নিজের লেখায় লাইক/কমেন্ট/শেয়ার পড়লে ভালই লাগে। যেমন আমার লেখা ক্যাপ্টেন কারেজিয়াস ক্যাডেট ম্যাগাজিনে এবং Bangladesh Navy এর ফেসবুক পেজে ব্যাপক নন্দিত হয়েছে। কিন্তু তাদের সম্পাদক/ এডমিন অনুমতি চাওয়া দূরের কথা আমাকে জানানর ন্যূনতম ভদ্রতা দেখাননি। এ বিষয়ে ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করছি।
২০ টি মন্তব্য : “কর্তৃপক্ষ সমীপে”
মন্তব্য করুন
বটে। কথা বিবেচ্য।
তবে সম্ভবত আমাদের এ ব্লগেরই কোনো গুণমুগ্ধ পাঠক শেয়ারটি দিয়েছেন।
জানিনা না জেনে ধারনাপ্রসূত আমার এ মন্তব্য কতোটা সঠিক। তথাপি, মনে হলো বিলে বলেই ফেললাম।
শেয়ার তো করেনি লুৎফুল ভাই। কপি পেষ্ট করেছে।
পুরাদস্তুর বাঙ্গাল
তবে তো সত্যিই দু:খজনক।
🙁 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
ন্যূনতম সৌজন্য হিসেবে লেখকের অনুমতি না নিলেও নিদেন পক্ষে তাঁকে এটা জানানো সমীচীন ছিল বলে মনে করি।
ধন্যবাদ খায়রুল ভাই ।
পুরাদস্তুর বাঙ্গাল
পারভেজ ভাইকে ধন্যবাদ জানাই মূল লেখার লিংক দেয়ার জন্য। এ কাজটা বাংলাদেশ নেভীর ফেসবুক পেজের এডমিনের করা উচিত ছিলো।
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
আমার একটা ব্লগ, '' সত্য ভূতের গল্প'' একটা পেজ এরকম কপি পেষ্ট করে দিসিলো। ক্যাডেট ব্লগ থেকে যে নিসে সেটাও উল্ল্যেখ করেনাই, কার লেখা সেটাও না। আর অনুমতি সেটাতো প্রশ্নই আসেনা।
খুব দুঃখজনক ব্যাপার 🙁 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
পেইজগুলা যারা চালায় তারা নিজেদের নাম আড়ালে রাখেন।
তবে আপনাকে লেখায় ট্যাগ করতে পারতো।
তবে আপনার উল্লেখ করেছে ওখানে।
তাছাড়া প্রিন্টেড মিডিয়ায় আসেনি।
তাই খুব একটা গর্হিত কিছু দেখছি না।
তবে এরপর আপনার লেখায় কপিরাইট প্রটেক্টেড দিয়ে দিয়েন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
সোর্স উল্লেখ করার ভদ্রতাজ্ঞান আমাদের অনেকের মধ্যেই নেই... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিক বলেছিস ভাই 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
আপনি নেভী? এই সূত্রে জানলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ভুল জেনেছো, বালিকা B-)
পুরাদস্তুর বাঙ্গাল
কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় মাইণ্ড করলাম। এর ফলাফল তো দেখতেই পাচ্ছেন , হে হে ...
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup:
অনেক দিন পরে, (৩ বছর) দেখলাম এটা। ভাইয়া যদি এখনো এখানে থেকে থাকেন, তাহলে শুধু একটা তথ্য আপনার জন্য। বাংলাদেশ নৌ বাহিনীর কোন ফেসবুক পেইজ নেই। যেটা দেয়া হয়েছে ওটা কোন একজন ফ্যান চালায়, কে জানি না। অফিসিয়ালি নেভীর কেউ কোন পেইজ হ্যান্ডেল করে না।
ধন্যবাদ ভাই
পুরাদস্তুর বাঙ্গাল