুজে দেখি
কে বা আছে এত সাহসী!

একান্ত সেই গোপন কোটরে
লুকিয়ে রাখি কত কী যে!
না পাওয়ার দুঃখ রোগ
টাকা কড়ি গোপন ভোগ
লুকিয়ে রাখি চোখের জল
আর লুকাই বুকের অনল

১৬.০৭.২০১৮

The Hollow

Children play
hide and seek
Found or not
They really enjoy it.

The grownups play
hide and hide.
Who dares to seek?

In the hollow
we hide pains
we hide gains
we hide tears
we hide fears
we hide money
we hide agony
we hide notions
we hide emotions.

Even the most painful
and deadliest screams
are silenced
in the hollow of life.

৬,০৭৭ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।