শোভন চেয়ার আন্তঃনগর
রেলগাড়ী ঝকর ঝকর
গাছপালা ঘর জীব জানোয়ার
দোলায় দোলে জানালার ধার
জোরছে তাদের কেউ ছুটে যায়
কেউবা যেন কেবল ঝিমায়।
মাঠের পর রাস্তার ধার
নারকেল সার বাঁশের ঝাড়
তার ছায়াতে বাবা ঘুমায়
দিন গোনে মা অপেক্ষায়।
বিষ্যদ বার শুককর বার
শনিবার আর কত বার?
ছেলে তবু আসে না আর!
শোভন চেয়ার আন্তঃনগর
রেলগাড়ী ঝকর ঝকর
ভরদুপুরে জানালার কাঁচ
নোনা কুয়াশা খচ খচ খচ।
চমৎকার ... খুব ভাল লেগেছে
ধন্যবাদ মামুন 🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
শোভন চেয়ার আন্তনগর
রেলগাড়ি ঝকঝক চলছে
মনের ভিতর দিনভর
জি ভাই :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল