কর্তৃপক্ষ সমীপে

নিজের লেখায় লাইক/কমেন্ট/শেয়ার পড়লে ভালই লাগে। যেমন আমার লেখা ক্যাপ্টেন কারেজিয়াস ক্যাডেট ম্যাগাজিনে এবং Bangladesh Navy এর ফেসবুক পেজে ব্যাপক নন্দিত হয়েছে। কিন্তু তাদের সম্পাদক/ এডমিন অনুমতি চাওয়া দূরের কথা আমাকে জানানর ন্যূনতম ভদ্রতা দেখাননি। এ বিষয়ে ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করছি।

৫,৮৮২ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “কর্তৃপক্ষ সমীপে”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    বটে। কথা বিবেচ্য।
    তবে সম্ভবত আমাদের এ ব্লগেরই কোনো গুণমুগ্ধ পাঠক শেয়ারটি দিয়েছেন।
    জানিনা না জেনে ধারনাপ্রসূত আমার এ মন্তব্য কতোটা সঠিক। তথাপি, মনে হলো বিলে বলেই ফেললাম।

    জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)

    আমার একটা ব্লগ, '' সত্য ভূতের গল্প'' একটা পেজ এরকম কপি পেষ্ট করে দিসিলো। ক্যাডেট ব্লগ থেকে যে নিসে সেটাও উল্ল্যেখ করেনাই, কার লেখা সেটাও না। আর অনুমতি সেটাতো প্রশ্নই আসেনা।

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    পেইজগুলা যারা চালায় তারা নিজেদের নাম আড়ালে রাখেন।
    তবে আপনাকে লেখায় ট্যাগ করতে পারতো।
    তবে আপনার উল্লেখ করেছে ওখানে।
    তাছাড়া প্রিন্টেড মিডিয়ায় আসেনি।
    তাই খুব একটা গর্হিত কিছু দেখছি না।

    তবে এরপর আপনার লেখায় কপিরাইট প্রটেক্টেড দিয়ে দিয়েন।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. অনেক দিন পরে, (৩ বছর) দেখলাম এটা। ভাইয়া যদি এখনো এখানে থেকে থাকেন, তাহলে শুধু একটা তথ্য আপনার জন্য। বাংলাদেশ নৌ বাহিনীর কোন ফেসবুক পেইজ নেই। যেটা দেয়া হয়েছে ওটা কোন একজন ফ্যান চালায়, কে জানি না। অফিসিয়ালি নেভীর কেউ কোন পেইজ হ্যান্ডেল করে না।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।